![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মতলববাজি খতম করি বিবেকদন্ড বহাল করি
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র ২য় খন্ড এবং বাংলা পিডিয়া ১০খন্ডতে লিপিবদ্ধ করা হয়েছে। সুপ্রসিদ্ধ সমাজ গবেষক M. A BARI ইহাদের পূর্বে MEMOIRS OF BLOOD BIRTH বা মুক্তিযুদ্ধের রক্তিম স্মৃতি’ নামক একটি গ্রন্থ সংকলন করেছেন । এ ব্যাপারে সংশ্লিষ্ট সচেতন মহলের দৃষ্টি আকর্ষন করা হলো।ভাষণের যে লাইন বা বাক্যসমুহ বাংলা পিডিয়া ও স্বাধীনতাযুদ্ধ দলিলপত্র লিপিবদ্ধ করা থেকে বিরত থেকেছে তার কয়েকটি দৃষ্টি আকর্ষনীয় নমুনা নিম্নরুপ :
ক.
বাংলা পিডিয়া : তারপর অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করলাম। আপনারা আসুন বসুন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈয়ার করি। তিনি বললেন, ......।
স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র : তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আমরা আলোচনা করলাম – আলাপ করে শাসনতন্ত্র তৈরী করবো। সবাই আসুন বসুন । আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরী করবো।তিনি বললেন , ....।
মুক্তিযুদ্ধের রক্তিম স্মৃতি গ্রন্হ : তারপর মাওলানা নুরানী, মাওলানা মুফতি মাহমুদ সহ পশ্চিম পাকিস্হানের অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলোচনা করলাম।বললাম , আপনারা আসুন , বসুন , আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈয়ার করি। তবে তাদের আমি জানিয়ে দিয়েছি যে, ছয়দফা পরিবর্তনের কোন অধিকার আমার নেই। এটা জনগণের সম্পদ।কিন্তু ভুট্রো হুমকি দিলেন।তিনি বললেন , .......।
খ.
বাংলা পিডিয়া : হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে একজনের সঙ্গে পাচ ঘন্টা বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন তাতে সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন।বাংলার মানুষের উপর দিয়েছেন।
স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র : পাচ ঘন্টার গোপন বৈঠকে সমস্ত দোষ তারা আমাদের উপর, বাংলার মানুষের উপর দিয়েছেন।দায়ী আমরা।
মুক্তিযুদ্ধের রক্তিম স্মৃতি গ্রন্হ : হঠাৎ আমার সঙ্গে পরামর্শ না করে একজনের সঙ্গে পাচ ঘন্টা বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন তাতে সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন।বাংলার মানুষের উপর দিয়েছেন।দোষ করলো ভুট্রো কিন্তু গুলি করা হলো আমার বাংলার মানুষকে। - আমরা গুলি খাই দোষ আমাদের। আমরা বুলেট খাই- দোষ আমাদের।
গ.
বাংলা পিডিয়া : আমি , আমি প্রধানমন্ত্রীত্ব চাই না। আমরা এদেশের মানুষের অধিকার চাই।আমি পরিস্কার অক্ষরে বলে দিবার চাই যে, ....।
স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র : আমি প্রধানমন্ত্রীত্ব চাই না। দেশের মানুষের অধিকার চাই। আমি পরিস্কার অক্ষরে বলে দিবার চাই যে,....।
মুক্তিযুদ্ধের রক্তিম স্মৃতি গ্রন্হ : ভাইয়েরা আমার , আমার উপর আস্হা আছে ? ( লাখো জনতা হাত উচিয়ে হ্যা বলে ) আমি প্রধানমন্ত্রীত্ব চাই না । দেশের মানুষের অধিকার চাই। প্রধানমন্ত্রীত্বের লোভ দেখায়ে আমাকে নিতে পারেনি।আপনারা রক্ত দিয়ে আমাকে ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করে এনেছিলেন। সেদিন এই রেসকোর্সে আমি বলেছিলাম , রক্তের ঋণ আমি রক্ত দিয়ে শোধ করবো। আপনাদের মনে আছে? আজো আমি রক্ত দিয়ে ঋণ শোধ করতে প্রস্তুত।আমি পরিস্কার অক্ষরে বলে দেবার চাই যে ,.....।
ঘ.
বাংলা পিডিয়া : এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।জয় বাংলা, জয় বাংলা।
স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র : এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।
মুক্তিযুদ্ধের রক্তিম স্মৃতি গ্রন্হ : এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। প্রস্তুত থাকবেন । ঠান্ডা হলে চলবে না। আন্দোলন ও বিক্ষোভ চালিয়ে যাবেন।আন্দোলন ঝিমিয়ে পড়লে তারা আমাদের উপর ঝাপিয়ে পড়বে , শৃংখলা বজায় রাখুন , কারণ শৃংখলা ছাড়া কোন জাতি সংগ্রামে জয় লাভ করতে পারে না।জয় বাংলা
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩২
ময়না বঙ্গাল বলেছেন: ধন্যবাদ ভাই
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫১
প্রবাসী ভাবুক বলেছেন: এসব ব্যাপারে যে যা লিখে লিখুক৷ কোথায় কি মন্তব্য করে আবার ফেঁসে যাব৷
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩২
ময়না বঙ্গাল বলেছেন: ঠিকই বলেছেন ।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রেকর্ডিং শুনলেই তো হলো।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩
ময়না বঙ্গাল বলেছেন: র রেকডিং কোথায় ?
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮
তিক্তভাষী বলেছেন: আমার জানামতে মূল ভাষণটি বেশ দীর্ঘ। রেডিওতে সম্প্রচারের জন্য সেটিকে সম্পাদনা করা হয়েছিল। আমরা সম্পাদিত ভার্শনটি শুনে থাকি।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৪
ময়না বঙ্গাল বলেছেন: এখন আমি তাই মনে করছি ভাই
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২২
আল ইমরান বলেছেন: দেখলাম। মন্তব্য করব না। বুঝে নেই ঘটনাটা।