নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একবিংশের ইলহাম (সমাজ ধর্ম দর্শন বিষয়ক প্রবন্ধ)

আত্মশুদ্ধি প্রজ্ঞা লাভ মনুষ্যত্বে সিদ্ধি লাভ

ময়না বঙ্গাল

মতলববাজি খতম করি বিবেকদন্ড বহাল করি

ময়না বঙ্গাল › বিস্তারিত পোস্টঃ

ফেরেববাজি রাজনীতি-প্রেক্ষিত বাংলাদেশ

১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৫

হে ময়না পাখীর নাম ধারী। তুমি কি জান বিশুদ্ধ রাজনীতি কি? বল। রাজনীতি করার মহৎপ্রেরণা যদি হয় জনকল্যাণ সাধন করা, তবে জনকল্যাণ সাধন করতে হলে রাজনীতিক দলগুলোকে লোভ হিংসা রুখে ফেলার চর্চা ছাড়া কালোটাকার রাজনীতি চর্চার লাগাম আটকে রাখা যাবে না। স্মরণ কর। প্রকৃত ও সত্যিকার অর্থে রাজনীতি হলো জনসাধারণের সৎ ইচ্ছা এবং প্রয়োজন কে সরকারী কাজে রুপান্তরিত করার একটা পন্থা। এক্ষেত্রে যারা রাজনীতির জগতে প্রবেশ করবে, তাদের হতে হবে সৎ জ্ঞানী সাহসী আদর্শবাদী এবং সমগ্র মানবজাতির জন্য উৎসর্গিত প্রাণ। তারা সবরকম সংকীর্ণতার উর্দ্ধে সেই প্রকার ক্ষমতা ও সম্মান গ্রহনে সম্মত হবে, যা তার মহত্ব কে বিকশিত করবে। যে ক্ষমতা ভোগ করলে তার ব্যক্তিগত ও সমাজ জীবনে বিশৃংঙ্খলা আসবে, তা সে ঘৃণার সাথে বর্জন করবে। দারিদ্র বা অর্থ প্রাচুর্য যাতে তাদের মানসিক সুস্থতা বিনষ্ট না করতে পারে, সেজন্য বিত্তসম্পদ অর্জণ বা ব্যয়ের ব্যাপারে তারা অত্যান্ত সতর্ক থাকবে। কেননা তারা জানে অর্থই সব অনর্থের মূল।একমাত্র কামনার প্রচন্ডতাকে কমিয়ে এবং আমাদের প্রাত্যহিক জীবনের উপর থেকে এর প্রভাব কমিয়ে দিয়েই মানবজাতির স্থায়ী কল্যাণসাধন সম্ভব। বল ইহাই সরল সোজা পথ।
হে শিশুদের সালামকারী। যারা প্রিন্ট এবং ইলেকট্রোনিক মিডিয়াতে সততা প্রজ্ঞা বিবেক দেশপ্রেমের উপর কলম চালায় বা বাক ছোটাই, তাদের বল যে, আমাদের নিরাপদ ঘরে বসে আরামপ্রদ জীবিকার মধ্যে বসবাস করে কলম চালিয়ে বা বাক হাঁকিয়ে মাসোহারা খাওয়াতে জনগণের কোন উপকার হচ্ছে না। দেশ জনগণ লোভ হিংসার রাজনীতির মহাপ্রাচীরে আবদ্ধ হয়ে শুধুই আপনাদের নসীহত গলাধঃকরণ করছে আর সচেতন হয়ে গুমরে মরছে। এমতাবস্থায় সুশীল সমাজ বলতে যদি কোন দেশের উৎসর্গিত প্রাণ এবং সর্বাপেক্ষা যোগ্যতাসম্পন্ন নাগরিক বোঝায়, তবে এই সুশীল সমাজকেই জোটবদ্ধ হয়ে জনমত গঠনের মাধ্যমে বিশুদ্ধ রাজনীতির নবধারা প্রবর্তন করতে হবে। ভাংতে হবে লোভহিংসার রাজনীতির মহাপ্রাচীরের বেষ্টন। ফোরাম আর গোল টেবিলে শুধুশুধু জ্ঞানের বকবকি আর রাজনীতিকদের সংস্কারের সুপারিশমালা পেশ না করে দেশকে দেশের মানুষকে ফেরেববাজি রাজনীতির কবল থেকে মুক্ত করার ময়দানি প্রচেষ্টা গ্রহন করুন। বল। লোভহিংসা রুখে ফেল, দেশ সেবা সফল কর। আল্লা বিবেকদন্ড বহালকারীদের বরকত দানে অকৃপন হবেন !

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৪৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২| ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেশকে দেশের মানুষকে ফেরেববাজি রাজনীতির কবল থেকে মুক্ত করার ময়দানি প্রচেষ্টা গ্রহন করুন। বল। লোভহিংসা রুখে ফেল, দেশ সেবা সফল কর। আল্লা বিবেকদন্ড বহালকারীদের বরকত দানে অকৃপন হবেন

+++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.