নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফালতু কথা

অালমগীর ৮৫

অতি সাধারণ এক মানুষ অামি । সাদা চোখে সব দেখতে ভালোবাসি।

অালমগীর ৮৫ › বিস্তারিত পোস্টঃ

ফালতু কথা ১১ : রোহিঙ্গা ইস্যু-মানবিক নাকি ধর্মীয়?

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:১৩


গত ২৫ আগষ্ট টেলিভিশন খুলতেই দেখলাম, সীমান্ত পার হয়ে মিয়ানমার থেকে দলে দলে মানুষ বাংলাদেশে ঢৃকছে।

-কী কারণ? হঠাৎ করে কী হলো কেন এতো মানুষ সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে? সীমান্তে আমাদের যে বি. জি. বি. যওয়ানরা পাহারা দিচ্ছে তারা তাহলে কী করছে?

পরে জানতে পারলাম মিয়নমার সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর অাক্রমন চালিয়েছে, শত-শত মানুষকে গুলিকরে মারছে, গ্রামেরপর গ্রাম আগুনে জ্বালিযে দিচ্ছে।

-কেন তারা এমন করছে?

একটু পরে জানলাম রোহিঙ্গারা ময়িানমারের আটটি পুলিশ ফাড়িতে আক্রম চালিয়েছিলো তারই অংশ হিসাবে সেনাবাহিনীর এ অভিযান।

-ভালো কথা বুঝলাম এটা তাদের অভ্যান্তরীন সমস্যা, তো তারা দলে দলে বাংলাদেশে আসছে কেন? আর বাংলাদেশ সরকার এদের ঢুকতেই বা দিচ্ছে কেন?

কারন জানা গেলো মিয়ানমার সেনাবাহিনী মনে করে রোহিঙ্গারা সেখানকার নাগরীক নয়, তারা বাংলাদেশী। তাই তাদের ঘর বাড়ী জ্বালিয়ে দিয়ে বাংলাদেশের পথ দেখিযে দিয়েছে।

-ওওও এই তাহলে আসল কারণ!! কিন্তু বাংলাদেশের মৌলভীরা রাস্তায় মিছিল করছে কেন?

তারা মিছিল করছে মিয়ানমারে গনহত্যা বন্ধ করার জন্য এবং বাংলাদেশ সীমান্ত খুলে দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য।

-তাহলে এ ক্ষেত্রে সরকারের বক্তব্য কী?

উত্তর:- বাংলাদেশ মিয়ানমারের রোহিঙ্গাদের মোটেই বাংলাদেশী নাগরীক বলে স্বীকার করে না। কিন্তু মানবিক কারণে কিছু সময়ের জন্য রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়েছে।

-মানবিক কারনে যদি আশ্রয় দিয়ে থাকে তাহলে আজ যদি ভারত কোলকাতায় বসবাসরত বাঙালিদের বাংলাদেশী বলে সেখান থেকে বিতিড়িত করে এবং কোলকাতার ১০ লক্ষ লোক বাংলাদেশে আশ্রয়ের জন্য চলে আসে তাতেও কী বাংলাদেশ মানবিক কারণে তাদের অশ্রয় দিবে? আর বাংলাদেশের মৌলভীরা সীমান্ত খুলে দেওয়ার জন্য রাস্তায় মিছিল করবে??

উত্তর: ইয়ে মানে, না মানে, হ্যা মানে..................।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:



রম্য?

২| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৩

অালমগীর ৮৫ বলেছেন: হুম

৩| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৫

আবু তালেব শেখ বলেছেন: রোহিংগাদের বিষয়ে ধর্ম বা জাতিগত টান নয়। মানবিক দৃষ্টিতে দেখেছে সরকার। বাকি ব্যবস্থা পরে।

৪| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু ঝামেলা ঐতিহাসিক ভাবে চলে আসছে আমাদের দেশে এটার জন্য যে কোন পক্ষে যাবে জনগণ বা সরকার সেটা নির্ধারণ করা খুবই কঠিন ব্যপার...

৫| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩২

অপর্ণা মম্ময় বলেছেন: সব প্রশ্ন আর উত্তর তো দিয়েই দিছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.