নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পদদলিত মানবতার ভালবাসা চাই না আমি

Freedom Manik

পদদলিত মানবতার ভালবাসা চাই না আমি

Freedom Manik › বিস্তারিত পোস্টঃ

যে ৭ টি কারণে মধ্যবয়স্ক নারীদের প্রতি আকৃষ্ট হয় ছেলেরা

২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩০

লক্ষ লক্ষ অবিবাহিত ও সুন্দরী তরুণী বিস্মিত হন এই ভেবে যে কেন ছেলেরা তাদের চেয়ে মধ্যবয়স্ক নারীদের প্রতি বেশি আকৃষ্ট হয়। দিন দিন এই ধরনের সম্পর্ক বেড়েই চলেছে । এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। মধ্যবয়স্ক নারীর মধ্যে শারীরিক ও চারিত্রিক বহু আকর্ষনীয় বৈশিষ্ট আছে। আর এ সৌন্দর্য তারা সুন্দরভাবে মেলেও ধরতে পারেন। ছেলেরা এই লুকায়িত সৌন্দর্যই খুঁজে বেড়ায় এবং এতে মুগ্ধ হয়। সবচেয়ে বড় কথা সুন্দরী, অবিবাহিত তরুণীরা যত আকর্ষণীয় হোক না কেন একজন মধ্যবয়স্ক নারীর পূর্ণতার কাছে অনেক ক্ষেত্রেই আনাড়ি তারা।



এখন অনেক ছেলে মধ্যবয়স্ক নারীকে পাওয়ার আকাঙ্ক্ষায় অনেকটাই উন্মুখ। এ ব্যাপারটা প্রকাশেও তারা কোন রাখঢাক রাখছে না। এই হার ক্রমশই বেড়ে চলেছে। কিন্তু কেন? বিশেষজ্ঞরা কিছু কারণ খুজেঁ বের করেছেন।



১. আত্মবিশ্বাস



একজন মধ্যবয়স্কা নারী এটা ভালো করেই উপলব্ধি করতে পারেন যে তারা অন্যদের চেয়ে আলাদা। তিনি নিজের সম্পর্কে ভালোভাবেই জানেন। আর তাই তার ভেতরটা আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকে। এই ভারসাম্য ও আত্মপ্রত্যয়ী মনোভাবই তাকে ভেতর থেকে তীব্র আবেদনময়ী ও আকর্ষণীয় করে তোলে। আত্মবিশ্বাসী নারীরাই পুরুষের কাছে কাম্য। আত্মবিশ্বাসী নারীরা ছকবাঁধা নিয়মে চলতে পছন্দ করে, তারা নিজের জগতে কখনওই সন্ত্রস্ত হয় না।



নারীর এই দৃঢ় রূপ ও আবেদনময়ী চারিত্রিক বৈশিষ্ট্যে ছেলেরা মুগ্ধ হয়। তাই ক্রমশ পুরুষ একজন মধ্যবয়স্ক নারীর প্রতি আগ্রহী হয়ে ওঠে। এই ধরনের নারীর সাথে সময় ব্যয় করা করা খুবই সহজ, তার চাওয়া থাকে খুব কম। তার সঙ্গ উপভোগ্য এবং জীবন সম্পর্কে টলটলে জলের মত স্বচ্ছ ধারনা রয়েছে তার। তাদের আত্মবিশ্বাস পুরুষের মাঝে সঞ্চারিত হয় কম নাটকীয়তা ও অবাধ আনন্দের সাথে।



২. দায়ীত্বশীলতা



একজন মধ্যবয়স্ক নারী নিজেকে গড়ে তোলার জন্য যথেষ্ট পরিশ্রম করেন। তারা কী চান সেটা তারা ভালো করেই জানেন তাই তাদের লক্ষ্য স্থির ও স্বচ্ছ থাকে। মধ্যবয়স্ক নারীই পারে একজন মানুষকে জীবনের আঁকাবাঁকা পথ চেনাতে, আস্থা তৈরি করতে, ওপরে উঠার প্রবল ইচ্ছাশক্তি তৈরি করতে এমনকি প্রবল আত্মসম্মানবোধ তৈরি করতে। জীবনের অভিজ্ঞতা থেকে তিনি একটি মানুষকে কল্পনার জগতে ভেসে বেড়াতে নয়, জীবনের অমোঘ বাস্তবতা শেখাতে পারেন।



৩. স্বাধীনতা



সাধারণত অধিকাংশ মধ্যবয়স্ক নারী কোন ভনিতা ছাড়াই পুরোপুরি খুশি থাকে। একজন পুরুষকে তার আবশ্যিক করে তোলার কোন দরকার পড়ে না। তিনি কখনোই তার ওপর নির্ভর করেন না, এমনকি তার নিজের ডিনার অথবা কফির বিল নিজেই দেয়ার মানসিকতা রাখেন। আপনি কি কোন জটিল মানসিক গেম আপনার প্রিয়জনের সাথে খেলতে পারবেন? ভালো করে চিন্তা করে দেখুন। মধ্যবয়স্কা নারীরা কখনোই কোন গেম খেলতে যান না কারন তাঁরা ভালো করে জানেন তাঁদের কী প্রয়োজন। মানসিক এবং আর্থিক স্বাধীনতা একটি মানুষের জীবনের গুরুত্বপুর্ণ অর্জন।



৪. সততা



একজন মধ্যবয়স্ক নারী পুরুষকে বিশ্বাস এবং সততার স্তরগুলো ভালোভাবে শিখিয়ে নিতে পারেন। প্রেম, ভালোবাসা, বিয়ে যে কোনো ধরনের সম্পর্কেই শ্রদ্ধা একটি গুরুত্ত্বপূর্ণ ব্যাপার। মধ্যবয়স্ক নারী তার দৈনন্দিন জীবনে অত্যন্ত দক্ষতার পরিচয় দেন। তার মধ্যে সততা, বিশ্বাস এবং শ্রদ্ধাবোধ প্রবল থাকে। একজন মধ্যবয়স্ক নারী কখনোই একাধিক পুরুষের প্রতি কামনা রাখেন না। যে পুরুষটি অন্য একাধিক নারীদের সাথে ডেট করছে তার প্রতি এ নারীরা কখনোই আগ্রহ প্রকাশ করেন না।



৫. অভিজ্ঞতা



একজন মধ্যবয়স্ক নারী জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন তাই তার অভিজ্ঞতাও অনেক। জীবনের ছোটখাট সবধরনের সম্পর্কের অভিনয় তিনি নিখুঁতভাবে বিবেচনা করতে পারেন । এটা কিভাবে সমাধান করা যায় যায় সেটাও তিনি ভালো জানেন। মধ্যবয়স্ক নারী যথাসময়ে আবেগী হয়ে ওঠেন এবং পুরুষটির সাথে সত্যিকার গাঢ় সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেন। তিনি প্রিয় মানুষটির কাছে নিজেকে এমন ভাবে মেলে ধরেন যাতে সেই মানুষটি তাকে সহজভাবে পড়তে পারে। ফলে তিনি একজন ভালো মানুষ, একজন ভালো বন্ধু, এমনকি দীর্ঘ চলার পথে ভালো একজন সঙ্গী হতে পারেন।



৬. পারস্পরিক বোঝাপড়া



একে অপরের মধ্যে যদি বোঝাপড়া ভালো না হয় তাহলে সম্পর্কের শুরুতেই হোঁচট খেতে হয়। তীব্র আগ্রহ মুখ থুবড়ে পড়ে। সম্পর্কের মধ্যে বোঝাপড়াটা খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। অর্থময় বোঝপড়া সম্পর্ককে আনন্দময় করে তোলে। আর এটা গড়ে ওঠে মধ্যবয়স্ক নারীর জীবনের অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে। পারস্পরিক কথোপকথন জীবনের গল্পকে থামিয়ে দিবে না, বরং জীবনের গতিকে বাড়িয়ে দেবে। পরস্পরকে ভালো করে বুঝে ওঠার পথ তৈরি করে দেবে। যে পুরুষটি শুধু সেক্স এবং একটু মুগ্ধতার চোখে তাকানোর জন্য অপেক্ষা করতো সেই পুরুষটির মধ্যেও এই নারীর প্রতি শ্রদ্ধাবোধ জেগে ওঠে।



৭. যৌনতা



বিছানায় একজন মধ্যবয়স্ক নারী যথেষ্ট অভিজ্ঞ, সে তার চরম মুহূর্তের চাওয়া পুরুষটিকে বলতে দ্বিধা করে না। তৃপ্তিময় যৌনতায় তিনি সব ধরনের অনিরাপদ ভীতিকর ব্যাপারগুলোর উর্ধ্বে থাকেন। এই খোলামেলা সততাই দুজনকে সুখের চরম পর্যায়ে নিয়ে যায়। আমরা যদি কাউকে 'সেক্সুয়ালি স্যাটিসফাইড' বলি সেটা অবিশ্বাস্যভাবে সেই ব্যক্তিকে আত্মবিশ্বাসী ও ভেতর থেকে সতেজ করে তোলে। মধ্যবয়স্ক নারীর এই ধরনের গুনাবলী একজন পুরুষকে সহজেই সন্তুষ্ট করে। অন্যান্য বড় কারণ ছাড়াও এই কারণে মধ্যবয়স্ক নারীর প্রতি পুরুষেরা বেশি আকৃষ্ট হয়। এ নারীরা বিছানায় অত্যাধিক প্লেফুল, রোমাঞ্চকর হন। পুরুষটির মাঝে নিজেকে উৎসর্গ করে দিতে পারেন।



মধ্যবয়স্ক নারীর মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য থাকে যা তাকে তার সঙ্গীর সাথে গভীরভাবে যুক্ত করে। এখন পুরো ব্যাপারটাই সেইসব পুরুষদের হাতে যারা উদারমনষ্ক, আত্মবিশ্বাসী, আবেদনময়ী এবং স্বনির্ভরশীল নারীদের নিকট হতে শিখতে দ্বিধাবোধ করে না।





ইন্টারনেট থেকে মাহতাব হোসেন

Click This Link

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২২

হেডস্যার বলেছেন:
:-B ভালো লেখা

২| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৮

পথহারা সৈকত বলেছেন: তাই তো বলি.. :D :D . আমার সাবেক রুমমেট সুন্দরী ছাত্রীকে পাত্তা না দিয়ে ছাত্রীর খালার সাথে পরকীয়া করত কেন........? :P :P

৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৪

Freedom Manik বলেছেন: সত্য কথাটা কইয়া দিলেন পথহারা সৈকত ভাই

৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৫

শহিদশানু বলেছেন: তথ্য বহুল লেখা। মধ্য বয়স্ক নারী সম্পর্কে আপনার গুরু গম্ভীর লেখনীল জন্য ......ধন্যবাদ।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৮

Freedom Manik বলেছেন: ধন্যবাদ

৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

সজিব ইসলাম বলেছেন: ভাইরে আপনি এক্কেবারে আমার মনের কথা লিখছেন।

২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

Freedom Manik বলেছেন: আপনিও কি ওমন নারীদের সাথে প্রেম করবেন ????

৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

আমাবর্ষার চাঁদ বলেছেন: :) :) :P :P

৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

Freedom Manik বলেছেন: সবাইকে ধন্যবাদ

৮| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

ব্লগার ইমরান বলেছেন: মধ্যবয়ষ্ক নারী বলতে বয়স কত বোঝায় ?
৮০ বছর আয়ষ্কাল আর ৪০ বছর আয়ুষ্কাল বয়সী নারীদের মধ্যবয়স কি একই হবে ?

২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

Freedom Manik বলেছেন: আমি মনে করি ২৮ থেকে ৩৫ বছর হতে পারে

৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

তাজা কলম বলেছেন: :D

১০| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৫

অনেকের মধ্যে একজন বলেছেন: একমত। :D:D

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৫

Freedom Manik বলেছেন: ধন্যবাদ

১১| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৬

বশর সিদ্দিকী বলেছেন: খারাপ কোন দৃস্টিতে না সাধারন ভাবেই বলছি।

আমার কাছে মনে হয় মধ্যবয়স্ক নারির প্রতি আগ্রহরের প্রধান কারন হচ্ছে ৭ নম্বরটি। আমার পরিচিত যারা পরকিয়া করেন বা করেছেন তাদের দেখে বলছি। তবে বাকি গুলোও মোটামুটি মিল আছে তবে ৭ নম্বরটাই আসল কারন।

ধন্যবাদ।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৭

Freedom Manik বলেছেন: হ্যা ভাইয়া হতে পারে তবে এক একজনের ধারনা এক এক রকমের । তবে আমি মনে করি ২ এবং ৩ নং অনেকটা সার্পোট করে

১২| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭

আলাপচারী বলেছেন: ফ্রয়েডিয় ফ্যাক্টরটা যোগ করলেন না?

১৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১০

আইজউদদীন বলেছেন: ভালো লেখা.... :(( :(( :((

১৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৬

মাহবু১৫৪ বলেছেন: হ ম ম

++++

১৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৩

ময়নুল েহােসন বলেছেন: ভালস হইছে

১৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪২

ইলুসন বলেছেন: কথাগুলো একদম ফেলে দেয়ার মত না।

১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

সজিব ইসলাম বলেছেন: সেইরাম পাইলেতো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.