নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি বাংলাদেশ

বাংলাদেশ

এরিক ফ্লেমিং

ভালোবাসি বাংলাদেশ

এরিক ফ্লেমিং › বিস্তারিত পোস্টঃ

পাপের আবাস মানব মনে....

১৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৩

বনের পথে হেটে যাচ্ছিলেন ৫ তরুন ভিক্ষু এবং তাদের গুরু। বনের শেষ প্রান্তে এক খরস্রোতা নদী। নদী পার হওয়ার একটাই উপায় নড়বড়ে একটি কাঠের সাঁকো। সাঁকো পার হওযার সময় তারা দেখলো, এক তরুনী সাঁকোর পাশে বসে কাঁদছে। সে নদী পার হবে কিন্তু খরস্রোতা নদী নড়বড়ে কাঠের সাঁকোর উপর দিয়ে পার হতে সে ভয় পাচ্ছে। তরুনীটি ভিক্ষুদের কাছে সাহায্য চাইলো, তাকে নদী পার করে দিতে বললো। তরুন ভিক্ষুদের কেউ তাকে সাহায্য করলো না, নিজেরাই নদী পার হয়ে গেল। কিন্তু তাদের গুরু তরুনীটিকে হাত ধরে সাঁকো পার করে দিলেন। এ ঘটনা দেখে তরুন ভিক্ষুরা খুবই অবাক হলো। তারা বিষয়টি স্বাভাবিক ভাবে নিতে পারলো না। আশ্রমে ফিরে তারা নিজেদের মধ্যে ঘটনাটি নিয়ে অনেক কানাঘুসো করলো। অবশেষে উত্তেজনা দমন করতে না পেরে রাতে তারা গুরুর কাছে গেল। গুরুকে বললো, নারী স্পর্শ করা মহাপাপ, কিন্তু অাপনি এত সাধনা করে জীবনের এই পর্যায়ে এসে সেই মহাপাপ করলেন? গুরু তাদের কথা শুনে মৃদু হাসলেন, বললেন, তোমরা একটু শান্ত হও। কিছুক্ষণ পর তিনি বললেন, নদীর পাড়ে ঐ তরুনীটি আমাদের সাহায্য চেয়েছিল, অামি যদি তাকে সাহায্য না করতাম সে ওখানেই পড়ে থাকতো, কোনো বন্য প্রানী বা দুষ্টোলোক তার ক্ষতি করতে পারতো, এতে অারো বেশি পাপ হতো। তাছাড়া, অামি তো তরুনীটি কে সেই সকালেই সাঁকো পার করে ওখানেই ছেড়ে দিয়ে এসেছি, কিন্তু তোমরা তো এখনো তাকে মনের মধ্যে বয়ে বেড়াচ্ছো, পাপ কি আমার হচ্ছে নাকি তোমাদের? (সংগৃহীত)

আসলে পাপের আবাসস্থল মানব মন। মন যদি পবিত্র হয়, চিত্ত যদি নির্মল হয়, তবে বাইরের পাপ স্পর্শ করতে পারে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.