![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে একটি হাতুড়ি দেবে?আমি ভাঙতে চাই!
আমার পায়ে বাঁধা লোহার শেকল গুঁড়োতে চাই!
আমি ভাঙবো আজ, সেই কারাগার ভাঙিতে চাই।
যে কারাগার আত্মার মোর মরন বাঁচন নাই!
যে কারগারে উড়তে পারিনা,ভেঙেছে আমার ডানা।
আমি সেই দোষীদের রক্তাত করবো,কিন্তু অস্ত্র নেই।
আমাকে একটি হাতুড়ি দাও!আমি ভাঙতে চাই!
আমি যে কালে জন্মেছি,সে কালে মরেছি,বন্দী!
আমার মরা বাঁচা নেই,কেবল কাল ধরে কারানন্দী।
ওরা ধরেছে,আঁটকেছে,বেঁধেছে, এখন ভাঙতে চাই।
বাঁচতে আমি পারি না পারি,তবে মরতে চাই।
তবুও চাই!আমি ওদের হস্তবাঁধনে রক্ত চাই।
চাই, চাই আর চাই! আমি এখন চাইতে চাই।
আমাকে একটা হাতুড়ি দাও আমি ভাঙতে চাই
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৬
কথাকথিকেথিকথন বলেছেন: খুব ভাললাগলো কবিতা ।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওতো তোমার মাঝেই আছে

মিছেই খুঁজছো জগত জুড়ে
ইচ্ছে নামের হাতুড়ি তার
দৃঢ়তা হাতল স্বপ্ন ভরে।
চালাও এবার মনটা ভরে