![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জঙ্গলের ধারে ফসলের ক্ষেতে বাস করতো এক ঝাঁক পাখি। ওখানে তারা বাসা বেঁধেছে, ছানা ফুটিয়েছে। ফসলের ক্ষেতের অফুরন্ত খাবার খেয়ে তাদের জীবন খুব সুখেই কাটছিল। কয়েক মাস পর ক্ষেতের ফসলে পাক ধরলো। এক দিন ক্ষেতের মালিক চলে এল। পাকা ফসল দেখে সে খুব খুশি। ফসল কেটে নিতে হবে, সে বললো, কাল আমি আমার বন্ধুদের পাঠিয়ে দেব, ওরা ফসল কেটে নিয়ে যাবে। এ কথা শুনে পাখির ছানারা খুব ভয় পেল। মা পাখিকে বললো, আমাদের এখান থেকে চলে যেতে হবে? মা পাখি বললো, বিচলিত হয়োনা বাছা, আমাদের যাওয়ার সময় হয়নি। কয়েক দিন পর মালিক আবার এসে বললো, ফসল কাটা হয়নি এখনো? আচ্ছা কাল আমার ভাইকে পাঠাব ফসল কেটে নিয়ে যাবে। এ কথা শুনে পাখির ছানারা বললো, মা এবার আমাদে যেতেই হবে। মা পাখি বললো, আমাদের যাওয়ার সময় হয়নি। কয়েক দিন পর মালিক আবার আসলো। ফসল দেখে বললো, এখনো ফসল কাটা হয়নি? ঠিক আছে, কাল আমি নিজেই আসবো ফসল কাটার জন্যে। এবার মা পাখি বললো, বাচ্চারা এখন আমাদের যাওয়ার সময় হয়েছে। (গল্পটি সংগৃহীত)
আসলে আমরা যখন অন্যের সাহায্যে আশায় নিজের কাজ ফেলে রাখি বা অন্যের উপর নির্ভর করে বসে থাকি কাজটা তখন সঠিক ভাবে হয় না। কোনো কাজ তথনই ভালভাবে সম্পন্ন হয় যখন আমরা নিজেরাই উদ্যোগ নেই।
©somewhere in net ltd.