নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফালতু কথা

অালমগীর ৮৫

অতি সাধারণ এক মানুষ অামি । সাদা চোখে সব দেখতে ভালোবাসি।

অালমগীর ৮৫ › বিস্তারিত পোস্টঃ

ফালতু কথা -০১

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

ফালতু কথা -০১

বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ ৪৪ বছর । পাকিস্তানীদের শোষন, নিপীড়ন, নির্যাতন, ও অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্ত হয়ে আমরা চেয়েছিলাম সমৃদ্ধ একটি সোনার বাংলাদেশ গড়তে। নিজেদের মেধা, যোগ্যতা ও কঠোর পরিশ্রম দিয়ে এ মাটির বুক চীরে আনতে চেয়েছিলাম অর্থনৈতিক সমৃদ্ধি । হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খৃষ্টান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাধে কাধ মিলিয়ে দেশের বুকের উপর বসে থাকা পাকিস্তানী জগদ্দল পাথরকে সরানোর জন্য আমরা যুদ্ধ করেছিলাম। ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা - বোনের সম্ভ্রমএর বিনিময়ে আমরা ছিনিয়ে এনেছিলাম লাল সবুজের এ পতাকা। লক্ষ শহীদের রক্ত গঙ্গার গাঙ্গেয় দ্বীপে দাড়িয়ে আজ আমি ভাবছি আর অপরাধ বোধে বারবার কুকড়ে যাচ্ছি । এই কি আমাদের স্বপ্নের স্বাধীনতা? বাংলার মাটিকে রক্তে সিক্ত করা হয়েছিল কি তিক্ত এ প্রতিচ্ছবির জন্য? যেখানে জাতিতে -জাতিতে, দল-উপদলে, ভাইযে- ভাইয়ে ব্যাক্তিগত ক্ষুদ্র স্বার্থে বৃহৎ আকারে হানাহানী সংগঠিত হচেছ। সকালে চায়ে চুমুক দিতে দিতে যখন পত্রিকায় চোখ বুলাই চা আর গলা দিয়ে নামে না। আটকে থাকে শুকনো ঘাসের মতো। বিঃষ্ফারিত চোখে গিলতে হয় সন্ত্রাস, খুন, ধর্ষন, চাদাবাজী, টেন্ডারবাজীর চুমুক। ঘরথেকে বেরোলেই রাস্তার পাশে পড়ে থাকা ভুখা-নাঙ্গা হাড্ডিসার কংকালসার মানুষগুলো ভাংগা থাল মেলে ধরে আছে "ভাত দাও, ভাত দাও" বলে। গ্রামের পর গ্রাম, ফসলি জমির মাঠ খা-খা করে । দরিদ্র কৃষক উপুড় হয়ে পড়ে থাকে উঠোনে। পুকুরে মাছ নেই ,গোলায় ধান নেই, গোয়ালে গরু নেই, চোখে পানি নেই, দেশের সাধারন মানুষের মুখে হাসি নেই।আছে শুধু কষ্টে মোড়ানো বুকের গভিরে হতাশার চিনচিনে ব্যাথা। দিন বদলায়, মানুষ বদলায়, সরকার বদলায় , বদলায়না শুধু আমার দেশের দরিদ্র মানুষ গুলোর ভাগ্য । আবার যাদের ভাগ্য বদলায়, তারা বদলায়না। আরো পাওয়ার নেশায়, আরো খাওয়ার নেশায় , তারা এমনই মত্ত যে চিত্ত মঞ্চে মদ্যপ হয়ে নৃত্য করতে করতে বিবেকের খেই হারিয়ে ফেলে। সেই নৃত্যের তলে চিড়ে চ্যাপ্টা দেশের কৃষক, শ্রমিক, অথবা পুরো দেশ, দেশের স্বাধীনতা। স্মৃতি সৌধ, বদ্ধভুমি, অথবা অলি গলি থেকে মুক্তিযোদ্ধারা যখন চুপি চুপি এসে প্রশ্নকরে এই দেশের জন্যই কি আমরা জীবন দিয়েছিলাম? আমরা কি আজকের এই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম? আমি নির্বাক বোধ বুদ্ধিহীন ফ্যাল ফ্যাল তাকিয়ে থাকি। নখ খুটি, আঙ্গুল চুষি অথবা পায়ের নিচে পড়ে থাকা খেজুরের আঠি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি যেন তাদের কোন প্রশ্নই আমার কানে পৌছায়নি। কে ভাববে আমার দেশের কথা? দেশের মানুষের কথা? কে নামিয়ে আনবে স্বপ্নলোক থেকে স্বপ্নের দেশকে? কৃষক আঙ্গুলগোনে এই স্বাধীনতার জন্য তার পরিবারের কতজনকে সে হারিয়েছে। আর আমি আঙ্গুল গুনি ১,২,৩.. ৪১,৪২ ৪৩ টি বছর........।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.