নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একবিংশের ইলহাম (সমাজ ধর্ম দর্শন বিষয়ক প্রবন্ধ)

আত্মশুদ্ধি প্রজ্ঞা লাভ মনুষ্যত্বে সিদ্ধি লাভ

ময়না বঙ্গাল

মতলববাজি খতম করি বিবেকদন্ড বহাল করি

ময়না বঙ্গাল › বিস্তারিত পোস্টঃ

ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র\' শব্দটি একটি ভুল পরিভাষা !

০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৪

হে একবিংশের চিন্তক ! বল । ধর্মনিরপেক্ষ রাষ্ট্র শব্দটি একটি ভুল পরিভাষা । প্রকৃত পরিভাষা হওয়া উচিত ধর্মীয় আচার নিরপেক্ষ রাষ্ট্র । অর্থাৎ রাষ্ট্র হবে মুসলমানদের নামাজ রোজা, হিন্দুদের পুজা পার্বন এবং অন্যান্য ধর্মের আচার নিরপেক্ষ রাষ্ট্র । কিন্তু ধর্ম বা ন্যায় নিরপেক্ষ রাষ্ট্র হলে তা রাষ্ট্রের জনগণের জন্য হবে বড়ই বদ নসীব । রাষ্ট্রে যদি ন্যায়পরায়ণতা , সততা, আমানতদারী, প্রতিশ্রুতি পালনের নিষ্ঠা না থাকে, তবে সেই রাষ্ট্র একটি ব্যর্থ রাষ্ট্র্রে পরিনত হবে । উদাহরণ হিসেবে বল যে, আগুনের ধর্ম তাপ এবং আলো । এখন যদি তাপ আর আলোকে নিরপেক্ষ বা বাইরে রাখা যায় তাহলে আগুনের কোন অস্তিত্ব থাকবে ? তেমনি মানুষের ধর্ম মনুষ্যত্ব তবে মানুষ দ্বারা সৃষ্ট্র রাষ্ট্রে মনুষ্যত্বের গুনাবলীকে নিরপেক্ষ বা আলাদা করে রাখা যায় কী ? মধ্য যুগে খৃষ্টান প্রটেষ্টেন্ট ও ক্যাথলিক সম্প্রদায়ের বিরোধের প্রেক্ষিতে সেকুলার তথা ধর্মনিরপেক্ষ পরিভাষাটি সৃষ্ট্রি হয়েছিল । তারা তখন বুঝতে পারেনি ধর্ম কাকে বলে ! বল । এখানে চিন্তাশীলদের জন্য চিন্তার রসদ আছে । আজ সময়ের দাবী ধর্মনিরপেক্ষ রাষ্ট্র পরিভাষাটি পরিবর্তন করে ধর্মীয় আচার নিরপেক্ষ রাষ্ট্র পরিভাষাটি চালু করার জন্য বিশ্ব সমাজের দৃষ্টি আকর্ষণ করা ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


নতুন রাজনৈতিক পরিভাষা; আমাদের যে অবস্হা উহাকে কোন রাস্ট্র বলতে হবে, সেটাও বুঝা মুশকিল

২| ০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫১

ময়না বঙ্গাল বলেছেন: ভাই আমি শুধু পরিভাষাটি নিয়ে চিন্তার কথা বলেছি । সামনে মত চিন্তা বিনিময়ের টাইম চাই ভাই । আপনার বরকত হোক ।

৩| ০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৭

আবু আফিয়া বলেছেন: রাষ্ট্রের কোন ধর্ম নেই। ধর্ম যার যার রাষ্ট্র সবার।

১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২০

ময়না বঙ্গাল বলেছেন: রাষ্ট্রে যদি ন্যায়পরায়ণতা , সততা, আমানতদারী, প্রতিশ্রুতি পালনের নিষ্ঠা না থাকে, তবে সেই রাষ্ট্র একটি ব্যর্থ রাষ্ট্র্রে পরিনত হবে ।

৪| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১১

হাসান কালবৈশাখী বলেছেন:
রসুলুল্লাহর সময়কালের ইসলাম প্রতিষ্ঠার পরও মক্কা-মদিনা মুলত ধর্মনিরপেক্ষ ছিল।
এখনো ধর্মভিত্তিক দেশগুলো একটি ধর্ম প্রাধান্য থাকলেও আইনকানুন কিছু ব্যাতিক্রম ছাড়া মোটামুটি ধর্মনিরপেক্ষ।
ইসরাইল, ইটালি, নেপাল, পাকিস্তান, তুরষ্ক, মালয়েশিয়া এসব দেশ ধর্মভিত্তিক হলেও বাস্তবে এরা ধর্মনিরপেক্ষ।

১১ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:২১

ময়না বঙ্গাল বলেছেন: রাষ্ট্রে যদি ন্যায়পরায়ণতা , সততা, আমানতদারী, প্রতিশ্রুতি পালনের নিষ্ঠা না থাকে, তবে সেই রাষ্ট্র একটি ব্যর্থ রাষ্ট্র্রে পরিনত হবে ।

৫| ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২১

এম আর তালুকদার বলেছেন: আজ সময়ের দাবী ধর্মনিরপেক্ষ
রাষ্ট্র পরিভাষাটি পরিবর্তন করে ধর্মীয় আচার
নিরপেক্ষ রাষ্ট্র পরিভাষাটি চালু করার জন্য
বিশ্ব সমাজের দৃষ্টি আকর্ষণ করা ।

আপনার সাথে সহমত।

আমাকে অনুসরণ করার জন্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা।

৬| ১২ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:১৬

ময়না বঙ্গাল বলেছেন: আপনিও আন্তরিক শুভেচ্ছা নিবেন ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.