নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পদদলিত মানবতার ভালবাসা চাই না আমি

Freedom Manik

পদদলিত মানবতার ভালবাসা চাই না আমি

Freedom Manik › বিস্তারিত পোস্টঃ

স্বার্বভৌমত্ব রক্ষার শপথকার.........

০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৫

ইদানিং কালে প্রায়ই পত্রিকায় পাতায় চোখ বুলালেই দেখা যায় বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে টুকটাক লেখালেখি হচ্ছে । এই ব্যপারটা আমার কাছে মোটেও ভাল লাগছে না। কেন তাদের (সেনাবাহিনী) নিয়ে কলম চালাচ্ছে বা কেন তাদের আলোচনায় আনা হচ্ছে ? আজকে একটা পত্রিকায় পড়লাম



Click This Link



কেন তাদের রাজনীতিতে যোগ করা হচ্ছে । তাদেরকে তাদের মত থাকতে দেওয়া উচিত বলে আমি মানে করি । দয়া করে আমাদের সরকার যেন রাজনৈতিক উদ্দেশ্য তাদের ব্যবহার না করে ।



আমার লেখায় ভুল বা কেউ ব্যথিত হলে আমি ক্ষমাপ্রার্থী ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৮

জেনারেশন সুপারস্টার বলেছেন: সহমত।এই কথা নিয়ে কিছুদিন আগে এক সৈনিকের সাথে কথা হল।তিনিও সায় দিলেন আর্মিকে জাতীয় নিরাপত্তার বাইরে রাজনৈতিক বা অন্যান্য জায়গায় না জড়ানোয় ভালো।দেশের ভিতরে বড় কোন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সন্ত্রাসের বিরুদ্ধে অভিযানের প্রয়োজন হলে কিংবা প্রাকৃতিক দূর্যোগ হলে সেটা ভিন্নব্যাপার কিন্তু স্বস্তাভাবে তাদের বিভিন্ন জায়গায় জড়িয়ে ফেলাটা ভূল সিদ্ধান্ত।আসলে বাঙ্গালী অনেক কিছুই বোঝে কম।

উন্নত দেশগুলোতে(যুক্তরাষ্ট্র,ব্রিটেন,অস্ট্রেলিয়া,জার্মানি) বিপ্লব-বিদ্রোহ বলতে গেলে চলে না।যত চলে আমাদের মতন দেশগুলোতে।উন্নত দেশগুলোতে পুলিশ আর পুলিশের স্প্যাশালবাহিনীগুলোই যথেষ্ঠ এমনকি নির্বাচনের ক্ষেত্রেও।ঐসব দেশের আর্মিরা শুধু যুদ্ধের সময়ই দেশের বাইরে গিয়ে যুদ্ধ করে আর অবসরে গেলে তারপরে রাজনীতিতে যোগ দেয়।

২| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

ইসপাত কঠিন বলেছেন: জেনারেশন সুপারস্টারের সুন্দর মন্তব্যের সাথে সম্পূর্ণ একমত। আমি মনে করি ধীরে ধীরে সেনাবাহিনী নির্ভরতা কমিয়ে দিয়ে যার কাজ তাকেই করতে দিতে হবে।

একটি শিশু আছাড় খেতে খেতেই হাঁটতে শেখে।

৩| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৩

Freedom Manik বলেছেন: ধন্যবাদ

৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪০

জেনারেশন সুপারস্টার বলেছেন: আপনাদেরও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.