![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মতলববাজি খতম করি বিবেকদন্ড বহাল করি
নি:সন্দেহে মার্কস শ্রমিক ভাইদের অকৃত্রিম বন্ধু ছিলেন জীবনতক । তিনি ইচ্ছা করলে বিলাস জীবন ডিল করতে পারতেন । তার স্ত্রী একজন প্রভাবশালী মন্ত্রীর বোন ছিলেন । মার্কসও বড় বর্জুয়া পরিবারে নাজিল হয়েছিলেন । কিন্তু সেই সময়ের শ্রমিকদের দুর্দশা আর শিল্পমালিকদের শুধুই চুষে নেয়ার প্রবনতা উপলব্ধি করে তার শ্রমিকরাজ কায়েমের প্রচেষ্টা ছিল নিখাদ । তিনি হিসাব কষে দেখেছিলেন যে, শ্রমিক সমাজকে খেঁপিয়ে দিতে পারলে গুটিকয়েক শিল্পপতিকে গুঁড়িয়ে দিতে পারবে । কিন্তু তার হিসাবে টেকনিকাল ভূল ছিল । সে যাহোক-তার লিখিত কমুনিস্ট ইসতেহার কিংবা ডাসক্যাপিটালে তিনি যে সব তত্ত্বের অবতারণা করেছিলেন যেমন-উদ্বৃত্ত মূল্য তত্ত্ব-ইতিহাসের বস্তুতান্ত্রিক ব্যাখ্যা-অর্থনৈতিক নির্ধারণবাদ-শ্রেণীসংগ্রাম তত্ত্ব এবং রাষ্ট্র সর্ম্পকে যে সব ধারণা ব্যক্ত করেছেন তা সময়ের ব্যবধানে এবং সে সময়েই খুবই অবৈজ্ঞানিক প্রমানিত হয়েছে । তিনি নিজে নিজে তার তত্ত্বকে বৈজ্ঞানিক আখ্যায়িত করেছেন এবং ইউটোপিয়া মতবাদকে কাল্পনিক মতবাদ বলেছেন । অথচ পরিহাস এই যে-ইউটোপিয়ার মধ্যে বাস্তবতা আছে কিন্তু মার্কসের তত্ত্বগুলি মোস্ট কাল্পনিক । প্রলিতারিয়েত দরদী মার্কস এবং তাহার অবৈজ্ঞানিক সমাজতন্ত্র শিরোনামে আমি একটা তথ্য ও রেফারেন্স সমৃদ্ধ প্রবন্ধ লেখার প্রিপারেশান রাখছি ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪১
ময়না বঙ্গাল বলেছেন: সিপন ভাই আপনার বরকত হোক । সামনে মতচিন্তা বিনিময়ের জন্য টাইম চাই ।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২২
সিপন মিয়া বলেছেন: হুম.. বেঁচে থাকলে পড়া হবে।