![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্কুল ছুটির পরপরই অফিসেও ছুটি ধুম পড়ে যায়। বছরের অন্যান্য সময় সবাই ১/২দিন ছুটি নিয়ে বসে থাকে এইসময় লম্বা ছুটি নেওয়ার জন্য। কলিগ যাদের বাচ্চা আছে উনারা বছরের শুরুতেই স্কুল ছুটির ক্যালেন্ডার দেখে আগে থেকেই ছুটি বুকিং দিয়ে রাখেন। আমাদের যাদের পিছুটান নেই তাদের যেকোন সময় ছুটি হলেই হলো। ইচ্ছে ছিলো এই বছর পুরো রমযান মাসটা ছুটি নিয়ে নিবো। কিন্তু হবে না মনে হচ্ছে।
গত সপ্তাহে বাসায় গিয়ে দেখি ভাইয়া বেশ ব্যস্ত। আমি ছুটি নিতে পারবো কি না জিজ্ঞেস করতেছে। বল্লাম নেয়া যাবে। কিন্তু ঘটনা কি? উনি বল্লো আমার ভেনেডিক যাবো। সাথে কিছু অভিযোগ পেশ করলেন যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না (ছুটিতে বেড়াতে যাবার দায়িত্ব ছিলো আমার উপর)। বল্লাম এতো ব্যস্ত (অলস) মানুষকে দিয়ে কি কিছু হয়?? আর তুমি যেতে রাজি থাকলে আমি যেকোন জায়গায়ই রাজি । আসলে ছোটবোনকে নিয়ে কোথাও ঘুরতে যেতে আমার ভালো লাগে না। মহা ডিসটার্ব। সারাক্ষন মুখে খই ফুটে। কান ঝালাপালা।ঘরে কিছুই খায় না। অথচ বাইরে গেলেই প্রতি সেকেন্ডে উনার পানি খেতে ইচ্ছে করবে। অথবা ক্ষিদে লাগবে। অথবা উনার সাথে সপিং সেন্টারে ঘুরতে যেতে হবে
ভাইয়ার প্লেনের টিকেট বুকিং শেষ হলে সবাই মোটামুটি হাফ ছেড়ে বাচলাম। কিছুক্ষন পর জিজ্ঞেস করলাম- আচ্ছা, ভেনেডিক কোথায়?? ভাইয়া কিছুক্ষন আমার মুখের দিকে চেয়ে থেকে বল্লো-তুই জায়গা না জেনেই কি তাহলে বুকিং দিলাম? আমিও পাল্টা বল্লাম-তুমি সাথে গেলে তো চিন্তাই নাই। খরচটা তোমার উপর দিয়েই। আর হোটেল বুকিং থেকে সবকিছু তোমারই। তাই জায়গা চিনার কোনই দরকার নাই। আর ডিসটার্বটা যেহেতু যেতে রাজি হয়েছে তাই আমিও রাজি। উনি বল্লো ভেনেডিক মানে হচ্ছে ভেনিস (জার্মান একটা খাইষ্টা ভাষা)।
কয়েকদিন থেকে হোটেল বুকিং থেকে শুরু করে সবকিছু্ই হচ্ছে। আমি শুধু ক্রেডিট কার্ড দিয়ে উদাও।ম্যাপ দেখে হোটেলে অবস্হান দেখে হোটেল বুকিং। এতো ধৈর্য্য নাই।
এখানে সাধারনত সামারে কুকুর-বিড়াল বৃষ্টি হয় খুবই কম। গ্রীষ্মকাল খুবই রৌদ্রজ্জল থাকে। কিন্তু এই বছর ব্যতিক্রম। জলবায়ু পরিবর্তনের ফলাফল সব জায়গায়। বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। নিজেদের মধ্যে দাওয়াত অথবা খেলাধুলা ঠিকমতো জমতেছে না। তারপরও আগামী সপ্তাহান্তে ৫০/৬০ জনের একটি দাওয়াতের আয়োজন করা হয়েছে। ক্রিকেট ম্যাচ + গ্রীল পার্টি। যেহেতু হোস্ট আমরাই তাই একটু দৌড়ের উপর। সবাই ফুলটাইম কামলা তাই কাজের ফাকে ফাকে বিভিন্ন জিনিস কেনাকাটা করা, সবকিছুর আয়োজন এবং বিভিন্ন লোকজনকে দায়িত্ব ভাগাভাগি করে দেওয়া সহ আজাইরা কাজে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। ছুটির দিনগুলোতেও আর ছুটি নেই
গত সপ্তাহে বাংলাদেশ থেকে গনিত অলিম্পিয়াডের টিম ফ্রাঙ্কফুট হয়ে ব্রেমেন গেলো। উনাদের রিসিভ করে পোলাও, মুরকার রান, নাখটিশ (মিষ্টি জাতীয় খাবার। সাধারনত ভারী খাবারের পর খাওয়া হয়) খাইয়ে দিলাম। সবাই বেশ হাসিখুশি ছিলো। সাথে একটু বেশীই টায়ার্ড। বসার জায়গা পেলেই ঘুমিয়ে পড়ে অবস্হা। মনির ভাই উনার পুর্বের বিভিন্ন অভিক্ষতার কথা বল্লেন। আরো বল্লেন এইবার শুরুটা যেহেতু ভালো হয়েছে (বিদেশে বাংলাদেশি খাবার খেয়ে। বিদেশে বাংলাদেশি খাবারটা সবাই খুব মিছ করে), আশা করা যায় সবকিছুই ভালো হবে। উনারা ফ্রাঙ্কফুট থাকতেই ব্রেমেনে দাওয়াত পেয়ে গিয়েছিলেন। ঘন্টাখানেক আড্ডা দিয়ে উনাদের কাজ থেকে শুভকামনা জানিয়ে বিদায় নিলাম। গতকাল শুনলাম বাংলাদেশ বেশ ভালো করেছে। বিশ্বমানের প্রতিযোগিতায় এইসব কৃতিত্বগুলো বেশ আরামদায়ক। কিন্তু অতি তৈলভোজবনে আমরা সবকিছুই নষ্ট করে ফেলি। এই ফলাফলকে বেসিস করে যাতে ভবিষ্যতে হাজারো সাফল্য আসে সেই কামনা।
২০ শে জুলাই, ২০০৯ রাত ৯:০২
ফ্রুলিংক্স বলেছেন: ইস্পেশাল কাইন্ড অফ জীব। শুধুমাত্র জর্মনে পাওয়া যায়
২| ২২ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
উদাসী স্বপ্ন বলেছেন: বাংলাদেশের পুলাগুলান ভালাই গণিত দেখাইছে, আশা করন যায় সামনে আরও ভালা করবো! আগাইতে আগাইতে কবে এক এ আইবো এইডাই দেখনের বিষয়!
৩| ২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:১৮
অপ্সরা বলেছেন: কেমন আছো ফ্রুলিংক্স ভাইয়া?
২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩
ফ্রুলিংক্স বলেছেন: এইতো ঝড়-বৃষ্টিতে টিকে আছি। আলহামদুলিল্লাহ
আপনার লেখা পড়ি কিন্তু কমেন্টাইতে সাহসে কুলায় না
৪| ২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৫
নুশেরা বলেছেন: আরে সত্যিই তো গণিত অলিম্পিয়াডে ভালো ফল করেছে আমাদের দলটা। কিছুটা আপনার সৌজন্যে-- বলতেই হবে! বেড়ানো হলে ছবিসহ পোস্ট দিয়েন।
২৪ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
ফ্রুলিংক্স বলেছেন: ছবি পোষ্টানো হবে। বেড়ানো সময় বৃষ্টিটা না হলেই বাঁচি। এমনিতেই নাকি ভেনিসের আবহাওয়ার কোনই মা-বাপ নাই। তারউপর এই বছর ইউরোপের আবহাওয়াও খারাপ। খুব বেশি ঝড়-বৃষ্টি হচ্ছে। অবশ্য একদিক দিয়ে ভালোই। গরমের উত্তাপ কম। ঠান্ডায়-ঠান্ডায় শীতকাল চলে আসবে
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৩১
মুনিয়া বলেছেন: মুরকার রান???- এটা আবার কি?