নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অত্যন্ত সহজ কিসিমের মানুষ...জীবনটাকে সহজভাবে দেখতেই পছন্দ করি...

ফুয়াদের বাপ

সাদা মনের মানুষ...

ফুয়াদের বাপ › বিস্তারিত পোস্টঃ

সন্তানকে সম্পদে রুপান্তর করুন

২৬ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:০২

সন্তানকে সম্পদে রুপান্তর করুন
===================
সন্তান আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। দাম্পত্য জীবনের ভালোবাসার পূর্নতা অনুভূত হয় সন্তানের মাধ্যেমে। তবে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ঢেড় ভালো। সন্তান যদি সঠিক ভাবে শিক্ষিত না হয় তবে সেই সন্তান দ্বারা কষ্ট ছাড়া কপালে কিছু জুটবে না। তাই সন্তানের জন্য সম্পদ রেখে যাবার চাইতে উত্তম সন্তানকে সম্পদে রূপান্তর করা।

শিশু থেকেই নৈতিকতার শিক্ষা:
সন্তানকে শিশু থেকেই নৈতিকতার শিক্ষা দেওয়ার চেষ্টা করা। বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, দরিদ্রকে সহায়তা করা, সমবয়সীদের সাথে সমতা, সবার সাথে সক্ষতা, ভালো ব্যাবহার ইত্যাদি নৈতিক শিক্ষাগুলো যেনো শিশু থেকেই শুরু হয়।

প্রথম পাঠশালা:
পরিবার হচ্ছে শিশুদের প্রথম পাঠশালা। পরিবারের সদস্যদের দেখে নিজে নিজেই অনেক কিছু শেখে। তাই বড়দের উচিৎ বাচ্চাদের সামনে নেতিবাচক কিছু না করা যেমন-ঝগড়া, বকাঝকা, হিংসা, গীবত, মিথ্যাচার ইত্যাদি।

অভাব শেখানো:
সন্তান চাওয়ার আগেই সবকিছু সামনে হাজির করে দেওয়ার রেওয়াজ অনেক দম্পত্তিরই আছে। না চাইতেই পেয়ে অভ্যাস হয়ে গেলে এমন হবে যে, "সহজে পাওয়া হীরার টুকরাকেও কয়লা মনে করবে"। তাই সন্তানকে চাহিবা মাত্র দিয়ে দেওয়া ঠিক না। সন্তানকে অভাব শেখানো ভালো।

অপচয় না করা শেখানো:
কথিত আছে অপচয়কারী শয়তানের ভাই-বোন। শিশু থেকেই শেখানো হোক অর্থের অপচয়, সময়ের অপচয়, খাবার অপচয় ইত্যাদি। অপ্রয়োজনীয় অর্থ খরচ না করা, সময়ের কাজ ঠিক সময়ে করার গুরুত্ব বুঝানো, খাবার অপচয়ের আগে যেনো ক্ষুধার্ত মানুষের মুখ চোখে ভাসে।

প্রাতিষ্ঠানিক শিক্ষা:
শিক্ষা শুধু জাতির মেরুদন্ড নয় আপনার সন্তানের মেরুদন্ড তৈরি করে। সন্তান পুথিগত বিদ্যায় সুশিক্ষিত হলে ভালো-মন্দ বিচারে বিচক্ষন হবে আশা করা যায়। আর প্রতিযোগীতার পৃথিবীতে টিকে থাকতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকল্প নেই।

লেখা - ২৬-১২-২০২২

ছবি সুত্র: Link

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২০

গেঁয়ো ভূত বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখেছেন, অসংখ্য ধন্যবাদ।

তবে শিরোনামটি সন্তানকে সম্পদে রুপান্তর করুন হলে মনে হয় আরো আকর্ষণীয় হতো

২৬ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৬

ফুয়াদের বাপ বলেছেন: সুন্দর পরামর্শ স্বাদরে গ্রহন করা হইলো। আন্তরিক ধন্যবাদ নিবেন।

২| ২৬ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৪

নতুন বলেছেন: স্কুল কলেজ মানুষকে সাটিফিকেট দেয়।

মানুষ তৌরির মুল মন্ত্র গুলি সন্তানতে বাবা মা ই ভালো দিতে পারে।

৭ বছর পযন্ত আপনি সন্তানকে যেভাবে ভালো মন্দ সেখাবেন সন্তান সেই ভাবে গড়ে উঠবে।

২৬ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৯

ফুয়াদের বাপ বলেছেন: সন্তানকর্তৃক লাশ দাফন না করে সম্পদের ভাগাভাগির সালিশি খবর দেখে যতটা অবাক হয়েছি তার চেয়ে বেশি মনে হয়েছে পারিবারিক শিক্ষার অভাবে সন্তান কেমন অমানুষ হয়ে যায়। সন্তানের জন্য সম্পদ রেখে যাবার চাইতে সন্তানকে সম্পদে রূপান্তর করা বেশি জরুরী।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:২০

নেওয়াজ আলি বলেছেন: বর্তমানে সন্তান সম্পদে পরিনত করার সেই সুযোগ সীমিত । সম্পদে পরিণত করেও কী লাভ সন্তান বাবার লাশ রেখে ভাগ বাটোয়ারায় ঝগড়ায় লিপ্ত হয়।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৪

রাজীব নুর বলেছেন: আমাদের এলাকায় এক নারীর প্রতিবন্ধী শিশু জন্ম দিয়েছে। এখন তার দুঃখ কষ্টের শেষ নেই।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৫

জুল ভার্ন বলেছেন: গুড পোস্ট। +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.