![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন খুব সাধারণ মানুষ তবে অসাধারণ কেও হতে চাই ! ফেবু আইডিঃ Fariha Provs
একটি দেশ, একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি হলো শিক্ষা। এই বিবেচনায় বলা হয়, "শিক্ষাই জাতির মেরুদণ্ড"। অর্থাৎ একজন মানুষ যেমনি মেরুদণ্ড সোজা করে স্থির দাঁড়াতে পারেন, ঠিক তেমনি একটি জাতির ভিত্তিমূল,উন্নয়ন,অগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষার উপর। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত,সভ্য এবং অগ্রসর।
শিক্ষা অর্জন মানুষের জন্মগত মৌলিক অধিকারও বটে। আমাদের দেশে যে ৫টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, তার মধ্যে কিন্তু শিক্ষা একটি। শিক্ষার প্রয়োজনীয়তা সার্বজনীন,অপরিহার্য,ব্যাপক। একজন মানুষকে প্রকৃত মানবিক ও সামাজিক গুণাবলী সম্পন্ন ব্যাক্তি হতে শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও শিক্ষাতে গুরুত্ব দিয়ে বলেছেন, "শিক্ষা ও জ্ঞান অর্জন করতে সুদূর চীন দেশে হলেও যাও"। প্রকৃত শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষের মন-মানসিকতার উৎকর্ষ সাধন সম্ভব হয়। একটি কুপিবাতি যেমন তাহার পার্শ্ববর্তী এলাকাকে আলোকিত করে তোলে, ঠিক একজন মানুষ যখন সমাজে বিকশিত হয়ে উঠেন তখন তার সাথে তার পরিবার,সমাজ এবং রাষ্ট্রও আলোকিত হয়ে উঠে। এতে করে আরো সুবিধাবঞ্চিত মানুষেরা আলোকিত হবার সুযোগ লাভ করে।
সুতরাং আমাদের জীবনে শিক্ষার গুরুত্ব কিন্তু ব্যাপক....
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আমার নিজের এসব টপিক্স খুব বোরিং লাগে সত্যি বলতে। তবে কবিতা লিখার জন্য প্রয়োজন সুন্দর পরিবেশ ও সময়। দুটোর কোনোটিই আমার নেই তাই খুব কষ্টে আছি ভাইয়া।
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১
শায়মা বলেছেন: সুন্দর একটা টপিক....
তবে ছবির মানুষটা বই সিড়ি পাড়ি দিয়ে চলে যাচ্ছে। পায়ের তলায় বই! ছোটবেলায় বই পায়ে লাগলে মা বলতেন সালাম করো নইলে কিন্তু ফেলটু হয়ে যাবে। তাই ছবিটা দেখে ভয় পাচ্ছি!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: প্রিয় শায়মা আপু আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।
এখানে বুঝানো হয়েছে ব্যাক্তিটি ধীরে ধীরে সিঁড়ি পার হয়ে উপরের দিকে হেঁটে যাচ্ছেন। সিঁড়ি এখানে বই,যা কিনা তাহার জ্ঞানের স্তবক। এইসকল সিঁড়ি বেয়ে সে জ্ঞান লাভ করে তার সফলতার দাড়ে গিয়ে পৌঁছাবে একদিন।
আপু একদিন আমরাও পারবো ইনশাআল্লাহ্ !
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
রাকু হাসান বলেছেন: । তবে কবিতা লিখার জন্য প্রয়োজন সুন্দর পরিবেশ ও সময় --একদম একমত । তবু চেষ্টা করতে হবে। তুমি এইসব টপিকে যারা লিখে তাদের কিছু পোস্ট পড়লেই বুঝতে পারবে । আর গল্প/কবিতায় ব্লগিং করলে অনেক লাভ ,শেখা যায় ।
শায়মা/লিজেন্ড আপু ঠিক বলেছে । পারলে ছবিটা সরিয়ে দিও ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য। আমি চেষ্টা করবো আমার বেস্ট অনুযায়ী।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩
মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল লিখেছেন। তবে এটা রচনা যেহেতু। আরেকটু বড় করে লিখতে হবে। আর ছবিটি সামঞ্জস্য না।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: কি বলবো বুঝতে পারছিনা!!!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভাইয়া এখন কেমন লাগছে? হিহিহিহি...
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
মেহেদী হাসান হাসিব বলেছেন: শুভ কামনা রইলো
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকে।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমাদের জানা উচিত শিক্ষা আসলে কেন করছি?
আর শিক্ষাটা যুগের উপযোগী হওয়া আরো জরুরী।।
আমাদের শিক্ষা আমাদের এখনো মানুষ করতে পারেনি।।।
যদি করতো তাহলে এখনো আমরা এমন নির্যাতন এর খবর পাই কেন?
আসলে শিক্ষিত মানুষ দরকার। আবার স্বশিক্ষিত হওয়া আরো দরকার।
মানুষ এখনো পুরাতন আমলেই রয়ে গেছে।।।
পাল্টাতে হবে।।।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি অসংখ্য ধন্যবাদ। আমারও তাই কথা। আপনার বলা বিষয়টি নিয়েই আসলে বলতে চেয়েছিলাম,তার পরিপ্রেক্ষিত এই শিক্ষার গুরুত্ব টা দেওয়া। কারণ আগে গুরুত্ব জেনে নেওাটাই আমি ভালো মনে করি।
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৮
আরোগ্য বলেছেন: মেহেদী ভাই ও রাকু ভাইয়ের সাথে সহমত।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৩
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভাইয়া,ধন্যবাদ মন্তব্যের জন্য।
আমি নিজেই ছোট মানুষ,তার মধ্যে আবার আমার নিজেরই লেখা-পড়ার প্রতি অনেক অনীহা। লেখা-পড়া নিয়ে ভাবারই বা এতো সময় কই বলুন?
তবে আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে।
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৪
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোটোবোন,
উপরে দেখলাম ইতিপূর্বে আমার ছোটোভাইদের সঙ্গে ও শায়মাপুর সঙ্গে একটি মিথোস্ক্রিয়া হয়েছে। তবে বিদ্যার দেবী সরস্বতী। কাজেই সেই বইকে সিঁড়ি হিসাবে ব্যবহার করলে অনেকের সুক্ষ ভাবাবেগে আঘাত লাগতে পারে। যাক সেটা আপনার নিজস্ব ব্যাপার । পাশাপাশি শিক্ষা বহিরঙ্গে যেমন হয়,অন্তরঙ্গেও তেমন দরকার। আমরা সোনার হরিণ ধরতে গিয়ে বহিরঙ্গে অলংকৃত করি, অন্তরঙ্গের দিকে ফিরেও তাকাই না। অথছ বুক পকেটের নীচে একটু তাকালে পৃথিবীর গন্ধটা বদলে যেত।
পোস্ট ভালো লেগেছে, লাইকও দিয়েছি।
শুভকামনা ও ভালোবাসা রইল প্রিয় ছোটোবোনকে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভুল বুঝিয়ে আমার সামনে তুলে ধরার জন্য। এভাবেই আমার পাশে থাকুন।
৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৫
কাওসার চৌধুরী বলেছেন:
শিক্ষা বা জ্ঞানই মানুষের জীবনধারণ ও উন্নতির প্রধানতম সহায়ক বা নিয়ামক হিসাবে আখ্যায়িত। একদা গুহাবাসী আদিমমানব আজ যে বিষ্ময়কর সভ্যতার বিকাশ ঘটিয়েছে তার পেছনে রয়েছে মানুষের যুগ-যুগান্তরের অর্জিত জ্ঞান ও অর্জনের প্রক্রিয়া। এ প্রক্রিয়ার নামই হল শিক্ষা। এক সময় শারীরিক সামর্থ জাতির গর্বের বিষয় ছিল, প্রকৃতি প্রদত্ত ঐশ্বর্য জাতির অহমিকার উপাদান যুগিয়েছে। কিন্তু জ্ঞান বিজ্ঞানের বিষ্ময়কর উন্নতির এ যুগে জাতীয় জীবনে শিক্ষার কোন বিকল্প নেই।
লিখুন নিয়মিত; ব্লগে নিয়মিত সময় দিন। লেখায় উন্নতি আসবে। (শুভ রাত্রি)
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২০
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ স্যার। আপনি ঠিক বলেছেন। এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষার কোনো বিকল্প নেই। যদিও আমি নিজে এতোটা বেশি পড়াশুনায় সময় দেইনা,তবুও সবাইকে বলি।
শুভরাত্রি স্যার। ভালো থাকবেন।
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০২
আহমেদ জী এস বলেছেন: ফারিহা হোসেন প্রভা ,
সন্দেহ নেই , শিক্ষা মৌলিক অধিকারের একটি । এই অধিকারটিকে নিয়ে শিক্ষাঙ্গনে , রাস্তায় তেমন কোনও উচ্চবাচ্য দেখিনি ।
মেরুদন্ড সোজা রাখতে হলে আগে মেরুদন্ডের হাড়গুলোকে শক্ত-পোক্ত হতে হবে । এর জন্যে লাগবে ক্যালসিয়াম সহ অনেক উপাদান। তাতেও হবেনা , ঐ সব উপাদানগুলোকে আবার সঠিক পরিমাপে সঠিক সময়ে জুড়তে হবে, থাকতে হবে রৌদ্রালোকের উপস্থিতি ।
আমাদের শিক্ষা ব্যবস্থা এমন যে, এতোদিন ধরে রৌদ্রালোক ব্যতিরেকে ক্যালসিয়ামের অভাবে তার অবস্থা হাড়ের " রিকেট" রোগটির মতো , বাঁকানো- জরাজীর্ণ -ক্ষয়িষ্ণু-ভঙ্গুর ।
একজন সুশিক্ষিত নেত্রী হওয়ার স্বপ্ন দেখছেন আপনি । আপনি এবং আপনার মতো সবাই এই ক্ষয়িষ্ণু-ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে নিরেট-শক্ত-অটুট রাখতে সোচ্চার হবেন , এমন প্রত্যাশা রাখছি ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১০
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ জনাব আপনার মন্ত্যবের জন্য।
কষ্ট হলেও বলতে হবে শিক্ষার দিক দিয়ে কিছুটা উন্নতি হলেও বেকারত্বের দিক থেকে অনেক এগিয়ে আমরা। যথেষ্ট শিক্ষিত হয়েও পিছিয়ে আছি চাকরি-বাকরির ক্ষেত্রে।
১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭
সৈয়দ ইসলাম বলেছেন:
শিক্ষা ঠিকই এমন ; বলেছ তুমি যেমন।
তবে আছে কিন্তু এতে! বিরাট তবে ভাই
এ শিক্ষাতে পথ হারিয়ে অন্য পথে যাই
আমরা অন্য পথে যাই।
শিক্ষা ঠিকই মহা মূল্যবান কিন্তু আমরা উপকারী শিক্ষা খুবই কম পাচ্ছি। এবিষয়ে রাহুল সাংকৃত্যায়ন খুবই সুন্দর ভাবে বলেছিলেন। বইটার নাম মনে নেই! তবে কথা হচ্ছে, আমরা বাস্তবে শিক্ষা সমাপ্তি বা হঠাৎ শিক্ষালয় থেকে বেরিয়ে পড়ার পর সাথে সাথে কী জিবিকা অন্বেষণ করতে পারছি/পাচ্ছি? কেন নয়! এর মানে শিক্ষা ব্যবস্থায় সমস্যা আছে।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৪
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অবশ্যই সমস্যাতো থাকবেই। সমাধানও আমাদেরকেই খুজে বের করতে হবে। প্রত্যেক সন্তান তো নিশ্চই এই শিক্ষাটা তার মা'এর গর্ভ থেকেই শিখে এসেছে। তারই প্রতিফলন ঘটাতে হবে।
১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৩
আহমেদ জী এস বলেছেন: ফারিহা হোসেন প্রভা ,
ধন্যবাদ প্রতিমন্তব্যের জন্যে ।
তবে শিক্ষার দিক দিয়ে কোনও উন্নতি আমাদের হয়নি বরং উল্টো । আমরা শিক্ষিত হইনি, শিক্ষাপ্রতিষ্ঠানের একটি সার্টিফিকেটধারী হয়েছি মাত্র ।
পদাতিক চৌধুরি যেমন বলেছেন - "শিক্ষা বহিরঙ্গে যেমন হয়,অন্তরঙ্গেও তেমন দরকার। " তেমনি
বহিরাঙ্গে সার্টিফিকেটধারী নয় , প্রকৃত শিক্ষায় অন্তরঙ্গকে " আলোকিত" করাই শিক্ষার মূল । তা কি আছে ?
আর বেকার সমস্যা ? হতাশা থেকে বলেছেন - শিক্ষিত হয়েও পিছিয়ে আছি চাকরি-বাকরির ক্ষেত্রে। যে দেশে কর্মসংস্থানই নেই সেখানে বেকারের সংখ্যা তো হুহু করে বাড়বেই, বাড়বে হতাশাও । আমাদের শিক্ষা আছে কি নেই , এর সাথে কর্মসংস্থানের কোনও সম্পর্ক নেই । দেশে কয়েক লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করুন , দেখবেন বেকারের সংখ্যা প্রায় শুন্যের ঘরে এসে যাবে ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
এই ব্যাপারটা ভাবার দরকার কাদের জনাব? যাদের দরকার তারাই ভাবতে পারছেনা। অপরদিকে আমরা হতাশ হচ্ছি।
১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৬
ল বলেছেন: চরম বৈষম্যমূলক এক শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের ঘাড়ে। আজতক সেই বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা চালু আছে এবং দিনে দিনে তা আরও প্রকট আকার ধারণ করেছে।
বাংলাদেশে এখন সবচেয়ে দামি পণ্য হলো শিক্ষা ও স্বাস্থ্য। দুটোই নাগরিকের মৌলিক অধিকার। অথচ এই দুই মৌলিক অধিকার থেকে নাগরিকরা বঞ্চিত।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০০
ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি ঠিক বলেছেন। এক্ষেত্রে সরকারের এবং দেশের গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসা উচিৎ। আর তাছাড়াও আমাদেরও আরো বেশি সচেতন হতে হবে।
১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৮
চাঁদগাজী বলেছেন:
আমাদের নবী (স: ) পড়ালেখা শেখার উপর গুরুত্ব দিলেন; কিন্তু নিজে লিখতে পড়ছে শিখলেন না কেন?
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: এটা কি বলেন স্যার? উনার কোনো শিক্ষার দরকার ছিলোনা। উনি এমনিই সকল জ্ঞানের আঁধার ছিলেন। উনি মহামানব ছিলেন। উনাকে এমনি এমনিতো আর মহানবী বলা হয়না। ধন্যবাদ আপনাকে।
১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৭
প্রামানিক বলেছেন: শিক্ষা নিয়ে ভালো লেখা। ধন্যবাদ
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ স্যার। আমার পাশেই থাকবেন। দোয়া ও ভালোবাসা রইলো।
১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল আপনার কথাগুলো ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৩
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ।
১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নিঃসন্দেহে একমত শিক্ষার বিকল্প নাই, সুন্দর বলেছেন, শিক্ষার গুরুত্ব তুলেধরেছেন চমৎকারভাবে।
ভালো লাগলো পোস্ট
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৩
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমার পাশেই থাকবেন। শুভকামনা।
১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৭
আরোগ্য বলেছেন: কি প্রশ্ন? নিঃসংকোচে বলুন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৫
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনার জন্য? জি হ্যা প্রশ্নটি হলো ভাইয়া আপনি কি সর্বদা আরোগ্য থাকেন নাকি হুম?
বুঝতে পেরেছি এই আরোগ্য ঐ আরোগ্য নয়। ধন্যবাদ মন্তব্যের জন্য।
১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৯
সুমন কর বলেছেন: আরো একটু হলে মন্দ হতো না !!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: মন্ত্যবের জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ্ পরের বার হবে। এই ছিলো মূল টপিক্সের ভূমিকা। আমার সাথেই থাকুন।
২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দু একটা উদাহরণ থাকলে আরও ভাল হতো।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: দু একটা টপিক্স আপনার কাছ থেকে শুনতে চাই। পাবো কি?
২১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮
মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: ভাল কথা !
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনার ভালো লেগেছে তাতেই আমার ভালো লাগা। ধন্যবাদ।
২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৪
প্রথমকথা বলেছেন: ফারিহা হোসেন প্রভা ঠিক বলেছেন।
"আমাদের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম"।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি অবশ্যই। তবে কারই বা লেখাপড়া করতে ভালো লাগে সারা রাতদিন বলুন?
২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শিক্ষাই শক্তি। চাই সত্যিকারের শিক্ষা।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৯
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভাইয়া, সত্যিকারের শিক্ষা একদিন আমরা পাবোই। শুধু একটু সময়ের অপেক্ষা। ধন্যবাদ মন্তব্যের জন্য।
২৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার এবং আপনার পরিবারের প্রতি দোয়া ও ভালোবাসা রইলো। শুভরাত্রি।
২৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
ওমেরা বলেছেন: মূর্খ মানুষ জমের তুল্য। ভাল লাগল ধন্যবাদ আপি।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: মূর্খ মানুষ জমের তূল্য
ধন্যবাদ।
২৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০০
মাহমুদুর রহমান বলেছেন: শিক্ষার শেকড়ের স্বাদ তেতো হলেও এর ফল কিন্তু মিষ্টি হয়।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি জনাব একদম ঠিক বলেছেন। আপনাকে ধন্যবাদ।
২৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৭
স্বপ্নডানা১২৩ বলেছেন: ভালহয়েছে
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে খুশি লাগছে। ধন্যবাদ।
২৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৫
নজসু বলেছেন: শিক্ষা ছাড়া কোন জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।
আমাদের দেশে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা নেহায়েত কম নয়।
শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে সে জন্য সঠিক ভাবে আমাদের সবাইকে দায়িত্ববান হতে হবে।
আর শুধু লেখাপড়া শিখলেই হবে না। পাশাপাশি সৎ চরিত্রবান, ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে উঠা প্রয়োজন আমাদের।
ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার মন্তব্যটি অনেক ভালো লেগেছেন। দোয়া করবেন আমার জন্য। শুভকামনা রইলো ভাইয়া।
২৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩
চাঁদগাজী বলেছেন:
৪৭ বছরে, বাংলাদেশ সরকারের ভুলের জন্য আমাদের ৩/৪ কোটী কিশোরী পড়ার সুযোগ না পেয়ে চাকরাণী ও ঝি হতে বাধ্য হয়েছে; এর থেকে বড় মর্মান্তিক কিছু নেই
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: জি সঠিক ১০০%। দেশ এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ্ খুব তাড়াতাড়ি নারী শিক্ষারও উন্নয়ন হবে।
অনেক অনেক ধন্যবাদ স্যার। ভালো থাকবেন। শুভরাত্রি।
৩০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৫
মেহেদী হাসান হাসিব বলেছেন: প্রভা তোমার নতুন পোস্ট কোথায়? অপেক্ষায় আছি।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুবই ব্যস্ততায় সময় কাটছে ভাইয়া। সামনে পরিক্ষা ২তারিখ থেকেই। তুমিতো আমার প্রতিবেশী। মাঝেমাঝে একটু খোজ-খবর নিয়ো ফেবু তে। শুভরাত্রি।
৩১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০২
সাদা মনের মানুষ বলেছেন: হুমম
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩
ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালোবাসা জানবেন আমার। শুভকামনা রইলো।
৩২| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শিক্ষা জাতির মেরুদণ্ড কথা সত্য। তবে কোচিং,নোট, প্রাইভেট আর প্রশ্ন ফাঁসের মাধ্যমে আমাদের মেরুদণ্ডে ক্যান্সার ঢুকিয়ে দেয়া হচ্ছে।
০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: সেটাকে প্রতিরোধ একমাত্র আমাদের দেশের কলমধারী শিক্ষার্থীরাই করতে পারবে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩৩| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫২
আখেনাটেন বলেছেন: ব্লগার ফারিয়া হোসেন প্রভা আপনি অল্প কথায় একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। লেখাটি আর একটু বিশ্লেষণাত্মক হলে আরো ভালো হত। যাহোক, শিক্ষার মূল্য আমরা জাতি হিসেবে খুব একটা ভালোভাবে বিবেচনা করি নি। 'যেমন চলছে চলুক না'- এই বুলির মাধ্যমে সিস্টেমটাকে রান করে যাচ্ছি। এটা জাতির জন্য বেশ পীড়াদায়ক।
বিস্তারিত জানতে চাইলে আমার এই লেখাটি পড়ে দেখতে পারেন।
আর এইটাও কাজে দিতে পারে।
০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৫
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অবশ্যই জনাব। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। পাশেই থাকুন।
৩৪| ০৩ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪১
তারেক ফাহিম বলেছেন: অল্প কথায় সুন্দর একটি টপিক নিয়ে লিখলেন।
ভালোলাগা ++
০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আমার পোষ্টে প্লাস দেওয়ার জন্য। আপনাকে কি বলে সম্বোধন করতে পারি?
৩৫| ০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
তারেক ফাহিম বলেছেন: ব্লগে অন্য সকলকে যেমন করেন ঠিক তেমনি
ধন্যবাদ সম্মোধন জানতে চাওয়ায়।
০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আচ্ছা ভাইয়া আবারও ধন্যবাদ জানাই প্রতিউত্তরের জন্য।
৩৬| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৫
অরুপম বলেছেন: খুবই চমৎকার লিখেছেন।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
রাকু হাসান বলেছেন: হুম ঠিক বলেছো । আরেকটু বেশি লিখতে হবে ।
। এই সব টপিকে লিখলে । কবিতা তো ভালোই পার ,নতুন কবিতা পেলে খুশিই হতাম ।