নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগরন বাংলা

মোঃ ফখরুজ্জামান

নামঃ মোঃ ফখরুজ্জামান, পিতার নামঃ মৃত রাশেদুজ্জামান, মাতার নামঃ ফরিদা রাশেদ, গ্রামঃ চংদাড়িয়া , পোঃ থুরী , ইউনিয়নঃ ৬ নং৥, থানাঃ মেলান্দহ, জেলাঃ জামালপুর

মোঃ ফখরুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

আমির ঝুঁকে জুতার ফিতা বাঁধতে পারছেন না

২৩ শে জুন, ২০১৫ বিকাল ৫:২১

আমির ঝুঁকে জুতার ফিতা বাঁধতে পারছেন না
অভিনয় করতে গিয়ে চরিত্রের প্রয়োজনে ওজন বাড়াতে হয়েছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে। এক-দুই কেজি নয়, তিনি একেবারে এক ধাক্কায় ৩০ কেজি ওজন বাড়িয়েছেন। ‘দঙ্গল’ ছবিতে আমির কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন। কুস্তিগীর মহাবীর ফোগাতের চরিত্রে অভিনয়ের জন্যই তাকে এতটা ওজন বাড়াতে হয়েছে। ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার আমিরের ওজন এখন প্রায় একশ’ ছুঁই ছুঁই। এতটাই ওজন বেড়ে গেছে বলিউডের এই তারকার যে, তিনি এখন ঝুঁকে নিজের জুতার ফিতা পর্যন্ত লাগাতে পারছেন না। নীতীশ তিওয়ারির এ সিনেমার জন্য আমির আবার ওজন কমাবেন বলেও শোনা যাচ্ছে। কারণ, সিনেমায় একটা সময় অপেক্ষাকৃত কম ওজনের ২৭ বছরের যুবকের চরিত্রেও অভিনয় করতে দেখা যাবে তাকে। অর্থাৎ একই সিনেমার জন্য একবার মোটা হলেন, আবার রোগা হবেন আমির। হরিয়ানাভিতে এখন এ অভিনেতা দিন-রাত ব্যস্ত কুস্তি শিখতে। আমির নিজেই জানিয়েছেন, তার ওজন ৯০ কেজি ছাড়িয়েছে। ৫ ফুট ৫ ইঞ্চির মানুষের জন্য ওজনটা অনেক বেশি বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে ‘পিকে’ মুক্তির প্রায় দুই বছর পর মুক্তি পাবে আমিরের পরবর্তী ছবি ‘দঙ্গল’।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৩

কম্পিউটার সেলস এন্ড সার্ভিসিং সেন্টার বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.