নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগরন বাংলা

মোঃ ফখরুজ্জামান

নামঃ মোঃ ফখরুজ্জামান, পিতার নামঃ মৃত রাশেদুজ্জামান, মাতার নামঃ ফরিদা রাশেদ, গ্রামঃ চংদাড়িয়া , পোঃ থুরী , ইউনিয়নঃ ৬ নং৥, থানাঃ মেলান্দহ, জেলাঃ জামালপুর

মোঃ ফখরুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

ইয়াছিন আরাফাতের জীবন কাহিনী

০৪ ঠা জুলাই, ২০১৫ সকাল ১১:২৮

কাহিনী

মোঃ ফখরুজ্জামান ঃ জেলার নাম জামালপুর । উপজেলার নাম মেলান্দহ, গ্রামের নাম চংদাড়িয়া । পিতার নাম ঃ মৃত রাশেদুজ্জামান ও মাতার নাম ফরিদা রাশেদ । ইয়াছিন আরাফাতের জন্ম ২০১৩ সালের রমজান মাসের ২৭ তারিখ ফজরের আজানের সময় । ইয়াছিন আরাফতের বাবা ছিল একজন সৎ ও পরিছ শ্রমী মানুষ আর পাঁচ ওয়াক্ত নামাজ কখনো কাজা করতেন না । কিন্তু ইয়াসিনের কপাল খারাপ সে তার বাবার মুখ টি দেখতে পায় নি । ইয়াছিনের মায়ের পেটে ৬ মাস বয়সে তার বাবা রানা প্লাজা ট্রেজিড়িতে নিহত হয় ।ইয়াছিন এর বাবা ছিল রানা প্লাজা ফ্যান্টম অ্যাপারেল এর এডমিন কমপ্লাইন্স অফিসার ।তার ছিল তিন ছেলে সন্তান আর ইয়াছিন হল তার সবচেয়ে ছোট সন্তান এই সন্তান টি নিয়েছিল একটি মেয়ে সন্তানের আশায় কিন্তু তার ও কপাল খারাপ যে সন্তানের মুখটি দেখে যেতে পারলেন না । আর ইয়াছিন এর বাবা মারা যাওয়ার ৬ মাস পর হল ইয়াছিন এর খুবই কষ্ট তার পরিবারের । কিন্তু কষ্ট থাকলেও ইয়াছিন কে বুজতে দেওয়া হয়নি আজো যে তার বাবা নাই । আর ইয়াছিন হল সবার আদরের ও চোখের মনি । ইয়াছিন এর কিছু হলে সবাই পাগল হয়ে যায় । ইয়াছিন এখন একটু বড় হইছে । ইয়াছিন আরও বড় তিন ভাই সবাই পড়ালেখা করে । ইয়ছিন এর বড় ভাই বয়স আঠরো পড়ছে কেবল মাত্র বিকম ফাস্ট ইয়ারে । ইয়াছিন আর ব্ড় দুই জমজ পড়ে কেবল ক্লাস নাইন । পরিবারের কেউ হেল্প করার কেই সবাই কষ্ট করে পড়াশোনা করে । কিন্তু ইর্র্য়ছিন এর বাবার আশা ছিল যে তার সন্তানদের কে ভালো মানুষ করবে একজন হবে ডাক্টার আরেক জন হবে জজ আর আরেক জন হবে ইঞ্জিনিয়ার ।কপাল খারাপ তার বাবার সে সন্তানদের ভালো ভবিষৎ দেখার সুযোগ পেল না । কিন্তু সন্তান রা সবাই ভাল মানুষ হবে একদিন । থাক আর লিখছি না মনটা ভাল লাগছে না । আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবাকে ও রানা প্লাজা ট্রেজিডেতে যারা নিহত তাদের সবাই কে আল্লাহ যেন জান্নাত দান করেন ।





মোঃ ফখরুজ্জামান

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.