![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরুষ নারীর সাজসজ্জা বা সৌন্দর্যকে এবং নারী পুরুষের সামাজিক মর্যাদা বা ব্যক্তিত্বকে গুরুত্ব দেয়। আর এটাই ঐতিহ্যগত ধারণা। যদিও ইদানীং অনেকে বলেন, এসব কিছু না, তারা সমপর্যায়ের সঙ্গী পছন্দ করেন। তবে গবেষণায় দেখা গেছে, শেষপর্যন্ত ঘুরেফিরে ঐতিহ্যগত সত্যতেই আটকে যান তারা। সাম্প্রতিক বছরগুলোয় কিছু গবেষণায় দাবি করা হয়েছে, পুরুষ কিংবা নারী তার রোমান্টিক সঙ্গী বাছাইয়ে সমপর্যায়ের বা সমমানসিকতার কাউকে পছন্দ করে। তবে জার্নাল অব পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে প্রকাশিত নতুন গবেষণা প্রবন্ধে বলা হয়, বাস্তব জীবনের বিভিন্ন বিষয়ে পছন্দ-অপছন্দ নিয়েই মূলত নারী ও পুরুষের মতে মিল-অমিল দেখা যায়। কিন্তু সর্বোপরি, পুরুষ নারীর সৌন্দর্যে আর নারী তার পুরুষসঙ্গীর সামাজিক মর্যাদায়ই এসে থামে।
সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর নরম্যান লি এবং আরিজোনা স্টেট ইউনিভার্সিটির সাইকোলজির গবেষক অলিভার সং অনলাইন চ্যাট ও স্পিড ডেটিং পদ্ধতি প্রয়োগ করে এ বিষয়ে বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা চালান। গবেষণায় সামাজিক স্ট্যাটাসে কম ও বেশি উভয় ধরনের পুরুষ এবং দৈহিকভাবে আকর্ষণীয় ও তুলনামূলক কম আকর্ষণীয় উভয় প্রকার নারীকেই বেছে নেওয়া হয়। গবেষণার অংশ হিসেবে উভয় ধরনের পুরুষের সঙ্গে উভয় ধরনের নারীর ডেটিং ও অনলাইন চ্যাটের ব্যবস্থা করা হয়। গবেষক দলের প্রধান ও প্রবন্ধের লেখক নরম্যান লি বলেন, কম এবং বেশি সামাজিক অবস্থানের উভয় প্রকার পুরুষ জানিয়েছেন, তারা কম আকর্ষণীয় নারীর প্রতি ততটা আকৃষ্ট হননি। আবার উভয় প্রকার নারীই বলেছেন, তারা কম সামাজিক স্ট্যাটাসেও পুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেননি।
যদিও নতুন গবেষণার ফলের বিরোধিতা করে অস্ট্রেলিয়া ইউনির্ভাসিটির লিবারেল আর্টস অ্যান্ড সায়েন্স কলেজের মনোবিজ্ঞানের অধ্যাপক কেনরিক বলেন, নতুন এ গবেষণা রাজনৈতিক ক্ষেত্রে সত্য, তবে এটি বাস্তবক্ষেত্রে ভ্রান্তির সৃষ্টি করে। বিশ্বের অনেক স্থানে নারী ও পুরুষ তাদের সমপর্যায়ের সঙ্গীই চায়। সূত্র : ডেইলি মেইল অনলাইন
©somewhere in net ltd.