নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌসুমী আক্তার

মৌসুমী আক্তার › বিস্তারিত পোস্টঃ

নারী দর্পন

২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৬

পুরুষজাতী নারী অপেক্ষা অধিক "নাদান" ।এটি আমার নয় আমাদের সমাজের দৃষ্টিভঙ্গী।তাই আমরা নারীর সাথে ঘটা সকল অন্যায়-অপরাধের জন্য পুরুষের পূর্বে নারীকে দোষারোপ করে থাকি।ইভ-টিসিং,ধর্ষন,গৃহ-নির্যাতনের মতো বিষয়গুলোতেও তাই পুরুষের আগে নারী সম্প্রদায়কে দায়ী করা হয়।সমাজের চোখে, এই অপরাধগুলোর ভুক্তভোগী নারী, আবার কর্তা ধর্তাও নারী।এটিও আমার নয় সমাজের দৃষ্টিভঙ্গী।দৃষ্টিভঙ্গী বলা বোধহয় সঠিক হবে না।এগুলো সমাজের দৃষ্টিভঙ্গি নয়,এগুলো সমাজের অজুহাত।কারন আমাদের সমাজ বেশ ভালো করেই জানে, নারীকে কেন্দ্র করে সৃষ্ট অপরাধগুলোর জন্য পুরুষই দায়ী।কিন্তু আমাদের সমাজের দৃষ্টিতে, পুরুষের অপরাধ যথাসম্ভব দৃষ্টিগোচরিত হয়।আর বলাই বাহুল্য, যে সমাজ পুরুষের পক্ষপাত করছে, তা পুরুষ কতৃকই নিয়ন্ত্রিত।তাই,আমাদের সমাজ পুরুষতান্ত্রিক সমাজ।আর এই সমাজে নারী পুরুষের অন্যতম সর্বোৎকৃষ্ট গৃহপালিত প্রানী।আর এই প্রানীর সাথে পুরুষের মনমর্জি করার অধিকার আছে।

আমাদের সমাজ পুরুষজাতীকে মাথায় তুলে নাঁচার ফলে,পুরুষ নারীজাতীর সাথে অনাচার করার সনদ পাচ্ছে।আসল কথা হল, আমাদের সমাজের প্রত্যেকটি নারী-পুরুষের কাছে,নারীর পতন,নারীর নিচে পড়ে থাকা,নারীর পুরুষ অপেক্ষা নিম্নস্তরের প্রানী হওয়া স্বাভাবিক বিষয় হয়ে দাড়িয়েছে।আর যখনই এই ব্যাবস্থিত ব্যাবস্থা নিয়ে কেউ নাড়াচাড়া করে,আমাদের সমাজের চোখে তা সহনীয় ঠেকে না।তাদের দৃষ্টিতে নারী সৃষ্টিগতভাবেই পুরুষ অপেক্ষা নীচু স্তরের।

নারীকে পুরুষ অপেক্ষা নিম্নস্তরের ভাবার পেছনে সবচাইতে বড় কারন হলো, বাহুবল! আমাদের সমাজব্যাবস্থার কতৃত্ব অর্জনের মুলমন্ত্র হলো,জোর যার মুল্লুক তার।বনে যে শক্তিশালী সিংহ সেই রাজা।পুরুষের বাহুবল সৃষ্টিগত ভাবে নারী অপেক্ষা বেশি,যদিও সৃষ্টিগতভাবে নারী-পুরুষ সমান সামর্থ্যের অধিকারী।কিন্তু সমাজব্যাবস্থায় এই মতবাদটি কখনো গ্রহনযোগ্য হয়না।কারন, আমাদের সমাজে বাহুবল ও যৌনক্ষমতাকে সামর্থ্য বলে গন্য করা হয়।কিন্তু, হায়!আমাদের সমাজ নিয়ন্ত্রকরা সামর্থ্যের সঞ্জাই জানেনা।মুলকথা হলো,আমাদের সমাজব্যাবস্থাই,নারী পতন এবং পুরুষের মানসিকতা পতনে দায়ী।আর এই পতনে পতনেই সমাজের পতন ঘটছে।এক্ষেত্রে, সমাজব্যাবস্থা যে ডালে বসে আছে,সে ডাল ই কেঁটে ফেলছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.