নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইভেন আ ক্রিয়েটর ক্যান বি ক্রিয়েটেড

ফিরাখ রাইয়ান সুহান

রোজ আমি সকালে ঘুম থেকে উঠে,বাথরুমে চলে যাই ব্রাশ নিয়ে হাতে।দাঁত মেজে মুখ ধুই চোখে দেই পানি,নিজেকে আমি খুব বেশী নাহি জানি।চাবি নিয়ে কিচেনের তালাটাকে খুলি,পান্তার ডালা দিয়ে খিদেটাকে ভুলি।লাল্লারা লা লা লালাল্লারা,লারা লারা লাল্লারা লারা লারা লা (২)জানি আমি একদিন সব হবে সারা,হয়তো রবেনা কেউ আজ আছে যারা।চলে যাবে সব্বাই নিজ নিজ ভুমে,কখনো পড়বে মনে শুধু মওসুমে।রয়ে যাবো আমি একা যেমন ছিলাম,ধন্য হে পৃথিবী তোমাকে প্রণাম।লাল্লারা লা লা লালাল্লারা,লারা লারা লাল্লারা লারা লারা লা (২ (সংক্ষেপিত)

ফিরাখ রাইয়ান সুহান › বিস্তারিত পোস্টঃ

কিছুই না

০১ লা জুলাই, ২০১৬ রাত ৩:৪৮

এই যে মানুষের বিশ্বাসের এত বিস্তর ফারাক, চিন্তা ভাবনায় এতো ব্যাবধান। তারপরও সভ্যতা এগিয়ে যাচ্ছে। এই যে এত হানা-হানি, খুনো-খুনি, তারপরও আমরা অগ্রসরমান। নিয়তি বলবো? কর্মফল বলবো? না, শেষ পরিনতি বলবো? সে যাই হোক, সেটা দেখে যাওয়ার একটা ইচ্ছা, মনের গহীনে জেগে উঠেছে ইদানীং। শেষ দেখবার এইযে একটা তাড়না মানুষের ভেতর রয়েছে, মনে হয় এটাই তাকে ধ্বংসের পথে নিয়ে যায়। ধ্বংস এবং সৃষ্টির প্রত্যক্ষনের ব্যপারটা আমাকে ভাবায়। কেনো মানুষের ঈশ্বর হবার এত বাসনা???

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৬ ভোর ৪:১৬

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: মানু্ষের জন্মই ঈশ্বর হওয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.