নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসি বাংলাদেশ

বাংলাদেশ

এরিক ফ্লেমিং

ভালোবাসি বাংলাদেশ

এরিক ফ্লেমিং › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত কিছু সীমারেখা

১৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫২

ইতিহাস, রাজনীতি এবং ভূগোল পৃথিবীর একটি দেশ থেকে অপরটিকে আলাদা করতে সহায়তা করেছে। কিছু দেশের সীমারেখা কাঁটাতার দিয়ে আলাদা করা হয়। আবার কিছু দেশের সীমানায় কিছুই নেই। আজকের দুনিয়ায় এমনই দারুণ কয়েকটি সীমারেখা -




১. নেদারল্যান্ডসের দক্ষিণে মিউনিসিপালিটি শহর বারলে-নাসাউ। একটি কফিশপের পাশ দিয়ে চলে গেছে নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের সীমানারেখা।



২. বেরিং প্রণালীর পূর্বে আলাস্কার সিওয়ার্ড পেনিনসুলা এবং পশ্চিমে সাইবেরিয়ার চুকোটস্কি পোলুউস্ট্রোভ। ছবির দুই পাশের দ্বীপের মাঝখানের ছোট্ট দ্বীপটি আমেরিকা ও রাশিয়াকে পৃথক করেছে।



৩. ছবির বিস্ময়কর জলপ্রপাতটি ব্রাজিলের পারানা স্টেট এবং আর্জেন্টিনার মিসিওনেস প্রদেশকে পৃথক করেছে।



৪. আমেরিকা এবং কানাডা লাইন পৃথিবীর দীর্ঘতম আন্তর্জাতিক বর্ডার। এটি প্রায় সাড়ে ৫ হাজার মাইল পর্যন্ত বিস্তৃত। ছবির বামে কানাডা এবং ওপরের ডানপাশে আমেরিকা।



৫. ছবিতে একটি লাইব্রেরি দেখছেন আপনারা। এর মেঝে দিয়ে একটি কালো রেখা চলে গেছে। এই রেখার ডানপাশে কানাডা এবং বামপাশে আমেরিকা।



৬. ইউরোড বিজনেস সেন্টারের মেঝেতে মেটাল দিয়ে একটি রেখা তৈরি করা হয়েছে। এই রেখাটি জার্মানি এবং নেদারল্যান্ডের সীমারেখা। এই ভবনের দুই অংশে দুটো মেইলবক্স রয়েছে। একটি জার্মানির এবং অন্যটি নেদারল্যান্ডসের।


সংগ্রহ: অনলাইন পত্রিকা

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৪

গোধুলী রঙ বলেছেন: দারুন ++

২| ১৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৪১

সৃজন আহমদ বলেছেন: সীমারেখা হীন বিশ্ব হলে , কতই না চমত্‍কার হতো !

৩| ১৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মজার ! :D

৪| ১৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

মেঘযাত্রা বলেছেন: স্বাধীনতা সার্বভৌমত্ব থাকতেই পারে সেজন্য বন্দুক-কামান দাগিয়ে কংক্রীটের ওয়াল অথবা কাঁটাতার পেঁচিয়ে বসে থাকতে হবে!!!!!, উপরোক্ত ছবিগুলো আগামী বিশ্বের জন্য গ্রীণ সিগন্যালস্বাধীনতা সার্বভৌমত্ব থাকতেই পারে সেজন্য বন্দুক-কামান দাগিয়ে কংক্রীটের ওয়াল অথবা কাঁটাতার পেঁচিয়ে বসে থাকতে হবে!!!!!, উপরোক্ত ছবিগুলো আগামী বিশ্বের জন্য গ্রীণ সিগন্যাল ###

৫| ১৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

সুমন কর বলেছেন: এভাবে কষ্ট করে কপি-পেস্ট না করে লিংকটা দিয়ে দিলেই তো হয়:

দুই দেশকে আলাদা করা অদ্ভুত কিছু সীমারেখা -- কালের কণ্ঠ অনলাইন

৬| ১৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

এরিক ফ্লেমিং বলেছেন: অামার তেমন কষ্ট হযনি মি. কর।
তবে কষ্ট করে অপ্রাসংগীক মন্তব্যের জন্য ধন্যবাদ।

লিংক (শুধু অাপনার জন্য):
http://www.kalerkantho.com/online/miscellaneous/2015/07/19/246557

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.