নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌসুমী আক্তার

মৌসুমী আক্তার › বিস্তারিত পোস্টঃ

আমরা হলেম ধর্ষিতার দল......

০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

যেখানে সেখানে ধর্ষিত হচ্ছি,ওরা ওদের মনমর্জি করে চলছে।দেহের ওপর ক্ষীন হলেও আমার মনের,মস্তিস্কের,আত্মার কি?ওরা প্রতিদিন আমার,আমাদের মন মস্তিষ্ক, নারীত্বের ধর্ষন করছে।আর আমি ধর্ষিত হচ্ছি প্রতিনিয়ত।তবে আমাকে নারী,বেটি,মেয়ে,মাতা,ভগ্নী ডাকা হয় কেন? ধর্ষিতা বললেই চলে।আমার হলেম ধর্ষিতার দল।

ধর্ষন কি? ধর্ষন কাকে বলে? ধর্ষন কি কেবল জোর জবরদস্তিতে স্থাপিত যৌন শোষন? না! ধর্ষনের সীমাবদ্ধতা কেবল দেহের ওপর নয়।মন,মস্তিষ্ক,আত্মা ,নারীত্বের ওপরও।আমারা ধর্ষিতার যার তার কাছে ধর্ষিত হই, স্বামী,রাস্তা পুরুষ, গ্রাহক সকল পুরুষের ধর্ষনের অধিকার আছে। গৃহে গৃহে আমার দেহ নিপীড়িত হচ্ছে, রাস্তায় ওরা ছোট ছোট বালিকাদের উত্যক্ত করছে, যেখানে সেখানে হেয় হচ্ছি,দমে যাচ্ছি।কখনো স্ত্রী রুপে ,কখনো কন্যা রুপে, কখনো পথচারী রুপে, কখনো চারিকা রুপে.....।

কিন্তু হায়! আমরা কেবল দেহ অনাচার দেখলাম, দেহ ধর্ষন দেখালাম,শুনলাম, বললাম।কিন্তু আমার মন মস্তিষ্কের কথা কেউ ভাবেনি।আমাদের মন মস্তিস্কের ধর্ষনে নেই কোনো মামলা মোকাদ্দামা।কেবল অনাচার হচ্ছে, আমরা প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছি।আমার হলেণ ধর্ষিতার দল।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.