![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই কথাটি সকলের জন্য নয়। এমন অনেকেই রয়েছেন যারা ২০ বছর বয়সে অনেক বাস্তবতা দেখে ফেলেছেন। জীবনের অনেক কিছুই দেখা হয়ে উঠে না ২০ বছর বয়সের মধ্যে। ২০ বছর বয়স ভাবতে গেলে অনেকটা বয়স, কিন্তু মানসিকতা এবং পরিপক্বতার দিক ভাবতে গেলে আসলে তেমন কোনো বয়স নয়।জীবনে চলতে গেলে আমাদের নিজেদেরকেই কিছুশিক্ষা নিয়ে নিতে হয়। এই শিক্ষা হাতে কলমে কিংবা বইয়ের পাতা থেকে নয় এমনই কিছু কঠিন সত্য যা ২০ বছর বয়সের পর থেকে সকলেরই শিখে নেয়া উচিৎ।
(১) অভিভাবকরাই একমাত্র শুভাকাঙ্খিআপনি নিজের বাবা-মাকে যতোই ভুল বুঝুন না কেন তারাই একমাত্র আপনার শুভাকাঙ্খি। পৃথিবীতে একমাত্র অভিভাবক ব্যাতিত আপনার জন্য চিন্তা করবেন নিঃস্বার্থ ভাবে এমন মানুষ খুঁজে পাবেন না কোথাও। যদি এর বাইরে কাউকে পেয়ে যান তবে আপনার ভাগ্য অনেক ভালো।
(২) মানিয়ে নেয়ার চেষ্টানিজেকে অনেক কিছুর সাথে মানিয়ে নিতে হয়।যদিও তা ইচ্ছার বিরুদ্ধে কিন্তু তারপরও কিছু সময় মানিয়ে নেয়া ছাড়া অন্য কোনো পথ খোলা থাকে না। আর যদি খোলা থাকেও তবে তা অবলম্বন না করাই ভালো
(৩) নিজেকেই ভাগ্য গড়ে নিতে হয়ভাগ্য নিজেকেই গড়ে নিতে হয়। ভাগ্যে লেখাথাকে বলে আসলে কিছু নেই। একারনেই গুণীজনবলেন, ‘তুমি যদি দরিদ্র হয়ে জন্মাও, এতে লজ্জার কিছু নেই, কিন্তু তুমি যদি দরিদ্রহয়েই মৃত্যুবরণ করো তবে অবশ্যই তা লজ্জার’।
(৪) অন্যের সাথে নিজেকে তুলনা করা বোকামিনিজেকে অন্যের সাথে তুলনা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। এটি শুধু আত্মবিশ্বাসনষ্ট করে। তাই পূর্ণবয়স্ক একজন মানুষ হিসেবে এই বোকামি করতে যাবেন না।
(৫) কিছু সিদ্ধান্ত শুধুমাত্রই নিজেরযতো কঠিনই হোক না কেন জীবনের কিছু সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। ২০ বছর বয়সপর্যন্ত বাবা-মায়ের মমতায় যতোই বড় হোন না কেন মানসিক দৃঢ়তা নিজের মধ্যে এনেই জীবনের সিদ্ধান্ত নিতে হবে সকলকে।
(৬) ভালোবাসা মানেই কষ্ট নয়ভালোবাসা মানেই অনেক বেশি কষ্টের কিছু নয় যদি আপনি সঠিক মানুষটিকে ভালোবাসতে পারেন এবং আপনি নিজেকে তার সামনে বিশ্বস্ত হিসেবে উপস্থাপন করতে পারেন। মনে রাখবেন আপনি যা করবেন তারই প্রতিফল আপনি পাবেন।
(৭) বিফল হওয়া খারাপ কিছু নয়বিফলতা কোনো পাপ নয়। বরং এটি একটি সুযোগ। একটি নতুন কিছু চেষ্টা করে দেখারসুযোগ। যিনি কোনো কাজে বিফল হননি তিনি কখনো নতুন কিছু চেষ্টাই করে দেখেন নি। অর্থাৎ নতুন কিছুই শেখেননি।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
আরিনি বলেছেন: http://www.facebook.com/amargramamarshopno