নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অকর্মা, ভীতু, কাপুরুষ

ফাউজুল কবির রনি

অকর্মা, ভীতু , কাপুরুষ

ফাউজুল কবির রনি › বিস্তারিত পোস্টঃ

হেফাযতে ইসলাম নাকি হেফাযতে রাজাকার

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৭

১৯৯৫ সালের ২৪ আগস্ট কিশোরী ইয়াসমিনকে ধর্ষন এবং হত্যা করা হলে একটা কথা উঠে আসে মিডিয়াতে, কথাটি তখনই প্রথম শুনেছিলাম।

আমি সেই বছর এসএসসি পাশ করেছি, টেলিভিশন বলতে বিটিভি তাও আবার ইয়াসমিন সংক্রান্ত কোন খবর নাই ভরসা কেবল সংবাদপত্র, প্রতিটা সংবাদপত্রে শিরনাম ছিল একটাই, "রক্ষক যখন ভক্ষক" !



কথাটি আমার বেশ পছন্দ হয়ে গেল এবং আসলে বলতে কি মনের মধ্যে গেঁথে গেল, স্কুলের গন্ডি পেরিয়ে সবে মাত্র কলেজে গেছি, গ্রামের গন্ডি পেরিয়ে শহরে আড্ডা মারা শুরু, চোখ কান নাক সহ সব ইন্দ্রিও সজাগ ।

কলেজে গেলে নাকি সবার চোখে রঙ্গীন চশমা উঠে আমার চোখে উঠল মোটা কাচের সাদা চশমা, জানিনা চশমার কারনে নাকি সৃজনশীল চিন্তা ধারার কারনে সেই বয়স থেকেই বিভিন্ন শ্রেণী পেশা, ভিন্ন বয়স, ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে কত রক্ষককে ভক্ষকের ভূমিকায় অবতির্ন হতে দেখলাম !

কিন্তু মজার এবং আশ্চর্যের বিষয় সেই সব ভক্ষকের হিরোদের ভূমিকা আমাকে খুব বেশী অবাক করতে পারেনি।

তবে এখনকার একটা বিষয় আমি কিছুতেই মানতে পারছিনা সেটি হল "হেফাযতে ইসলাম" !

হেফাযত কথাটির অর্থ, রক্ষা করা। হেফাযতে ইসলাম অর্থাৎ ইসলাম রক্ষা। একজন পুলিশকে যখন ভক্ষক হতে দেখেছি আশ্চর্য হয়নি, একজন ব্যাবসায়ীকে বা সরকারী চাকুরে অথবা গ্রামের মোড়ল মাতব্বরদের ভক্ষকের ভুমিকাটি আমার কাছে এতটা কষ্ট দেয়নি

কিন্তু একজন আলেম যিনি আমাদের দ্বীনি শিক্ষা দেন তিনি যখন রক্ষার নামে ভাংগেন তখন আমাকে পিড়া দেয় কারন

পবিত্র কোরআন শরীফ এর কোন সুরা বা কোন আয়াত এ কি লিখা আছে, সহীহ হাদিস সমূহতে আমাদের নবী করিম (সাঃ) কি করতে বলেছেন কি নিষেধ করেছেন এটা আমরা না জানলেও তারা জানেন খুব ভাল ভাবেই। তারা জানেন ফিতনা সৃষ্টিকারীর শাস্তি কি, জানেন জনমনে আতংক সৃষ্টি করলে তার শাস্তি কি, উনারা ভালভাবে জানেন মানুষ হত্যা করবার শাস্তি কি, মালের বিনষ্ট করলে আল্লহপাক কখনো কোন অবস্থায় ক্ষমা করবেন না, যতক্ষন পর্যন্ত সেই ক্ষতি গ্রস্থ মানুষটি না তাকে ক্ষমা করেন এটাও তারা ভালোভাবে জানেন, তারা জানেন মানুষকে হুমকি দেয়ার সাজা কি অথবা মুসলমানদের সাথে অমুসলিমের সম্পর্ক কি হওয়া উচিত এটাও তাদের জানার কথা ! রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করা ঈমানের অঙ্গ এটাও তারা ভালো জানেন কেননা তারা ছোট থেকেই শিক্ষা গ্রহন করেছেন পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে।

একজন আলেমের কাজ হল দিক ভ্রষ্টদের সঠিক পথ দেখান, ইসলাম শান্তির ধর্ম সেই শান্তি যেন সর্বদা বজাই থাকে সেই চেষ্টা করে যাওয়া, সেই শান্তিকে বজাই রাখতে গিয়ে প্রয়োজনে শহীদ হওয়া। কিন্থু আজ যারা ইসলাম রক্ষা করবার নামে ইসলাম বিরধী কাজ করছেন তাদের কাছে আমার প্রশ্ন,

আমাদের নবীযীকে অপমান করা হয়েছে বলে যে অপপ্রচার চালাচ্ছেন এটা ফিতনা না, হরতাল ডেকে মানুষের জান মালের ক্ষতি করছেন এর মাফ কি আল্লাহ তাবারকতালা করবেন ?

একটা হরতালে আমাদের মত ছোট ব্যাবসায়িদের যে আর্থিক ক্ষতি করছেন এটার জন্য কি আল্লাহ্ আপনাদের মাফ করে দেবেন ?

পবিত্র কোরআন এবং হাদিস শরীফের উপর আপনাদের এত অগাদ জ্ঞান থেকেও আপনারা যদি তা না মানেন তবে এটার শাস্তি কি এটাও আপনাদের ভালো জানার কথা !



পরিশেষে একটা কথা না বলে পারছিনা, আপনারা যা করছেন বা করে বেড়াচ্ছেন তা আসলে হেফাযতে ইসলাম না এটা কেবল হেফাযতে সাঈদী এবং হেফাযতে রাজাকার আর হেফাযতে জামাতীতো বটেই !

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৩

কোবির বলেছেন: বিএনপি কিছু আগে ঘোষণা দিয়াছিলো তারা নামে Committee for Public Safety কমিটি করবে যা অন্তত্য হাস্যকর। তারা সরাসরি বলে দিলেই পারে কমিটি আসলে Committee for Jamayat Safety।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৫

ফাউজুল কবির রনি বলেছেন: পাবলিকের জান মালের ক্ষতি করে Public Safety !!!
আপনার সাথে একমত। ধন্যবাদ

২| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৫

রোকসানা লেইস বলেছেন: ভালো বলেছেন

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

ফাউজুল কবির রনি বলেছেন: অনেক ধন্যবাদ আপু

৩| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫০

দিশার বলেছেন: হ্পাজতে জামাত নামের একটা দল তো বাংলাদেশ যে আসে! আপনারা নাম জানেন সেটার BNP

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৭

ফাউজুল কবির রনি বলেছেন: হে হে হে
ধন্যবাদ আপনাকে

৪| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৩

সাদামাটা মানুষ ০৭ বলেছেন: সৎ কাজে আদেশ করা আর অসথ কাজ থেকে বিরত রাখার দায়িত্ববোধ থেকেই তারা প্রতিবাদ প্রতিরধ করছেন । আজকে এই প্রতিবাদ না করলে আগামিতে নাস্তিক মুরতাদরা আরও বেশি বেপরোয়া হয়ে উঠবে ।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮

ফাউজুল কবির রনি বলেছেন: হুম আপনি আমার লিখাটি শুধুই পড়েছেন, বোঝার চেষ্টা করেননি !
আল্লাহ এবং তার রাসুলকে স্বীকার করা এবং পরোকালে বিশ্বাস স্হাপন করা আস্তিকতা এটা ঠিক আছে কিন্তু একজন আস্তিক যখন মানুষ খুন করবে, অগ্নিসংযোগ করবে, মিথ্যাচার করবে (চাদে সাঈদিকে দেখা, ভিটামিন এ খেয়ে মুসলমানদের আয়ু কমে যাবে হিন্দুদের বেড়ে যাবে), ফেতনা সৃষ্টি করবে, বিভিন্ন ভাবে জন র্দুভোগ করবে তখন সেই আস্তিক কি নাস্তিক অথবা মুরদাদের চেয়ে উত্তম হবে ?
না জেনে পাপ করার চেয়ে জেনে পাপাচারের শাস্তি অনেক ভয়ংকর ! নান্তিক মুরতাদরা ধর্ম জানেনা বা বোঝেনা কিন্তু যারা বুঝে মানুষের শান্তি বিনষ্ট করছে তাদের আপনি কি বলবেন বস ?

৫| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯

দিশার বলেছেন: সাদামাটা ! ৫টা শীর্ষ রাজাকার এর নাম বলেন .

আর ৭১ য়ে জামাত এর ই নেতারা কি সত কাজ করসে ?

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

ফাউজুল কবির রনি বলেছেন: ধন্যবাদ কমেন্টের জন্য

৬| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৭

সাদামাটা মানুষ ০৭ বলেছেন: একটার সাথে আরেকটা মিলাবেন না । এখানে জামাতিদের কথা আসতেছে কেন ?

৭| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো বলেছেন।

গনজাগরন মঞ্চের প্রতিনিধিদের সাথে আলোচনার পরই শিওর হওয়া যাবে তাদের উদ্দেশ্য সৎ নাকি অসৎ।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:০২

ফাউজুল কবির রনি বলেছেন: গনজাগরন মঞ্চ অলরেডি ছয় দফা দিয়ে রেখেছে, দেখুন বিচার বিশ্লেশন করে তাদের উদ্দেশ্য সৎ নাকি অসৎ
ধন্যবাদ

৮| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৪

নিয়েল ( হিমু ) বলেছেন: ভাল বলেছেন সুন্দর বিশ্লেষণের সাথে ।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:০২

ফাউজুল কবির রনি বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, উৎসাহ পেলাম

৯| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৯

পক্ষপাতদুষ্ট বলেছেন: জামাতের হেফাজত বিএনপি করলে আ'লীগ এর সমস্যা কোথায় ? বিএনপি যদি জামাতের আশ্রয়-প্রশ্রয় দাতা হয় এবং এজন্য যদি বিএনপি'র প্রতি মানুষের সমর্থন কমে তাহলে আওয়ামীলীগের লাভ-ই হওয়ার কথা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বিএনপি যতই জামাত ঘেষা হচ্ছেন আওয়ামীলীগ বা তার সাপোর্টাররা ততই কষ্ট পাচ্ছেন। বিষয়টা আসলে কি বুঝতে পারছিনা ??

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৮

ফাউজুল কবির রনি বলেছেন: আপনার সাথে আমি এক মত তবে আমার মনে হয় বি এন পি জামাত ঘেষা হচ্ছে এতে আওয়ামীলীগের কষ্ট নাই আফটার অল এটি নতুন না, আওয়ামীলীগ এবং স্বাধীনতার স্বপক্ষের মানুষের কষ্ট বিএনপি যুদ্ধ অপরাধীদের বিচার বানচালের ব্যাপারে জামাতকে যে প্রশ্রয় দিচ্ছে সেখানে.......
ধন্যবাদ আপনাকে

১০| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২২

ফেরদাউস দেশী বলেছেন: গনজাগরন মঞ্চের প্রতিনিধিদের আগে পরিস্কার ভাবে বলা উচিত যে তারা নাস্তিকদের পক্ষে নয়, তারা মানবতা বিরোধী আপরাধের বিচারের পক্ষে।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৯

ফাউজুল কবির রনি বলেছেন: একাধিকবার বলেছে, আপনি হয়ত কোন কারনে ইগনর করে গেছেন.............ধন্যবাদ

১১| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২২

অবয়ব বলেছেন: হেফাজতে শয়তান

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:১০

ফাউজুল কবির রনি বলেছেন: যুক্তি আছে
ধন্যবাদ

১২| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০২

মোমের মানুষ বলেছেন: হেফাজতে ইসলামকে প্রতিপক্ষ বানা্চ্ছেন কেন? তারাও দাবি করছেন যুদ্ধাপরাধীদের ফাসি চাই।
প্রতিপক্ষ কারা? আলেম-উলামা নাকি জামাত-শিবির

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:১১

ফাউজুল কবির রনি বলেছেন: নতুন তথ্য দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

১৩| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৯

প্রবাসী১২ বলেছেন: শাহবাগ প্রথমদিকে স্পষ্ট করে বলেছে যে, ইসলামী রাজনীতি বন্ধ করতে হবে। তাদের সাথে সূর মিলিয়ে কিছু পরিচিত বুদ্ধিজীবিও টকশোতে বলেছেন, ইসলামের নামে কোন কিছু থাকতে পারবেনা। এটা নাকি সাম্প্রদায়ীকতা, মুক্তিযদ্ধের চেতনা বিরোধী। এগুলো না বল্লেও এখানে ফ্রন্ট লাইনে যারা আছেন, তারাতো অপরিচিত কেউ নন। এখন তারা সূর পাল্টিয়েছেন, এখন সেখানে অনেক কিছু পাঠ করা হয়। যে বিশ্বাসটা তারা মনে ধারন করেন সে ব্যাপারে তারা যদি নিশ্চিত হন, তাহলে কেন এ হিপোক্রেসী? যারা ইসলামকে মনে ধারন করেন, মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামকে নিয়ে কোন ধরনের সমালোচনা, কটাক্ষ সৈহ্য করা তাদের পক্ষে সম্ভব নয়। অধিকাংশই কষ্টটা মনে পোষন করে চুপ থাকেন, মুষ্টিমেয় কিছু বাড়াবাড়ি করেন। বর্তমানেও তাই হয়েছে। সবাইকে জামাত বানিয়ে একদিকে জামাতের জনপ্রিয়তা বাড়ানো হচ্ছে, অন্যদিকে যারা আসলেই জামাতি নন, তারা আরও বিক্ষুব্ধ হয়ে উঠেন। এতে সমস্যার সমাধানই কেবল অসম্ভবতর হয়ে উঠে। এতে কারো কল্যাণ নেই। সকলেই আমরা একই মাটির সন্তান। সমস্যা যতই হোক, আলোচনার মাধ্যমেই সমাধান খুজতে হবে। নির্মুল, উতখাত, প্রতিহত ইত্যাদি কেবল সংঘাতই বাড়াবে।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৩

ফাউজুল কবির রনি বলেছেন: অনেক ধন্যবাদ মুল্যবান কমেন্টের জন্য

১৪| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩

রঙ্গমঞ্চ বলেছেন: লেখক কে বলছি, এইসব ফালতু আবোল তাবোল কমেন্ট লেখায় পরিহার করুন। ইসলাম সম্পর্কে দুই বাক্য শিখে তালগাছের মোট বড় কমেন্ট করতাছেন। আগে ভালোভাবে কোরআন হাদিস অর্থ সহকারে পড়ুন, আল্লাহ্‌র রাসুল (সাঃ) এর পরিপূর্ণ জীবনী পড়ুন এরপর ইসলাম সম্পর্কে লিখুন ও মন্তব্য করুন।

১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৬

ফাউজুল কবির রনি বলেছেন: আমি আপনার সাথে একমত,
"ভালোভাবে কোরআন হাদিস অর্থ সহকারে পড়ুন, আল্লাহ্‌র রাসুল (সাঃ) এর পরিপূর্ণ জীবনী পড়ুন "
শুধু এটির সাথে একটি কথা যোগ করব, ভালোভাবে কোরআন হাদিস অর্থ সহকারে পড়ুন, আল্লাহ্‌র রাসুল (সাঃ) এর পরিপূর্ণ জীবনী পড়ুন এবং সেই তরীকায় জীবন জাপন করুন......ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.