নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একবিংশের ইলহাম (সমাজ ধর্ম দর্শন বিষয়ক প্রবন্ধ)

আত্মশুদ্ধি প্রজ্ঞা লাভ মনুষ্যত্বে সিদ্ধি লাভ

ময়না বঙ্গাল

মতলববাজি খতম করি বিবেকদন্ড বহাল করি

ময়না বঙ্গাল › বিস্তারিত পোস্টঃ

পদ্মাবত সিনেমা বিতর্ক এবং আলাউদ্দিন খিলজি প্রসঙ্গ

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৫

সিনেমাটিতে দিল্লির সম্রাট আলাউদ্দিন খিলজির চরিত্র, ইতিহাস ও অবদান বিকৃত করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ভারতের অগ্রণী ইতিহাসবিদ রোমিলা থাপার, ইরফান হাবিব, রুচিরা শর্মা প্রমুখ । ইতিহাসবিদ রুচিরা শর্মার দাবি, আলাউদ্দিন খিলজি ভিলেন তো নয়ই, বরং তাঁর কাছে ভারত ঋণী । তিনি ভারতের ঐক্য আনেন, পাঁচবার মোঙ্গল আক্রমন ঠেকিয়ে ভারতকে ধ্বংসের হাত থেকে বাঁচায় । মোঙ্গলদের দখলে গেলে ভারতের পরিণতি হতো পারস্যের সতো : গণহত্যা ও নগর ধ্বংস ।

আলাউদ্দিন দিল্লি কেন্দ্রিক ছোট একটি রাজ্য থেকে বিশাল সাম্রাজ্য প্রতিষ্টা করেন । সেই ঐক্যবদ্ধ ভারতই মোগলদের হাত হয়ে ব্রিটিশ ও তারপর স্বাধীন ভারত হিসেবে টিকে আছে । খিলজি নিষ্ঠুর হতে পারেন, তাঁর রাজ স্পৃহা থাকলেও তাঁর নারী স্পৃহার কথা শোনা যায় না । খিলজির বাহিনীতে বেশ কজন দাস জেনারেল ছিলেন । তার প্রশাসনে যোগ্যতার ভিত্তিতে নিম্ন শ্রেণির মানুষদের উঠিয়ে আনা হতো । এতে হিন্দু-মুসলিম অভিজাতেরা নাখোশ হয় ।
তাঁর চালু কর ব্যবস্থা বিশ শতক পর্যন্ত চালু ছিল । এই সংস্কারে মধ্যস্বত্ব ভোগীদের উচ্ছেদের ঘটনাটা রাজপুতদের খেপিয়ে তোলে । গঙ্গা-যমুনা মধ্যবর্তী দোয়াব অঞ্চলের অনেক সুফির করমুক্ত জমির অধিকারও তিনি বাতিল করেন ।সেই সুফিদেরই অনুসারী হিসেবে খিলজির উপর চটা ছিলেন পদ্মাবত-এর কবি জয়সী । আড়াইশ বছর পর পদ্মাবত কাব্যে তিনি খিলজিকে পদ্মাবত-এর প্রতি লোলুপু হিসেবে দেখান । কিন্তু খিলজির চিতোর অভিযানের সময় পদ্মাবতী বলে তো কোন রাজপুত রানি ছিলেন না ।
মেবার রাজ্যের দরবারি ইতিহাসবিদ শ্যামল দাস একবার পদ্মাবতীর কথা এনেছিলেন, তবে সেটা সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে । আলা্উদ্দিন খিলজির সঙ্গে পদ্মাবতীর কোন দিনই দেখাই হয়নি । এমন কি কবির লেখা কাহিনীন বাইরে গিয়ে খিলজির হাত থেকে বাঁচতে পদ্মাবতীকে স্বামীর চিতোই তুলছেন বলিউডি পরিচালক সঞ্জয় লীলা বানসালী । মূল কাহিনীত পদ্মাবতী খিলজির ভয়ে নয়, প্রথা অনুযায়ী স্বামীর চিতোই সতীদাহ হন ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৭

পলাশবাবা বলেছেন: পদ্মাবত বা পদ্মাবতী মধ্যযুগের বাঙালি কবি আলাওলের একটি কাব্যের কেন্দ্রীয় চরিত্র।

সিংহলের রাজকন্যা পদ্মাবতী, চিতোরের রাজা রত্নসেন, দিল্লীর সম্রাট আলাউদ্দিন খিলজি, রাজা দেবপাল - এসকল চরিত্র নিয়ে রচিত কাল্পনিক কাহিনীর কাব্যরূপ পদ্মাবতী।

বিস্তারিত পাবেন এখানেঃ view this link

২| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫২

*** হিমুরাইজ *** বলেছেন: একটা ছবি নিয়ে মিডিয়াই যে ভাবে হৈচৈ হল এটা বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়।

৩| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: মুভিটা দেখি নাই। দেখবোও না।

৪| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

বারিধারা ২ বলেছেন: এই মুভিটা নিয়ে ক্ষেপে ওঠার কথা ছিল মুসলিমদের, কিন্তু খেপেছে হিন্দুরা - উড়ো কথা অনুযায়ী একজন রাজপুত রাণী এতটাই পুত পবিত্র, তার নাকি একজন মুসলিম রাজার সাথে স্বপ্নেও প্রেম করার কোন অধিকার নেই - এই নিয়ে।

কিন্তু মুসলিম জাতি আসলে ক্লান্ত। মিডিয়া তাদেরকে এতটাই কলঙ্কিত করে চলেছে, প্রতিবাদ করে তা আর থামানো যাচ্ছেনা। তাই মুসলিমরা এখন আর এসব ছাইপাশ নিয়ে প্রতিবাদের খেলায় যায়না যদিনা ধর্মীয় অবমাননার মত বিষয় থাকে।

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৫

ময়না বঙ্গাল বলেছেন: দারুন বলেছেন ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.