![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনও অনেক রাত,
আমি তুমি মিলে দুজনে, একখানে,নির্জনে।
কতখন চেয়ে আছি দুজনায়? মনে নেই।
এখনও অনেক রাত,
একটি ছাদের নিচে, একটি বড়সড় বসার ঘরে।
একটি দুটি ঘন্টা এমনিই কেটে যায়, মুহুর্তেই।
দুজনে মেতে আছি দুজনায় কতক্ষন?
হাতখানি এলিয়ে দাও খানিক,ছুয়ে দেখি ,
ভালবাসা ছুড়ে দাও আলতো করে,ধরে রাখি।
একটি মোমবাতিতে পুরো আমবস্যায়,
দুজনে নির্জনে খানিকক্ষন,কেউ কিছু না বলি।
একটি রাত ভালবাসায় শব্দহীন, স্পর্শহীন!
একটি রাত, কতো রাত, কতো মাস,কতো বছর
কতক্ষন চেয়ে আছি দুজনায়? মনে নেই।
আমি তুমি মিলে দুজনে,একখানে, নির্জনে।
চুপ, শব্দ নয়! এখনও অনেক রাত।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অপূর্ব সৃষ্টি! যতিচিহ্ন যথাসম্ভব কম বসাতে হবে।দু একটা উপমা অনুপ্রাস থাকলে আরো সুন্দর হতো ।ধন্যবাদ ।