![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি হয়তো জানোই না, প্রেম কিভাবে করতে হয়।,
তুমি জানোই না কি করে হাতের উল্টোপাশে চুমু খেতে হয়।
তুমি বড্ড সেকেলে, অনেক কিছুইতেই বড্ড আনারী।
একটু একটু করে হৃদয়ে ঢুকতে হয়, ভেতরে আসতে হয়,
হৃদয়ে তুলতে হয় কাঁপন, ঝড়, সুনামী,সাইক্লোন।
একটু একটু করে চোখে চোখ রাখতে হয়,কপালে কপাল।
কপাল ঠেকিয়ে বলতে হয়," ভালোবাসি",বারবার।
তুমি তো জানোই না কি করে প্রেম করতে হয়,
হাতে হাত রাখতে হয়, প্রেম পৌছে দিতে হয় শরীরে;
প্রেম বড় ছোঁয়াছে রোগ, ছুঁলেই ছড়িয়ে যায়।
চোখে চোখ,মুখে মুখ,হৃদয়ে হৃদয় মেলাতে হয়,
মাথা থেকে পা পর্যন্ত সব দিয়ে প্রেম করতে হয়।
"হ্যাবলা", তুমি জানোই না প্রেম করতে,
তোমাকে সবই শেখাতে হয়।
ভালোবাসা দিবসে প্রেমের কবিতা না লিখলে কিসের ভালোবাসা দিবস? যদিও আমি "কঠিন" প্রেমের কবিতা লিখতে জানিনা।তবুও ছাইপাশ কিছু লিখলেই হলো, কবিতা একটা হলেই হলো।যাদের কাছে ভালোবাসা নিয়ে গাঁ চুলকানি আছে, যারা ভালোবাসতে জানেন না, প্রেম করতে জানেন না।আপনারা বরাবরই হিংসুক।হিংসা স্বাস্থের জন্য ভালো নয়।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২
মৌসুমী আক্তার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৭
মোটা ফ্রেমের চশমা বলেছেন: কবিতাটা দেখে মনে পড়ল- কিছুই তো জানি না
ভাল্লাগসে। প্রথম প্লাস দিলাম। প্রিয়তেও নিয়ে নিলাম।