নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিঃসঙ্গ শেরপা

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

ফিউশন ফাইভ

উঠবোই, পাহাড়টা ওই... [email protected] fusionfactory.blogspot.com

ফিউশন ফাইভ › বিস্তারিত পোস্টঃ

ব্লগে সরকারের নগ্ন হস্তক্ষেপ বন্ধ হোক এখনই

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৯

আপডেট ২ : দুই ব্লগারকে ধরে নিয়ে গেছে ডিবি, আরেকজন নিখোঁজ

১ এপ্রিল মঙ্গলবার রাত ১১টার দিকে সামহোয়্যারইনের ব্লগার রাসেল পারভেজকে নিজ বাসা থেকে ধরে নিয়ে গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম। একাধিক মাধ্যমে তার স্ত্রী এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ব্লগার মশিউর রহমান বিপ্লবেরও একই হাল হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। প্রায় একই সময় থেকে আরেকজন ব্লগার সুব্রত শুভকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ছাত্র শুভকে তার হলের সামনে থেকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে গেছেন ৫-৬ জন অপরিচিত ব্যাক্তি।



আপডেট ১ : আমারব্লগ কি বাংলাদেশে ব্লকড?

১ এপ্রিল দুপুরের পর থেকে বাংলাদেশের বেশ কিছু ইন্টারনেট নেটওয়ার্ক থেকে আমারব্লগ ডট কম দেখা যাচ্ছে না। যদিও প্রক্সি সাইটগুলো থেকে ব্লগটি ঠিকই দেখা যাচ্ছে। এ থেকে ধারণা করা হচ্ছে, সরকার ওই ব্লগটি ব্লক করে দিয়েছে, যে কারণে বাংলাদেশ থেকে আর খোলা যাচ্ছে না। আমারব্লগের এডমিন সুশান্ত দাশগুপ্ত তার ফেসবুক টাইমলাইনে জানিয়েছেন, তারা এখনও বিটিআরসি কিংবা তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় কিংবা স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে কোনো অফিসিয়াল চিঠি পাননি। তিনি বলেন, "আদৌ বাংলাদেশ সরকার আমারব্লগ ব্লক করেছে কিনা অথবা করলেও ঠিক কী কারণে করা হয়েছে সেটিও আমাদের জানা নেই।"



===

স্মরণাতীতকালে এমন দুঃসময় আর এমন মহাদুর্যোগ আর আসেনি, বাংলা ব্লগমণ্ডল এখন যার মুখোমুখি দাঁড়িয়েছে। ব্লগার—এই মুহূর্তের বাংলাদেশে সবচেয়ে আলোচিত চরিত্র, সবচেয়ে দুর্ভাগাও। সরকারি হিসেবেই সংখ্যায় তারা প্রায় আড়াই লাখ। তবু এই মুহূর্তে তাদের মতো নিঃসঙ্গ কেউ নেই, তাদের পাশেও কেউ নেই। মোল্লারা তাদের ফাঁসি চেয়ে মিছিল করে, ধারালো ছোরায় জঙ্গিরা দেয় আরো শান। মৌলবাদিদের মুখপত্রগুলো আগেই প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে ব্লগারদের বিরুদ্ধে। ব্লগের লেখা বিচার করার জন্য পুলিশ-আমলা নিয়ে ৯ সদস্যের কমিটি পর্যন্ত গঠন করা হয়েছে খোদ প্রধানমন্ত্রীর বিশেষ উৎসাহে। সংসদীয় কমিটিগুলো প্রতিনিয়ত ক্ষোভ ঝাড়ছে ব্লগের বিরুদ্ধে। পত্রিকার পাতায় ব্লগারদের নিয়ে দু কলম লেখার সময় হয় না কোনো বুদ্ধিজীবীর। তুচ্ছ ঘটনায় কতো বিবৃতিজীবীর দেখা মেলে, কিন্তু ব্লগের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার সবাই দেখেও না দেখার ভান করে থাকেন। মূলধারার কোনো গণমাধ্যম ব্লগবিরোধী নয় ঠিক, কিন্তু ব্লগারদের পাশে তারাও নেই। ক্রমাগত অপপ্রচারে সাধারণ মানুষের কাছে ব্লগার মানেই যেন নাস্তিকের আড্ডাখানা। ছোট এই যে বাংলা ব্লগমণ্ডল, সেখানেও দলাদলি আর নোংরামির ছড়াছড়ি। দুর্দিনে কে কাকে বাঁশ দিয়ে বিটিআরসি কিংবা সরকারের আস্থাভাজন হয়ে উঠবেন—সেই প্রতিযোগিতায় মেতে উঠতে দেখছি কাউকে কাউকে। এমনকি যে গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছিল কেবলই ব্লগারদের হাত ধরে, সেই মঞ্চও এখন আর ব্লগারদের পাশে নেই। ব্লগাররা আজ প্রকৃত অর্থেই একা—নিঃসঙ্গ।



ব্লগমণ্ডলের ইতিহাসে অভূতপূর্ব দুর্ঘটনা

গত ২২ মার্চ ঘটলো বাংলা ব্লগমণ্ডলের ইতিহাসে অভূতপূর্ব এক ঘটনা। সেদিন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) পক্ষ থেকে সরকারি নির্দেশে ব্লগের বিভিন্ন অ্যাকাউন্টের লেখা পর্যবেক্ষণ করার বিষয়ে সামহোয়্যারইন ব্লগসহ কয়েকটি ব্লগের অ্যাডমিনকে ইমেইল করা হয়। তাতে নির্দেশ দেওয়া হয়, ব্লগ অ্যাকাউন্টগুলোর লেখায় ধর্মবিরোধী মন্তব্য পাওয়া গেলে সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য। এছাড়াও অ্যাকাউন্ট ব্যবহারকারী সম্পর্কে ব্যক্তিগত বিস্তারিত তথ্য (আইপি এড্রেস, লোকেশন, ইমেইল, মোবাইল নম্বর এবং ব্যক্তিগত নাম) পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে বিটিআরসির কাছে পাঠানোর নির্দেশও দেয়া হয়।



তখনই ধরা পড়লো এক ব্লগ-রাজাকার

বিটিআরসির চাপে সব ব্লগই মোটামুটি কাবু হয়েছে। সামহোয়্যারইনে জানা নিজেও সাম্প্রতিক কিছু ব্যানের ব্যাপারে রাখঢাক করেননি। এক পোস্টে নিজে সেটি স্পষ্ট করেই বলেছেন কাকে কী কারণে ব্যান করা হয়েছে। বাংলাদেশের এমন কোনো ঐতিহাসিক ঘটনা নেই, যেখানে স্বজাতির মধ্যেই বিশ্বাসঘাতক ছিল না। ব্লগও তার ব্যতিক্রম নয়, এখানেও আছে ব্লগ-রাজাকার। নিষ্ঠার সঙ্গে সেই ভূমিকায় অবতীর্ণ হলেন আমার ব্লগের অ্যাডমিন যুবলীগ নেতা সুশান্ত দাশগুপ্ত। আচমকা বিপ্লবীর ভূমিকায় অবতীর্ণ হয়ে পুরো ছাত্রলীগ স্টাইলে সেখানকার ব্লগারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বসেছেন তিনি। ২২ মার্চ "আমার ব্লগ বিটিআর সির সকল অপনির্দেশনা আজ থেকে প্রত্যাখান করছে" শীর্ষক দীর্ঘ বিপ্লবী গীত গেয়ে প্রায় চে গুয়েভারা হয়েই যাচ্ছিল। কিন্তু মাত্র দুদিন পর সুশান্ত বাবুর থলের বেড়াল বের করে দিয়ে বোমাটা ফাটালো অনলাইন সংবাদ সংস্থা 'বাংলামেইল'। 'বিটিআরসির নির্দেশে আপত্তিকর পোস্ট মুছে দিচ্ছে আমারব্লগ' শিরোনামের সেই প্রতিবেদন থেকে আমরা জানতে পারলাম, বিটিআরসির নির্দেশ যেদিন এসেছে, সেই ২২ মার্চেই আমার ব্লগের অ্যাডমিন সুশান্ত দাশগুপ্ত বিটিআরসিকে মেইল দিয়ে 'সর্বাত্মক সহযোগিতা' প্রদানের কথা জানিয়ে দেন। সেই ইমেইলে তিনি amarblog.com/blogger/bnp ও amarblog.com/blogger/dinosaur ব্লগের সব পোস্ট মুছে দেয়ার কথা জানান। amarblog.com/blogs/arifuk ব্লগের পোস্ট মুছে দেয়ার কাজ চলছে জানিয়ে কোন্ পোস্টের আর্কাইভ কপি বিটিআরসির প্রয়োজন তাও জানাতে বিনীত অনুরোধ জানান সুশান্ত। বাংলামেইল বিটিআরসিকে পাঠানো সুশান্ত বাবুর ইমেইলের স্ক্রিনশটও প্রকাশ করে ওই প্রতিবেদনের সঙ্গে। এদিকে এমন খবরও পাওয়া যাচ্ছে যে, আওয়ামী লীগ বিরোধী কয়েকজন ব্লগারের আইপিসহ যাবতীয় তথ্য আমারব্লগ কর্তৃপক্ষ ইতিমধ্যে বিটিআরসির হাতে তুলে দিয়েছে বা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

এই চোগলখুরি এখানেই শেষ হতে পারতো। কিন্তু না, গত ২৪ মার্চ ইনিয়ে-বিনিয়ে আবার সেই বিপ্লবী গীত, আবার সেই ভাঙা রেকর্ড আমারব্লগের পাতায় বাজলো- 'আমার ব্লগ বিটিআরসির সকল অপনির্দেশনা আজ থেকে প্রত্যাখান করছে! আন্তর্জালে বাংলা ব্লগ বাক স্বাধীনতা রক্ষায় আমরা বদ্ধপরিকর এবং তার জন্য যে কোন প্রকার আত্মত্যাগ স্বীকার করতে রাজী আছি...।' ঘটনা এখানেও শেষ হতে পারতো। কিন্তু না, সুশান্ত দাশগুপ্ত এই পর্যায়ে ইমেইলের স্ক্রিনশট থেকে শুরু করে পুরো ব্যাপারটিই বানোয়াট বলে দাবি করলেন। এমনকি বাংলামেইলকে ওই প্রতিবেদনটি মুছে ফেলার জন্যও জোরাজুরি শুরু করেন। কিন্তু বাংলামেইল আরো একধাপ এগিয়ে সুশান্তের দাবিই যে পুরোপুরি মিথ্যা এবং প্রতারণামূলক সেটি প্রমাণ করে দিল তার প্রতিবেদকের বক্তব্যে



যে পথ ধরে ব্লগের ওপর নেমে আসছে সরকারি নিয়ন্ত্রণ

গত বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর গঠিত কমিটির বৈঠকে জানানো হয়, ওইদিন থেকেই দু ধরনের অভিযোগ কেন্দ্র বা তথ্য কেন্দ্র খোলা হচ্ছে। অনলাইনে এবং সরাসরি ব্যক্তি পর্যায়ে অভিযোগ করার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অভিযোগ কেন্দ্র বা তথ্য কেন্দ্র চালু করা হবে। কমিটির সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনউদ্দিন খন্দকার বলেন, “ব্লগে যে কেউ লিখতে পারেন, তবে প্রকাশ করে ব্লগ কর্তৃপক্ষ। এক্ষেত্রে যারা ব্লগ পরিচালনা করেন বা ব্লগ সাইটের মালিক তাদের সঙ্গে বৈঠক করা হবে।” আগামী ৩১ মার্চ এ কমিটি ইসলামী চিন্তাবিদ ও আলেমদের সঙ্গে বৈঠক করবে, এর পরপরই ব্লগ কর্তৃপক্ষ বা পরিচালনাকারীদের সঙ্গে বৈঠক হবে বলে জানান তিনি।

মাইনউদ্দিন খন্দকার বলেন, ব্লগে আপত্তিকর মন্তব্যকারীদের কোনো ছাড় দেয়া হবে না। বৈঠকে উপস্থিত কমিটির সদস্যরা বলেন, মডারেশন ছাড়া লেখা প্রকাশ করা কোনো ভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সব কিছুই নিয়ম-নীতির মধ্যে থাকা উচিত। কমিটির সদস্য আইন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবু আহমেদ জমাদার বলেন, “প্রচলিত আইন অনুযায়ী দোষী প্রমাণিত হলে আপত্তিকর মন্তব্যকারীদের এক কোটি টাকা জরিমানা এবং ১০ বছর কারাদণ্ডের বিধান রয়েছে।” প্রয়োজনে আপত্তিকর মন্তব্যকারী ব্লগার ও ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে সরকার সন্ত্রাস বিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনেও বিচার করতে পারে বলে জানান আবু আহমেদ জমাদার। ইন্টারনট ব্যবহারকারী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার এখতিয়ার রয়েছে এবং সেই তথ্য চাহিদা অনুযায়ী প্রদানে বাধ্যবাধকতাও রয়েছে বলে জানান আবু আহমেদ জমাদার।

কমিটির সদস্য তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার সভায় সরকারের দুর্বলতার কথা উল্লেখ করে বলেন, ‘‘ব্লগ বা নিউজ পোর্টালের জন্য কোনো নীতিমালা নেই। তবে প্রতিকারের জন্য ১৯৭৩ সালের ছাপাখানা আইন রয়েছে। যাদের রয়েছে দায়বদ্ধতা। ব্লগে লেখার দায়িত্ব লেখকের ব্যক্তিগত হলেও প্রকাশকের দায়িত্ব সামগ্রিক।’’ তিনি বলেন, ‌'ব্লগ পরিচালনাকারীদের খতিয়ান নেওয়া উচিত।' সভায় একই সঙ্গে দেশের ৪৮টি ব্লগ তদারক করতে বিটিআরসিকে অনুরোধ করা হয়েছে।



বাকি যে লাখো ব্লগার, তাদের দোষ কী?

যে খবর আমরা ভেতর থেকে পাচ্ছি, তাতে প্রমাণ মিলছে ব্লগ নিয়ে সরকারি তৎপরতার লক্ষণ ভালো নয়।

স্পষ্টভাবেই সরকার হাঁটছে ব্লগ নিয়ন্ত্রণের পথে। এই আশঙ্কা আমরা আগেই প্রকাশ করেছিলাম, সরকার যখন অনলাইন গণমাধ্যম নীতিমালা তৈরির উদ্যোগ নিয়েছিল। আমরা তখনই বলেছিলাম, অনলাইন নিয়ে সরকারের এই ঘাঁটাঘাটির মূল টার্গেট হবে ব্লগ। সেই আশঙ্কা আজ সত্যি বলে প্রমাণিত হয়েছে। মৌলবাদিদের মতো সরকারেরও অজুহাত ওই একটিই- নাস্তিক ব্লগার! অথচ পুরো বাংলা ব্লগমণ্ডলে 'নাস্তিক ব্লগার' ১০-১৫ জনও হয়তো পাওয়া যাবে না। নাস্তিক ব্লগারদের নিয়ে খোদ আমার দেশই তাদের প্রতিবেদনে মাত্র তিন কি চারজনের কর্মকান্ডের হদিস দিতে পেরেছে। তাহলে বাকি যে লাখো ব্লগার, তাদের দোষ কী? প্রায় প্রতিটি কমিউনিটি ব্লগের নীতিমালাতেই আপত্তিকর লেখা কিংবা মন্তব্যের জন্য সুনির্দিষ্ট বিধি আছে। এই নীতিমালা জোরদার করলেই যথেষ্ট। এর মধ্যে বিটিআরসি কিংবা সরকারের নাক গলানোর কিছুই নেই।

কেন ব্লগ কর্তৃপক্ষগুলোকে বসতে হবে আমলাপ্রধান সরকারি কমিটির সঙ্গে? কেন সরকার ছড়ি ঘোরাবে ব্লগের ওপর? বিটিআরসি কেন নজরদারি করবে ৪৮টি ব্লগের ওপর? ব্লগের সঙ্গে সম্পর্কহীন কতিপয় আমলার কী অধিকার কিংবা যোগ্যতা আছে এটা বলার- ‌'মডারেশন ছাড়া লেখা প্রকাশ করা কোনো ভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সব কিছুই নিয়ম-নীতির মধ্যে থাকা উচিত।' কেন মোস্তফা জব্বারের মতো সুবিধাবাদি লোক ব্লগের জন্য কুখ্যাত ছাপাখানা আইন প্রয়োগের জন্য দালালি করবেন?

গুগলে সার্চ করলেই দেখা যায়, কথায়-লেখায়-ছবিতে ইসলামকে চরম অপমান করা হয়েছে—এমন ওয়েবসাইটের সংখ্যা বিশ্বে হাজার হাজার। সরকারের কি সাধ্য আছে, এদের কোনো একটির কেশাগ্র স্পর্শ করার? বিশ্বে নাস্তিক আছে কোটি কোটি। সরকারের কি সাধ্য আছে, এদের কারো দিকে আঙ্গুলখানি শুধু তোলার? অথবা নাস্তিকের একটি গুগল একাউন্ট কিংবা একটি ফেসবুক একাউন্ট বন্ধ করার আবদারটুকু তুলে দেখুক তো সরকার! গুগল-ফেসবুকের যা কড়া নীতি, তাতে হয়তো এহেন অনুরোধকারীদের ভার্চুয়াল বলাৎকারই করে দেবে। মাত্র কিছুদিন আগেই আমরা জেনেছি, বিটিআরসির এরকম অনুরোধে ফেসবুক উল্টো কড়া মেইল দিয়ে জানতে চেয়েছে, একাউন্ট বন্ধের এই মামার বাড়ির আবদারের হেতু কী?



ব্লগকে শেকল পরানোর ছল

এক নাস্তিক আসিফ মহিউদ্দিনের ব্লগ বাতিলে যারা বগল বাজাচ্ছে, তারা জানে না, এই একই পরিণতি তাদের নিজেদেরও হতে পারে। সময়ের অপেক্ষা কেবল। আসিফের প্রতি আমার বিশেষ কোনো পক্ষপাত নেই, বরং কারণে-অকারণে ইসলাম ধর্ম নিয়ে তার কটুক্তি করার স্বভাবটা আমার অপছন্দ বরাবরই। কিন্তু এ নিয়ে দ্বিমত প্রকাশের কোনো উপায় নেই যে, সরকারি চাপে আসিফের ব্লগ ব্যান একটি গুরুত্বপূর্ণ সংকেত। এই সংকেত জানিয়ে দিচ্ছে, ব্লগের ওপর যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছে সরকার, তা থেকে ডান-বাম-মধ্যপন্থী-উদারপন্থী কেউই রেহাই পাবে না। কেউই না।

ব্লগারদের চাপে, ব্লগারদের অভিযোগে যদি আসিফের ব্লগ ব্যান করা হতো, বলার কিছুই ছিল না। কিন্তু এই ব্যান হয়েছে সরকারের চাপে, এই ব্যান হয়েছে মৌলবাদিদের চাপে। সামহোয়্যারইন কর্তৃপক্ষ লেখার কারণে নয়, তাকে স্পষ্টতই নিষিদ্ধ করেছে সরকারের চাপে। ব্লগার হিসেবে এই অপমান, এই গ্লানি আমাদের সবার।

আশঙ্কার কথা এই যে, চোর দরজার সিটকিনি খোলার পথটি জেনে গেছে, সুতরাং সে বার বার ওই ঘরে ঢোকার চেষ্টা করবেই। বিটিআরসির তরফে সরকার ইতিমধ্যে বুঝে গেছে, চোখ রাঙিয়ে ব্লগকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সুতরাং আজ ও আগামীতে আওয়ামী লীগ হোক কিংবা বিএনপি, যারাই সরকারে থাকুক, তারা কারণে-অকারণে ব্লগের ওপর ছড়ি ঘোরানোর চেষ্টা করবে- এটা খুব স্বাভাবিক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপিমনস্ক ব্লগার আর বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ সমর্থক ব্লগারদের নাড়িনক্ষত্র জানা খুব কঠিন কোনো কাজ আর হবে না। অনলাইনে ভিন্নমতাবলম্বী যে কারো কন্ঠ চেপে ধরা, জেলে পোরা, জরিমানা করা ক্ষমতাসীনদের পক্ষে এখন খুবই সহজ হয়ে গেল।



এই যুদ্ধ সামহোয়্যারইনের একার যুদ্ধ

আগে-পরে ছোটখাটো আরো ব্লগের নাম সরকারি গোণায় এলেও মূল টার্গেট সামহোয়্যারইনই। ফলে বাক-স্বাধীনতা রক্ষার এই লড়াইয়ে সামহোয়্যারইন এবং তার ব্লগারদের দায়িত্বই সবচেয়ে বেশি। সামহোয়্যারইন যদি সরকারের চোখ রাঙানিতে পিছু হটে, সত্যিকারের যে নির্ভয় ব্লগিং, তার অপমৃত্যুও তখনই ঘটবে। মুক্তমত প্রকাশের ক্ষেত্র হিসেবে যে সামহোয়্যারইনের জন্য আমরা গর্ব বোধ করি, সেটি ধুলোয় মিশে যাবে। ছয় ছয়টি বছর ধরে তিল তিল করে একটি স্বাধীন বাংলা ব্লগের যে স্বপ্ন দেখে আসছিলাম আমরা, অকপটে সত্য বলার যে খোলা জানালার স্বপ্ন দেখে আসছিলাম, সেই স্বপ্নটুকু ধুলিসাৎ হয়ে যাবে নিমেষেই। এইটুকু বিশ্বাস এখনো রাখতে চাই, বাংলা ব্লগের এই দুঃসময়ে সামহোয়্যারইন কর্তৃপক্ষ তার ব্লগারদের পাশে থাকবে, পাশে দাঁড়াবে। যতো বৈঠকই হোক না কেন, যতো চাপই আসুক না কেন চোখে চোখ রেখে সরকারি পেয়াদাকে নিশ্চয়ই তারা বলে দেবেন, ব্লগের জন্য কোনো সরকারি নীতিমালা, কোনো কালো আইন আমরা চাই না। তারা স্পষ্টভাবে বলে দেবেন, ব্লগারদের আইপি তো দূরের, ব্যক্তিগত কোনো তথ্যই সরকারি সংস্থা বা অন্য কারো কাছে হস্তান্তর করা হবে না কখনোই। ব্লগারদের পক্ষ থেকে এই কথাও আশা করি তারা জানিয়ে দেবেন, প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত কমিটি এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) সাম্প্রতিক কর্মকাণ্ড আন্তর্জাতিক ব্যক্তিগত গোপনীয়তা আইনের পুরোপুরি লঙ্ঘন। কে না জানেন, এই বাংলাদেশে স্বাধীনভাবে কথা বলার প্রথম জানালাটি আরিল ও জানা নিজ হাতেই খুলে দিয়েছিলেন। আমি নিশ্চিত, সেই স্বাধীনতা ক্ষতিগ্রস্থ হোক সেটি নিশ্চয়ই তারা চাইবেন না।



প্রিয় ব্লগার...

নিশ্চিত জেনে রাখুন, কেউই আপনার পাশে দাঁড়াবে না। ব্লগারমাত্রেই নিঃসঙ্গ—একা। তাতে ক্ষতি কিছু নেই, যে শেরপা ঝঞ্ঝাবিক্ষুদ্ধ এভারেস্টের শিখরে ওঠে অসীম সাহসে, সেও নিঃসঙ্গই থাকে। নিজের লড়াই এখানে নিজেকেই করতে হবে। আসুন ব্লগে সরকারের নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াই। নইলে-



উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হবো

এরকম দুঃসময়ে যদি মিছিলে না যাই...




ব্যাকআপ কপি

মন্তব্য ৪৪৩ টি রেটিং +৬২/-০

মন্তব্য (৪৪৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৫

পদ্ম (কমল দাস) বলেছেন: সুন্দর কথা বন্ধু।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩১

ফিউশন ফাইভ বলেছেন: ধন্যবাদ।

২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৭

আলতামাশ বলেছেন: এই সামুর মাধ্যমেই আমি আমার স্বপ্নের কথা বলতে পেরেছি, এই সামুর মাধ্যমেই আমি অন্যায়ের প্রতিবাদ করার জায়গা খুজে পেয়েছি।
এই সামুর কোন ক্ষতি আমি মেনে নিব না।
যারা আজ গাদ্দারি করছে তারা যেন ভুলে না যায়, মির জাফরের কথাও মানুষ এখনও ভুলেনি। তাদেরকেও আমরা মনে রাখব।
জয় বাংলা
জয় সামু
জয় স্বাধীনতা
জয় মুক্তচেতনা

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৬

ফিউশন ফাইভ বলেছেন: যদি কেউ ধর্মাবমাননা করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্লগ নীতিমালার আলোকেই ব্যবস্থা নেওয়া খুব সহজ একটি কাজ। এখানে সরকার কিংবা বিটিআরসি কিংবা অন্য কারো নাক গলানোর বিন্দুমাত্র সুযোগ নেই। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নাস্তিক দমনের নামে ব্লগে সরকারের কোনো ধরনের নিয়ন্ত্রণ আমরা ব্লগাররা মেনে নেবো না। কখনোই না। সামহোয়্যারইন কর্তৃপক্ষ ব্লগারদের পাশে থাকবে এবং তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় কোনো চাপের মুখেই নতি স্বীকার করবে না - এই বিশ্বাস আমরা রাখতে চাই।

৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: অ্যাকাউন্ট ব্যবহারকারী সম্পর্কে ব্যক্তিগত বিস্তারিত তথ্য (আইপি এড্রেস, লোকেশন, ইমেইল, মোবাইল নম্বর এবং ব্যক্তিগত নাম) পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে বিটিআরসির কাছে পাঠানোর নির্দেশও দেয়া হয়!!!!!

আজ ও আগামীতে আওয়ামী লীগ হোক কিংবা বিএনপি, যারাই সরকারে থাকুক, তারা কারণে-অকারণে ব্লগের ওপর ছড়ি ঘোরানোর চেষ্টা করবে- এটা খুব স্বাভাবিক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপিমনস্ক ব্লগার আর বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ সমর্থক ব্লগারদের নাড়িনক্ষত্র জানা খুব কঠিন কোনো কাজ আর হবে না। অনলাইনে ভিন্নমতাবলম্বী যে কারো কন্ঠ চেপে ধরা, জেলে পোরা, জরিমানা করা ক্ষমতাসীনদের পক্ষে এখন খুবই সহজ হয়ে গেল। ভয়ংকর।

এসবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর উপায় কি?

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৮

ফিউশন ফাইভ বলেছেন: প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত কমিটি এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) সাম্প্রতিক তৎপরতা আন্তর্জাতিক ব্যক্তিগত গোপনীয়তা আইনের পুরোপুরি লঙ্ঘন। পুরো ব্লগমণ্ডলে নাস্তিক ব্লগার হয়তো ১০-১৫ জন হবে। ব্লগ কর্তৃপক্ষই প্রয়োজন অনুসারে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে সহজেই। ব্যবস্থা না নিলে সম্মিলিতভাবে ব্লগাররা চাপ দিতে পারেন। কিন্তু নাস্তিক দমনের অজুহাতে সরকার ব্লগের ওপর স্পষ্টই নিয়ন্ত্রণ আরোপ করতে চাইছে, যাতে ভিন্নমতাবলম্বী যে কারো কন্ঠ যে কোনো সময় চেপে ধরা যায়।

এই অপতৎপরতা রুখে দিতে হবে যে কোনো মূল্যে। এই জায়গায় ব্লগারদের যেমন, তেমনি সামহোয়্যারইন কর্তৃপক্ষের দায়িত্বও সবচেয়ে বেশি। সরকারি কোনো চাপের মুখেই তারা একচুল পিছু হটবে না বলে আমাদের বিশ্বাস।

অ্যামনেস্টি, হিউম্যান রাইটস ওয়াচ, রিপোর্টার্স উইদাউট বর্ডারের মতো ওয়াচডগগুলোকে বাক-স্বাধীনতা দমনের সরকারি এই অপতৎপরতা সম্পর্কে অবহিত রাখাও জরুরি।

৪| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৪

নিশ্চুপ শরিফ বলেছেন: এই ছিল আমার ব্লগের মনে? ছিঃ ছিঃ ছিঃ ।

এই কারনেই মহানবী (সাঃ) চোগলখরদের কাছ থেকে দূরে থাকতে বলছেন।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫২

ফিউশন ফাইভ বলেছেন: ব্লগমণ্ডলের ইতিহাসে এইরকম জ্বলজ্যান্ত মিথ্যাচার আমি নিজে আর দেখিনি, যা সুশান্ত দাশগুপ্ত করেছেন। একজন যুবলীগ নেতার কাছে আমি এর চেয়ে বেশি কিছু আশাও করি না অবশ্য। ভেবে দেখুন একবার, বিটিআরসির নির্দেশে তিনি তার ব্লগে শুরুতেই নিষিদ্ধ করে দিয়েছেন নাস্তিক নয়, 'বিএনপি' নিকধারী এক ব্লগারকে। এইসব মিথ্যাবাদী দলবাজ প্রকৃতপক্ষে ব্লগেরই শত্রু।

৫| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

রাতুল রেজা বলেছেন: ধর্ম অবমাননাকারিদের ব্লগ নিষিদ্ধ পুরোপুরি সমর্থ করি। এরা সামাজিক শত্রু। কিন্তু এর মানে এই নয় যে বাকি ব্লগারদের ওপর নজরদারি করা হবে। সত্য প্রকাশ এবং ভিন্ন রাজনৈতিক মতাবলম্বিদের যদি নিয়ন্ত্রন করার চেষ্টার তিব্র প্রতিবাদ জানাই। রাজনীতি নিয়ে আমাদের সমালোচনা করার অধিকার রয়েছে। এটার ওপরে হস্তক্ষেপ ভয়ংকর।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৪

ফিউশন ফাইভ বলেছেন: যদি কেউ ধর্মাবমাননা করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্লগ নীতিমালার আলোকেই ব্যবস্থা নেওয়া খুব সহজ একটি কাজ। এখানে সরকার কিংবা বিটিআরসি কিংবা অন্য কারো নাক গলানোর বিন্দুমাত্র সুযোগ নেই। সরকারি আমলাদের তদারকির কোনোই প্রয়োজন নেই। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নাস্তিক দমনের নামে ব্লগে সরকারের কোনো ধরনের নিয়ন্ত্রণ আমরা ব্লগাররা মেনে নেবো না। কখনোই না।

৬| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভয়ংকর ব্যাপার স্যাপার। অনেকেই ভয়ে ব্লগিং ছেড়ে দিতে পারে। বাকস্বাধীনতার উপর হস্তক্ষেপ কাম্য নয়। তবে দায়িত্বশীল ব্লগিং এর চর্চার জন্য জোর দিতে হবে। যা ইচ্ছা তাই লেখা দ্বায়িত্বশীল ব্লগিং নয়।

তবে আমি একটা ক্ষেত্রে অবাক হচ্ছি, আমার দেশ, ইনকিলাব, সংগ্রাম, নয়া দিগন্ত যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দেয় সেগুলো কেনো আইন করে বন্ধ করা হয় না। এই পত্রিকাগুলো খুব ভয়ংকর সাংবাদিকতা করছে। দু:খজনক।

ধন্যবাদ এমন পোষ্টের জন্য।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৫

ফিউশন ফাইভ বলেছেন: ব্লগের ওপর বিন্দুমাত্র নিয়ন্ত্রণও যদি প্রতিষ্ঠা করতে সক্ষম হয় সরকার, তাহলে ব্লগ আর ব্লগ থাকবে না। ব্লগ হয়ে উঠবে বন্ধুসভা - খাইসি-দাইসি-ঘুরসি ব্লগ। সরকার আসলে বুঝে গেছে, ব্লগকে তারা যেরকম নিরীহ মনে করেছিল, ওটা আসলে ঠিক সেরকম নয়, বরং বিপজ্জনকই। সেজন্য এখন তারা আঁটঘাট বেধে নেমেছে ব্লগের গায়ে শেকল পরানোর জন্য। মোস্তফা জব্বারের মতো সুবিধাবাদি লোক সরকারকে তাল দিয়ে যাচ্ছে। একবার যদি এই শেকল পরানো যায়, তাহলে নিশ্চিতভাবেই বাংলাব্লগ ফিরে যাবে সেই আদিযুগে। এতোদিনকার সমস্ত অর্জন মিশে যাবে ধুলোয়।

৭| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫১

স্বদেশ হাসনাইন বলেছেন:
এখনো বোকার স্বর্গে আছে তথাকথিন ডিজিটাল পলিটিশিয়ানরা।

এই ইন্টারনেট বিশ্বের ক্ষমতায় খোদ মার্কিনীরা তটস্থ। আর সংসদে ঝিমানো রাজনীতিবিদেরা টেরই পায় নি এর ক্ষমতা( সাম্প্রতিক শাহবাগের ঘটনায় বোধহয় প্রথম সম্বিত পেলো)।
আর ব্লগ তো হাটখোলা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা না যে পুলিশ পাঠিয়ে ছাপাখানা বন্ধ করে দিলে পরদিন সরকার নিরাপদ থাকবে! এখান ব্লগের কপি হবে লক্ষ লক্ষ। ইউটিউব বন্ধ করলে ভিমিও আসছে। ফেসবুক গেলে অন্যটা আসছে। এক সার্ভার লোকান্তরে গেলে পরদিন শত সার্ভারে তার কপি পাওয়া যাবে।

দুই তিনজন নিয়ে চিন্তা কতজন ব্লগারকে আলাদা করে ধরতে পারবে সরকার?

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৪

ফিউশন ফাইভ বলেছেন: এক সার্ভার লোকান্তরে, শত সার্ভার ঘরে ঘরে। আমারও সেই একই কথা। সরকার কি শত চেষ্টায়ও ফেসবুকে জামায়াতি প্রপাগাণ্ডা মেশিন 'বাঁশের কেল্লা' বন্ধ করতে পেরেছে? ব্লগে যদি লেখার স্বাধীনতা না পাই, আমি ফেসবুকে আশ্রয় নেবো, গুগল প্লাসকে ব্লগ বানাবো। সরকারের কি সেই সাহস আছে ফেসবুক কিংবা গুগল ব্লক করার?

পুরো বাংলাদেশে যতো ইন্টারনেট ব্যবহারকারী, ভারতের কেবল একটি প্রদেশেই হয়তো ইন্টারনেট ব্যবহারকারী তার চেয়ে বেশ কয়েক গুণ বেশি। সেই ভারতের তথ্যপ্রযুক্তিমন্ত্রী তিন কি চারদিন আগে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, তার কিছু উদ্ধৃত করছি এখানে-

ইন্টারনেট শাসনহীন গণমাধ্যম। একে কোনোভাবেই শাসন করা যায় না। আর সাময়িক নিয়ন্ত্রণও টেকসই হয় না। এ মাধ্যমে প্রতিদিন যে কোনো বিষয়ে কণ্ঠহীনভাবে সোচ্চার বক্তব্য তুলে ধরা যায় সমাজের সামনে। এটি নিজে থেকেই জনমত দ্বারা শাসিত হয়। একেবারে নিয়ম ছাড়া ক্রিকেট বা বেজবল কোনোটাই খেলা সম্ভব নয়। ইন্টারনেটও ঠিক তেমনই। তবে একে চাপিয়ে দেওয়া কোনো নিয়মে নয়, বরং নিজস্ব নিয়মের গন্ডিতেই এ সংস্কৃতি পরিচালিত হয়। ইন্টারনেটের নিয়মনীতি আর শাসন দুটোই চলে নিজস্ব দিকনির্দেশনায়। এ মুহূর্তে শুধু ভারত নয়, বিশ্বের সব দেশের জন্যই ইন্টারনেট গুরুত্বপূর্ণ ও অপরিহার্য মানবাধিকার। ইন্টারনেটই একটি স্বাধীন মত প্রকাশের সংস্কৃতি।

৮| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৪

রাজীব বলেছেন: ভিন্ন মতের গলা চেপে ধরার চেস্টা। ধর্ম একটি উছিলা মাত্র। যখন যে সরকার আসবে তারা তাদের সমালোকদের গলা চেপে ধরবে।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৮

ফিউশন ফাইভ বলেছেন: সেটিই। ধর্মকে উছিলা করে, নাস্তিক দমনের নাম দিয়ে সরকার সুকৌশলে ভিন্নমতাবলম্বী প্রতিপক্ষ দমনের পথ তৈরির জন্য ব্লগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। এই পথ ধরে আগামীতেও সরকারে যেই আসবে, সমালোচকদের গলা চেপে ধরবে।

৯| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

দমকল৮৬ বলেছেন: খুব ভালো করতেছে । এই বদমাইশ গুলারে শুধু ব্যান করা না , ধইরা ধইরা কেইন্নান দরকার ।

ব্লগের নাস্তিক আর গরুর মুত সমান ।

একমন দুধে যেমন এক ফোঁটা গরুর মুত পড়লে দুধ নষ্ট হয়ে যায় তেমনি এই থাবা বাবা পুরা শাহবাগ আন্দোলনকে ঝিমাইয়া দিছে । থাবা বাবা কেইসের আগের শাহবাগ আর পরের শাহবাগ দেখলেই কথার সত্যতা বোঝা যায় ।

যারা ধর্মকে অবমাননা করবে আমি তাদের ব্যানের পক্ষে । এই খানে কোন বাক স্বাধীনতা - ভিন্নমত টাইপের লুতুপুতু কথা বইলা লাভ নাই ।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩০

ফিউশন ফাইভ বলেছেন: ধর্মাবমাননা সমর্থনযোগ্য নয় কখনোই। যদি কেউ ধর্মাবমাননা করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্লগ নীতিমালার আলোকেই ব্যবস্থা নেওয়া খুব সহজ একটি কাজ। এখানে সরকার কিংবা বিটিআরসি কিংবা অন্য কারো নাক গলানোর বিন্দুমাত্র সুযোগ নেই। সরকারি আমলাদের তদারকির কোনোই প্রয়োজন নেই।

কতিপয় নাস্তিকের ব্যানে আবার আনন্দিত হওয়ারও কারণ নেই। কারণ এই একই পরিণতি সময়ের ব্যবধানে আপনার ওপরও নেমে আসতে পারে ভিন্ন রূপে।

১০| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:০০

হইচই বলেছেন: স্টিকি করা হোক।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩১

ফিউশন ফাইভ বলেছেন: স্টিকি করা জরুরি কিছু নয়। চাই কেবল ব্লগাররা বুঝুক- কী বিপদ তাদের সামনে ঘনিয়ে আসছে।

১১| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৬

নাজ_সাদাত বলেছেন: ব্লগ বন্ধ করাটা কোন সমাধান নয়। কাউকে ব্যান করে এ সমস্যার সমাধান হবে না। বরং সবাইকে মত প্রকাশ করতে দেওয়া হোক। যারা অস্থিরতা সৃষ্টি করার জন্য ক্রমাগত ইসলাম ধর্মকে মিথ্যা ভাবে আক্রমণ করছে তাদের সাজা দেওয়া হোক। আসিফ সহ যারাই এই অপকর্ম করছে প্রয়োজনে তাদের ফাঁসী দিক সরকার। আর সেটাই দেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু কোন অবস্থায় ব্লগ বন্ধ করা উচিত নয়।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

ফিউশন ফাইভ বলেছেন: ব্যক্তিগতভাবে ধর্মাবমাননাকারী কোনো পোস্ট পড়তেও আমি বিন্দুমাত্র আগ্রহ পাই না। বলা যায়, ওই ধরনের লেখা আমি শ্রেফ ইগনোর করি। ফলে ওইসব লেখা আমার ধর্মানুভূতিতেও কোনো আঘাত হানে না। গুগলে সার্চ করলেই দেখা যায়, কথায়-লেখায়-ছবিতে ইসলামকে চরম অপমান করা হয়েছে—এমন ওয়েবসাইটের সংখ্যা বিশ্বে হাজার হাজার। আমাদের কারোরই সাধ্য নেই, এদের কোনো একটির কেশাগ্র স্পর্শ করার। ফলে ওদিকে না তাকানোটাই আমার কাছে যথার্থ প্রতিবাদ বলে মনে হয়। আমি নিজেও সেটিই করি। ব্লগ বন্ধ করে, কাউকে ফাঁসি দিয়ে ইন্টারনেটে কারো কন্ঠ আসলে রোধ করা যায় না - এই সত্যটি বুঝতেই হবে।

১২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৯

বিশ্ব প্রেমিক বলেছেন: :( :( :(

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৯

ফিউশন ফাইভ বলেছেন: সরকার ব্লগারদের হতাশ দেখতে চায়। কিন্তু আমরা হতাশ নই। জেগে আছি ২৪ ঘন্টা।

১৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৭

বইয়ের পোকা বলেছেন: কিছু খারাপ লোকের জন্য সব ব্লগারদের সম্পর্কে যে বাজে ধারনার তৈরি হয়েছে, এইটা নিয়ে সরকার কিছু বলছে না, বুদ্ধিজীবীরাও!!! কিছু বলছেন না। নীতি নির্ধারক পর্যায়ে ব্লগ সম্পর্কে ভালো ধারণা না থাকায় হয়তো এই ধরণের পরিস্হতির সৃষ্টি হচ্ছে।

ব্লগের জন্মই হয়েছে মনের কথা মুক্ত ভাবে প্রকাশ করার জন্য, এখানে যদি নজরদারী শুরু হয়, তাহলে মানুষ যাবে কই? সরকারি নজরদারী থাক বা না থাক, ব্লগ সাইট গুলোর মডারেশন আরো শক্তিশালী করা উচিত।

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

ফিউশন ফাইভ বলেছেন: এটা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে, সরকারের নীতিনির্ধারক পর্যায়ে ব্লগ সম্পর্কে ভালো তো নয়ই, ন্যূনতম ধারণাও নেই। এদের সঙ্গে মিশেছে মোস্তফা জব্বারের মতো কথিত প্রযুক্তিবিদ। এদের ঘাড়েই আবার ব্লগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার বর্তেছে। ফলে ধারণাতীত এক বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

১৪| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:২০

তামিম ইবনে আমান বলেছেন:

নাইস পোস্ট দাদা

২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৫

ফিউশন ফাইভ বলেছেন: ধন্যবাদ দাদা!

১৫| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৩

বিশ্ব প্রেমিক বলেছেন: তয় যেকোন মূল্যেই ব্লগে রাজনৈতিক ক্যাচাল বন্ধ চাই X(( X((

২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৫২

ফিউশন ফাইভ বলেছেন: তবে আমার মনে হয়, রাজনীতি থাকলে ক্যাচালও থাকবেই - এটা বাঙালির ট্রেডমার্ক।

১৬| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৪

মদন বলেছেন: আওয়ামীলীগই যদি এই কাজ করে তাইলে জামায়াত বিএনপি তো ব্লগ বন্ধই করে দিবে। :(

২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৩

ফিউশন ফাইভ বলেছেন: আশঙ্কা তো সেখানেই। আওয়ামী লীগ যে পথ দেখিয়ে যাচ্ছে, বিএনপি-জামায়াত এসে সেই পথে ব্লগের চূড়ান্ত অপব্যবহার করে ছাড়বে।

১৭| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৫

মাইক-মজিদ বলেছেন: এখন ব্লগাররা কি পদক্ষেপ নিতে পারে সেব্যাপারে একটা পরামর্শ দেন ।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৫

ফিউশন ফাইভ বলেছেন: সরকার যেহেতু ব্লগার নয়, সরাসরি ব্লগ কর্তৃপক্ষের সঙ্গে বসতে উৎসাহী, সেক্ষেত্রে ব্লগ কর্তৃপক্ষের ওপর এই চাপটা রাখতে হবে যে, তারা যেন সরকারি কোনো চাপের মুখেই একচুল পিছু না হটে। দ্বিতীয়ত, অ্যামনেস্টি, হিউম্যান রাইটস ওয়াচ, রিপোর্টার্স উইদাউট বর্ডারের মতো ওয়াচডগগুলোকে বাক-স্বাধীনতা দমনের সরকারি এই অপতৎপরতা সম্পর্কে অবহিত রাখা জরুরি। তৃতীয়ত যার যার অবস্থান থেকে সরকারের এই অপতৎপরতা নিয়ে সোচ্চার হওয়া।

১৮| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫২

আরজু পনি বলেছেন:

প্রতিটি শব্দ যদি এতো ভেবে চিন্তে বলতে হয়, তবে আর মুক্ত হস্তে লেখার দরকার কি? তবে আর মৌলিকত্বের দরকার কি?? মনে হচ্ছে এখন থেকে পিএস রাখতে হবে, যে লিখে দিবে, আর তা দেখে দেখে ব্লগে পোস্ট করতে হবে। যেমনটি তাদের বক্তব্য তৈরী করে দেয়া হয়!!

মুখে স্কচটেপ আটা ইমো চাই ... :|

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:০০

ফিউশন ফাইভ বলেছেন: না, পিএস রেখেও লাভ হবে না। কারণ সেটা প্রধানমন্ত্রীর গঠিত কমিটির আমলাদের কাছে গ্রহণযোগ্য না হওয়ারই সম্ভাবনা বেশি। গত বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর গঠিত কমিটির বৈঠকে কমিটির সদস্যরা বলেছেন, মডারেশন ছাড়া লেখা প্রকাশ করা কোনো ভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সব কিছুই নিয়ম-নীতির মধ্যে থাকা উচিত।

ভাবসাব দেখে মনে হচ্ছে, ওই মডারেশনও তারাই করবেন নিজ হস্তে। মুখে স্কচটেপ আটা ইমো আনার সময় হয়ে এল বলে!

১৯| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৮

নওশাদ বলেছেন: স্টিকি করা হোক।

ব্লগারদের সচেতন হতে হবে। আমাদের "ফ্রেম অফ রেফারেন্স" যারা, আফসোস তাঁদেরই কেউ কেউ হয়ত দালালের ভুমিকায় অবতীর্ন হয়ে গেছেন। আমরা ব্লগাররা সহজেই গড্ডালিক প্রবাহে গা ভাসাই ...

১। বাংলা ব্লগের পরিচালনায় যারা আছেন তাঁদেরকে আগে একসাথে বসতে হবে।

২। স্টিকি পোষ্টের মাধ্যমে ব্লগারদের মতামত নেয়া হোক অনলাইন নীতিমালায় তারা কি কি বিষয়ের অনর্ভুক্তি চান। প্রয়োজনে সব ব্লগ আলাদা আলাদা স্টিকে পোষ্ট একসাথে করে একবারে তা বিটিআরসি/মিডিয়া সেল/সরকারকে জানাতে পারবে।

৩। কয়েকবছর আগেও দেখতাম মাত্র কয়েকজন ব্লগারের উদ্যোগে নানা উসিলায় ব্লগারস মিট হতো। এখন আর সেরকম ছবি ব্লগ দেখিনা। সাব গ্রুপ হোক। তবুও ব্লগারস মিট দরকার।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৭

ফিউশন ফাইভ বলেছেন: বাঙালি ঐতিহাসিকভাবে আত্মঘাতি জাতি। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করায় তার উৎসাহ প্রবল। ঠিক এই মুহূর্তে সামহোয়্যারইন আছে, আরো কয়েকটি ব্লগ আছে, সেখানে আমরা নিজেদের মতামত এই এখনো স্বাধীনভাবে প্রকাশ করতে পারছি। কিন্তু যখনই নীতিমালা হবে, আইন হবে, সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পাবে - আত্মঘাতি এই বাঙালি হাড়ে হাড়ে বুঝবে বাক-স্বাধীনতা কী জিনিস! আপনি ঠিকই বলেছেন, আমরা ব্লগাররা সহজেই গড্ডালিকা প্রবাহে গা ভাসাই। সুতরাং ব্লগারদের সচেতন হওয়ার সময় এখনই। দেরি করার সময় আর সত্যিই নেই।

২০| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৬

দূর্যোধন বলেছেন: ব্লগের 'বিপ্লবী নায়ক' সাজার নামে কে কার সাথে যোগসাজসে হাত মেলায়- তা সবাই জানুক । বুঝুক ।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৫

ফিউশন ফাইভ বলেছেন: আমার মাথায় আসে না, এই কাগুজে 'বিপ্লবী'গুলো মানুষকে এতোটা মূর্খ ভাবে কী করে? এমন নির্জলা মিথ্যাচার কিভাবে সম্ভব কোনো মানুষের সঙ্গে? দুপুরে বিপ্লবী গীত গেয়ে সন্ধ্যায় বিটিআরসিকে মেইল দিয়ে ব্লগারের বাক-স্বাধীনতা হরণের সংবাদ জানায়। ব্লগারের ব্যক্তিগত তথ্য তুলে দেয় সরকারি পাহারাদের হাতে। এইসব ব্লগ-রাজাকারকে বয়কট করার আগে একবার ঝাড়ুপেটা করা উচিত।

২১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৫

s r jony বলেছেন: অনশন চলছে,
আছি শাগাবাগে, শহীদ রুমি স্কয়াডের সাথে।

আপনি আমার প্রিয় অনুশারিত ব্লগার, আমি পরে সম্পুর্ন পোস্ট পড়ে আমার নিজের মন্তব্য করব।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৭

ফিউশন ফাইভ বলেছেন: সুবিধাবাদি-সুযোগসন্ধানীদের মুখে ছাই দিয়ে শহীদ রুমি স্কোয়াডের সঙ্গে পূর্ণ একাত্মতা রইলো।

২২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৭

মামুন রশিদ বলেছেন: আমার খুব দুঃখ হচ্ছে সেই ব্লগারদের জন্য, আমার ব্লগের তথ্যকেন্দ্রের বিপ্লবী ভূমিকায় আপ্লুত হয়ে যারা 'আমার ব্লগ'কে 'বাঘের বাচ্চা' ইত্যাদি সম্বোদনে পিঠ চাপড়ে দিয়েছিলো । কিন্তু 'আমার ব্লগ' কর্তৃপক্ষ তাদের ব্লগারদের আবেগ-অনুভূতির সাথে শ্রেফ প্রতারনা করেছে ।


বিটিআরসি'র এই ধরনের কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই । বাকস্বাধীনতাবিরোধী যেকোন অপকান্ডের বিরুদ্ধে আছি, থাকবো ।

অনলাইন বাকস্বাধীনতায় যেকোন শেকল পড়ানোর তৎপরতার বিরুদ্ধে 'সামহোয়্যারইন' ব্লগ কর্তৃপক্ষকে প্রকাশ্যে প্রতিবাদী হবার আহবান জানাই ।

আর আমরা সাধারন ব্লগাররা এই প্রতিবাদে সামহোয়্যারইনের সংগেই আছি, থাকবো ।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:২১

ফিউশন ফাইভ বলেছেন: লজ্জায় আমার মাথা হেট হয়ে যায়, ব্লগারদের বাক-স্বাধীনতা ও তাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনকারী ওইসব ভন্ড প্রতারক যখন নিজেদের 'ব্লগার' হিসেবে পরিচয় দেয়। 'ব্লগের মালিক' বলে পরিচয় দেয়। এরা পেশাদার প্রতারক।

কন্ঠ মিলিয়ে বলি, অনলাইন বাকস্বাধীনতায় যেকোন শেকল পরানোর তৎপরতার বিরুদ্ধে 'সামহোয়্যারইন' ব্লগ কর্তৃপক্ষকে প্রকাশ্যে প্রতিবাদী হবার আহবান জানাই । আর আমরা সাধারন ব্লগাররা এই প্রতিবাদে সামহোয়্যারইনের সংগেই আছি, থাকবো ।

২৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪০

নিঃসঙ্গ ঢেউ বলেছেন: খুব বেশি অবাক হই নাইতো। ছয় বছরে যে বাংলা ব্লগকে চিনি তাতে এমন দিন আসবে তা নিয়ে খুব একটা সন্দেহ ছিলো না। বাংলা ব্লগের শুরু থেকেই পিয়াল গং এর প্রধানতম উদ্দেশ্যই ছিলো কিভাবে সম্পূর্ন ব্লগজগতকে আওয়ামী সম্পত্তি বানানো যায় সে ব্যাপারে। সামহওয়ার এ ব্যর্থ হয়ে সেই উদ্দেশ্য পুরনেই এরা আমার ব্লগ নামের গোয়াল ঘরটা খোলে। গত প্রায় বছর খানেক ধরেই বিরোধী মত প্রকাশ দমনে যে উগ্রতা পিয়াল গং দেখিয়ে আসছিলো তার ধারাবাহিকতা হচ্ছে নাস্তিক নাটক এবং সবশেষে বাকশালী কায়দায় এই ব্লগ নিয়ন্ত্রন। নাস্তিক বা ধর্ম এই বাকশালী আচরনের উদ্দেশ্যে না, এর উদ্দেশ্যে যে কোন আওয়ামী বিরোধী মত দমন। নাস্তিক্যবাদ প্রতিরোধ তো দূরে থাক বরং ঘটনা প্রবাহ থেকে এটাই বলা যুক্তিসঙ্গত যে , কিছু উগ্র -নোংরা নাস্তিকীয় পোষ্ট খুব পরিকল্পনা করেই হয়তবা পিয়াল গং ছড়িয়েছিলো, যাতে করে ব্লগের উপর নিয়ন্ত্রন আরোপে নাস্তিক্যবাদের আইওয়াশ রাখা যায়। বাংলা ব্লগ তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে এখন আছে। বাকশালী হাত বাংলা ব্লগের গলা চেপে ধরতে উদ্যত। পর্ন পিয়াল-লন্ডনের হোটেলবয় সুশান্ত গং বাংলা ব্লগকে ধ্বংস করতে সর্ব শক্তি দিয়ে নেমেছে।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৭

ফিউশন ফাইভ বলেছেন: সেই ২০০৯ সালেই এদের মূল উদ্দেশ্য ব্লগারদের কাছে প্রকাশিত হয়েছিল, যে কারণে সাধারণ ব্লগারদের তোপের মুখে তারা ব্লগ ছাড়তে বাধ্য হয়েছিল। এই ব্লগের প্রথম দুটি পোস্ট পড়লে এ বিষয়ে নতুন ব্লগাররা কিছুটা ধারণা পাবেন।

ঠিক এই চক্রটিই এখন সুকৌশলে গণজাগরণ মঞ্চে বিভক্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে, সাধারণ ব্লগারসহ অনেকেই তাদের আসল চেহারাটা দেখতে পাচ্ছে ক্রমশ।

২৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪০

দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: লেখায় একমত, তবে হুদাই আপনার পুরনো শত্রুতার জের ধরে সুশান্তরে এক হাত দেখেনিলেন---এইটা দেখে বেদম হাসি পেলো।

সুশান্তরে "রাজাকার" বললে সামহোয়ারইন কী হয়, সেই খেয়াল আছে?? সুশান্ত তো তাও তেড়িবেড়ি করছে, সামু তো এক ধমকে লুঙ্গি খুলে ভাঁজ করে রেখে দিয়েছে!

বাংলা ব্লগ স্বমহিমায় বেঁচে থাকুক আরো অনেকদিন।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৯

ফিউশন ফাইভ বলেছেন: এটা আমার মনে হয়, আপনার বোঝার ভুল। সুশান্তের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। কোনো এককালে মতদ্বৈততা হয়ে থাকতে পারে, কিন্তু সেটা এখনো মনে পুষে রাখবো - অমন অবুঝ নিশ্চয়ই আমি নই।
যা ঘটেছে - তা কিন্তু সবার সামনেই ঘটেছে। স্বয়ং বিটিআরসি কর্মকর্তা স্বীকার করে নিয়েছেন যে, ওটা সুশান্তেরই ইমেইল। সংবাদ সংস্থা বাংলামেইল এ নিয়ে দুর্দান্ত দুটি রিপোর্ট ছেপেছে। সবকিছুই সবার নাগালে, সবার সামনেই ঘটছে। এখানে লুকোচুরির কিছু নেই। কিংবা শত্রুকে একহাত দেখে নেওয়ারও কোনো ব্যাপার নেই।

আমার মূল ক্ষোভ এখানে যে, সুশান্ত তার ব্লগারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছেন এবং সর্বোপরি দিনেদুপুরে নির্জলা মিথ্যাচার করে গেছেন ক্রমাগত।

ধন্যবাদ আপনাকে। বাংলা ব্লগ স্বমহিমায় বেঁচে থাকুক আরো অনেকদিন।

২৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪২

পথিক আমি বলেছেন: দেখেন, এই অবস্থার সৃষ্টি হত না যদি ব্লগ (তা এই ব্লগ হোক বা অন্য যে কোনো ব্লগই হোক না কেন,যদিও সামুকে প্রাধান্য দিব বেশি কেননা এখানে অন্য ব্লগের তুলনায় সাধারণ মানুষের এক্সেস বেশি) মডারেশনের জন্য যে নীতিমালা কর্তৃপক্ষ ঝুলিয়ে রেখেছে তার সঠিক প্রয়োগ হত। কিন্তু কিছু লোককে অযাচিত সুবিধা দিতে গিয়ে যাদের হাত ধরে বাংলা ব্লগের হাটাচলা তারা নিজেরাই নিজের পায়ে পা জড়িয়ে আছাড় খেয়েছেন, দুটো উদাহরণ দেই
১.ব্লগ যখন সবাকের নবী (স) কে উদ্দেশ্য করে করা কুরুচিপূর্ণ কমেন্টের জন্য উত্তাল, তখন সামুর হতাকর্তারা তাকে সযতনে আগলে রেখছেন আর লজ্জাজনকভাবে খড়গ চালিয়েছেন বিক্ষোভকারীদের উপর তাদেরকে ব্যান, জেনারেল করার মাধ্যমে। তাদের দোষ ছিল, একটা নোংরা মন্তব্যের প্রতিবাদ করা। কিন্ত কেন সেদিন ব্লগ তার নীতিমালায় ঝুলানো কথাগুলোকে আরো একবার হাস্যম্পদে পরিনত করেছিল?
২. একবার ব্লগ বাতিল করে তারপর ফিরিয়ে নিয়ে আসার পর থেকে এই ব্লগে আসিফ সবসময় ছিল ধরা ছোয়ার উর্দ্ধে। ব্লগে অহরহ আল্লাহ-নবী-রাসুলকে গালি দিলে আসিফ গংদের কিছুই হয় না কিন্তু এই আসিফ নামটা নেয়াই ছিল সামুতে একসময় বিভীষিকার মত, তার নাম নিয়ে কমেন্ট করে মিনিট পাচেক যেতে না যেতেই কত ব্লগার যে কমেন্ট ব্যান, জেনারেল হয়েছেন তার ইয়াত্তা নেই আর আসিফ বিরোধী পোস্টের পরিণতির কথা নাইবা বললাম! কেন আসিফকে এইভাবে কাচের ঘরে সংরক্ষণ করে ব্লগ করানো? কেন আসিফের ক্রমাগত উদ্দেশ্যপ্রনোদিতভাবে একটা বিশেষ অংশের লোককে নিয়ে আক্রমনাত্বক পোস্টগুলোকে অগনিত রিপোর্টের পরও মাসের পর মাস ঝুলিয়ে রেখে তারপর লোক দেখানো ব্লগ নীতিমালা ভঙ্গের অযুহাত তুলে মুছে ফেলা? কেন এত এত রিপোর্টের পরও মডারেটরদের মাসাধিককাল সময় দরকার হয় উপলব্ধি করতে যে পোস্টটি আপত্তিকর ছিল? কেন এমন ক্রমাগত আপত্তির পরও মানুষকে ওই নোংরা-আবর্জনা জোর করে গেলানো এবং তারপর লোক দেখানো পরিচ্ছন্নতা অভিযান?
নাস্তিকের ধর্মকথা নাস্তিকতা নিয়ে লিখেছেন যার লেখা আসিফের মত লেখা চোরেরা চুরি করে নিজের বলে চালিয়ে দিয়েছে অথবা ধরেন পারভেজ আলমের কথা, তাকে নিয়ে ঠিক কতবার এই ব্লগে ব্লগাররা সরব হয়ে নাস্তিকতার জন্য নাস্তিক পারভেজ আলমের ব্যান চেয়েছেন? একবারও না!নাস্তিকতা মানেই বিদ্বেষ ছড়ানো না, নাস্তিকতা মানেই ব্লগ কর্তৃপক্ষের আস্কারা পেয়ে মাথায় উঠে ক্রমাগত মানুষের অনুভুতিকে 'নুনুঅনুভুতি' বলে তাচ্ছিল্য করে যাওয়া না। আর এর দায় ব্লগ কর্তৃপক্ষ 'ব্লগে লেখা সবকিছুর জন্য লেখকই দায়ী' এই ধরনের দায়সারা মন্তব্য দিয়ে বারবার পার পেতে পারে না, তাহলে মুছে ফেলুন ওই লোকদেখানো নীতিমালা!
আপনি বলছেন যেহেতু সরকার বাইরের নাস্তিকতা নামক ঘৃনা-বিদ্বেষ ছড়ানো লেখা মুছতে পারবে না সেহেতু দেশীয় ব্লগকেও সেক্ষেত্রে লাগাম ছেড়ে দেয়া হোক - একটা পরিবারের অভিভাবকদের ক্ষমতা নেই পর্ণ ছবিগুলো নির্মান বন্ধ করে দেয়া, সুতরাং আপনার কথামত তাহলে প্রত্যেক অভিভাবকদেরই উচিত নিজের বাড়িতে পর্ণ উন্মুক্ত করে দেয়া? নাকি অভিভাবকরা আমাদের স্বাভাবিক জীবনাচরণের জন্য ওই বিষয়গুলো থেকে আমাদেরকে আগলে রাখার সর্বাত্বক চেষ্টা করেন? নাস্তিকতা আস্তিকতা একান্তই নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার, কেউই বলছে না নাস্তিকদের লিখতে দেয়া যাবে না বা তাদের বেচে থাকার অধিকার নাই, মানুষ যা চায় তা হলো নাস্তিকতার নাম উগ্রতা-নোংরামি-বিদ্বেষ বন্ধ করা, ওই ঘৃনা-বিদ্বেষপূর্ণ লেখাগুলো সাধারণ মানুষের নাগালের বাইরে রাখা এবং কারো প্রতক্ষ্য বা পরোক্ষ আস্কারা পেয়ে যারা এই কাজগুলো করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া।
'পুলিশিং সোশ্যাল মিডিয়া' কেউই চায় না যদিও বাকস্বাধীন দেশেও এর প্রয়োগ আছে, সেটা ক্রিমিনাল এক্টিভিটিজ মনিটর করা থেকে শুরু করে অনেক কারণেই হয়ে থাকে! তারপরও সাধারণ মানুষ এটা চায় না কিন্তু ব্লগ কর্তৃপক্ষ যখন তার নীতিমালার যথাযথ প্রয়োগে ব্যর্থ হয়ে এর সুযোগ করে দেয় তখন শুধু সরকারকে দোষারোপ করে নিজেদের ব্যর্থতার দায় এড়াতে পারেন না। (এই) ব্লগে ষাটোর্ধ ব্যক্তিরা যেমন ব্লগিং করেন, তেমনি স্কুল পড়ুয়া ছাত্ররাও করে, আমরা লাগামহীন বাকস্বাধীনতার সুযোগ নিয়ে পরবর্তী প্রজন্মকে অন্যের অনুভুতিকে (তা সে যেই অনুভুতিই হোক না কেন) 'নুনুঅনুভুতি' বলে চরম অশ্রদ্ধা করার উদ্বত মানসিকতা নিয়ে বেড়ে উঠার পথ সৃষ্ঠি দিতে পারি না।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫১

ফিউশন ফাইভ বলেছেন: আপনার মন্তব্যের কিছু কিছু পয়েন্ট গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে কিছু কথা আছে-

আওয়ামী লীগ-বিএনপি ব্যর্থ হয়েছে বলে মানুষ একসময় জেনারেল এরশাদকেও স্বাগত জানিয়েছিল। তার পরের বছরগুলোতে মানুষ দেখেছে ভালো ভালো কথা বলে ক্ষমতা দখল করা এরশাদের কুৎসিত রূপ। মানুষ তখন হাহাকার করেছে নিজেদের ভুলের জন্য। কিন্তু তখন আর করার কিছুই ছিল না। বহু মানুষের রক্তের বিনিময়ে ওই এক এরশাদকে গদি থেকে সরাতে হয়েছিল।

আজ এই ব্লগমণ্ডলেও সেই একই ভুল করতে যাচ্ছি। ব্লগ কর্তৃপক্ষের ছোট ব্যর্থতার জন্য মতলববাজ সরকারকে আমন্ত্রণ জানাচ্ছি। যার পরিণাম প্রতিটি ব্লগারকে গুণতে হবে, তিনি যে মতেরই হোন না কেন। আপনি আজ নাস্তিকদের দমনের জন্য সরকারি হস্তক্ষেপকে কোমল চোখে দেখছেন। কিন্তু এমন এক সময় আসবে, রাজনৈতিক ভিন্নমত প্রকাশের দায়ে খড়গ নেমে আসতে পারে আপনার ওপরও।

ভেবে বলুন তো, পুরো বাংলা ব্লগমণ্ডলে 'নাস্তিক ব্লগার'-এর সংখ্যা কতো? ১০-১৫ জন কি হবে? নাস্তিক ব্লগারদের নিয়ে খোদ আমার দেশই তাদের প্রতিবেদনে মাত্র তিন কি চারজনের কর্মকান্ডের হদিস দিতে পেরেছে। তাহলে বাকি যে লাখো ব্লগার, তাদের দোষ কী? প্রায় প্রতিটি কমিউনিটি ব্লগের নীতিমালাতেই আপত্তিকর লেখা কিংবা মন্তব্যের জন্য সুনির্দিষ্ট বিধি আছে। এই নীতিমালা জোরদার করলেই যথেষ্ট। এর মধ্যে বিটিআরসি কিংবা সরকারের নাক গলানোর কি আসলেই কিছু আছে?

২৬| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৯

নাইট রিডার বলেছেন: ব্লগ নিয়ন্ত্রনের এই সরকারী অপচেষ্টা বন্ধ হোক।

আর আমার ব্লগ এবং সোনা ব্লগের মধ্যে আদর্শগত পার্থক্য আছে কিন্তু গুনগত কোন পার্থক্য নেই। দুটো ব্লগের প্রধান কাজ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা। তাই আমার ব্লগ যে সরকারের সাথে মিলে মিশে কাজ করবে সেটা তে আশ্চর্য হওয়ার কিছু নেই। সরকারী নির্দেশের পর প্রথমেই বি এন পি নামধারী ব্লগারের ব্লগ বন্ধ করাটাই তার জলজ্যান্ত প্রমাণ।

আজ যদি সামহোয়্যার সরকারী আজ্ঞাবহ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলে তবে কাউকে পাশে না পাওয়া ব্লগার রা তাদের শেষ আশ্রয়স্থল ও হারাবে।

সামহোয়্যারকে বলব নিজের সংবিধানটিকে আরেকবার পড়ুন। ওটা অনুসরন করলেই নাস্তিক বা দেশবিরোধী কোন ব্লগ বা পোস্ট এখানে থাকবেনা , তার জন্য সরকারী বা অন্য কোন বাইরের নির্দেশনার দরকার হবে না।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৫

ফিউশন ফাইভ বলেছেন: গুরুত্বপূর্ণ কথাগুলোই বলে দিয়েছেন। আমার ব্লগ এবং সোনার বাংলাদেশ ব্লগের মূল কাজ আসলেই দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা। এবং সত্যিকারের মূলধারার ব্লগার যারা, তাদের জন্য এই দুটো ব্লগই আসলে বড়ো ধরনের ফাঁদ বলে বরাবরই আমার মনে হয়েছে।

আর পুরো একমত হয়েই- 'সামহোয়্যারকে বলব নিজের সংবিধানটিকে আরেকবার পড়ুন। ওটা অনুসরন করলেই নাস্তিক বা দেশবিরোধী কোন ব্লগ বা পোস্ট এখানে থাকবে না , তার জন্য সরকারী বা অন্য কোন বাইরের নির্দেশনার দরকার হবে না। '

২৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:১৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: "এইটুকু বিশ্বাস এখনো রাখতে চাই, বাংলা ব্লগের এই দুঃসময়ে সামহোয়্যারইন কর্তৃপক্ষ তার ব্লগারদের পাশে থাকবে, পাশে দাঁড়াবে।"

সামুর উচিত তার নিজের নীতিমালাকে সংশোধন করে নিজের নীতিমালা অনুযায়ীই কোন ব্লগ বা ব্লগারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ।
আমি যখন ব্লগিং করবো তখন যেনো আমি অন্তত সচেতন থাকতে পারি যে আমি যে লেখাটা লিখছি তা ব্লগীয় নীতিমালা বিরোধী হতে পারে ।
সেক্ষেত্রে আমাকে ব্যান করাতে আমার নিজেরও কোন আপত্তি থাকবে না ।

আর ঢালাওভাবে নাস্তিকদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিলে সেটা মুক্তচিন্তার পরিপন্থি সিদ্ধান্ত হবে,ভিন্ন চিন্তা বাধাপ্রাপ্ত হবে ।
ধর্ম সম্পর্কে কটুক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে তা যেন কোনভাবেই মুক্তচিন্তার পরিপন্থী না হয় সেজন্য করতিপক্ষকে অনুরোধ করছি ।

আর সরকারের কার্যকলাপ নিয়ে আসলে কিছু বলার নেই । যেখানে সরকার জামাত শিবির আর তাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে সেখানে তারা সেটা না করে ব্লগোস্ফিয়ারকে নিয়ন্ত্রনেই ব্যস্ত আছে ।

২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৩

ফিউশন ফাইভ বলেছেন: আপনার মতো করে যদি সবাই ভাবতেন, সবাই যদি এভাবে সচেতন হন, তাহলে ব্লগারদের টলানো কারো পক্ষেই সম্ভব নয়।

এমনিতে সামহোয়্যার কর্তৃপক্ষের সদিচ্ছা নিয়ে আমার মধ্যে কোনো সংশয় নেই। সামহোয়্যারের নীতিমালাটিও আমার কাছে পূর্ণাঙ্গই মনে হয়েছে। মূল সমস্যা এক জায়গায় - সেটি হচ্ছে নিরবচ্ছিন্ন অভ্যন্তরীণ নজরদারি। আমার জানা মতে, সামহোয়্যারইন সেই শুরু থেকে এখন পর্যন্ত পুরোপুরি ভর্তুকিতে চলছে, প্রতিবছর যার পরিমাণও বিশাল। ব্লগের নিজস্ব কোনো আয় নেই, যা থেকে নিরবচ্ছিন্ন নজরদারি করার মতো লোকবল নিয়োগ করা সম্ভব। আবার ব্লগের মতো একটি স্পর্শকাতর জায়গায় সামহোয়্যারইন অপেশাদারি কোনো উদ্যোগও নিতে চায় না বলে আমার ধারণা। বর্তমান পরিস্থিতিতে সামহোয়্যারইন তার ব্লগারদের সহায়তায় নিশ্চয়ই কোনো সমাধানে পৌঁছাবে বলে আমার বিশ্বাস।

২৮| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮

রাকিবুল৯০ বলেছেন: ব্লগ কর্তৃপক্ষকে সরকারের সাথে আলোচনায় অসম্ভব কঠোর হতে হবে। যদি স্বাধীনতা বা নিরাপত্তাই না থাকে, তাহলে আর কেউ ব্লগ লিখতে বা পড়তে আসবে না। ব্লগ হয়ে পড়বে আরেকটা বিটিভি।

আচ্ছা, সরকারের আদেশ মানার ব্যাপারে ব্লগ কর্তৃপক্ষের কি কোন বাধ্যবাধকতা আছে?

২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৭

ফিউশন ফাইভ বলেছেন: অবশ্যই কঠোর হতে হবে। সরকারের সঙ্গে যে কোনো পর্যায়ের বৈঠকেই ব্লগারদের বাক-স্বাধীনতা রক্ষায় সামহোয়্যারইন কর্তৃপক্ষকে দেখাতে হবে জিরো টলারেন্স।

সরকারের আদেশ মানার ব্যাপারে ব্লগ কর্তৃপক্ষের বাধ্যবাধকতা আছে কিনা সেটি জানা ভালো বলতে পারেন। তবে সাধারণ বিবেচনায় বলতে পারি, সামহোয়্যারইন যদি ইউরোপে হোস্টেড হয়ে থাকে, তাহলে সরকারের সম্ভবত কিছুই করার নেই, কেবল মধ্যযুগীয় হাস্যকর পন্থায় ডোমেইন ব্লক করা ছাড়া।

২৯| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৬

রুদ্র মানব বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট ,

ব্লগে সরকারের নগ্ন হস্তক্ষেপ চাই না ।

২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৮

ফিউশন ফাইভ বলেছেন: ব্লগে সরকারের নগ্ন হস্তক্ষেপ চাই না । কোনোভাবেই না।

৩০| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:০০

নাজ_সাদাত বলেছেন: গুগলে সার্চ করলে ইসলাম বিদ্বেষী ভূরি ভূরি লেখা পাব এটা নিয়ে কোন দ্বিরুক্তি নাই। কিন্তু সেটা নিয়ে দেশের মধ্যে গৃহযুদ্ধ বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার ভয় কম। আসিফ, দুর্যোধন, থাবাবাবারা যেটা করছে সেটা দেশের মানুষের মধ্যে বৈরিতা সৃষ্টি করতে সক্ষম। এদেরকে নাস্তিক বলা নিয়ে আমার আপত্তি আছে। নাস্তিকদের সাধারণত কোন ধর্মমতে বিশ্বাস থাকেনা। অথচ এদের ফেবুতে যাদের সঙ্গে সর্বাধিক সখ্যতা আছে তারা বিভিন্ন দেশের সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সম্পর্কযুক্ত। যেমন থাবাবাবা মহাসিনা নিক নিয়ে যে ছেলেটা ব্লগ লেখে তার সঙ্গে গভীর বন্ধুত্ব রক্ষা করত। এই মহাসিনা হল আর এস এসের কর্মী। তাই যারা এই অপকর্ম করছে হয় তারা টাকার বিনিময়ে এ কাজ করছে নচেৎ আর গভীর কোন ষড়যন্ত্র আছে। এদেরকে কঠিন সাজার পক্ষে আমি। মানবতার প্রয়জনে এদের ফাঁসি দেওয়া জেতে পারে।
কিন্তু অল্প কিছু মানুষের কারনে ব্লগে সরকারের হস্তক্ষেপ মোটেই গ্রহণযোগ্য নয়।

২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:২২

ফিউশন ফাইভ বলেছেন: গুগলে সার্চ করলে বিভিন্ন ভাষায় ইসলামবিদ্বেষী হাজার হাজার যেসব লেখা পাওয়া যায়, সেগুলো আমরা দেখি না বলে, ইগনোর করি বলেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় না, আমাদের ধর্মীয় অনুভূতিতেও সেগুলো আঘাত হানতে পারে না। এখন আমার প্রশ্ন হল, কেন আমরা খুঁজে খুঁজে আসিফ কিংবা থাবাবাবার লেখাগুলো দেখি, কেন সেগুলো মন দিয়ে পড়ি? সেগুলো কি ইগনোর করা যায় না? কেন সেগুলোকে গুরুত্ব দিই?

আপনার মন্তব্যে দূর্যোধনের নাম এসেছে সম্ভবত ভুলক্রমে। কারণ ধর্মাবমাননা তো দূরের, ধর্ম নিয়েই সম্ভবত দূর্যোধনের কোনো লেখা এ যাবত আমার চোখে পড়েনি।

সার কথা এই, অল্প কিছু মানুষের কারনে ব্লগে সরকারের হস্তক্ষেপ মোটেই গ্রহণযোগ্য নয়।

৩১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:০৫

নাজ_সাদাত বলেছেন: রাজাকারদের ফাঁসি আর আসিফ গং দের ফাঁসি দুটোই মানবতা রক্ষার দাবী। সরকারের উচিত অবিলম্বে দুটোই কার্যকর করা।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৭

ফিউশন ফাইভ বলেছেন: রাজাকারদের যুদ্ধাপরাধ আর নাস্তিকদের ধর্মাবমাননা সমান তূল্য নয়। ধর্মাবমাননায় কারো কারো অনুভূতি আঘাতপ্রাপ্ত হতে পারে, কিন্তু তাতে ঈমান যায় না। সবচেয়ে বড়ো কথা, মহানবী (স.) নিজেই বলে গিয়েছেন, কাউকে কাফের সাব্যস্ত না করার জন্য। অন্যদিকে রাজাকারদের যুদ্ধাপরাধ মানবতার ইতিহাসেই ঘৃণ্য এক অপরাধ। এর সঙ্গে অন্য কিছুর তুলনা হতে পারে না।

৩২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:০৫

সাধারণমানুষ বলেছেন: হুদাই ফাল পাড়তেছে সরকার , ব্লগ বন্ধ করার একমাত্র রাস্তা হইলো দেশের ইন্টারনেট বন্ধ কইরা দেয়া ;) ;)

আদারওয়াইজ মুর্খ গুলা যাই করুক একটার পর একটা রাস্তা আসবেই :#) :-0

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩০

ফিউশন ফাইভ বলেছেন: হ্যাঁ, রাস্তা তো আছেই। ডোমেইন ব্লক করে দিলেও সেটি খুব কাজের কিছু হবে না। উল্টো তাতে সরকারেরই বিপদ বেশি হবে। এখন তাও ব্লগ কর্তৃপক্ষের মডারেশনের কারণে ব্লগের পরিবেশ দূষিত হওয়ার মতো অবস্থায় যায় না। ডোমেইন ব্লক করে দিলে পুরো ব্লগই নো-মডারেশনের আওতায় চলে যাওয়ার সম্ভাবনা বেশি। তখন নিজের হাত নিজে কামড়ানো ছাড়া সরকারের কিছুই করার থাকবে না।

৩৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৩

ইনকগনিটো বলেছেন: একথা ঠিক, যে ব্লগারদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ অনেক সাধারন মানুষের মধ্য থেকে উঠিয়ে এনেছে জামায়াত শিবির, সেটার মধ্যে অন্যতম হচ্ছে- ধর্ম নিয়ে কটূক্তি করা/ ধর্মকে অপমান করা।

হ্যা, এটা আমি বুঝবো, আপনি বুঝবেন, আপনারাও বুঝবেন যে এটা একটা প্রোপাগান্ডা। ব্লগের সামগ্রিক চিত্রটা এরকম নয়। কিন্তু ঠিক এই অভিযোগের জন্যই কিন্তু ব্লগাররা তাদের কথার গ্রহণযোগ্যতা কিছুটা হলেও হারিয়েছে, আন্দোলন কিছুটা হলেও পিছিয়ে পড়েছিলো, এবং সরকারও হিমশিম খেয়েছে। যেটাকে সামাল দিতে যেয়ে এখন শেষ পর্যন্ত ব্লগিং এর মডারেশনের উপর নিজেরাই হাত দিয়ে দিয়েছে।

যে প্রোপাগান্ডা ছড়িয়েছে, যে ব্লগ মাত্রই ধর্মকে অবমাননা করার জায়গা, আর ব্লগার মানেই নাস্তিক, সেটাকে থামানোর জন্য যদি নিরপেক্ষতা বজায় রেখে ধর্ম অবমাননা/ কটূক্তি কারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়, তাহলে আমি মনে করি, সেটা ঠিক আছে। যদিও সেটাও আসলে ঠিক করবে স্ব স্ব ব্লগ মডারেটররাই।

কিন্তু, সরকার যেটা করছে বা করতে যাচ্ছে- সেটা যদি হয় ব্লগিং এর উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা, তাইলে!! আমার অনেক কিছু বলার আছে!!!

কাজেই যেটুকু হয়েছে, ওইটুকু পর্যন্তই থাকুক। এর বেশিদুর যদি আগানোর চেষ্টা করা হয়, সরকারের জন্য তাহলে সেটা হবে অনধিকার চর্চা, এবং ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ। সেটা তো কোনভাবেই মেনে নেওয়া সম্ভব হবে না, এবং সেটার জন্য খুব শক্তিশালী ভাবেই আমাদের ডিফেন্স করতে হবে।


পোস্টটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৯

ফিউশন ফাইভ বলেছেন: হ্যাঁ, এটিই বাস্তব, যা আপনি বলেছেন। ধর্ম নিয়ে হাতেগোণা কয়েকজন অবিবেচক ব্লগারের স্বেচ্ছাচারিতার মাশুল গুণছে আজ পুরো বাংলা ব্লগমণ্ডল। মৌলবাদিদের ক্রমাগত অপপ্রচারে সাধারণ মানুষের মধ্যে এমন একটি বিপজ্জনক ধারণা ছড়িয়ে পড়েছে যে, ব্লগার মানেই নাস্তিক! ফাঁকতালে সরকার এখানে সুকৌশলে একটি সুযোগ নিতে চাইছে। তারা ব্লগের ওপর নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছে। কিছু দালাল প্রযুক্তিবিদ আর কিছু আওয়ামী দলবাজ ব্লগার আড়ালে ব্লগ-মূর্খ আমলাদের তাল দিয়ে যাচ্ছে সমানে। যেহেতু বর্ম এখানে ধর্ম, সেক্ষেত্রে নির্বোধ কিছু ধর্মান্ধের সমর্থনও সরকার পাচ্ছে।

৩৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৮

*কুনোব্যাঙ* বলেছেন: বিটিআরসির তরফে সরকার ইতিমধ্যে বুঝে গেছে, চোখ রাঙিয়ে ব্লগকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সুতরাং আজ ও আগামীতে আওয়ামী লীগ হোক কিংবা বিএনপি, যারাই সরকারে থাকুক, তারা কারণে-অকারণে ব্লগের ওপর ছড়ি ঘোরানোর চেষ্টা করবে- এটা খুব স্বাভাবিক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপিমনস্ক ব্লগার আর বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ সমর্থক ব্লগারদের নাড়িনক্ষত্র জানা খুব কঠিন কোনো কাজ আর হবে না। অনলাইনে ভিন্নমতাবলম্বী যে কারো কন্ঠ চেপে ধরা, জেলে পোরা, জরিমানা করা ক্ষমতাসীনদের পক্ষে এখন খুবই সহজ হয়ে গেল।


এটাই আসল কথা।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩০

ফিউশন ফাইভ বলেছেন: আমি গতকাল খোঁজখবর নিয়ে যেটুকু জানলাম, বাংলা ব্লগগুলোর মধ্যে মাত্র দুটি ব্লগকে বিটিআরসি থেকে মেইল দেওয়া হয়েছে। এর একটি সামহোয়্যারইন, অন্যটি আমারব্লগ। আমারব্লগ ইতিমধ্যে গোপনে বিটিআরসির সঙ্গে হাত মিলিয়েছে। বাকি আছে সামহোয়্যারইন। এবং মূল টার্গেটই আসলে আমাদের এই ব্লগটি।

৩৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৫

ফরটি ইজ দা নিউ থারটি বলেছেন: ভাইয়েরা

চলেন আমরা আমাদের সময়টা ব্লগ বা ফেসবুকে অন্যের গীবত না করে সুষ্ঠুভাবে আল্লাহর ইবাদতে ব্যয় করি। জীবন দুই দিনের, ইহজগতের এসব সিলসিলায় না জড়িয়ে নামাজ, জিকির, রোজা রেখে সিরাতুল মুস্তাকিম এর দিকে চলতে শুরু করি। আল্লাহ আমাদের সুবুদ্ধি দিন, আমিন

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৩

ফিউশন ফাইভ বলেছেন: আমিন।

৩৬| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:২০

ইউনুস খান বলেছেন: নিউজ পেপারে খবরটা দেখেই মাথা নষ্ট হয়ে গিয়েছিলো।

ব্লগ কর্তৃপক্ষের কাছ থেকে যদি জোর করে ব্লগারের তথ্য নেওয়া হয় তাহলে ব্লগিং করা প্রায় অম্ভব হয়ে যাবে।

আজ নাস্তিক, কাল রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা হবে।

এর একটাই সমাধান ব্লগ অথরিটিকে ব্লগের নিয়ম-কাননের সঠিক প্রয়োগ ঘটাতে হবে।

যে ইস্যুর কারনে আজ ব্লগ শিকলবন্দী হতে পারে সেজন্য কারা দায়ী সেটা আমরা সবাই জানি।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৩

ফিউশন ফাইভ বলেছেন: আশঙ্কা তো ওখানেই- আজ নাস্তিক, কাল রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করবে সরকার। এই যেমন আমারব্লগের কাণ্ড দেখুন। বিটিআরসির নির্দেশে তারা তাদের ব্লগে শুরুতেই নিষিদ্ধ করে দিয়েছে কোনো নাস্তিককে নয়, 'বিএনপি' নিকধারী এক ব্লগারকে। এইরকম অপব্যবহার, হয়রানি আগামী দিনে নিশ্চিতভাবেই হয়ে উঠবে নিত্যদিনকার ব্যাপার, যদি আমরা ব্লগের ওপর সরকারের নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে এখনই সোচ্চার না হই।

৩৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৩

জানা বলেছেন:

অবশ্যই পুরো বিষয়টিতে আমাদের দায়বদ্ধতা রয়েছে।

বিটিআরসি'র মেইলে ৪টি ব্লগ একাউন্ট বন্ধে অনুরোধ, তার মধ্যে গতবছর থেকেই দু'টির স্থগিত এবং মেইলের পরিপ্রেক্ষিতে দু'টি একাউন্ট বন্ধ করা, বাকস্বাধীনতা রক্ষায় আমাদের অবস্থান, যোগাযোগ, এই প্রসঙ্গে দেশের প্রচলিত আইন, বাক স্বাধীনতা উপভোগে আমাদের সবার দায়িত্বশীলতা, সচেতনতা ইত্যাদি নানান বিষয় নিয়েই আলোচনা করার ইচ্ছায় সামহোয়্যার ইন ব্লগের নোটিশ বোর্ডে একটি লেখা আসত্যে পারতো। ২৩শে মার্চেই পরিকল্পনাও ছিল তেমনই। তবে পরে ঘটে যাওয়া কিছু বিষয় আমাদের পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে এবং নোটিশ বোর্ড থেকে কোন পোস্ট দরকারী মনে হয়নি। যদিও পরের দিনই সংশ্লিষ্ট বিষয়ে আসা পোস্টে আমি আমাদের অবস্থান নিয়ে পরিষ্কার কথা বলেছি। প্রয়োজন বুঝে এখানেও আসবো।

ব্লগারদের সুবিধার্থেই আমরা একটি ট্রান্সপারেন্সি রিপোর্ট রাখছি এখানে দেখুন:

somewhere in… blog transparency report

বিশেষ কিছু বিষয় বিবেচনায় আপাতত ইংরেজীতেই থাকছে। পরে আমরা বাংলাতেও অনুবাদ রাখবো।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

ফিউশন ফাইভ বলেছেন: সামহোয়্যারইনের এই ট্রান্সপারেন্সি রিপোর্ট দেখে গর্বই লাগছে আমার - আমি এই সামহোয়্যারইনেরই একজন ব্লগার! অসাধারণ একটি কাজ হয়েছে এটি। আগামী দিনেও সামহোয়্যারইন এভাবে স্বচ্ছতার সঙ্গে এগিয়ে যাবে - এই প্রত্যাশা রইলো।

৩৮| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩১

জানা বলেছেন:

দুঃখিত। উপরের লিঙ্কটি কাজ করছে না।

এখানে দেখুন। Click This Link

সরাসরি সামহোয়্যার ইন ব্লগের টপ মেনুর সর্বশেষ ডানে অবস্থিত (?) জিজ্ঞাসা চিহ্ন যুক্ত ড্রপ ডাউন বক্সে ক্লিক করেও পেয়ে যাবেন রিপোর্টটি।

৩৯| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৩

মামুন হতভাগা বলেছেন: এই পদক্ষেপ সঠিক নয়।তবে আজকের এই পর্যায়ের জন্য একা কেউ দোষী নয়।যখন গুটি কয়েক ব্লগার বিভিন্ন ধর্ম নিয়ে অপমান জনক কথা লিখেছে অধিকাংশ ব্লগার রা প্রতিবাদ করেছে কিন্তু ব্লগ কর্তৃপক্ষ কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল?মুক্ত চিন্তা বা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে আমি যদি একটা নির্দিষ্ট ধর্মের বা সব ধর্মের মানুষের মনে আঘাত দেই সেটা কি কোন সুস্থ মানসিকতার লক্ষন।না,তারা মানসিক ভাবে অসুস্থ।আর যে কোন অসুস্থতাকে যদি প্রথমেই চিকিৎসা না করানো হয় তবে তা কোন একদিন ক্যান্সারের রূপ নেবে এটা তো বর্তমানে কারো অজানা নয়।আর সামান্য কয়েকজন ব্লগার নামক বিষ্ঠাগুলা যা করেছে তার দায়ভার কেন সকল ব্লগারের উপর চাপিয়ে দেওয়া হবে?আসলে,সব সরকারেই কিছু ৪টা আন্ডারওয়্যার পরা বুদ্ধিজীবী থাকে যারা সেইরাম বুদ্ধিমান মনে করে নিজেকে আর জনগণের উপর চাপায় দেয় দুনিয়ার সবথেকে বোকচোদ টাইপ সিদ্ধান্ত।সবকিছুর আগে এই গুলানরে ভাল করে ছেঁচতে হবে।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৫

ফিউশন ফাইভ বলেছেন: কথা তো সেটিই। সামান্য কয়েকজন অবিবেচক ব্লগার যা করেছে তার দায়ভার কেন সকল ব্লগারের উপর চাপিয়ে দেওয়া হবে? আমি যেটুকু দেখেছি, তাতে বেশিরভাগ ক্ষেত্রেই ব্লগ কর্তৃপক্ষকে ব্লগারদের মতামতকে মূল্য দিতেই দেখেছি। জনবলের ঘাটতিতে সিদ্ধান্ত প্রয়োগে দেরি হয়েছে হয়তো, কিন্তু ব্লগারদের মতামতকে কখনোই অবজ্ঞা করেনি কর্তৃপক্ষ - এই সত্যটুকু স্বীকার করতেই হবে। তবু আমি বলবো যে, ব্লগ কর্তৃপক্ষকে আরো সচেতন হতে হবে।

৪০| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২৩

শিপন মোল্লা বলেছেন: পুরাই মাধা নষ্ট

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৮

ফিউশন ফাইভ বলেছেন: সরকারি উদ্যোগে এবার ব্লগারের জিভ কেটে নেওয়ার আয়োজন চলছে মহাসমারোহে।

৪১| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:১৪

রবি_জল বলেছেন: আমার সোনার বাংলায় আবারো বাকশাল ! জয় ডিজিটাল বাংলার !!!

জয় বুবু হাসিনা'র জয় তার বিটিআরসি'র !!


মডারেশন চাই ব্লগ থেকে , সরকার থেকে না।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪১

ফিউশন ফাইভ বলেছেন: দ্বিধাহীন চিত্তে বলতে চাই- মডারেশন হবে ব্লগ থেকে , সরকার থেকে না।

৪২| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪১

বাক স্বাধীনতা বলেছেন: পথিক আমি ভাইয়ের কথার সাথে একমত। ব্লগে একটা নীতিমালা আছে বটে কিন্তু তার সঠিক প্রয়োগ আমরা কখনোই দেখতে পাইনি। ঐ ২-৪ জন ব্লগারের বিরুদ্ধে কিছু লিখলে বা কমেন্ট করলে ব্যান করে দেয়া- এটা কী রকম কথা? অনেক ব্লগার আছেন যাদের বহুদিন লেগেছে সেফ হতে। দুই লক্ষাধিক ব্লগার যখন দেখেন, মাত্র ১০-১৫ জনকে ব্লগ কর্তৃপক্ষ নীতিমালা শিকেয় তুলে পুষে যাচ্ছে, তখন তাদের অনুভুতিটা কেমন হবে একটু চিন্তা করে দেখবেন। আর প্রতিবাদ করলে সাধের নিকের ব্যান খাওয়াটা কত দুঃখজনক তা হয়তো আপনারা বুঝবেন না। কারণ আপনারা সেলিব্রেটি ব্লগার। আপনাদের নিকের কিছু হবে না।

পথিকের কমেন্টের জবাবে আপনি দায়সারা উত্তর দিয়েছেন। মডারেটদের অবস্থান স্পষ্ট করুন। তারা কেন ব্লগের নীতিমালার সঠিক প্রয়োগ করে নি?

বিটিআরসি প্রতিষ্ঠা করা হয়েছে কেন? উত্তর হল, 'অনলাইন সম্পর্কিত কার্যাবলির উপর নজরদারি কয়ার জন্য।' তারা ব্লগের উপর নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে কেন? উত্তর হল, 'নীতিমালা থাকলেও তার সঠিক প্রয়োগে মডারেটরদের ব্যর্থতার কারণে।'

বিটিআরসির পদক্ষেপ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। দেশের সব মিডিয়াতেই আওয়ামী লীগ বা বিএনপির সমালোচনা হয়। আমারদ্বেষ পত্রিকা বহুত দ্বেষ ছড়িয়েছে- তারপরও তারা বন্ধ হয়নি। কিন্তু রাসূল (সঃ) এর অবমাননার বিষয়টা ভিন্ন। কোনভাবেই এটা বরদাস্ত করা হবে না।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪২

ফিউশন ফাইভ বলেছেন: আপনার হয়তো জানা নেই, বাংলাব্লগমণ্ডলে যে কজন ব্লগার সর্বাধিকবার ব্যানের খড়গ পরেছে, আমি তাদের একজন। ২০০৯ সাল পর্যন্ত আমি এভাবেই ব্লগিং করে গিয়েছি। ২০০৯ সালের শেষদিকে পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান নিকে এসে থিতু হয়েছি। একজন সাধারণ ব্লগার হিসেবে আমার মনে হয়েছে, জনবলের ঘাটতিতে সিদ্ধান্ত প্রয়োগে কখনো কখনো দেরি হয়েছে হয়তো, কিন্তু ব্লগারদের মতামতকে কখনোই অবজ্ঞা করেনি কর্তৃপক্ষ - এই সত্যটুকু স্বীকার করতেই হবে। তবু আমি বলবো, ব্লগ কর্তৃপক্ষকে আরো সচেতন হতে হবে। নীতিমালার সঠিক প্রয়োগ ঘটাতে হবে।

বিটিআরসির কার্যাবলী যতো সহজে ব্যাখ্যা করেছেন, আসলে কিন্তু ততোটা সহজ নয়। বিটিআরসির পদক্ষেপ নিয়ে যতোটা অভয় দিচ্ছেন, ততোটা নির্ভয় থাকারও যুক্তিযুক্ত কারণ নেই। শেকল যখন পরানো হয়ে যাবে, তখন হয়তো বুঝতে পারবেন বাক-স্বাধীনতা কী জিনিস! বহুমূল্য রত্নের চেয়েও কতোটা দামি সেই জিনিস।

৪৩| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৯

আশিকুর রহমান অমিত বলেছেন: সুই হিসেবে ঢুকে ফাল হয়ে বের হবে এই নীতি!
সময় এখনই প্রতিবাদ জানানোর। তারা জানে যেকোন মন্দ কাজের বিরুদ্ধে ব্লগাররা এখন মাঠে নামতে পারে আর তাদের ভয় সেখানেই!

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫০

ফিউশন ফাইভ বলেছেন: এখনই সময় প্রতিবাদ জানানোর, ব্লগের ওপর শেকল পরানোর আগেই।

৪৪| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫০

তুহিন সরকার বলেছেন: আমরা অসলেই কি বাকস্বাধীন, কতটুকু স্বাধীন? নির্দিষ্ট কিছু সীমাবদ্ধ গন্ডিতে আমরা বাকস্বাধীন। সেই গন্ডির মধ্য থেকে আমাদের বাকস্বাধীনতা প্রকাশ করা উচিত। কিছু অসাধু ব্লগারের দায়, বাকী ব্লগারেরা নিতে পারেনা। আমি একান্ত ভাবে বিশ্বাস করি কোন ধর্ম, ধর্ম গ্রন্থ সম্পর্কে আমাদের কথা বলা উচিত নয়। কারণ আমরা সবাই ধর্মপ্রাণ না হলেও কেউ ধর্মের বাইরে নই। আমাদের সোচ্চার হতে হবে ধর্ম বিকৃতিকারী ও ধর্ম ব্যবসায়ীদের প্রতি, যারা কালের বিবর্তনে আমাদের সামনে ধর্মকে ভুল ভাবে তুলে ধরে এবং ব্যাখা করে, আমাদের অবস্থানকে প্রশ্ন বিদ্ধ করেছে।
শুদ্ধ ব্লগিংএ সরকারের হস্তক্ষেপ কাম্য নয়। সঠিক মডারেশন চাই ব্লগ থেকে। প্রয়োজনে জনবল নিয়োগ করা হোক মডারেশনের জন্য।
জয়হোক ব্লগের, ব্লগারের।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫১

ফিউশন ফাইভ বলেছেন: কিছু অসাধু ব্লগারের দায় বাকি ব্লগারেরা নিতে পারে না। ব্লগ চলবে স্বাধীনভাবে, কারো চোখ রাঙানিতে নয়। ব্লগে সরকারের বিন্দুমাত্র হস্তক্ষেপও গ্রহণযোগ্য নয়। সঠিক মডারেশন চাই ব্লগ থেকে। প্রয়োজনে জনবল নিয়োগ করা হোক মডারেশনের জন্য।

৪৫| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২১

বিপদেআছি বলেছেন: আমাদের বাকস্বাধীনতা আমাদেরই রক্ষা করতে হবে ।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫২

ফিউশন ফাইভ বলেছেন: কেউই আমাদের পাশে দাঁড়াবে না। আমাদের বাকস্বাধীনতা আমাদেরই রক্ষা করতে হবে ।

৪৬| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৪

রাফা বলেছেন: আশা করি সামু কতৃপক্ষ বিষয়টা মাথায় রাখবে।

ব্লগারদের স্বাধীনতায় হস্তক্ষেপ কাম্য নয়।ব্লগ হবে আমার ডায়রির পাতার মত।যা করার তা একমাত্র করতে পারবে ব্লগই।অন্য কেউ নয়।সেটা সরকারই হোক কিংবা অন্য কোন সংস্থাই হোক।

ধন্যবাদ,ফি.ফা.

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৩

ফিউশন ফাইভ বলেছেন: যা করার তা একমাত্র করবে ব্লগই। ব্লগাররা প্রয়োজনে তাদের ওপর চাপ রাখবে। সেখানে অন্য কারো নাক গলানোর প্রয়োজন নেই।

৪৭| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৪

ShusthoChinta বলেছেন: সোনাব্লগের সোনার মধ্যে যখন আইক্কাওয়ালা ব্যাম্বুপ্রদানপূর্বক পুরো ব্লগটাকেই প্রয়াত বানিয়ে দেওয়া হল তখন আপনাদের এই মায়াকান্না কোথায় ছিল? তখন কি বাকস্বাধীনতার লংঘন হয়নি?
যদি বলেন ছাগুদের ছাগলামি বন্ধ করলে বাকস্বাধীনতার কোন লংঘন হয়না,তাহলে শুনে রাখুন কিছু জংগী নাস্তিকের বিশেষ ধর্মবিদ্বেষী জংগীপনা বন্ধ করাটা কোনক্রমেই ব্লগজগতের প্রতি হুমকি হতে পারেনা! বরং আসিফ মহিউদ্দিন,আরিফুরদের মতো কয়েকজন ব্লগার নামের কলংকগুলোকে পরিষ্কার করতে পারলে আমাদের ব্লগজগত্‍ অনেকটাই পরিশুদ্ধ হবে,ভবিষ্যতে নোংরামি করার আগে ভাবতে বাধ্য হবে নোংরা টাইপের মানুষগুলো।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৪

ফিউশন ফাইভ বলেছেন: আমরা মানুষের বাক-স্বাধীনতার কথা বলছি, ব্লগারের বাক-স্বাধীনতার কথা বলছি। কিন্তু নরপশুর বাক-স্বাধীনতা নিয়ে আমরা ভাবিত নই। আমরা মনে করি, বাক-স্বাধীনতা তো দূরের, তার কোনো স্বাধীনতাই থাকা উচিত নয়। মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে না, দেশবিরোধিতা যাদের সম্বল - তারা নরপশু। তাদের স্থান এই সামহোয়্যারইনেও নেই। ব্লগের নীতিমালাতেও সেটি স্পষ্ট করে লেখা আছে। রাজাকারদের আশ্রয়স্থল সোনারবাংলাদেশ ব্লগের ক্ষেত্রেও কথাটি সমান প্রযোজ্য।

৪৮| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৯

সানজানা আহমেদ সানা বলেছেন: বাকস্বাধীনতা মানে কি একটা বিশেষ ধর্মকে (ইসলাম) এট্যাক করা ?? ৯০ % মানুষের ফিলিংসে আঘাত করা ?? আসিফ সহ কয়েকজন নাস্তিক (মূলত ইসলাম বিদ্বেষী ) কে পারমানানেন্টলি ব্যান করলে কি আজকে এই সমস্যা হত ??

রাজাকার এবং নাস্তিক মুক্ত ব্লগ চাই ।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৫

ফিউশন ফাইভ বলেছেন: ধর্মাবমাননার বিরুদ্ধে ব্লগাররা যখনই প্রতিবাদ করেছে, ব্লগ কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয়নি প্রয়োজনমতো? কেবল ব্লগারদের দাবির মুখে এই সামহোয়্যারইনে এ পর্যন্ত যতো ব্লগার ব্যান হয়েছে, ওই পরিমাণ ব্লগারও দ্বিতীয় কোনো কমিউনিটি ব্লগে নেই। তবু একজন সাধারণ ব্লগার হিসেবে বলবো, কর্তৃপক্ষকে আরো সচেতন হতে হবে।

৪৯| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৯

আই লাভ ইউ, ম্যান বলেছেন: পুরা পোস্টে সহমত, নিচের প্যারাটা ছাড়া--
গুগলে সার্চ করলেই দেখা যায়, কথায়-লেখায়-ছবিতে ইসলামকে চরম অপমান করা হয়েছে—এমন ওয়েবসাইটের সংখ্যা বিশ্বে হাজার হাজার। সরকারের কি সাধ্য আছে, এদের কোনো একটির কেশাগ্র স্পর্শ করার? বিশ্বে নাস্তিক আছে কোটি কোটি। সরকারের কি সাধ্য আছে, এদের কারো দিকে আঙ্গুলখানি শুধু তোলার? অথবা নাস্তিকের একটি গুগল একাউন্ট কিংবা একটি ফেসবুক একাউন্ট বন্ধ করার আবদারটুকু তুলে দেখুক তো সরকার! গুগল-ফেসবুকের যা কড়া নীতি, তাতে হয়তো এহেন অনুরোধকারীদের ভার্চুয়াল বলাৎকারই করে দেবে। মাত্র কিছুদিন আগেই আমরা জেনেছি, বিটিআরসির এরকম অনুরোধে ফেসবুক উল্টো কড়া মেইল দিয়ে জানতে চেয়েছে, একাউন্ট বন্ধের এই মামার বাড়ির আবদারের হেতু কী?

--এখানে দ্বিমত পোষন করছি। সরকারের তো সারা বিশ্বের ব্লগ বা ওয়েবসাইট নিয়ে চিন্তা করার দরকার নাই। বাংলা ব্লগ বা দেশের ওয়েবসাইটে ইসলামকে অবমাননা করা হয়েছে বা হচ্ছে কিনা সেটা নিয়ে তারা কনসার্নড। সারা বিশ্বে কত কোটি নাস্তিক আছে সেটাও ব্যাপার না; খোদ আমাদের দেশেও যদি ১০ কোটি নাস্তিক থাকে তাতেও সরকারের কিছু যায় আসে না। মূল পয়েন্ট টা হল নাস্তিকতার নামে যেন ইসলাম অবমাননা না হয়। সারা বিশ্বের ওয়েবসাইটে ইসলাম অবমাননা হচ্ছে বলে বাংলাদেশের ব্লগেও হবে-এখানেই আপত্তি। কারন বাংলাদেশ আর সারা বিশ্ব তো এক না। ভারতে আল্লাহর প্রতিকৃতি নিয়ে মিছিল, ইজরায়েলে কোরআন পোড়ানো, ফিলিস্তিন/মায়ানমারে মুসলমানের উপর হামলা তাদের দেশের প্রেক্ষাপটে স্বাভাবিক (!) হলেও আমাদের দেশে এগুলা কি আমরা কল্পনা করতে পারি?
যে বা যারা আজ "নিজেকে আল্লাহ দাবী" করে কিংবা "আল্লাহ তার খাটের তলায় ঘুমায়" বলে দাবী করে সে বা তারা আগামীকাল আল্লাহর প্রতিকৃতি নিয়ে কিংবা কুরআন অবমাননার ছবি প্রকাশ করবে না তার কি প্রমান? এগুলো কি বাক স্বাধীনতা?

বাদ বাকী পোস্টে সহমত পোষণ করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:০৮

ফিউশন ফাইভ বলেছেন: ইন্টারনেটের কোনো সীমারেখা নির্দিষ্ট করা নেই। সেখানে বাংলাদেশ কি বিদেশের জন্য আলাদা সীমানা নেই। বাংলাভাষার ব্লগে কোনো নাস্তিক যা লিখছেন, তা যেমন গুগল সার্চে আসছে, তেমনি সুদূর আফ্রিকার কোনো নাস্তিক ব্লগার যা লিখছেন, তাও ঠিক ওই গুগল সার্চে এককাতারেই আসে। ফলে দেশের সীমানা টেনে ইন্টারনেটকে বিভক্ত করার সুযোগ নেই। আমার কথা হচ্ছে, 'বাইরের' নাস্তিকদের লেখালেখি যদি আমরা ইগনোর করতে পারি, তাহলে ঘরের নাস্তিকদের লেখালেখি কেন ইগনোর করতে পারবো না? আমরা মুমিন মুসলমানরাই কি বরং তাদের অধিক গুরুত্বপূর্ণ করে তুলছি না?

ধন্যবাদ আপনাকে।

৫০| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৬

সচেতন প্রহরী বলেছেন: সকল ব্লগেই অবশ্যই পালনীয় কিছু নিয়ম কানুন থাকে । কিন্তু সেই নিয়ম কানুনের সঠিক প্রয়োগের অভাব থাকে । জানিনা ব্লগের এডমিন অথবা মডারেটররা ব্লগের নিয়ম কানুন গুলা কিছু কিছু বিশেষ ব্যক্তির ক্ষেত্রে কেন শিথিল করে দেন । বিশেষ করে আসিফ মহিউদ্দিনের কথাই বলি এই ব্যক্তি যে ভাবে ইসলাম ধর্ম ও আল্লাহ ও রাসূল (সঃ) কে নিয়ে কুরুচিপূর্ন কথা বার্তা বলেছেন তার প্রতি এবং তার মত আরো যারা এমন কুরুচিপূর্ন কথা ব্লগে ছড়িয়েছে তাদের প্রতি ব্লগ কতৃপক্ষ যদি আগেই এই ব্যবস্থা নিত তবে আজ ব্লগের উপর এই নগ্ন থাবা পড়তনা । তাই আমি মনে করি ব্লগের এই সংকটজনক অবস্থার জন্য ব্লগ কতৃপক্ষও তাদের দায় এড়াতে পারেনা ।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:১৭

ফিউশন ফাইভ বলেছেন: এই পোস্টে দেওয়া জানার একটি মন্তব্য (#৬৭) এখানে তুলে দিচ্ছি। তাতে বোধহয় বিষয়টা বুঝতে সুবিধা হবে আপনার এবং আরো অনেকের।


এখানে একটু বলা দরকার। আসিফের একাউন্টটি এবারই কিন্তু প্রথমবারের মত বন্ধ হয়নি। বহুবার তার একাউন্ট মডারেটেড হয়েছে ব্লগের নীতিমালার আওতায়। এমন কি ২০১০ এর সম্ভবত জুলাই আগস্টের দিকে তার ব্লগ একাউন্টটি একবার সম্পূর্নভাবে স্থগিত করা হয়। পরে তার একাউন্টটি আমরা আবারও খুলে দিই তার ব্লগিং এর আরেকটি বিশেষ দিক বিবেচনায় এনে, তা হলো নানান সামাজিক ও জাতিয় স্বার্থে সচেতনতামূক তার লেখালিখি এবং সক্রিয় অংশগ্রহণ।

বৃহষ্পতিবার রাতে বি টি আর সি'র মেইলে ৪টি ব্লগ একাউন্ট বন্ধ করে দেবার অনুরোধ ছিল। তার মধ্যে একটি একাউন্ট গত বছর সেপ্টেম্বর থেকেই স্থায়ীভাবে আমরা বন্ধ রেখেছি ধর্ম বিকৃতি ও অশ্লীলতার কারণে। বি টি আর সি'র মেইলটি পাওয়ার পর আসিফ এর একাউন্টটি সহ আরও দুটি ব্লগ একাউন্ট আমরা বন্ধ করেছি, যা কোন 'চাপে' নয়; বরং সাম্প্রতিক সময়ের অস্থিরতা, সহিংসতা ও নানান অপপ্রচার এর ফলে সৃষ্ট অনভিপ্রেত পরিস্থিতি মোকাবেলার লক্ষে এবং তা নীতিমালার আওতায়ই। প্রশ্ন হতে পারে তাহলে কেন বি টি আর সি'র মেইলটি পাওয়ার পর এই পদক্ষেপ? আমাদের এই পদক্ষেপ নতুন নয়, সামহোয়্যার ইন ব্লগ নন মডারেটেড ব্লগ নয়। গত সাত বছরের কিছু বেশী সময়ের মধ্যে নীতিমালা আওতায় অসংখ্য ব্লগ আমরা বাতিল করেছি এবং একইভাবে তা অব্যহত রয়েছে।

স্বাভাবিকভাবেই যে নীতিমালার আওতায় ব্লগ পোস্ট বা ব্লগ একাউন্ট আমরা মডারেট করে থাকি, এটাও অনেকটা তারই অংশ বৈ নয়। তবে, এখানে 'অনেকটা' বলছি এই কারণে যে, আসিফের একাউন্টটি বাদে বাকীগুলোর বিরুদ্ধে আমরা আরও আগেই ব্যবস্থা নিয়েছি, যাদের ব্লগিং ছিল ধর্ম বিষয়ের বিরুদ্ধে চুড়ান্ত অশ্লীল ও বিকৃত। সেই পুরনো ধারায় মধ্যরাতের যেকোন সময়ে (অবশ্যই উদ্দেশ্য প্রনোদিত) আপত্তিকর পোস্ট দেয়ার স্বল্প সময়ের মধ্যেই আবার ড্রাফট করে নেয়ার চর্চা ছিল এদের। পার্থক্য এতটুকুই, এখন কেবল সম্পূর্ণভাবে একাউন্টগুলি বাতিল করা হয়েছে মাত্র।

একই ব্লগিং আচরণের কারণে আসিফের একাউন্টটিও অভিযুক্ত হওয়ায় আমরা তা বন্ধ করেছি। তবে ইমেইলে আমাদের কাছে চাওয়া হলেও কোন ব্লগারেরই কোন কন্টেন্ট বা অন্য যে কোন তথ্য দিতে আমরা অস্বীকৃতি জানিয়েছি।

সামহোয়্যার ইন ব্লগ এবং ব্লগারদের যেমন অস্তিত্ব সংকটে ভোগার কারণ নেই তেমনি বাকস্বাধীনতার সদ্ব্যবহারে দায়িত্বশীল ব্লগিং করে কোন ব্লগারেরই ব্লগীয় নিরাপত্তাহীনতায় ভোগার কোন যুক্তি নেই।

৫১| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: : ব্লগ সারা বিশ্বের নিকট বর্তমানে স্বাধীন এবং স্বচ্ছ একটি মতামতের
যুগান্তকারী অত্যাধুনিক চলমান বিজ্ঞান , সাহিত্য , শিক্ষা , ও
যুগাযুগের মাধ্যম ।
ব্লগ ব্যাবহার কারি বৈজ্ঞানিক দিক নির্দেশনায় তারা ঘরে বসে , জীবন
গড়ে , পায় সমাজ , চাকুরী , ও রাস্টের দিক নির্দেশ ।
এখানে ঘৃণ্য হিনমন্য ধূর্তামি , অন্ধ রাজনীতি , আর অদ্ভুদ খেয়ালি পনা
কেন ? বিশ্বের প্রায় ২ কোটি লোক এ ব্লগ জগতের সাফল্য তারা অনেক উন্নত আবিস্কারক , ইঞ্জিনিয়ার , প্রতিভা দিপ্ত কবি দার্শনিক
রাস্টনায়ক তথা সমাজের সকল দ্বারায় প্রতিষ্ঠিত ।
আমাদের দেশে এর বহুল প্রচার এবং কার্যকর ভুমিকা মাত্র কয়েক
বছর যাবত , উন্নত দেশে এর বহুল কার্যক্রম ২ যুগ আগে থেকে যার জন্য তাদের সাফল্যর চাইতে আমরা আরও অনেক অনেক দুর্বল ।
সরকার এর প্রয়োজনীয়তার গুরুত্ব দেশ ও জাতীর ভবিষ্যৎ এগিয়ে যাবার বাস্তবায়নের লক্ষ্য উচিত এই ব্লগ সাইট কে উন্নত প্রশিক্ষনের
আওতায় প্রতিটি অধিদপ্তরে , শিক্ষা প্রতিষ্ঠানে , এবং রাস্টের
চালিকা শক্তি হিসাবে উপযোগ সৃষ্টি ও কর্ম দক্ষতার সাক্ষর বহন
করা ।
অথচ না বুঝে মানুষ , একে নিয়ে মিথ্যা অপপ্রচার , এবং রাজনীতির অন্ধ আবরনে টেলে দিচ্ছে । জানিনে বিবেকবান মানুষদের ব্লগ মিডিয়া সম্পর্কে তাদের বোধোদয় ঘটে কিনা ।


লেখক বলেছেন: উন্নত দেশের উদাহরণ যখন একটু বলি, SOPA ও PIPA এই শব্দ দুটোর কথা শুনছেন? গত কয়েক বছর ধরে ইন্টারনেটে শেকল পরানোর জন্য 'উন্নত বিশ্বও' ঊঠে-পড়ে লেগেছে। আমি বলতে চাইছি, এখালে ব্লগ-ব্লগার-অনলাইন এক্টিভিস্ট তথা ইন্টারনেট সংশ্লিষ্টদের কোন দেশ নাই, তাদের পক্ষে সরকারও নাই, বিরোধী দলও নাই। তারা নিজেরাই হচ্ছে নিজেদের জন্য। এবং এটা প্রমাণিত যে তারা এক হলে অসাধ্য সাধন করা সম্ভব। খোদ ইউএস সরকারেরও সামর্থ হয় না ইন্টারনেটে শেকল পরাতে। তাই গত বছর SOPA ও PIPA জপমালা ইউএস সরকার বাধ্য হইছিল শিকেয় তুলতে। কিভাবে? সর্বস্তরের ইন্টারনেট ব্যবহারকারীদের প্রবল প্রতিরোধের মুখে।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৩০

ফিউশন ফাইভ বলেছেন: আমাদের এখানে সমস্যা হল, ব্লগারদের বেশিরভাগই বুঝতে পারছেন না, কী বিপদ তাদের সামনে ঘনিয়ে আসছে। ব্লগারদের অনেকেই ব্লগের এই মহাবিপদ নিয়ে বিকৃত মজাও পাচ্ছেন। কিন্তু তারা জানেন না, ওই বিপদের মুখোমুখি তারাই হবেন। কিন্তু তখন আর করার কিছু থাকবে না।

মার্কিন মুল্লুকে যেমন, তেমনি এখানেও সর্বস্তরের ইন্টারনেট ব্যবহারকারীদের গড়ে তুলতে হবে প্রতিরোধ - সরকার যেন কখনোই ব্লগের দিকে তাকানোর সাহস না পায়।

৫২| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৯

রওনক বলেছেন: ব্লগারমাত্রেই নিঃসঙ্গ—একা।
একা বলেই তো কিবোর্ডে মনের কথা লিখি, না হলে কলমেই লিখতাম বা সভা করে বলতাম।
আমারও ধারনা অচিরেই আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী আইনের মত আন্তর্জাতিক ব্ল নিয়ন্ত্রন আইনও হবে, কারন গন মানুষের মুখ বন্ধ রাখা এক বাংলাদেশ সরকারের না বরং সকল দেশের সরকারেরই আকাংখা।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৩

ফিউশন ফাইভ বলেছেন: কিন্তু আমাদের পাশের দেশ ভারতেই এই ধরনের ছোটখাটো সরকারি হস্তক্ষেপের প্রতিবাদ হয়েছে বড়ো আকারে। ফলস্বরূপ সেখানকার তথ্যপ্রযুক্তি মন্ত্রীই স্বয়ং ইন্টারনেটকে শাসন না করার পক্ষেই যুক্তি দিয়েছেন।

৫৩| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৫

বাংলাদেশী দালাল বলেছেন: গতকাল একজন জাতীয়তা বাদি ব্লগার কে দেখলাম আরেকজন জাতীয়তা বাদি ব্লগারকে আশ্বস্ত করছেন এইভাবে,

"আর কয়টা দিন যাইতে দেন হাম্বা লীগের সব কয়টারে পামু নে। ক্ষমতায় আর কয়দিন থাকব"

এই হুমকির ভিত্তি তাহলে এখানেই। সরকার আজ যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে তার ফল বি এন পি ও ভোগ করার অপেক্ষায় আছে।

সা-বাঁশ ডিজিটালাই-জম

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৫

ফিউশন ফাইভ বলেছেন: এবং সে কারণে দেখবেন আওয়ামী লীগের সবকিছুরই ঘোর বিরোধিতা করে গেলেও বিএনপি এই ব্লগ ইস্যুতে আওয়ামী লীগকে উল্টো নিরব সমর্থন দিয়ে যাবে।

৫৪| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৪

তোমোদাচি বলেছেন: আপনার পুরা লেখাটা খুব মনোযোগ দিয়ে পড়লাম, চমৎকার লিখেছেন। প্রায় প্রতিটা পয়েন্টের সাথে একমত।

শুধু দ্বিমত যে ব্যাপারে সেটা একটু বলি। আসিফ মহিউদ্দিনের মত ব্লগারের ব্লগ বাতিল সরকারের নির্দেশ মত করতে হয়েছে এটার জন্য আমি সরকারের চেয়ে ব্লগ কত্রিপক্ষের ব্যর্থতা কে বেশী দায়ী মনে করি। ব্লগ কত্রিপক্ষ যদি তাদের স্বীয় নীতিমালায় স্ট্রিক্ট থাকত তাহলে এত দিন তার মত এক সাইকো ব্লগারের ব্লগে থাকার কথা নয়। বাক স্বাধীনতার নামে আপনি যা খুশি তাই পাবলিক প্লাট ফরমে বলতে বা লিখতে পারেন না। দু'চার জন ব্লগারের বিকৃত ব্লগিং্যের জন্য লক্ষ লক্ষ ব্লগারের বদনাম হচ্ছে কারন ব্লগ কত্রিপক্ষ তাদের রক্ষা করতে বেশী ততপর বা যে কারনেই হোক তারা ব্লগে বেশী গুরুত্ব পেয়েছে। আমরা একটা দেশে বাস করি, সেখানে আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। আমরা নিয়ম ভাংতে ভাংতে এমন এক অবস্থায় চলে এসেছি যে কেও কোন নিয়ম পালন করার কথা বল্লে সাথে সাথে বিদ্রোহ করে বসি। অন্যদের ব্যাপার জানি না তবে আসিফের ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমি সমর্থন করি। একজন দুইজনের জন্য দেশে দাঙ্গা বেঁধে যাবে সরকার নিশ্চয় বসে বসে আঙ্গুল চুষবে না। তবে আপনার আশঙ্কা ও উড়িয়ে দেওয়ার মত নয়, এবার বাড়িতে ডাকাত তেমন কিছু নিতে পারে নি, কিন্তু চিন্তা হচ্ছে সে বাড়িতে আশার পথটা চিনে গেছে! এই ডাকাত যাতে আর এদিকে না আসতে পারে তাই আমাদের ঘর আমাদের কেই সামলে রাখতে হবে। দুই এক জন কুলাঙ্গার কে কোনভাবেই প্রশ্রয় দিয়ে পুরা ব্লগকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া যাবে না। এই দায়িত্ব শুধু ব্লগ কত্রিপক্ষের নয়, সাধারন সব ব্লগার কেও সচেতন হতে হবে!!

ভাল থাকবেন!

শুভ কামনায় ... বন্ধু!

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৫

ফিউশন ফাইভ বলেছেন: এটা তো আমরা দেখছি যে, মাত্র কয়েকজন ব্লগারের অবিবেচক কর্মকাণ্ডের জন্য বাকি সব ব্লগারেরই বদনাম হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ব্লগ কর্তৃপক্ষের ব্যর্থতা নিশ্চিতভাবেই আছে। তবে অভিযুক্ত ব্লগারদের বিষয়ে কর্তৃপক্ষ সবসময়ই তৎপর ছিল বলে আমার মনে হয়েছে। যেমন আসিফ মহিউদ্দিন। তার একাউন্টটি এবারই কিন্তু প্রথমবারের মত বন্ধ হয়নি। জানার মন্তব্য থেকে জানা যাচ্ছে, বহুবার তার একাউন্ট মডারেটেড হয়েছে ব্লগের নীতিমালার আওতায়। এমন কি ২০১০ এর সম্ভবত জুলাই আগস্টের দিকে তার ব্লগ একাউন্টটি একবার সম্পূর্নভাবে স্থগিত করা হয়। পরে তার একাউন্টটি আবারও খুলে দেওয়া হয় তার ব্লগিং এর আরেকটি বিশেষ দিক বিবেচনায় এনে, তা হলো নানান সামাজিক ও জাতিয় স্বার্থে সচেতনতামূক তার লেখালিখি এবং সক্রিয় অংশগ্রহণ।

একমাত্র স্বাধীনতাবিরোধী অপশক্তি ছাড়া সরকারের চাপে কেবল আসিফ মহিউদ্দিন নয়, কোনো ব্লগারেরই ব্লগ ব্যান, কিংবা তার ব্লগে হস্তক্ষেপ সমর্থন করি না। করবোও না। কারণ প্রতিটি সরকারই তার প্রতিপক্ষকে দমনের জন্য এই অপকর্মটি করবে - কখনো ধর্মরক্ষার নাম দিয়ে, কখনো দেশের স্বার্থের কথা বলে।

৫৫| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৬

বাক স্বাধীনতা বলেছেন: @সারোয়ার হাবিব, অনুগ্রহ করে যে কোন প্রকার কুরুচিপূর্ণ কমেন্ট করা থেকে বিরত থাকুন।

৫৬| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩১

একজন নিশাচর বলেছেন: ফিফা ভাই,
অসংখ্য ধন্যবাদ আপনাকে অসাধারন ভাবে পুরো ব্যাপারটি বিশ্লেষণ করার জন্য।

নিঃসন্দেহে সামুই হচ্ছে বাংলা ব্লগ জগতের অধীশ্বর। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সামু তার দায় এড়াতে পারে না। বিটিআরসির নির্দেশে সামুর যে দুটি ব্লগ স্থগিত করা হয়েছে ঐ ব্লগ দুটি সামু কতৃপক্ষ নিজেরদের হস্তক্ষেপেই আরো আগে বন্ধ করে দেয়া উচিত ছিল। কিন্তু কোন এক অজানা কারনে তাদের উপর সামুর শুভ দৃষ্টি ছিল। অনেকের মত আমিও আমার একটি পোস্ট এ ব্লগার আসিফ এর ব্যান চেয়েছিলাম। কিন্তু সেটা কতৃপক্ষের দৃষ্টি এড়িয়ে গেছে। ঐ সময় যদি সামু যথাযথ ব্যবস্থা নিত তাহলে আজ এই পরিস্থিতি তৈরি হত না। সামু অন্তত এই বলে ডিফেন্স করতে পারত যে আমরা ধর্মের অপপ্রচারকারীদের বিরুদ্ধে অলরেডি শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

একদিকে অবাধ তথ্য প্রবাহের কথা প্রচার করে অন্যদিকে আমাদের ব্লগারদের বাক স্বাধীনতা কেড়ে নেবে এটা মেনে নেয়া যায় না।

আপনাদের সাথে আছি। শুধু আওয়াজ দিয়েন।

ভাল থাকবেন।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৮

ফিউশন ফাইভ বলেছেন: কর্তৃপক্ষের নজরদারিতে ঘাটতি আছে। সেটা খুব সম্ভবত লোকবলেরই ঘাটতি। যার কারণে সদিচ্ছা থাকলেও তারা অনেক সময়ই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে না। আমার মনে হয়, সামহোয়্যারইনকে এই সময়ের উপযুক্ত হয়ে উঠতে হবে।

ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকার জন্য।

৫৭| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩

আমিনুর রহমান বলেছেন:

দেশ থেকে যেমন রাজাকার নিধনের জন্য রুমিসহ সকল মুক্তিযোদ্ধারা জেগে উঠেছে, তেমনি এখন সময় এসেছে আমার ব্লগের আমার ব্লগের তথ্যকেন্দ্র ওরফে সুশান্ত মত রাজাকারদের নিধনের।


মডারেশন করে ব্লগিং এর পক্ষপাতিত্ব নই আমি। সরকার যদি গনতন্ত্র কে মূল্যায়ন করত বা একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারত জনগণের মাঝে তাহলে আমি বলতাম যদি রাষ্ট্রের জন্য ক্ষতিকারক এমন ব্লগারদের ব্যন করা যেতে পারে। কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি সেই ক্ষমতা আসবে তারা চাইবে তাদের বিপক্ষে লেখা ব্লগারদের মুখ বন্ধ করে দিতে।

এই মুহুর্তে ব্লগারদের একত্রিত হয়ে এর প্রতিবাদ করা যার যার অবস্থান থেকে।

আপনাকে আবারো ধন্যবাদ ঠিক সময়ে এসে হাজির হওয়ার জন্য।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৫১

ফিউশন ফাইভ বলেছেন: সেটাই। এ নিয়ে কোনো সন্দেহই থাকতে পারে না যে, আওয়ামী লীগ বা বিএনপি সেই ক্ষমতা আসবে তারা চাইবে তাদের বিপক্ষে লেখা ব্লগারদের মুখ বন্ধ করে দিতে। সামহোয়্যারের ট্রান্সপারেন্সি রিপোর্টে দেখবেন সরকারের আসার পর আওয়ামী লীগের পক্ষ থেকে ২৮টি পোস্ট মুছে দেওয়ার দাবি জানানো হয়েছে। এই সংখ্যা দিনে দিনে আরো বাড়বে। বিএনপি-জামায়াত আসলে হয়তো ব্লগই বন্ধ করে দেবে।

৫৮| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫১

আমি শুধুই পাঠক বলেছেন: এটা একটা অশনি সংকেত। নাস্তিকতার ধোয়া তুলে বাকস্বাধীনতার উপর নোংরা আক্রমন করতে চাচ্ছে সরকার। সমস্যা হচ্ছে সরকার ভীতু। সমালোচনা শুনতে তারা ভয় পায়। তাই এহেন নোংরা পদক্ষেপ। এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ করছি।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬

ফিউশন ফাইভ বলেছেন: এটা হল সরকারের এক ঢিলে দুই পাখি মারা - মোল্লাদেরও খুশি করা গেল, আবার ব্লগারদের মুখ বন্ধ করার ব্যবস্থাও হল!

৫৯| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪

সরদার হারুন বলেছেন: যে দেশে ছাইদির মুখ দেখে চান্দে
অথচ সে জেলে বসে কান্দে ।
সে দেশে মানুষকে বুঝিয়ে যে কোন কাজ কারা সম্ভব। তাই আমাদের সাবধান হওয়া উচিৎ

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬

ফিউশন ফাইভ বলেছেন: আসলেই বাঙালি হল হুজুগে, এবং অবশ্যই আত্মঘাতী।

৬০| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৫

রুমি চৌধুরী বলেছেন: ফেসবুকে একটি গ্রুপ খুলতে চাই যার শ্লোগান হবে এরকম " আমরা যেকোন ধরনের ভাংচুর, সম্পদ নষ্টের অবসান চাই " আমার সাথে সহমত হলে আপনিও এরকম একটি গ্রুপ খুলে আপনার বন্ধুদের এড করতে পারেন আর সামুতে দয়া করে লিংক দিবেন যেন আমরাও এড হতে পারি । আসুন তাহলে শুরু করা যাক...


তীর্থক বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার অবস্যই হবে.......এদেশের মাটিতেই হবে.......হতেই হবে যে। তবে খেয়াল রাখতে হবে যেন আর কোন সাধারন ক্ষমা ঘোষনা না হয়।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬

ফিউশন ফাইভ বলেছেন: সহমত। আমরা যে কোনো ধরনের ভাঙচুর, সম্পদ নষ্টের অবসান চাই। যুদ্ধাপরাধীদের উচিত শাস্তি চাই। কোনো ক্ষমা নাই।

৬১| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১১

সবুজ ভীমরুল বলেছেন: আসল কথা হচ্ছে, সরকার কিছু পরিস্থিতির সুযোগ নিতে চাইছে। যার জন্য সম্পূর্ন দায়ী হচ্ছে ব্লগ কর্তৃপক্ষ। আসিফ, আরিফুরের মত নোংরা ব্লগারদের বিরুদ্ধে যদি আগেই ব্যাবস্থা নেয়া হত, তাহলে এই পরিস্থিতি সৃষ্টি হত না।

সামু কর্তৃপক্ষ ঐসব নষ্টদের মাথায় তুলে রেখেছিল। যার সুযোগ শুধু সরকারই না, পিয়াল গং, মোস্তফা জব্বারের মত পাবলিক নিতে চাইছে।

সরকারের সাথে আলোচনায় সামু একটা ব্যাপারে কঠোর থাকুক, "নাস্তিকতার নামে ধর্মদ্রোহীতা বরদাস্ত করা হবেনা"।

কিন্তু ব্লগারদের ব্যাক্তিগত তথ্য কখনই সরকারের হাতে তুলে দেয়া যাবে না।

আমরা কখনও জ্বী-হুজুর টাইপ ব্লগ চাইনা।

ধন্যবাদ আপনাকে।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৭

ফিউশন ফাইভ বলেছেন: খোদ বিটিআরসিই মাত্র চারজন ব্লগারের ব্লগ ব্যান করতে বলেছে। সামহোয়্যার কর্তৃপক্ষ বলছে, এর মধ্যে তিনজনের ব্লগ বাতিল হয়েছে তারও অনেক আগে। কেবল টিকেছিল আসিফের ব্লগটি। ওই ব্লগটি একবার বন্ধ করে দেওয়ার পরও সামাজিক আন্দোলনে তার ভূমিকার জন্য পরে সেটি খুলে দেওয়া হয়। অবিবেচক ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা যে নেওয়া হয়নি, তা কিন্তু নয়। মূল কথা হচ্ছে, ব্লগ বিষয়ে ব্লগার ও ব্লগ কর্তৃপক্ষই যা সিদ্ধান্ত নেবার নেবে, কিন্তু সরকারের কোনো আদেশ-নির্দেশ সেখানে সহ্য করা হবে না।

৬২| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১২

কয়েস সামী বলেছেন: এখনি প্রতিবাদ করতে হবে। গণজাগরণ মঞ্চ থেকে এ সিদ্ধান্তের ব্যাপারে একটা প্রতিবাদ আসতে পারে । অথাব অন্য কোনভাবে। কথা একটাই এর প্রতিবাদ জানাতে হবে সবাইকে। অসাধারণ এ পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৭

ফিউশন ফাইভ বলেছেন: ব্লগের ওপর ভিত্তি করে গণজাগরণ মঞ্চ গড়ে উঠলেও এখন তারা ব্লগারদের নিয়ে কিংবা সরকারি অপতৎপরতা নিয়ে বিস্ময়করভাবে নীরব। একটি অনলাইন পত্রিকায় দেখলাম, গণজাগরণ মঞ্চের দুই 'নেতা' ব্লগ বিষয়ে বিটিআরসির সুরেই কথাবার্তা বলছেন। সুতরাং যা করার আমাদেরকেই করতে হবে।

৬৩| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৬

লিন্‌কিন পার্ক বলেছেন:
এই হইল আমার ব্লগের কাহিনি ! B-)) =p~ =p~ :P

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮

ফিউশন ফাইভ বলেছেন: হ্যাঁ সেটাই বাস্তব!

৬৪| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২২

শান্তা273 বলেছেন: ব্লগে সরকারের নগ্ন হস্তক্ষেপ চাই না।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮

ফিউশন ফাইভ বলেছেন: কোনোভাবেই না।

৬৫| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩

সিদ্ধার্থ. বলেছেন: যে সমাজ মুক্ত চিন্তা কে নিজের মতো করে গ্রহন ,প্রতিপালন এবং বর্জন করতে পারে না ,
যে সমাজে দুই চার ব্লগার এর জন্য লক্ষ ব্লগার এর বদনাম হয় ,
যে সমাজে দুই চার ব্লগার এর জন্য সমাজে দাঙ্গা বেধে যায় ,
সেখানে ব্লগিং ,মুক্তচিন্তা এবং বাক স্বাধীনতা খেলো হয়ে যায় ।
এরকম পরিস্থিতে যদি সরকার শেকল পড়ানোর দায়িত্ব নেয় ,তবে এই প্রতিবাদী পোস্টের জায়গা টা কোথায় ?

অনেক প্রবাসী ব্লগার কমেন্ট করেছেন ।অথচ সেই সব দেশে ধর্ম গুলারে প্রকাশ্যে পচানো হয় ।আবার ধর্ম গুলাও নাস্তিকতা রে পচায় ।এতে দাঙ্গা হয় না ।হাঙ্গামা হয় না ।

ইন্টারনেট কোনো দেশের না ,কোনো জাতির না ,কোনো ধর্মের না ।
বাক স্বাধীনতা হলো একটি পরিপূর্ণ স্বাধীনতা ।এখানে কোনো যদি ,তবে ,কিন্তু নাই ।দায়িত্বশীল বাকস্বাধীনতা এর আরেক নাম সোনার পাথর বাটি ।

আমেরিকা তে একই প্রয়াস হয়েছিল ।সারা পৃথিবী থেকে আওয়াজ উঠেছিল ।বাংলা দেশ অভাগা ।তার জনগনের পাশে দাড়ানোর মতো কেউ নাই ।বরং সেই জনগনই আজ বাকস্বাধীনতা এবং দায়িত্বশীল বাকস্বাধীনতা এর নামে দ্বিধা -বিভক্ত ।

তাই আমাদের ব্লগ সামু ও তার উদার নীতি ছেড়ে দায়িত্বশীল বাকস্বাধীনতা নামক একটা কষ্ট কল্পিত চর্চায় রত ।
যাইহোক আবারও বলছি ,সমাজ যেখানে পচে গেছে ,বাক স্বাধীনতা ও সেখানে পচে যাবে ।আর বাংলা ব্লগ হয়ে উঠবে শুধুমাত্র সাহিত্য ,ধর্মীয় আর চিত্রকলার ওয়েবসাইট ।সেই দিন আর বেশি দুরে নাই ।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮

ফিউশন ফাইভ বলেছেন: চমৎকার একটি মন্তব্য। প্রতিটি লাইনের সঙ্গে একমত। আসলেই এই বাংলাদেশটা বড়ো অভাগা । তার জনগনের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই । উল্টো তারাই দ্বিধা-বিভক্ত । আর এতে আমারও কোনো দ্বিধা নেই, বাক-স্বাধীনতা যদি হরণ হয়ে যায় তাহলে বাংলাব্লগ আর ব্লগ থাকবে না, পরিণত হবে সাহিত্য ও ধর্মচর্চার মামুলি ওয়েবসাইটে।

৬৬| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২

বিপ্লব06 বলেছেন: দারুন ফিউশন ফাইভ!!! দারুন একটা পোস্ট।
তবে একটা কথা স্বীকার করতেই হবে আপনি চাইলেই যা ইচ্ছা তা লিখতে পারেন না। একজন ব্লগারের বাকদায়িত্বশীলতা অবশ্যই থাকতে হবে।

আপনি "ব্লগ কর্তৃপক্ষের ছোট ব্যর্থতার" কথা স্বীকার করেছেন, কিন্তু প্রশ্ন হল এটা কি আসলে ছোট ব্যর্থতা নাকি ইচ্ছাক্রীত ভাবে একটি বিশেষ গোস্ঠীকে ব্লগ কর্তৃপক্ষের আস্কারা দেওয়া? আমি জানি উত্তরটা আপনি জানেন এবং আপনার সাথে সাথে সব ব্লগাররাই জানে।

২৫ নম্বর কমেন্টে ব্লগার পথিক আমি যে ইস্যুগুলো তুলেছেন তার প্রতিটি পয়েন্ট ভ্যালিড। ব্লগ কর্ত্রীপক্ষের কাছে কি এগুলোর উত্তর আছে? আমরা জানি আছে? কিন্তু হোয়াই বদার? কয়েকদিন পর সব ঠান্ডা হয়ে যাবে। সবাই ভুলে যাবে।

***ব্লগকে আইন দিয়ে শেকল পরানো সম্ভব না, চাইলে ব্যাকফায়ার করবে।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯

ফিউশন ফাইভ বলেছেন: ব্লগ কর্তৃপক্ষ তো আস্কারা দেয়নি। ব্লগ কর্তৃপক্ষের ব্যর্থতা নিশ্চয়ই আছে, এর অনেকগুলোর ব্যাপারে আমি নিজেই সোচ্চার ছিলাম বিভিন্ন সময়ে। কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো গোষ্ঠীকে আস্কারা দেওয়ার দাবিটি পুরোপুরি অসত্য বলে আমার কাছে মনে হয়েছে। সামহোয়্যারইনকে বরাবরই আমার কাছে পেশাদার এবং নিরপেক্ষ মনে হয়েছে। আপনি দেখবেন জামায়াতিরা তো আছেই বিএনপিমনা ব্লগাররা একদিকে কর্তৃপক্ষের গোষ্ঠী উদ্ধার করছে, অন্যদিকে নাস্তিক হিসেবে পরিচিত ব্লগাররাও সামহোয়্যারইনকে সমানে গালাগাল দিয়ে যাচ্ছে। সামহোয়্যারের নিরপেক্ষতা অন্তত আমার কাছে প্রশ্নাতীত।
মূল কথাটি বলেছেন শেষে - ব্লগকে আইন দিয়ে শেকল পরানো সম্ভব না, চাইলে ব্যাকফায়ার করবে।
ধন্যবাদ।

৬৭| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৫

স্বপ্নরাজ বলেছেন: অনেকদিন ধরে ব্লগকে দেখছি কাছ থেকে... সেই অভিজ্গতা থেকে আপনার লেখা নিয়ে ২ টা পয়েন্ট মনে এলো।

১। ছোটকালে স্বাধীনতার সংজ্গা পড়াতে গিয়ে শিক্ষক বলেছিলেন, অন্যের অধিকার হরন না করে, অন্যের ক্ষতি না করে, কস্ট না দিয়ে- ইচ্ছেমত চলার অধিকার। ব্লগ করতে এসে সেই সংগা পাল্টে যেতে দেখলাম। মতপ্রকাশের স্বাধীনতার নামে কিছু শিক্ষিত, স্বল্প শিক্ষিত বিকার গ্রস্হ দুর্বত্তদের ব্যক্তি আক্রমন, নাস্তিকতার নামে কুৎসিত ভাবে নবী রাসুল কে আক্রমন কম দেখিনি। ব্লগ টাকে যদি একটা সমাজ হিসাবে কল্পনা করি তবে এই সমাজে যারা ভদ্র শান্তিপ্রিয় তাদের রক্ষার জন্য , সুস্থ পরিবেশের স্বার্থে -আইন এবং তার প্রয়োগ থাকা প্রয়োজন। দুর্বল এবং পক্ষপাতমুলক মডারেশনের করে সামু সহ সব ব্লগই সেই ক্ষেত্রে ব্যার্থ। ব্লগে নাস্তিকতা অবশ্যই চলতে পারে, কিন্তু নবী রাসূলকে কুৎসিতভাবে আক্রমন নাস্তিকতার কোন শর্ত পূরন করে? আমরা নানা সময়ে এই ব্লগে চিৎকার করা বলার চেস্টা করেছি , আপনাদের ভালবাসার পিতা মাতাকে গালি দিলে আপনাদের যেমন কস্ট হয় প্রিয়ে নবী রাসুলকে গালিদিয়ে কুৎসিত বাজে কথা বললে একজন মুসলমানের তারচয়ে কম কস্ট হয় না, কারন আল্লাহ এবং রাসুলকে ভালবাসা একজন মুসলমানের ইমানের শর্ত। ব্লগ কর্তপক্ষের কানে পৌছায়নি সেই কথা, উল্টো এইসব কুৎসিত নাস্তিকদের পোস্ট স্টিকি করে নানা সময়ে তাদের প্রমোট করা হয়েছে। এখন আপনি ঠেলা খেয়ে হাস্যকর রিপোর্টের কথা বলছেন। সাধারন ব্লগাররা অনেকেই স্টার নাস্তিকব্লগারদের আক্রমনাত্মক লেখার বিরুদ্ধে রিপোর্ট করে উল্টো মডারেশনের খড়গের নীচে পড়েছে সেই প্রচুর। আসিফ মহিউদ্দীন, সন্যাসী, ওন্কার এদের আপত্তিকর লেখা স্টিকি করা হয়েছে সাধারন ব্লগারদের প্রবল প্রতিবাদের পরও।
মডারেশন বলে যদি কিছু থাকত তাহলে থাবা বাবার কুৎসিত লেখাগুলো তড়িঘড়ি করে ডিলিট করলো কেন সামু, আগেই কেন চোখে পড়েনি? অন্যান্য আপত্তিকর লেখা এখন কেন ডিলিট করতে হচ্ছে বিটিআরসির আপত্তিতে? বিটিআরসিকে মতপ্রকাশের স্বাধীনতার কথা (এইপোস্টগুলোর ক্ষেত্রে) কেন বলতে পারছেন না এখন? জানি বলবেন যে সব মডারেশন করা কঠিন, সময় নাই ইত্যাদি -হাস্যকর ভাংগা রেকর্ড। কিন্তু ব্লগের সাথে অনেকদিন ধরে সংশ্লিস্টরা জানে যে নবী রাসুলকে আক্রমন করা পোস্টগুলোর ব্লগাররা মডারেশনের স্নেহধন্য , মতপ্রকাশের স্বাধীনতার(!) বিশেষ উদাহরন হিসাবে দেখা হতো ওগুলোকে বলেই ধারনা আমাদের।

একটা বিষয়ে পরিস্কার বলার আছে,

আসিফ মহিউদ্দীনের ব্লগসহ আপত্তি তোলা ব্লগ এবং কন্টেন্ট বাতিল করে নিজের কোন চরিত্রটা তুলে ধরছে সামু কর্তৃপক্ষ?

ক. বিটিআরসির অভিযোগ সঠিক- আসিফমহিউদ্দীনের পোস্টগুলো আপত্তিকর ছিল : তাহলে প্রশ্ন হচ্ছে কেন এই আপত্তিকর পোস্টগুলো এতোদিন বাতিল করেননি সাধারন ব্লগারদের নানা সময়ের করা অসংখ্য অভিযোগ সত্বেও? উল্টো কেন প্রমোট করেছেন এদের? ভন্ডামি হয়ে গেল না?

খ. বিটিআরসির করা অভিযোগ ঠিক না , কিন্তু চাপের কারনে বাধ্য হচ্ছি বাতিল করতে-- তাইলে তো সেই নতজানু আমজনতাই হয়ে গেলেন , অসংখ্য চেতনার বুলি আওড়িয়ে সেই আপোষকামী মেরুদন্ডহীন চরিত্র প্রকাশ পেয়ে গেল বাধভাংগার আওয়াজে।

ঠিক কোন জবাবটা হবে?


২. আমার দ্বিতীয় পয়েন্টটা লিখছি একজন পুরান ব্লগারের ভালবাসার জায়গা থেকে। অনেকদিন ধরে আছি তাই ভালবাসি ব্লগকে। একটা সুস্থ্য , অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল মুক্তবুদ্ধি , অন্যায়ের প্রতিবাদকারী এবং গঠনমুলক সমালোচনাকারি চরিত্র হিসাবে দেখতে চাই ব্লগকে। এরজন্য যে রকম নৈতিক বোধসম্পন্ন মডারেশন দরকার সেটা নিশ্চিত করতে হবে গুরুত্ব দিয়ে। অন্যায়ভাবে ব্লগকে গলা চেপে ধরার প্রতিবাদ তখন সাধারন মানুষরাই করবে।

নিজের খুত থাকলে অন্যায়ের কাছে মাথা নত করতে হয়, খুত না থাকলে আপোষের প্রয়োজন হয়না।
শুভ কামনা। কমিউনিটি ভাল হলে কোন অন্যায়ই টেকে না শেষ পর্যন্ত।

long live samu.


৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০

ফিউশন ফাইভ বলেছেন: সামহোয়্যারইন কর্তৃপক্ষ নাস্তিক ব্লগারদের প্রমোট করেছে - একজন সাধারণ ব্লগার হিসেবে একথাও সঠিক বলে আমার মনে হয় না। বিভিন্ন সময়ে যেসব লেখা স্টিকি করা হয়েছিল, সেসবের ধর্মীয় অবমাননার কোনো উপকরণ ছিল না, বরং সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যুতে পোস্টগুলো স্টিকি হয়েছিল। আপনি কি অস্বীকার করবেন, অতীতে অসংখ্য ধর্মাবমাননাকারী ব্লগারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এই ব্লগ কর্তৃপক্ষ? বিটিআরসির চিঠির আগেই কি ধর্মাবমাননাকারী দাঁড়িপাল্লা, আইনস্টাইন কিংবা চিকন কালার পুরো ব্লগই বাতিল করে দেয়নি এই কর্তৃপক্ষ? বাকি ছিল আসিফ মহিউদ্দিন। ধর্মাবমাননার অভিযোগে তাকে অনেকবারই শাস্তি দেওয়া হয়েছে, এমনকি ২০১০ সালের জুলাই-আগস্টে একবার তার ব্লগও বাতিল করা হয়েছিল। পরে তার ব্লগটি আবার খুলে দেওয়া হয় তার ব্লগিং এর আরেকটি বিশেষ দিক বিবেচনায় এনে, তা হলো নানান সামাজিক ও জাতীয় স্বার্থে সচেতনতামূক তার লেখালেখি এবং সক্রিয় অংশগ্রহণ। আসিফ ধর্ম নিয়ে অবিবেচকের মতো লেখালেখি করেন এটা যেমন ঠিক, তেমনি এটাও সত্যি যে বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির আন্দোলনেও তার ছিল সক্রিয় ভূমিকা। সেই ভূমিকা তো কেউ অস্বীকার করতে পারবে না।

এ প্রসঙ্গে জানার সাম্প্রতিক একটি মন্তব্য এখানে উদ্ধৃত করছি - 'বৃহষ্পতিবার রাতে বি টি আর সি'র মেইলে ৪টি ব্লগ একাউন্ট বন্ধ করে দেবার অনুরোধ ছিল। তার মধ্যে একটি একাউন্ট গত বছর সেপ্টেম্বর থেকেই স্থায়ীভাবে আমরা বন্ধ রেখেছি ধর্ম বিকৃতি ও অশ্লীলতার কারণে। বি টি আর সি'র মেইলটি পাওয়ার পর আসিফ এর একাউন্টটি সহ আরও দুটি ব্লগ একাউন্ট আমরা বন্ধ করেছি, যা কোন 'চাপে' নয়; বরং সাম্প্রতিক সময়ের অস্থিরতা, সহিংসতা ও নানান অপপ্রচার এর ফলে সৃষ্ট অনভিপ্রেত পরিস্থিতি মোকাবেলার লক্ষে এবং তা নীতিমালার আওতায়ই। প্রশ্ন হতে পারে তাহলে কেন বি টি আর সি'র মেইলটি পাওয়ার পর এই পদক্ষেপ? আমাদের এই পদক্ষেপ নতুন নয়, সামহোয়্যার ইন ব্লগ নন মডারেটেড ব্লগ নয়। গত সাত বছরের কিছু বেশী সময়ের মধ্যে নীতিমালা আওতায় অসংখ্য ব্লগ আমরা বাতিল করেছি এবং একইভাবে তা অব্যহত রয়েছে।'

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪০

ফিউশন ফাইভ বলেছেন: আপনার দ্বিতীয় পয়েন্টের সঙ্গে আমিও একমত। কর্তৃপক্ষের কাছে আমাদেরও দাবি থাকবে, মডারেশন সিস্টেমকে যেন এই সময়ের উপযোগী করে তোলা হয়। ধন্যবাদ।

৬৮| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭

ধৈঞ্চা বলেছেন: @লেখক, আপনি সবকিছুই জানেন এবং বুঝেন। সমস্য সৃষ্টি হওয়ার আগে সমস্যাটা কেন সৃষ্টি হলো তা নিয়ে আলোকপাত করা দরকার। বিভিন্ন মন্তব্যে আপনি নিজেকে আমাদের মত সাধারণ ব্লগার বলে দাবী করলেও আপনি সাধারণ নন। বর্তমান সমস্যা সৃষ্টির কারণ আপনার অজনা নয়।
কতিপয় (৩০-৪০জন হবে) ব্লগারদের অনিয়ন্ত্রিত ও অনৈতিক ব্লগিংয়ের কারনে সবাইকে সমস্যায় পড়তে হবে কেন? এই ব্লগাররাই সামুর সেলিব্রিটি ব্লগার হিসাবে পরিচিত। সামু কেন তাদের ব্যাপারে কঠোর হলো না? গত বছর দাড়িপাল্লা নামের এক ব্লগার ইসলামকে নিয়ে আপত্তিকর পোষ্ট দেওয়ার কারনে অনেকে তীব্র প্রতিবাদ করেছে, ফলশ্রুতিতে তাকে ব্যান করা হয়েছে। কিন্তু তার পোষ্টের জন্য যারা প্রতিবাদ করেছে তাদেরও ব্যান করা হয়েছে। ঘটনা পরিস্কার, সামু নিজে থেকে পোষ্ট সরাল না বরং উল্টা প্রতিবাদকারীদের ব্যান উপহার দিল ও পোষ্টটি বাতিল করল।
আসিফের ৯০% পোষ্টই আপত্তিকর, সামু কেন এতদিন দুধ কলা দিয়ে তাকে পুষেছে? আসিফের পোষ্টের প্রতিবাদ করতে যেয়ে অনেকে ব্যান খেয়েছে, সামু জবাব দিতে পারবে কেন তাদের ব্যান করা হলো? এত সব ঘটনা আশা করি আপনারও অজানা নয়।
বাক স্বাধীনতার নামে ইসলামকে ইচ্ছা মত অবমানান করবে এই ধরনের বাক স্বাধীনতার পক্ষে আমি নই। কেউ কেউ তো এটাকে ডায়রীর পাতা বানিয়ে ফেলেছে, অর্থাৎ আমি ইসলাম নিয়ে যা ইচ্ছা তা বলব আপনি বলার কে? তাদের উগ্রতার জন্যই আজ এই অবস্থা। সময় থাকতেই সতর্ক হওয়া ভাল। সমস্য সমাধানে অবশ্যই সমস্যার মূলে যেতে হবে।
আপনার অন্যান্য পয়েন্টের সাথে সহমত।
তোমোদাচির সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১

ফিউশন ফাইভ বলেছেন: ওপরে এই প্রশ্নগুলো করেছি, যা আপনাকেও করছি। আপনি কি অস্বীকার করবেন, অতীতে অসংখ্য ধর্মাবমাননাকারী ব্লগারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এই ব্লগ কর্তৃপক্ষ? বিটিআরসির চিঠির আগেই ধর্মাবমাননাকারী দাঁড়িপাল্লা, আইনস্টাইন কিংবা চিকন কালার পুরো ব্লগই কি বাতিল করে দেয়নি এই কর্তৃপক্ষ? এটা তো ঠিক যে, সামহোয়্যারের ক্ষুদ্র মডারেশন টিমের পক্ষে কখনোই প্রতিটি পোস্ট যাচাই করা সম্ভব নয়, যেখানে প্রতি ৫ মিনিটে সামহোয়্যারে একটি করে পোস্ট লেখা হয়ে থাকে। একজন সাধারণ ব্লগার (সাধারণ তো বটেই) হিসেবে আমার মনে হয়েছে, যৌক্তিক অভিযোগ কিংবা কারণ থাকলে সামহোয়্যারইন কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পিছপা হয় না কখনোই। দাড়িপাল্লা যে রাতে আক্রমণাত্মক পোস্টটি দিল, সেই রাতে আমি নিজেই দেখেছি, তার প্রতিবাদের নাম দিয়ে সুযোগসন্ধানী অনেকে ব্লগে অরাজকতা তৈরির চেষ্টা করেছিল অশ্রাব্য-অশ্লীল ভঙ্গিতে। ধর্মপ্রাণ হিসেবে পরিচিত অনেক ব্লগারও সেদিন এইসব সুযোগসন্ধানীদের কর্মকান্ডের প্রতিবাদ করেছিল। নিশ্চয়ই তারা এই ব্যাপারে কর্তৃপক্ষের কাছে অভিযোগও
জানিয়ে থাকতে পারে। যার ফলশ্রুতিতে দাড়িপাল্লার পাশাপাশি এদের অনেকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। আরো কোনো কারণ থাকলে সেটি ব্লগ কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন। আমরা কেবল প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতাটুকুই বর্ণনা করতে পারি।

গৃহে বিবাদ থাকবে, তার জন্য কি পুলিশ ডেকে আনবেন ব্লগে?

৬৯| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ব্লগার—এই মুহূর্তের বাংলাদেশে সবচেয়ে আলোচিত চরিত্র, সবচেয়ে দুর্ভাগাও। সরকারি হিসেবেই সংখ্যায় তারা প্রায় আড়াই লাখ। তবু এই মুহূর্তে তাদের মতো নিঃসঙ্গ কেউ নেই, তাদের পাশেও কেউ নেই।

পত্রিকার পাতায় ব্লগারদের নিয়ে দু কলম লেখার সময় হয় না কোনো বুদ্ধিজীবীর। তুচ্ছ ঘটনায় কতো বিবৃতিজীবীর দেখা মেলে, কিন্তু ব্লগের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার সবাই দেখেও না দেখার ভান করে থাকেন। মূলধারার কোনো গণমাধ্যম ব্লগবিরোধী নয় ঠিক, কিন্তু ব্লগারদের পাশে তারাও নেই।


ব্লগারমাত্রেই নিঃসঙ্গ—একা। তাতে ক্ষতি কিছু নেই, যে শেরপা ঝঞ্ঝাবিক্ষুদ্ধ এভারেস্টের শিখরে ওঠে অসীম সাহসে, সেও নিঃসঙ্গই থাকে।


রাজনীতিবিদরা রাজনীতি করেন, আমরা চেয়ে চেয়ে দেখি। এরচে বেশি আর কী বলব?

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১

ফিউশন ফাইভ বলেছেন: আসলেই বলার কি কিছু আছে আর!

৭০| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯

সিদ্ধার্থ. বলেছেন: আর একটা কথা ,এই ধরণের সমস্ত পোস্ট ই শুরু হয় "আসিফ মহীউদ্দীন কে আমি পছন্দ করি না "এই ভাবে ।এবং এই পোস্টের লেখক ও জনগনের রোষ থেকে বাচার জন্য "আসিফ মহীউদ্দীন কে আমি পছন্দ করি না "এই কমন স্টেটমেন্ট ঝেড়ে দিলেন ।

এখানে আসিফ কি লেখেন সেটা বিবেচ্য নয় ,বিবেচ্য কেউ শুধু মাত্র লেখার কারণে শাস্তি(ভার্চুয়ালি বা রিয়েলি ) পেতে পারে কি ?
পেলেও কতটা ?
মডু রা কি কোনো লেখা মুছ ফেলতে পারেন (তথ্য বিকৃতি না থাকলে )?

সামু শুধুমাত্র একটা প্লাটফর্ম দেয় ,কমিউনিটি ব্লগিং এর জন্য ।যেখানে এক জনের লেখা অন্য জন দেখতে পারে ।অর্থাৎ প্রথম পাতায় যাবার সুবিধা দেয় ।তাই কারুর লেখা ব্লগের নীতিমালা ভঙ্গ করলে প্রথম পাতা থেকে পোস্ট টাকে সরিয়ে তার নিজেস্ব পাতায় দেওয়া যেতে পারে ।যার সেই ধরণের পোস্ট ভালো লাগবে, সে খুঁজে নিয়ে পড়বে ।গুগল এর মতো ।
আপনার যদি পর্ন দেখতে ইচ্ছা হয় খুঁজে নিয়ে দেখুন ।কেউ মানা করবে না ।তাই বলে কোনো পোস্ট মুছে দেবার অধিকার আছে কি সামুর ?

যদি সামু মুছতে পারে ,ব্যান করতে পারে তবে সরকার কেন পারবে না ?

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২

ফিউশন ফাইভ বলেছেন: সামহোয়্যারইন একটি মডারেটেড ব্লগ। এখানে আপনি যখন নিজের একটি ব্লগ খোলার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন, তখন নিশ্চয়ই সামহোয়্যারইনের নীতিমালাটি পড়ে তার সঙ্গে একমত পোষণ করে টিক মার্ক দিয়ে তারপরই ব্লগ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে সক্ষম হয়েছিলেন। এখন আপনি যদি লিখতে গিয়ে সেই নীতিমালা লঙ্ঘন করেন, কিংবা নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক কিছু করেন, তাহলে পোস্ট মোছাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অধিকার সামহোয়্যারইন কর্তৃপক্ষের অবশ্যই আছে। ঠিক একইভাবে আপনি যদি গুগলের ব্লগস্পটে লিখতে গিয়েও তাদের নীতিমালা লঙ্ঘন করেন, গুগল আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেই।

ব্লগে সরকারের যে কোনো ধরনের হস্তক্ষেপের বিরোধিতা আমরা এ কারণেই করছি যে, তাতে একই সঙ্গে প্রতিপক্ষের কন্ঠ রোধ করারও একটি সুযোগ তৈরি হয়ে যায়। রাজনৈতিক কারণে যে কোনো সরকারই এর অপব্যবহার করতে পারে।

৭১| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫১

বাক স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ স্বপ্নরাজ , আপনার কথাগুলো খুবই ভাল লাগলো। ব্লগের স্বার্থে ফিফার কাছে এই প্রশ্নগুলোর জবাব আশা করছি।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২

ফিউশন ফাইভ বলেছেন: আমার মনে হয়, ইতিমধ্যে বিষয়গুলো মোটামুটি বোঝাতে পেরেছি।

৭২| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০২

বুনোগান বলেছেন: নাস্তিক মানেই যে 'ধর্ম অবমাননাকারী' এভাবে কেন 'নাস্তিক'দের উপস্থাপন করা হচ্ছে? যে কোন ধর্মে থেকেই একজন 'ধর্ম অবমাননাকারী' হতে পারে। ঢালাও ভাবে ব্লগারদের নাস্তিক বলাটা যেমন মুর্খামি, তেমনি ঢালাও ভাবে নাস্তিকদের 'ধর্ম অবমাননাকারী' বলা হলেও সেটা মুর্খামিই হবে। সুতরাং ব্লগারদের রক্ষা করার কথা যদি বলেন তাহলে সর্ব প্রথম 'সততা' রক্ষা করতে হবে। না হয় যে কোন পক্ষ পাতিত্ব বুমেরাং হয়ে নিজের ঘাড়েই নেমে আসতে পারে!
আর ধর্ম অবমাননাকে কি কখনো সুনির্দিষ্ট করা সম্ভব? যে কোন গঠন মূলক ধর্মীয় আলোচনা অন্য পক্ষের নিকট অবমানকর মনে হতে পারে। সে ক্ষেত্রে ধর্ম বা রাজনীতি বিষয়ে সৎ আলোচনাও সম্ভব নয়।
ব্লগ সকল ধরনের আলোচনার দ্বার উন্মুক্ত করে মানুষকে আলোকিত হওয়ার সুযোগ করে দিয়েছিল। এবার এর মুখে লাগাম দিয়ে আমাদের সেই অন্ধকার মধ্যযুগেই ফিরিয়ে নিয়ে যাবে। ধর্ম নিয়ে নেগেটিভ পজেটিভ যে কোন আলোচনা কি ধার্মিকদের ঈমানকে আরো সমৃদ্ধ করে না? আমরা চাই আলোকিত মানুষ, কূপমুন্ডকতা নয়!

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩

ফিউশন ফাইভ বলেছেন: এটা ঠিক বলেছেন যে, 'নাস্তিক' মানেই 'ধর্ম অবমাননাকারী' নয়। আমি এই লেখায়-মন্তব্যে তাদেরকেই 'ধর্ম-অবমাননাকারী' হিসেবে অভিযুক্ত করছি, যারা ব্লগে এই বিষয়ে অশ্রদ্ধা ও অশালীনতার চূড়ান্ত রূপ দেখিয়েছেন।

নিশ্চিতভাবেই ব্লগারদের বাক-স্বাধীনতা রক্ষার জন্যই লড়ছি আমরা। পাশাপাশি এটাও মনে রাখা উচিত, কমিউনিটি ব্লগে তার ছোট্ট নীতিমালাটুকু মেনেই মতপ্রকাশ করা উচিত।

৭৩| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০২

পথিক আমি বলেছেন: আপনি সম্ভবত আমার আগের কমেন্ট পড়েননি (হাতে সময় থাকলে কমেন্টটা পড়ে দেখার চেষ্টা করতে পারেন), হয়ত কমেন্টের আকার দেখে ঘাবড়ে গিয়েছেন! আপনার প্রতিউত্তরের দুটো পয়েন্ট নিয়ে ছোট করে (!) বলার চেষ্টা করছি
১.আমি ব্লগে সরকারের হস্তক্ষেপ কোমল চোখে দেখছি না। স্পষ্ঠভাবে বলছি, আমি চাই না ব্লগে সরকারের অযাচিত হস্তক্ষেপ। কিন্তু আমি আমার উপরের কমেন্টে যা বলতে চেয়েছি তা হলো, সরকারকে এই অবস্থায় নিয়ে যেতে ব্লগ কর্তৃপক্ষ তার দায় কোনভাবেই এড়াতে পারেন না। ব্লগে যে নীতিমালা ঝুলিয়ে রাখা হয়েছে তার যথাযথ প্রয়োগ হলে আজ নিশ্চই এই অবস্থার সৃষ্ঠি হয় না। কিন্তু কিছু ব্লগার না বলে বলব নোংরা আবর্জনাকে ব্লগ কর্তৃপক্ষ সবসময়ই আগলে রেখেছেন এবং আজ তাদের জন্যই ব্লগে সরকারের হস্তক্ষেপ। এখন বলেন এই দায় কার, যারা 'এখানে প্রকাশিত লেখার দায় লেখকের' মত দায়সারা মন্তব্য দিয়ে নিজেদের তৈরী নীতিমালার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দায় এড়াতে চান তারা নয় কি?
২.আমি নাধা এবং পারভেজ আলমের প্রসঙ্গ একারণেই এনেছি (এবং আরো অনেকেই আছেন), ব্লগে দশ জন কেন এক লক্ষ নাস্তিক ব্লগার থাকলেও আমার (এবং মনে হয় বেশির ভাগ ব্লগাররেরই) কোনো সমস্যা নেই কিন্তু নাস্তিক নামধারী একটাও নোংরা আবর্জনা থাকলে এবং নীতিমালাকে তোয়াক্কা করে তাকে ঘাড়ে তুলে নাচালেই সমস্যা। এবং কেন সমস্যা আজ বাকি সবাই তার মাশুল দিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমার বেচে থাকার বা কথা বলার যেমন অধিকার আছে তেমনি একজন নাস্তিকেরও তা আছে, নাস্তিক বলেই সে অচ্ছুত আমি সেই রকম ধারণা পোষণ করি না কিন্তু আমার বা তাদের বিদ্বেষমূলক কথাবার্তার জন্য অন্য দশ জন অসহায় মানুষের রক্ত ঝরুক তা নিশ্চই আপনি চান না, সুস্থ্য স্বাভাবিক কেউই তা চাওয়ার কথা না।

বটম লাইন হলো, বাক-স্বাধীনতার সাথে তার সুস্থ্য প্রয়োগ অঙ্গাঅঙ্গীভাবে জড়িত এবং যখন এর ব্যত্যয় ঘটে তখন আসে নীতিমালা প্রয়োগের ব্যাপার। ব্লগ কর্তৃপক্ষ ইতিপূর্বে কিছু ব্লগারের ক্ষেত্রে তার তৈরী নীতিমালার প্রতি কাচকলা অনেকবারই দেখিয়েছে এবং সেটার প্রতিবাদ আগে ব্লগে (এবং কর্তৃপক্ষ যে সেটাও আমলে নেয়নি তার দুটো উদাহরণ আগের কমেন্টে দিয়েছি) সীমাবদ্ধ থাকলেও এখন তার ব্যাপ্তি অনেক দূর। ভবিষ্যতে যে ব্লগ কর্তৃপক্ষ পূর্বের মতই আচরণ করবে না তার নিশ্চয়তা কে দিবে? কে নিশ্চয়তা দিবে যে আরেকজন আরিফ-আসিফকে অদূর ভবিষ্যতে কাচের ঘরে সংরক্ষণ করে ঘৃনা-বিদ্বেষ-সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর সুযোগ দেয়া হবে না? ভুল সবাই করে, কিন্তু যখন একই ধাচের ঘটনার পুনরাবৃত্তি ঘটে তখন কি সেটাকে আদৌ ভুল বলা উচিত? আসিফদের নোংরামির দায় শোধ করে অজপারাগায়ের কেউ একজন যে কোনদিনও জানতে পারে না তার অপরাধ কি ছিল, সেই অসহায় মানুষদের রক্ষা করার দায়িত্ব যেমন আমার আপনার তেমনি সরকারেরও।
দ্র.: বাক স্বাধীনতা ভাই, আমার আশংকা আপনার মতই, মাঝে মধ্যে হয়ত দু-একটা ব্লগের উপর খড়গ নেমে আসতে পারে, তবে ঢালাওভাবে কিছু হবে না বা সোজা বাংলায় বললে করার মত সাহস সরকারের হবে না। তারপরও আমাদের সজাগ থাকা দরকার এবং ফিফা ভাইয়ের উদ্বেগটা সেখানেই।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩

ফিউশন ফাইভ বলেছেন: ব্লগ কর্তৃপক্ষকে দোষী সাব্যস্ত করাটা আমার কাছে একতরফা মনে হচ্ছে। এবং এটা তাদের প্রতি একধরনের অবিচারই। ভেবে বলুন তো, অতীতে অসংখ্য ধর্মাবমাননাকারী ব্লগারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এই ব্লগ কর্তৃপক্ষ? বিটিআরসির চিঠির আগেই ধর্মাবমাননাকারী দাঁড়িপাল্লা, আইনস্টাইন কিংবা চিকন কালার পুরো ব্লগই কি বাতিল করে দেয়নি এই কর্তৃপক্ষ? এটা কি অবাস্তব নয় যে, সামহোয়্যারের ক্ষুদ্র মডারেশন টিমের পক্ষে কখনোই প্রতিটি পোস্ট যাচাই করা সম্ভব, যেখানে প্রতি ৫ মিনিটে সামহোয়্যারে একটি করে পোস্ট লেখা হয়ে থাকে?

একদিকে আস্তিকরা অভিযোগ করছে, সামহোয়্যারইন নাস্তিকদের প্রমোট করছে। অন্যদিকে, এই সেদিনও ফেসবুকের জায়গা-অজায়গায় দেখলাম নাস্তিক হিসেবে পরিচিত ব্লগাররা জোর গলায় দাবি করছে, সামহোয়্যারইন কর্তৃপক্ষ মোল্লা কিংবা মৌলবাদিদের আস্কারা দিচ্ছে। এইসব দেখে আমার মনে এই বিশ্বাসটা আরো দৃঢ় হয়েছে যে, সামহোয়্যারইন নিরপেক্ষভাবে সততার সঙ্গে তার দায়িত্ব পালন করছে, যে কারণে সব পক্ষই তাকে শত্রু মনে করছে, আবার প্রয়োজনে-বিপদে-আপদে তারা সামহোয়্যারইনে এসেই আশ্রয় নিচ্ছে।

আর ব্যক্তিগতভাবে আমার মনে হয়, ধর্ম - তা ইসলাম হোক কিংবা হিন্দু-খ্রিস্ট-বৌদ্ধ হোক, যুগে যুগে নানা চ্যালেঞ্জের মুখে পড়বেই। এটা কেউ থামাতে পারবে না। আইন করেও না। যে নাস্তিক আজ সামহোয়্যারইন থেকে বিতাড়িত হল, সে যদি আগামীকাল ব্লগস্পট কিংবা ওয়ার্ডপ্রেসে ধর্মীয় অবমাননামূলক কিছু লেখেন, হাজার প্রতিবাদেও সেই ব্লগ তো কেউ বন্ধ করতে পারবে না। ফেসবুকে হাজারটা গ্রুপ আছে ইসলামকে অবমাননা করে তৈরি হওয়া - ক্রমাগত অভিযোগে তার দু-একটি হয়তো বন্ধ করা সম্ভব, কিন্তু হাজারটা সম্ভব নয় কখনোই। এই বাস্তবতাটুকু মানা আজ হয়তো সম্ভব নাও হতে পারে, কিন্তু আগামীকাল সেটি মানতেই হবে।

৭৪| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

র হাসান বলেছেন: অন্যগুলোর কথা জানি না, সা. ইন সবসময়ই নাস্তিকদের তোষণ করে এসেছে। নাস্তিকরা হাজার হাজার ব্লগারের ধর্মানুভূতিতে আঘাত করেছে বার বার, তার জন্য তাদের কিছুই হয়নি, বরং প্রতিবাদকারীরাই ব্যান হয়েছে বার বার। তার জন্য হাজার হাজার ব্লগার এই ব্লগ ছেড়েও গেছে। এর দায়-ভার সা. ইনকে নিতে হবে।

আর মুক্তচিন্তা প্রকাশ নিয়েই যদি সমস্যা হয়, সেটারও সমাধান আছে। ব্লগ মডারেটরদের বাপের সাধ্য নেই যা তারা একজন ব্লগারের পরিচয় প্রকাশ করে। সেটা করার প্রযুক্তি আছে, যেটা শিখে নিতে হবে। টর নামে একটা ব্রাউজার আছে যেটা তৈরীই করা হয়েছে পরিচয় গোপন রেখে মুক্ত চিন্তা প্রকাশ করার জন্য, যার পেছনে কোটি কোটি ডলার খরচ করে পশ্চিমা দেশগুলো। সরকার দেশী ব্লগ-প্লাটফর্মগুলো বন্ধ করে দিলে প্রবাসীরা নতুন প্লাটফর্ম চালু করতে পারে, যার মডারেটরদের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতাো সরকারের থাকবে না।

এত ভাবনার কিছু নেই। অনলাইনে মত প্রকাশের স্বাধীনতা কেউ রুদ্ধ করতে পারেনি, পারবেও না - আর বাংলাদেশের মত দেশের সরকার আর মোস্তাফা জাব্বারের মত প্রযুক্তিবুদ - ফুহ!

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪

ফিউশন ফাইভ বলেছেন: টর ব্রাউজারও এক ধরনের পরাধীনতা - অন্ধকার গুহা পাড়ি দিয়ে আলোর সন্ধান করতে যাওয়া। টর ছাড়াই মুক্তচিন্তা প্রকাশ করার পথ তৈরি করে নিতে হবে।

৭৫| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৯

ধ্বংসমানব বলেছেন: ব্লগোস্ফিয়ারের যা যতটুকু স্বাধীনতা আছে; ব্যক্তিপর্যায়ের বাকস্বাধীনতাও বাংলাদেশে ততটুকুই। আর এটার প্রকাশের নির্ভর করে সম্পূর্ণভাবে ব্লগের মডারেটরদের উপর। মডারেটরদের রাজনৈতিক, ধর্মীয় এবং ব্যক্তিগত দাড়ি-কমার প্রভাব সাধারণ ব্লগারদের উপর পড়ে না এ কথা আমার বিশ্বাস হয় না।

এই প্রাথমিক টানাপোড়েন যদি ব্লগের নীতিমালায় উল্লেখ করা নিয়মকানুন অনুযায়ী হয়, তবে সেটাতে সরকারের নজরদারী কোনও দরকার নেই। একথায় একমত।

রাজনৈতিক ক্ষমতাধারীরা মুক্তপ্রকাশমাধ্যমের বিরোধিতা করবেই এটা অবধারিত, এখন ব্যপারটা নগ্ন হয়ে পড়েছে। এই যা।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫

ফিউশন ফাইভ বলেছেন: রাজনৈতিক ক্ষমতাধারীরা মুক্তপ্রকাশমাধ্যমের বিরোধিতা করবেই এটা অবধারিত, এখন ব্যপারটা নগ্ন হয়ে পড়েছে। আর আশঙ্কাটা তো সেখানেই।

৭৬| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১১

সারোয়ার হাবিব বলেছেন: ভাই ,বাক স্বাধীনতা@ ঘণ্টা ঢং ঢং করে কোথায় যেন বাজছে। আমরা কেউ জানছি না কে বাজাচ্ছে। শুধু শব্দ শুনছি দূর হতে ভেসে আসছে।

৭৭| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২১

রুমি চৌধুরী বলেছেন: সকল চক্রান্ত প্রতিহত করতে হবে বর্তমানে ও ভবিষ্যতে ........কোন সরকারই যেন এই অন্যায় আবদার না করতে পারে । ধন্যবাদ

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭

ফিউশন ফাইভ বলেছেন: আর সেটা নিশ্চিত করার সময় এখনই। আপনাকেও ধন্যবাদ।

৭৮| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২২

বিডি আমিনুর বলেছেন: ব্লগ কর্ত্রী পক্ষ তাদের নীতিমালা অনুসরন করে নাই যদি নীতিমালা সঠিক ভাবে মেনে চলত তাহলে এই অবস্থা হতনা ।।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮

ফিউশন ফাইভ বলেছেন: নীতিমালা অনুসরণ করেনি - এমন অভিযোগ আমার কাছে ঢালাও বলে মনে হয়। তবে কখনো কখনো নিশ্চয়ই ব্যর্থতা ছিল তাদের।

৭৯| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩

রেজোওয়ানা বলেছেন: বাংলা ব্লগ স্ফিয়ারে দুই লাক্ষের বেশি ব্লগারের মধ্যে মাত্র ৪/৫ জন ব্লগারের পোস্ট চরম ধর্ম বিদ্ধেষী ছিল এবং সেগুলোতে যথারীতি সকল ব্লগার প্রতিবাদ জানিয়েছে, ব্লগের নিয়ম অনুসারে এরা শাস্তিও পেয়েছে। এতদিন পরে যখন 'আমার দেশ' সেই পোস্ট গুলো নিয়ে উঠে পরে লাগলো, তখনই কিন্তু বোঝা যাচ্ছিল এর পেছনে সুদুর প্রসারী কোন চক্রান্ত কাজ করছে!
যখন বেশির ভাগ ভালো' কে এড়িয়ে গিয়ে কেউ স্বল্প' সংখ্যক মন্দকে হাইলাইট করে তখনই বোঝা যায় উদ্দেশ্য মোটেও সাধু নয়!



প্রায় প্রতিটি কমিউনিটি ব্লগের নীতিমালাতেই আপত্তিকর লেখা কিংবা মন্তব্যের জন্য সুনির্দিষ্ট বিধি আছে। এই নীতিমালা জোরদার করলেই যথেষ্ট। এর মধ্যে বিটিআরসি কিংবা সরকারের নাক গলানোর কিছুই নেই.........একমত!


আর ব্লগাদেরও উচিত লেখায়, ভাষায় আরও সতর্ক এবং মননশীল হওয়া। মত প্রকাশের স্বাধীনতা মানে ভাষা'র অপব্যবহারের স্বেচ্ছাচারিতা নয় এটা সবারই মনে রাখা উচিত।

পোস্টের জন্য ধন্যবাদ ফিফা।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮

ফিউশন ফাইভ বলেছেন: নিঃসন্দেহে এখানে বিশেষ গোষ্ঠীর সুদূরপ্রসারী চক্রান্ত আছে। আমার দ্বেষের মতো হলদে প্রপাগাণ্ডা মেশিন যেমন হাতেগোণা কয়েকজন ব্লগারের হাতেগোণা কিছু আপত্তিকর পোস্ট নিয়ে পুরো ব্লগমণ্ডলের বিরুদ্ধেই নিরবচ্ছিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে, তেমনি লক্ষ্য করবেন ব্লগার নামধারী কিছু জামায়াতি প্রেতাত্মাও ব্লগে আশ্রয় নিয়ে ব্লগের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। কাউকে কাউকে দেখছি 'নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ' করার মতো ব্লগে সরকারের হস্তক্ষেপকে স্বাগত জানাচ্ছে। আমি নিশ্চিত, একটা সময়ে গিয়ে আত্মঘাতী এই লোকগুলোই কিন্তু সরকারি হস্তক্ষেপের বলি হবে শুরুতেই।

৮০| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৬

কাফের বলেছেন: যারা প্রকাশে জাতীয় পতাকা পুড়িয়ে সারা দেশেকে অপমান করে তাদের সরকারের মাথা ব্যাথা নেই!
সরকার এখন মানুষের একটু মন খুলে কথা বলার মাধ্যমটিকে চেপে ধরছে!

আমরা মনে হয় পুতুল, সরকার যা দেখাবে আমরা তাই দেখবো, যে ভাবে যা বলতে বলবে আমরা সে ভাবে বলবো! X(( X((

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৯

ফিউশন ফাইভ বলেছেন: জামায়াতিদের নিয়ে সরকার হঠাৎ করেই অস্বাভাবিক নীরব, যেন কোনো মাথাব্যথাই নেই তাদের। যে ব্লগমণ্ডল জামায়াতিদের বিরুদ্ধে সোচ্চার, সেই ব্লগের বিরুদ্ধেই উল্টো উঠেপড়ে লেগেছে সরকার।

৮১| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৮

জোনাক আলো বলেছেন:
এই বলেছি, এই না বলি, এই লিখেছি- ইসসসস...
মন জুড়ালে অল্প করেই জয়ধ্বনি দিস...

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৯

ফিউশন ফাইভ বলেছেন: স্বাদু পদ্য।

৮২| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩২

জুল ভার্ন বলেছেন: বাক স্বাধীনতা (Freedom of speech or expression) হলো সর্বস্তরের মানুষের কথা বলা, বক্তৃতা-বিবৃতি বা মতামত অথবা ধারনা প্রকাশের একটি মৌলিক মানবিক অধিকার। সমার্থকভাবে এটি আবার যে কোনো মিডিয়ার মাধ্যমে কোনো তথ্য বা ধারনা জানা, দেয়া ও তাতে অংশগ্রহণ করার অধিকারও বুঝায়। কিন্তু বিষয়টাকে ব্লগ কর্তিপক্ষেরমত শাসকগোষ্ঠীও শুধু “অধিকার” মনে করে নিজ নিজ স্বার্থে, নিজ নিজ সুবিধাজনক প্রয়োগের ক্ষেত্রে। পছন্দের ব্লগারদের, পেইড ব্লগারদের(পেইড ব্লগার মানে টাকা পয়সা দিয়ে পোষণ অর্থে নয় কর্তিপক্ষের আদর্শগত অর্থে, ব্লগ কর্তিপক্ষের সকল কাজ ‘ইয়েস স্যার’ বলে মেনে নেয়া) সমালোচনা হলেই বাক স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে। আবার সরকারের সমালোচনা করলেই স্বাধীনতা বিরোধী, রাস্ট্রবিরোধী আখ্যায়ীত করে পত্রিকার প্রকাশান বন্ধ/বাতিল, সম্পাদক সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে। তখন কিন্তু এই বাক স্বাধীনতার একমাত্র ধারক ব্লগ কর্তিপক্ষের স্পীকটি নট! গত মাসেই যখন অন্য একটি ব্লগ বন্ধ করা হয়েছিল তখন বর্তমান বাক স্বাধীনতা রক্ষার সেনাপতিরা কোনো প্রতিবাদতো করেননি বরং খুশীতে বগল বাজায়েছেন সোতসাহে-এমন ডাবল স্টান্ডার্ড গোষ্ঠিবদ্ধ হুজুগ প্রকারান্তরে কোন ইতিবাচক ইঙ্গিত বহন করে না। পৃথিবীর কোনো কিছুই বোধকরি নিয়ন্ত্রণহীন নয়। ব্লগ ও ব্লগাররা সমালোচনার উর্ধ্বে থাকা কেউ নন। ব্লগ ও ব্লগারগন রাস্তায় ছেড়ে দেওয়া “ভগবানের গরু” কিম্বা “খোদার খাসী” নয়-যে এদের কোনো নিয়ন্ত্রন থাকবেনা।

ইন্টারনেট বা অনলাইনে তথ্য বিনিময়, মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার চর্চার ধারা অব্যাহত রাখা খুব জরুরি। গণতান্ত্রিক সমাজ গঠনে মুক্ত বুদ্ধির চর্চা ও মত প্রকাশের স্বাধীনতার বিকল্প নেই। জনগণের “সুস্থ্যমত” প্রকাশের অধিকারকে নিয়ন্ত্রণ বা কোণঠাসা করতে পারে এমন ধরনের কোন নীতিমালা প্রণয়ন বা বাস্তবায়ন করা আদৌ কাম্য নয়।

বাক স্বাধীনতা সবার জন্য। তবে এই বাক স্বাধীনতার সুযোগ নিয়ে কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়া কি ঠিক? আপনি, আমি কিম্বা অন্য কেউ যদি ধর্ম না মানি তবে আমাকে/ আপনাকে তো কেউ জোর করে ধর্ম মানতে বলছেনা। শুধু শুধু কেন একটা ধর্মকে নিয়ে নোংরা অশ্লীল কথা বলার সুযোগ করে দিচ্ছেন? ৪/৫ জন ব্লগার ধর্মের বিরুদ্ধে কুতসা করবেন-সেটা আপনাদের কাছে “বাক স্বাধীনতা” কিন্তু যার বা যাদের ধর্মানুভুতিতে আঁঘাত করা হচ্ছে তারা প্রতিবাদ করলেই শাস্তির খড়গ নেমে আসবে-এ কেমন নীতিমালা! “বাক স্বাধীনতা” কি আপনার, আমার কিম্বা কারোর ব্যাক্তিগত কিম্বা মডারেটরের ইচ্ছা অনিচ্ছার প্রয়োগ নির্ভর? বাক স্বাধীনতা আছে তাই বলে কি আপনি কি অন্যের বাক স্বাধীনতার প্রতিবন্ধক হবেন? ক্ষমতা আছে বলেই কি নিজের অপছন্দের কারোর সাথে যখন তখন যেন তেন ভাবে নীতিমালা প্রয়োগ করতে পারবেন?

সাধারন মানুষ সবার জন্য সম নীতিতে বিশ্বাসী, চিন্তাহীন নিয়ন্ত্রণে নয়। আমাদের নীতি-মত প্রকাশের পক্ষে দাঁড়াবার, চিন্তাকে নিয়ন্ত্রণ না করার। নীতি সমতার, মানবতার, মানবাধিকারের-এটাই সত্য কিন্তু সব থেকে বড় নীতি হচ্ছে বিবেকের স্বচ্ছতা। নীতি-একের নীতি অন্যের ওপর চাপিয়ে না দেবার; প্রত্যেককে যার যার মত বাড়তে দেবার। নীতি শান্তিপ্রিয়তার, পারস্পরিক ব্যাক্তি, পারিবারিক মূল্যবোধ, ধর্ম বিশ্বাস, রাজনৈতিক বিশ্বাস প্রয়োগই বাক স্বাধীনতা।কিন্তু কোনো স্বাধীনতাই লাগামহীন হতে পারেনা-লাগামহীন হতে পারেনা বলেই পৃথিবীর সকল দেশে আইন ও বিচার ব্যবস্থা বিদ্যমান। আমরা শান্তিপ্রিয়; তবে চিরন্তন শ্মশানের শান্তির প্রতিজ্ঞা নিয়ে কেউ আসিনি এখানে। প্রয়োজনে আমরা গর্জে উঠতে জানি, ইতিহাস সাক্ষী। এখানে ততটুকুই নিয়ন্ত্রণ, যতটুকু হলে বাঁধ দেয়া নদী হয়ে ওঠে শক্তির আধার; যতটুকু হলে আগুন কিংবা গতিময়তা হয়ে ওঠে দরকারি হাতিয়ার।

বাংলাদেশ একটি শান্তি প্রিয় দেশ। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার বছরের সহাবস্থানের ঐতিহ্য-সেই ঐতিহ্য রক্ষা করছি আত্মার বন্ধনে, মানবিক মূল্যবোধে-অবশ্যই কোনো সরকারী নির্দেশে নয়, অবশ্যই কোনো ব্লগ, ব্লগারদের সুশীলতার ছদ্মাবরণের নয়। আমরা শান্তি প্রিয়, ধর্মান্ধ নই কিন্তু ধর্ম ভীরু, তবে এটা বিশ্বাস করিনা যে মানুষ মেরে বা অন্য ধর্ম ও ধর্মাবলম্বীদেরকে গালি দিয়ে কখনো নিজের আদর্শ মহাত্ব প্রকাশ করা যায়। আবার তেমনি ভাবে আমার ধর্মের ধর্মীয় বিধান নিয়ে কটুক্তি ও নিরবে সহ্য করিনা-আমাদের প্রতিবাদের ভাষা অহিংস।

সর্বশেষ, বাক স্বাধীনতার পক্ষে যেমন সবার সোচ্চার থাকা উচিত, আবার এর অপব্যবহার থেকেও সচেতনভাবে বিরত থাকাই হবে সবার জন্য কল্যাণকর।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০

ফিউশন ফাইভ বলেছেন: আপনার সঙ্গে এ নিয়ে কোনো দ্বিমত নেই যে, বাকস্বাধীনতা মানে অবশ্যই স্বেচ্ছাচারিতা নয়। ইসলামকে চরমভাবে অপমান করা হয়েছে - ইন্টারনেটজুড়ে এমন হাজার হাজার ওয়েবসাইট থাকলেও, ফেসবুকে হাজারটা গ্রুপ বহাল থাকলেও আমি মনে করি সামহোয়্যারইনের মতো কমিউনিটি ব্লগে ধর্মাবমাননা তো বটেই, এমন কোনো কিছুই করা উচিত নয়, যা অন্যের অনুভূতিতে আঘাত করে। আপনার ভাষায়ই বলি, বাক স্বাধীনতার পক্ষে যেমন সবার সোচ্চার থাকা উচিত, আবার এর অপব্যবহার থেকেও সচেতনভাবে বিরত থাকাই হবে সবার জন্য কল্যাণকর।

তবে এরপরও কথা আছে। ইউরোপে এই এখনো নাৎসী প্রচারণা পুরোপুরি নিষিদ্ধ। এই সেদিন গ্রিসে অনুল্লেখ্য নাৎসী প্রচারণার দায়ে এক ক্রীড়াবিদকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও স্বাধীনতাবিরোধী শক্তির বাক-স্বাধীনতা থাকা উচিত নয়। কারণ এরা কেবল বাংলাদেশের শত্রুই নয়, মানবতারও শত্রু। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সোনারবাংলাদেশ ব্লগের মতো জামায়াতি প্রপাগাণ্ডা ব্লগ, যেখান থেকে ব্লগার খুনের দিকনির্দেশনা দেওয়া হয় আর আমার দ্বেষের মতো হলদে জামায়াতি প্রপাগাণ্ডা মেশিনও সাধারণ করুণা পাওয়ার অনুপযুক্ত। মাহমুদুর রহমানের মতো মানসিক রোগীর স্থান পাগলা গারদেই হওয়া উচিত।

৮৩| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পোষ্টের বক্তব্যের সাথে সহমত।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০

ফিউশন ফাইভ বলেছেন: ধন্যবাদ। নিজেদের বাক-স্বাধীনতার অধিকার রক্ষার জন্য লড়তে হবে নিজেদেরকেই।

৮৪| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫১

আমি মোঃ চয়ন বলেছেন: আপনার কিছু কথার জবাব দেই,



না ভাই, সেগুলো ইগনোর করা যায় না। কারন সেগুলো আমার-আপনার প্রিয় সামুতে লেখা। মানুষ রাস্তাঘাটে হওয়া অন্যায় সহ্য করলেও নিজ ঘরে তা সহ্য করেনা।



ব্লগ নীতিমালার আলোকেই ব্যবস্থা নেওয়া যদি খুব সহজ একটি কাজ হয় তবে তা কেন ঠিকমত করা হয়নি ??



নাস্তিক ব্লগার অনেক আছে। কিন্তু ধর্মবিদ্বেষী ব্লগার ১০-১৫ জন হবে। তো তাদের অনৈতিকভাবে রক্ষা করায় আজ পুরো ব্লগই যদি হুমকির মুখে পড়ে তবে এর দায় কার ? আপনার না আমার ? নাকি ঐ ধর্মবিদ্বেষী ব্লগারদের অনৈতিকভাবে রক্ষাকারী মডারেটরদের ????

সাধারন ব্লগাররা বহুবার মডারেশনকে চিৎকার করে বলেছে, ধর্মবিদ্বেষী নাস্তিক ব্লগারদের তোষন করবেন না। এরাই একদিন আপনাদের জন্য কাল হয়ে দাড়াবে। আজ তাই হয়েছে।:|

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫১

ফিউশন ফাইভ বলেছেন: 'ইগনোর' করা-না করা আসলে যে কারো রুচিবোধের ওপর নির্ভর করে। রাস্তায় যদি একটি ধর্ষণের ঘটনা ঘটে, কেন আপনি সহ্য করবেন? অন্যায় - ঘরে হোক কিংবা দূরে - সেটি সবসময়ই অন্যায়।

ব্লগ নীতিমালার আলোকে গত সাত বছরে ধর্মাবমাননাকারী অনেকের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নিয়েছে। সেটি যদি আপনার নজর এড়িয়ে যায়, তাহলে তো কিছু করার নেই। আগেই বলেছি, সামহোয়্যারইন কখনোই ধর্মাবমাননাকারী কোনো ব্লগারকে নৈতিক কিংবা অনৈতিকভাবে রক্ষা করেনি, তোষণও করতে দেখিনি। ব্লগার হিসেবে আমরা সাধারণ হতে পারি, কিন্তু আমাদের চোখ তো অন্ধ নয়।

৮৫| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫১

joos বলেছেন: অমি পিয়াল-সুশান্তরা নতুন প্রজন্মের দালাল। এরা আন্দোলনে কিংবা ব্লগোস্ফিয়ারে লীগের দালালী ছাড়া আর কিছুই করছে না। গত পরশু এদের ভণ্ডামির নমুনা দিয়ে একতা পোস্ট দিয়েছিলাম, আজকে দিব দ্বিতীয় পার্ট.।

অমি-সুশান্ত'র মত ২০১৩ এর রাজাকারগুলারে কোনভাবেই পার পাইতে দেওয়া যাবে না। এদের প্রতিহত করতে হবে অনলাইনে এবং অফলাইনে। সতর্ক হওয়ার এখনই সময়।

ধন্যবাদ ফিউশন ফাইভ

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২

ফিউশন ফাইভ বলেছেন: নিকৃষ্ট দলবাজির ততোধিক নিকৃষ্ট উদাহরণ এরা। দেশ নয়, মুক্তিযুদ্ধের চেতনা নয় - এরা সবসময়ই ব্যস্ত আওয়ামী লীগের স্বার্থরক্ষায়। আপনার পোস্টটি তখনই দেখার সুযোগ হয়েছে। ধন্যবাদ।

৮৬| ২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬

টানিম বলেছেন: ধন্যবাদ ফিউশন ফাইভ

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২

ফিউশন ফাইভ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৮৭| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০১

স্বপ্নরাজ বলেছেন:


@বাক স্বাধীনতা আপনাকেও ধন্যবাদ।

@জুলভার্নভাই দারুন কমেন্ট।

৮৮| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৬

সাইফুর বলেছেন: সরকারের হস্তক্ষেপের জন্য সামহয়্যারইন কিছুটা হলেও দায়ী। নাস্তিকতার নামে নোংরামির সময় বহু প্রতিবাদকারী ব্যান খায় অথচ নোংরামী যারা করে তারা বহাল তবিয়তে থাকে। এখন এতবছর পরে সেই রিএকশনে যখন সবাই ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে তখন সেই দায় অবশ্যই সামহয়্যারইনেরও আছে।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩

ফিউশন ফাইভ বলেছেন: কোনো কোনো ক্ষেত্রে সামহোয়্যারইন কর্তৃপক্ষের ব্যর্থতা যে নেই - তা কিন্তু কেউ বলছে না। কিন্তু ঢালাওভাবে তাদের দায়ী করাটা তাদের প্রতি অবিচারই বৈকি।

৮৯| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৮

সাইফুর বলেছেন: জুলভার্ন ভাইয়ের কমেন্টের সাথে একমত। ওনার ফেসবুক স্টেটাস দেখেই আসলাম। সামহয়্যারইনের নিলজ্জ নাস্তিক তোষনের নামে ইসলাম বিরোধীতা দেখে অনেক আগেই এখান থেকে হাত পা ধুয়ে নিয়েছি।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৪

ফিউশন ফাইভ বলেছেন: বহুদিন পর আপনাকে দেখলাম ব্লগে। ভালো থাকুন।

৯০| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯

জুল ভার্ন বলেছেন: @ সাইফুর, তোমার মন্তব্যে শতভাগ সমর্থন জানাই।

৯১| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯

মাহমুদা সোনিয়া বলেছেন: ভালো লিখেছেন।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৪

ফিউশন ফাইভ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৯২| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৯

সাইফুর বলেছেন: এখানে নবীকে নিয়ে নোংরা কথা হলে ব্যান খায় না। অথচ নেতানেত্রীদের নিয়ে কিছু বললে ব্যান খেতো।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫

ফিউশন ফাইভ বলেছেন: কখনো হয়তো সিদ্ধান্ত প্রয়োগে দেরি হয়ে থাকতে পারে, কিন্তু এমন একজন ব্লগারের নাম বলতে পারবেন, ধর্মাবমাননা করে যিনি এই এখনো সামহোয়্যারে বহাল তবিয়তে আছেন? আমি জানি পারবেন না। ভালো থাকুন।

৯৩| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১০

শিক্ষানবিস বলেছেন: এই অবস্থার জন্য আমরা ব্লগাররা অনেকাংশে দায়ী। গতমাসে একটি ব্লগ কোন কারণ ছাড়াই বন্ধ করা হয়েছিল আমাদের ভিআইপি ব্লগারদের দাবীর কারণে। আমি নিজে দেখেছি ব্লগার ইমরান সরকার শাহবাগে বসে সেই ব্লগটি বন্ধ করার জন্য একটি লিখিত বক্তৃতা পড়ে চেচাচ্ছে। এরপর ব্লগটি বন্ধ করা হল। তখন এখানে কোন প্রতিবাদ দেখিনি।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫

ফিউশন ফাইভ বলেছেন: ইউরোপে এই এখনো নাৎসী প্রচারণা পুরোপুরি নিষিদ্ধ। এই সেদিন গ্রিসে অনুল্লেখ্য নাৎসী প্রচারণার দায়ে এক ক্রীড়াবিদকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও স্বাধীনতাবিরোধী শক্তির বাক-স্বাধীনতা থাকা উচিত নয়। কারণ এরা কেবল বাংলাদেশের শত্রুই নয়, মানবতারও শত্রু। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সোনারবাংলাদেশ ব্লগের মতো জামায়াতি প্রপাগাণ্ডা ব্লগ, যেখান থেকে ব্লগার খুনের দিকনির্দেশনা দেওয়া হয় আর আমার দ্বেষের মতো হলদে জামায়াতি প্রপাগাণ্ডা মেশিনও সাধারণ করুণা পাওয়ার অনুপযুক্ত। মাহমুদুর রহমানের মতো মানসিক রোগীর স্থান পাগলা গারদেই হওয়া উচিত।

৯৪| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১১

ভাবনার মেশিন বলেছেন: সামাজিক শৃঙ্খলার জন্য যদি সরকার কিছু করে থাকে তবে আমি একমত সরকারের সাথে। এখানে তো সব ব্লগার এর ক্ষতি হচ্ছে না। তাহলে কেন এটা সবার উপর নিচ্ছেন। আপনার আমার মত সহনশীল সবাই না। দেশের মানুষ ১৬ কোটি। আর ব্লগে নাস্তিকতার নাম দিয়ে গালাগালির চর্চা করে খুব বেশী হলে ১০০০ জন। তাহলে এই গালাগালি যখন রুট লেভেলে মানুষের কানে যাবে যাদের কাছে একমাত্র শান্তির বিষয় তাদের ধর্ম তাদের গালাগালি - মারামারির মূল্যও আমাকে - আপনাকে দিতে হবে।এবং আমরা দিচ্ছি।

জী, মানুষ অন্ধ। তারা চাঁদে সাইদি কে দেখে। আমার - আপনার কাছে তা হাস্যকর। কিন্তু চাঁদ দেখতে গিয়ে যখন তারা প্রান দিচ্ছে, পুলিশ মারা যাচ্ছে, ক্ষতি হচ্ছে হাজার কোটি টাকা তখন শান্ত করতে সরকার যদি গুলি চালাতে পারে তবে দু একজন ব্লগার কে বেন করলে এত কি আসে যায়।

খুব হাস্যকর লাগে, দিনে ৭০ জন মানুষ মারা গেল, তখন সেটা সরকারের আগ্রাসন ছিলনা আপনাদের কাছে !!!



আজকে মোল্লাদের অপবাদ দিচ্ছেন। যে মোল্লারা মিছিল করছে তারা তো আপনাকে কলেমা পড়াতে আসেনি ব্লগে কোনদিন। কিন্তু আপনারা কি করেছেন ? ধর্ম মানেন না ভালো কথা। কিন্তু প্রতিদিন গালি দেয়া তো মত প্রকাশ হতে পারেনা।

কেউ আপনার পরিবার এর কাছের মানুষদের অকারনে প্রতিদিন গালি দিয়ে দেখুক , আপনি কতদিন সহ্য করেন?

জানি , সুশীলতা দেখিয়ে বলবেন আমি এরিয়ে যাব। আমিও তাই করি। কিন্তু সবাই আমার আপনার মত সুশীল কেন হবে।

এখন সামান্য কিছু হলেই জামাত - শিবির তার সুযোগ নিতে চাইবে, এবং তারা নিয়েছেও। আর এই সুযোগ কিছু ব্লগার তুলে দিয়েছে তাদের হাতে।যখনই ধর্ম নিয়ে , থাবা বাবা নিয়ে শাহবাগ থেকে বক্তব্য দেয়া হল তখনই জামাত শিবির সেটা নিয়ে খেলল, তার পূর্ব পর্যন্ত অনেক অপচেষ্টা করেও তারা কিছু করতে পারেনি।


এক ধর্মের ধর্ম গুরুর বিকৃত ছবির পোস্টও ব্লগ নির্বাচিত পোস্ট এর তালিকায় রেখেছে দীর্ঘ সময়। যখন ইনোসেন্স অব মুস্লিম নিয়ে তোলপাড় তখন আমার ব্লগ এবং সচলায়তন সেই ছবি বাঙলায় ডাবিং করে ফেসবুকে - ব্লগে বিজ্ঞাপন দিয়েছে। ভাবেন তো একবার যদি এই কারনে কেউ লিবিয়ার মত কোন বিদেশী রাষ্ট্রদূত কিংবা দেশী গুরুত্বপূর্ণ কাউকে হত্যা করা হত তবে কি হত!! সেদিন্ন কোথায় ছিলেন।

জানি , সেদিনও ছিলেন। তবে মতপ্রকাশের নামে তাদের পিঠ চাপড়ে দিয়েছেন।


ধর্ম মানি আর না মানি, শান্তিতে থাকতে চাই। হরতালে যদি নাশকতা কারীদের উপর সরকার গুলি চালাতে পারে, মানুষের প্রান যেতে পারে তবে সেই একই কারনে কারো মুখ বন্ধ করে দিলে আমাদের কিছু আসে যায়না।

আমরা তো প্রতিদিন সরকারের বিরুদ্ধে বলি, কই , সরকার তো কিছু বলেনা। ব্লগ, পেপার , কিছুই বন্ধ করতে আসেনা এ কারনে। তবে আপনারা এমন কি বলেন যে সরকার থেকে শুরু করে সাধারন মানুষ সবাই খেপল??


আমি সেদিন নুঝুম মজুমদার কে গালি দিয়ে পোস্ট দিয়েছি, আবার সেই পোস্ট ডিলিট করে দিয়েছি এই কারনে যে গালা গালি শুধু সমাজে অস্থিরতা তৈরি করে,

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬

ফিউশন ফাইভ বলেছেন: আপনি যতো সহজভাবে বিষয়টি দেখছেন, বিষয়টি যে অতো সহজ নয় - সেটি বুঝবেন সামহোয়্যারইনের ট্রান্সপারেন্সি রিপোর্টটি একনজর দেখলে। এখনই যখন ব্লগ নিয়ে সরকারের এই অবস্থা, ক্ষণে ক্ষণে প্রতিপক্ষ ব্লগারদের পোস্ট মোছার দাবি, ব্যান করার দাবি - সামনে আইন-কানুন-নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে ব্লগারদের যে কী পরিণতি হবে, সেটা নিশ্চয়ই অনুমান করতে পারেন।

ঘরে বিবাদ থাকতেই পারে, কিন্তু তার জন্য সরকারি পুলিশ ডেকে আনা কিংবা পুলিশকে স্বাগত জানানো হবে আত্মঘাতী।

৯৫| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬

সাইফুর বলেছেন: বলতে পারেন এখানে নাই তাও বলি কিজন্য? যত কিছুই হোক সামহয়্যারইনের জন্য একটা মায়া আছেই। সেটা থেকেই বলা , আর কিছুনা

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭

ফিউশন ফাইভ বলেছেন: আপনাদের জন্য আমাদেরও মায়া আছে। মনে পড়ে এই ব্লগে সেই দিনগুলির কথা...

৯৬| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২০

এ বি এম হায়াত উল্লাহ বলেছেন: @জুল ভার্ন@ ভাইয়ের সাথে সহমত ।।

৯৭| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩

সাইফুর বলেছেন: কি দরকার? থাকিনা নিজের বিশ্বাস নিয়ে......
বাংলা ব্লগ দিবসে সবাইকে অভিনন্দন। এবং প্রাসঙ্গিক কিছু ভাবনা।
আস্তিক এবং নাস্তিক ভাবনা (একান্তই আমার নিজস্ব অনুভূতি)

হয়ত সরাসরি সম্পর্কযুক্ত না লিংকগুলো। তাও দেখতে পারেন।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭

ফিউশন ফাইভ বলেছেন: তিনটি লেখাই কোনো না কোনো দিক থেকে গুরুত্বপূর্ণ। শেয়ার করার জন্য ধন্যবাদ।

৯৮| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬

লুৎফুল কাদের বলেছেন: সামহোয়্যারইন নিরীহ ভালো লেখক ব্লগারদের প্রতি সহনশীল যতটা সহনশীল ধর্ম বিদ্বেষী(ইসলাম ধর্ম, মহানবী এবং পবিত্র কোরআন বিরোধী)ব্লগারদের ব্যাপারে। সামহয়য়ারইন ব্লগ কর্তিপক্ষের কার্যক্রমে বোঝা যায় এই ব্লগটা নির্দিষ্ট শ্রেনীর চিন্তাচেতনার ধারক,বাহক ও প্রকাশক। ইদানীং দেখা যাচ্ছে সামুর কতিপয় ব্লগার স্বাধীনতা বিরোধীতাকারীদের বিরোধিতার নামে মুলত ইসলাম ধর্ম, কোরআন, আর মহানবী(সঃ)কেই অশ্লীলতায় জর্জরিত করছে! জাতীয়তাবাদী চেতনার ব্লগারদের দূরাবস্থার কথা নাই বলি! ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য সব ধর্ম সামুতে জায়েয, মুসলমানদের কোরআন শরীফ ভিন্ন অন্যান্য ধর্মীয়গ্রন্থ সহ সব কিছুই সামুতে জায়েজ! কতিপয় ব্লগার রাজাকার, স্বাধীনতা বিরোধীদের সামনে রেখে-ইসলাম ধর্ম, মুসলমান, পবিত্র কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য, অবমাননা করেই যাচ্ছে-সেখানে মডারেটর নির্বিকার! আসিফ মহিউদ্দীনদের বাক স্বাধীনতার নামে সাহোয়ারইন কর্তিপক্ষের নির্দেশনায় এখন পর্যন্ত সামুতে যেভাবে পবিত্র কোরান, ইসলাম ধর্ম এবং মহানবী(সঃ)কে অবমাননা করে ব্লগিং হয়েছে-তা পৃথিবীর ইতিহাসে অন্য কোথাও কোনোদিন হয়েছে কিনা আমার সন্দেহ।

সামহয়য়ারইন ব্লগ কর্তিপক্ষের তথাকথিত "বাক স্বাধীনতা"র ধোঁয়াকে ঘৃণা করি এবং সরকারের কাছে আবেদন জানাই-সুষ্ঠ তদন্তের মাধ্যমে কোরান, ইসলাম, মহানবী(সঃ)কে অবমাননাকারীদের পৃষ্ঠপোষক সামহোয়ারইন কর্তিপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হোক।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮

ফিউশন ফাইভ বলেছেন: আমার অভিজ্ঞতায় বলতে পারি, সহনশীলতার দিক থেকে সামহোয়্যারইনের কোনো তুলনা হতে পারে। এটিই একমাত্র ব্লগ, যেখানে স্বয়ং কর্তৃপক্ষকে অশ্রাব্য-অশালীন গালিগালাজ করেও আপনি নিরাপদে থাকতে পারবেন। আমি দেখেছি, কোনো দুষ্টচক্রের হাজার অভিযোগেও সামহোয়্যার টলেনি। কিন্তু যখনই কেউ নীতিমালা লঙ্ঘন করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তারা - সে হোক নাস্তিক কিংবা আস্তিক, জাতীয়তাবাদী কিংবা আওয়ামী, ডান কিংবা বাম। ভেবে অন্তত একজন ব্লগারের নাম বলুন তো, যে কিনা এই এখনো ব্লগে ধর্মাবমাননা করে বহাল তবিয়তে আছে?

খোদ সামহোয়্যারইনে বসেই আপনি লিখলেন- ‌"কোরান, ইসলাম, মহানবী(সঃ)কে অবমাননাকারীদের পৃষ্ঠপোষক সামহোয়ারইন কর্তিপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হোক।" জানবেন, আপনার এই বাক-স্বাধীনতা রক্ষার জন্যই আমরা লড়ছি।

৯৯| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৩

ভাবনার মেশিন বলেছেন: আমি জীবনেও সোনা ব্লগে যাইনি, আমারদেশ, নয়াদিগন্তও পরিনা। এগুলো যখন বিশৃঙ্খলার জন্য বন্ধ করারা কথা বলা হল আমি প্রতিবাদ করিনি, কিন্তু আপনারা এগুলো বন্ধের জন্য উঠে পরে লেগেছেন। কোথায় ছিল বাক স্বাধীনতা? শুধু এইটার উত্তর দেন?

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮

ফিউশন ফাইভ বলেছেন: ইউরোপে এই এখনো নাৎসী প্রচারণা পুরোপুরি নিষিদ্ধ। এই সেদিন গ্রিসে অনুল্লেখ্য নাৎসী প্রচারণার দায়ে এক ক্রীড়াবিদকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও স্বাধীনতাবিরোধী শক্তির বাক-স্বাধীনতা থাকা উচিত নয়। কারণ এরা কেবল বাংলাদেশের শত্রুই নয়, মানবতারও শত্রু। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সোনারবাংলাদেশ ব্লগের মতো জামায়াতি প্রপাগাণ্ডা ব্লগ, যেখান থেকে ব্লগার খুনের দিকনির্দেশনা দেওয়া হয় আর আমার দ্বেষের মতো হলদে জামায়াতি প্রপাগাণ্ডা মেশিনও সাধারণ করুণা পাওয়ার অনুপযুক্ত। মাহমুদুর রহমানের মতো মানসিক রোগীর স্থান পাগলা গারদেই হওয়া উচিত।

১০০| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯

ব্লাক উড বলেছেন: সামহোয়্যারইন ব্লগ কর্তিপক্ষের দুষ্টু বুদ্ধির(কুবুদ্ধি)র জন্যই আজ সরকার কিম্বা কর্তিপক্ষ ব্লগে হস্তক্ষেপ করার সুযোগ পাচ্ছে কারন-সামহোয়্যারইন ব্লগ কর্তিপক্ষের তৈরী করা আসিফ মহিউদ্দিন, কৌশিক, সবাক, ঘনাদা,পারভেজ আলমরা দিনের পর দিন ইসলাম ধর্মানুরাগীদের প্রতি বিদ্বেস ছড়িয়েই যাচ্ছিল-যারাই ওদের লেখার প্রতিবাদ জানিয়েছে-সাথে সাথে সেইসব ব্লগারদের ব্যান করা হয়েছে। সামু কর্তিপক্ষ বলুক-এখন পর্যন্ত আসিফ মহিউদ্দিন, কৌশিকদের লেখার বিরোধীতা করায় কত সহস্র নিককে শাস্তি পেতে হয়েছে? সরকার যদি প্রথম থেকেই কঠোর অবস্থানে থাকতো-তাহলো সামুর মাধ্যমে ইসলাম ধর্মের বিরুদ্ধে এমন নোংরামী কেউ করতে পারতোনা।বাক স্বাধীনতা চাই কিন্তু বাক স্বাধীনতার নামে সামুকে ইসলাম ধর্ম, পবিত্র কোরান ও মহা নবীর বিরুদ্ধে অশ্লীল নোংরা বকোয়াজ কুপ্রচারণা চালানোর সুযোগ অবিলম্বে বন্ধ করা হোক।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯

ফিউশন ফাইভ বলেছেন: আমরা জানি, সামহোয়্যারইনে ধর্মীয় অবমাননাসূচক কিছু লেখা যেমন নীতিমালার পরিপন্থী, তেমনি সেই লেখার বিরোধিতা করতে গিয়ে ব্লগে পরিকল্পিত অরাজকতা তৈরির চেষ্টাও ওই নীতিমালার পরিপন্থী।
প্রকৃতপক্ষে এটা আমাদের বুঝতে হবে যে, আইন করে পুলিশ ডেকে ইন্টারনেট থেকে ধর্মবিরোধী লেখা বন্ধ করা যাবে না কখনোই। এটা পুরোপুরি অবাস্তব। এই বাংলাদেশে গুগলের ব্লগস্পট অ্যালেক্সা রেংকিংয়ে আছে চার কি পাঁচ নম্বরে। এর মানে হল ব্লগস্পট বাংলাদেশে অসম্ভব জনপ্রিয়, আরো বাড়িয়ে বললে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কাছেই জনপ্রিয়। এই জনপ্রিয় ব্লগস্পটে অন্তত ১০ হাজার ব্লগ পাবেন, যাতে ইসলাম ধর্মের চরমতম অবমাননা করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের তা নিয়ে তো মাথাব্যথা নেই। কোটি মোল্লা নামলেও সেই ব্লগস্পট কিংবা ওয়ার্ডপ্রেস থেকে ধর্মাবমাননামূলক একটি লেখা সরাতে পারবে? কখনোই না। প্রকৃতপক্ষে আমরা হয়তো কোথাও কোথাও সাময়িক বাধা তৈরি করতে পারি, কিন্তু নেটজগত থেকে মুক্তমত কখনোই বন্ধ করা যাবে না - এই বাস্তবতাটি আমাদের বুঝতে হবে।

১০১| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বাংলা ব্লগ এর সংকট মুহূর্তে সঠিক পদক্ষেপটিই নিক প্রিয় ব্লগ সামু এবং আমাদের পূর্ণ সমর্থন রয়েছে সামুর প্রতি। শুধু ব্লগারদের নিরাপত্তা যেন কোনভাবে ক্ষুণ্ণ না হয়!

অনেক কিছু জানতে পারলাম যে সব জানা ছিল না।

পোস্টটি স্টিকি করে সামুর দৃষ্টিভঙ্গি জানালো হয়েছে দেখে অনেক ভাল লাগলো, এই বিষয়ে পরিষ্কার বক্তব্যের আশায় ছিলাম।

বাক স্বাধীনতার সাথে বাক দায়িত্বশীলতার জয়ই দেখতে চাই।

৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯

ফিউশন ফাইভ বলেছেন: সুন্দর বলেছেন - বাক স্বাধীনতার সাথে বাক দায়িত্বশীলতার জয়ই দেখতে চাই।

১০২| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: মিডিয়া গুলো ব্লগকে প্রতিদন্ডি ভাবতে শুরু করেছে..প্রথম আলো নাস্তিক ব্লগাদের নিয়ে লিখেছে লিখেছে আমার দেশ আর সরকার সুপরিকল্পিত ভাবে স্বাধীনভাবে বলা ও বাকস্বাধীনতার ওপর কঠোর নিয়ন্ত্রণ আনতে চাচ্ছে....অতি মাত্রায় সরকার তোষণ করে কি লাভ হয়েছে কে জানে?হয়তো কট্টর পন্থি আওয়ামীলীগার কোন ব্লগ চালাচ্ছেন শিবির পন্থি কিছু হয়তো আছেন..এদের চক্ষুশূল হয়েছে ব্লগ......আওয়ামীলীগ যে প্লেটে খাবার খায় সেই প্লেট ফুটো করে এ আর নতুন কি?ব্লগারদের ইউজ করে এখন তাদের সাইজ করে দাও নাহলে ভবিষ্যতে ব্লগ বড় হুমকি হতে পারে।বেশি বাড়াবাড়ি করলে ফলাফল হবে খুব খারাপ ।দেশের সকল মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।

৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২

ফিউশন ফাইভ বলেছেন: হ্যাঁ, আমারও মনে হয়, সরকারের মনে এই ধারণা এসেছে যে, ব্লগকে এখনই 'সাইজ' করা না হলে সেটা আরো বড়ো মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং এখনই ব্লগকে সাইজ করো।

সরকারের যে কোনো ধরনের হস্তক্ষেপের বিরুদ্ধে সজাগ থাকতে হবে আমাদের। ধন্যবাদ।

১০৩| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২

মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: ভাল লাগা।

৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২

ফিউশন ফাইভ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০৪| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২

মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: ভাল লাগা।

১০৫| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩

তানভীর আহমেদ সজীব বলেছেন: প্রিয় ফিউশন ফাইভ, আপনার মাধ্যমে কিম্বা হালের দূর্যধন নিক থেকে এমন একটি "ফরমায়েশী" পোস্ট আসবে এবং সেই পোস্ট স্টিকি হবে-তা ভেবেই নিয়েছিলাম। আপনি সঠিক ভাবে দায়িত্ব পালন করেছেন দেখে মজাই লাগছে!

আমি সামহোয়্যারইনের একজন নগণ্য ব্লগার। নিজেকে এই ব্লগের ভালো ভালো লেখক গোষ্ঠির লেখার একজন পাঠক ভাবতে খুব ভালবাসি। আরো বেশি ভালবাসি সামুকে নিজের বর্ধিত পরিবার বলে ভাবতে।

বিগত বছর খানেক যাবত সামুতে বেশ কিছু ঘটনা ঘটেছে যা আমার মনে গভীর ভাবে দাগ কেটেছে। আমি এক এক করে সেগুলো উল্লেখ করে কাউকে আহত করতে চাইনা। কারন আহত হবার তালিকাটা অনেক দীর্ঘ তবে সেই তালিকাটা অবশ্যই কালানুক্রমিক নয় এবং এই ঘটনাগুলো ছাড়াও আরো অনেক ঘটনা নিশ্চয়ই ঘটেছে যা আমার নজর এড়িয়ে গিয়ে থাকতে পারে। কাজেই কোন ভাবেই অনুল্লেখিত খারাপ লিস্টিটা পুর্নাঙ্গ কিছু নয়। বরং একে সাম্প্রতিক সামুতে নিয়মিত ঘটে যাওয়া কিছু অনাকাংখিত ঘটনার স্ন্যাপশট ধরে নিতে পারেন।

সংখ্যা গুনে গুনে অনেক উদাহরণ হয়ত আমি দিতে পারি। এর কিছু কিছু উদাহরণে আছি আমরা সবাই-কাজেই কাউকে আলাদা করে কিছু বলতে চাইনা। যেহেতু আমরা সবাই কম বেশী ভুল করি-কেউ ভুল করি পরিকল্পিত ভাবে, কেউবা ভুল করি নাবুঝে কিম্বা ভুল করার পর বুঝি-আমি ভুল করেছি! আমরা কেউ ভুল থেকে নিজেকে শুধরিয়ে নেই, কেউ কর্তৃপক্ষের আসকারা পেয়ে আরো বেপরোয়া হয়ে গোত্রীয় আক্রমনে ছিন্নভিন্ন করে দেয় ভিন্ন মতাবলম্বীকে! এদেরমধ্যে শেষোক্ত শ্রেনীই বর্তমানে সামু নিয়ন্ত্রণ করছে-যার কারনে সামু এখন লজ্জা, ঘৃণার আর অশ্লীলতার একটি ভার্চুয়াল প্লাটফরম!

সামুর অধোগতিতে খুব কষ্ট পেয়ে বছর দুই আগে "সামু ব্লগীয় সংস্কৃতি" শিরোনামে একটি পোস্ট লিখেছিলাম-যেখানে সামুতে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় তুলে ধরেছিলাম এবং সেই পোস্ট ব্যপক পাঠকদের সমর্থন পেয়েছিল। কিন্তু দূর্ভাগ্য জনক ভাবে আমার সেই পোস্ট মডারেটর ড্রাফট করে নেয় এবং আমাকে জেনারেল স্টাটাস দেয়! কিন্তু সামুতে কোনো বিতরকিত ব্লগারদের লেখা কখনওই ড্রাফট করাতো দুরের কথা বরং সব সময়ই প্রতিবাদী ব্লগারদের নিক ব্যাণ সহ নানা প্রকার শাস্তি দেয়া হয়েছে। বাক স্বাধীনতা রক্ষার নামে সামুতে ব্যক্তির বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে সকল অশ্লীলতা, গালাগাল, নেতা নেতৃদের বিরুদ্ধে নোংরামী বন্ধ হোক-তবেই কারো বাক স্বাধীনতার জন্য মায়াকান্না দেখাতে হবেনা।

ধন্যবাদ।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৭

ফিউশন ফাইভ বলেছেন: প্রিয় সজীব, ব্লগারদের মধ্যে নানা পেশার লোক আছে জানি। এখন দেখছি আমাদের মধ্যে একজন 'প্রফেসর হাওলাদার'ও আছেন, যিনি আগেভাগেই জানেন একটি ফরমায়েশি পোস্ট আসবে এবং সেটি স্টিকিও হবে। আপনার এই অসামান্য প্রতিভায় মুগ্ধ আমরা।

সামহোয়্যারের মতো একটি জনাকীর্ণ ব্লগে সবকিছুই মসৃণভাবে চলবে - এমনটি আমরা কেউই আশা করতে পারি না। একজন নগণ্য ব্লগার হিসেবে বাইরে থেকে কর্তৃপক্ষের কর্মকাণ্ড যেটুকু দেখার সুযোগ হয়েছে, তাতে কর্তৃপক্ষকে কখনোই পক্ষপাতদুষ্ট বলে মনে হয়নি। কর্তৃপক্ষের রুচি সম্পর্কে মোটামুটি আমার একটি ধারণা আছে, সেদিক থেকে আমার কখনো মনে হয়নি, তারা বিশেষ কোনো ব্লগার কিংবা গোষ্ঠীকে অনৈতিকভাবে প্রশ্রয় দিচ্ছে। তবু আমি বিশ্বাস করছি, এই ব্লগে এমন কিছু ঘটনা ঘটেছে, যা আপনার মনে দাগ কেটেছে গভীরভাবে। কিন্তু এটাও সত্যি যে, ঘরে বিবাদ থাকবেই, মন খারাপের মেঘ জমবেই, কিন্তু তার জন্য পুলিশ ডেকে আনাই কি বোকামি নয়?
ধন্যবাদ আপনাকে।

১০৬| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩

joos বলেছেন: আমুঃ সামু ব্লগ ছাগু-তোষনকারী ব্লগ। এবং একই সাথে তারা নাস্তিকদেরও প্রমোট করে। সামু খ্রাফফফ...

সামুঃ জ্বী না, আমরা মুক্ত প্লাটফর্ম। আমাদের ৯৯%-ই ভাল (খালি হিটের লোভটা সামলাইতে পারি না আর কি)

** মাঝখান দিয়ে ছাগলের তিন নাম্বার বাচ্চা সোনাব্লগ পটল তুলিলো**

বিটিআরসিঃ বুলগ লইয়া চুদুরবুদুর ছইলতো ন। আমরা ফাস্ট চান্সে আরো কয়েকটা বুলগ আইডি খাই দিতাম ছাই...

বাকীটা লিঙ্কে

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৭

ফিউশন ফাইভ বলেছেন: এই লেখাটি খুবই মজার হয়েছে। :)

১০৭| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬

লক্ষ্যভেদী বলেছেন: বাক স্বাধীনতার নামে ইসলামের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেস ছড়ানোর একমাত্র প্লাটফর্ম সামহোয়্যারইন ব্লগ, অশ্লীল গালাগালির অন্যতম প্লাটফর্ম সামহ্যোয়্যারইন ব্লগ, ইসলাম ধর্ম বিদ্বেসী ব্লগ সামহোয়্যারইন ব্লগ একটি দাঁগী ভার্সুয়াল মাধ্যম যানিয়ে কারো কোনো দ্বিমত নাই। তথাকথিত 'বাক স্বাধীনতা'র নামে গুটিকতক ব্লগারের যে স্বাধীনতা বৃহত্তর জনগোষ্ঠীর ইমান আকিদা নিয়ে নোংরামীর পৃষ্ঠপোষকতা করে, নিরীহ ব্লগারদের মান ইজ্জত নিয়ে উপহাস করার সুযোগ করে দেয়-সেই ব্লগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য যথযথ কর্তিপক্ষের নিকট আবেদন জানাই।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৮

ফিউশন ফাইভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। কেবল জানবেন, সামহোয়্যারে আশ্রয় নিয়ে সামহোয়্যারের বিরুদ্ধে এই যে নির্ভয় প্রচারণা, আপনার এই বাক-স্বাধীনতা অটুট রাখার জন্য আমরা লড়ছি আড়ালে-প্রকাশ্যে।

১০৮| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০০

লক্ষ্যভেদী বলেছেন: সামু যদি বৃহত্তর জনমতকে শ্রদ্ধা করে,সকল ধর্মের ধর্মানূরাগীদের ইমান আকিদায় শ্রদ্ধাশীল হয়, ব্যক্তি জনের সম্মানের প্রতি শ্রদ্ধাশীল হয়-তাহলেই সামু টিকে থাকুক। কিন্তু বিনে পয়সায় ব্লগিং করতে সুযোগ দেয়ার বিনিময়ে কারো এজেন্ডা বাস্তবায়ণ করার সুযোগ দেয়া উচিত হবেনা।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৮

ফিউশন ফাইভ বলেছেন: ধন্যবাদ আপনাকে। কেবল জানবেন, সামহোয়্যারে আশ্রয় নিয়ে সামহোয়্যারের বিরুদ্ধে এই যে নির্ভয় প্রচারণা, আপনার এই বাক-স্বাধীনতা অটুট রাখার জন্য আমরা লড়ছি আড়ালে-প্রকাশ্যে।

১০৯| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯

ক্রাইম রিপোর্টার রাসেল বলেছেন: আসুন আবারো জয়ধ্বনি তুলি---
/
______দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য______

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৮

ফিউশন ফাইভ বলেছেন: জয়ধ্বনি শব্দটি একটু হিন্দুয়ানি টাইপ। এই স্থলে সহীহ্ উর্দু কোনো শব্দ এন্তেজাম করা হলে আমরা সবার দিল খোশ হবে।

১১০| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২২

জাহিদ হাসান বলেছেন: ধন্যবাদ ফিউশন ফাইভ । জোরালো একটা প্রতিবাদী লেখা হয়েছে ।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৯

ফিউশন ফাইভ বলেছেন: সর্বনাশ হওয়ার আগেই আসুন আমরা যার যার অবস্থান থেকে সোচ্চার হই।

১১১| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯

মিত্রাক্ষর বলেছেন: ব্লগকে শেকল পড়ানোর জন্য সরকারের এই ঘৃণ্য হস্তক্ষেপকে আমাদের সকল রুখে দাঁড়াতে হবে।

আর আপনারা যদি "ইসলামবিদ্বেষীদের" নাস্তিক বলে চালিয়ে দিতে চান তাহলে পুরো নাস্তিক সম্প্রদায়কেই হেয় করা হয়। ধর্ম যার যার, কার কি ধর্ম বা কে কি মতবাদে বিশ্বাসী সেটা তো আমাদের দেখার বিষয় না। কিন্তু কেউ যদি শুধু ইসলাম ধর্মকে কটাক্ষ করে তবে তাকে আর যাই বলা হোক নাস্তিক বলা সাজে না, বলা উচিত ইসলামবিদ্বেষী।

সামুর নীতিমালাগুলো যদি সঠিকভাবে মেনে চলা হতো তাহলে মনে হয় সবার জন্যই ভাল হতো।

বাকস্বাধীনতা সুযোগটির অপব্যবহার অনেকেই করছে। অপব্যবহার রুধে সামুর মডারেশন প্যানেল কতটুকু সফল টা আসলেই ভেবে দেখা দরকার।
পৃথিবীতে মনে হয় আমরাই একমাত্র জাতি যারা নিজেরা উপরে উঠতে না পারি যে উঠতে চায় তাকেও নিচে নামিয়ে ফেলি।
সামুর মডারেশন প্যানেলকে নিরপেক্ষ দেখতে চাই।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৩৯

ফিউশন ফাইভ বলেছেন: এটা তো আমরা এখন দেখতেই পাচ্ছি যে, বাকস্বাধীনতার অপব্যবহার অনেকেই করেছে। আর আপনার এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ - 'পৃথিবীতে মনে হয় আমরাই একমাত্র জাতি যারা নিজেরা উপরে উঠতে না পারি যে উঠতে চায় তাকেও নিচে নামিয়ে ফেলি।'
ধন্যবাদ সত্যকথনের জন্য।

১১২| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯

বাংলাদেশের আইডল বলেছেন: Click This Link

Click This Link

বৌদ্ধ, শিয়া, আহমেদিয়া , হিন্দু ধর্ম এবং অন্যান্য সম্প্রদায়ের উপর নগ্ন সার্বক্ষনিক আক্রমনকে বাংলাদেশ সরকার ও বিরোধিদল কি মন্তব্য করবেন । লাখো লাখো ফেসবুক পোষ্ট ও কমেন্ট আক্রমন , ব্লগে হাজারো হাজারো বৌদ্ধ, শিয়া, আহমেদিয়া , হিন্দু ধর্মের উপর আক্রমনের লেখাকে কেনো সরকার ধর্ম অবমাননা বলছেন না ।

এটার ফলে কি মেসেজটা পরিষ্কার হয়ে গেলো যে বাংলাদেশ একটি সম্প্রদায়ের দেশ ।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৪০

ফিউশন ফাইভ বলেছেন: আপনার কথা যথার্থ। বৌদ্ধ, শিয়া, আহমদিয়া কিংবা হিন্দু ধর্ম নিয়ে বিদ্বেষমূলক লেখালেখি হলে সেটিও নিশ্চয়ই 'ধর্মাবমাননা' হবে।

১১৩| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৪

ুুপাংশুল বলেছেন: ব্লগিং একটি শিল্প।তবে এই শিল্পকে নিজেদের স্বার্থে কুৎসিত বানিয়েছে গুটিকয় কুলাঙ্গার।দলীয় স্বার্থ,নিজ দলের নেতার স্বার্থ,তথাকথিত জনপ্রিয়তার জন্য এরা ব্লগকে ডাস্টবিন বানিয়ে ফেলছে,এখন সাধারন মানুষ অসাধারন ভাবে রেসপন্স করে ব্লগ বা ব্লগার শব্দটি শুনলেই-নাক সিটকায়,নাকে রুমাল দেয় দুর্গন্ধ ঠেকাতে!


ভয় লাগে হয়তো ঐ দিন খুব নিকটে যখন দেশের সাইবার জগতে ব্লগ বলতে কিছুই থাকবে না,সেই দিনের নিঃসঙ্গ অনুভব কি এই কুলাঙ্গারদের কাদাবে একটুও?

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৪০

ফিউশন ফাইভ বলেছেন: যারা ধর্মের অবমাননা করে স্বস্তি পায়, তাদের কিন্তু সমস্যা নেই। এরা এখন চাইলেই পশ্চিমের যে কোনো দেশে রাজনৈতিক আশ্রয় নিয়ে বিলাসী জীবন কাটাতে পারবে। ব্লগ ছাড়াও তারা চাইলেই অন্য কোনো প্লাটফর্মে তাদের মতামত প্রকাশ করতে পারে। কিন্তু বাকি যে লাখো ব্লগার, তাদের দোষ কী? তারা কেন মোল্লা ও সরকারের অভিন্ন টার্গেটে পরিণত হল?

১১৪| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১০

কবি ও কাব্য বলেছেন: জুলভারন বলেছেন - বাক স্বাধীনতা সবার জন্য। তবে এই বাক স্বাধীনতার সুযোগ নিয়ে কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়া কি ঠিক? আপনি, আমি কিম্বা অন্য কেউ যদি ধর্ম না মানি তবে আমাকে/ আপনাকে তো কেউ জোর করে ধর্ম মানতে বলছেনা। শুধু শুধু কেন একটা ধর্মকে নিয়ে নোংরা অশ্লীল কথা বলার সুযোগ করে দিচ্ছেন? ৪/৫ জন ব্লগার ধর্মের বিরুদ্ধে কুতসা করবেন-সেটা আপনাদের কাছে “বাক স্বাধীনতা” কিন্তু যার বা যাদের ধর্মানুভুতিতে আঁঘাত করা হচ্ছে তারা প্রতিবাদ করলেই শাস্তির খড়গ নেমে আসবে-এ কেমন নীতিমালা! “বাক স্বাধীনতা” কি আপনার, আমার কিম্বা কারোর ব্যাক্তিগত কিম্বা মডারেটরের ইচ্ছা অনিচ্ছার প্রয়োগ নির্ভর? বাক স্বাধীনতা আছে তাই বলে কি আপনি কি অন্যের বাক স্বাধীনতার প্রতিবন্ধক হবেন? ক্ষমতা আছে বলেই কি নিজের অপছন্দের কারোর সাথে যখন তখন যেন তেন ভাবে নীতিমালা প্রয়োগ করতে পারবেন?''
ঠিক একই কথা আমারও , নাস্তিকরা যখন কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়ে লিখে, ছাগু ফাইটার নামক মেধাহীন গালিবাজ সিণ্ডিকেট যখন অসভ্য কুৎসিত ধরনের পোস্ট দেয় তখন সেগুলো বাক স্বাধীনতা হয় আর যারাই এসব কুৎসিত পোস্টের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা রাজাকার হয়ে যায় এই ধরনের দ্বৈত নীতি কতদিন চালাবেন? এই ধরনের নীতির কারনেই সাধারণ চুপচাপ ভালো ব্লগাররা সামুর পক্ষে দাঁড়ানোর শক্তি থাক্লেও দাঁড়াবে না, কারন আজ কেউ যদি জেগে জেগে ঘুমায় তাকে জাগানোর জন্য গিয়ে কেউ বিপদে পড়ার মতো বোকামি করবে না । আজ আসিফের বিরুদ্ধে কথা বলছে সামু অথচ এই আসিফকে দিনেরপর দিন গৃহপালিত ব্লগার হিসেবে ব্যবহার করেচে এই সামু যা অস্বীকার করার উপায় নেই। আসিফের বিরোধিতা যারাই করেছিল তাদেরকেই রাজাকার, ছাগু , মৌলবাদী বলে ট্যাগ দেয়া হয়েছিল ।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৪১

ফিউশন ফাইভ বলেছেন:
"এই ধরনের নীতির কারনেই সাধারণ চুপচাপ ভালো ব্লগাররা সামুর পক্ষে দাঁড়ানোর শক্তি থাক্লেও দাঁড়াবে না"

পুরোটাই আপনার স্বাধীনতা। আপনি যদি না জাগেন, কিংবা জেগেও ঘুমোনোর ভান করে থাকেন, সেটি একান্তই আপনার স্বাধীনতা। কিন্তু আমরা ঠিক জেগে থাকবো আপনার জন্য, আপনার বাক-স্বাধীনতার অধিকার রক্ষার জন্য।

১১৫| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

রিফাত হোসেন বলেছেন: ++ তবে কিছু করার নাই সরকার যা চাইবে তাই ই হতে বাধ্য

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৪২

ফিউশন ফাইভ বলেছেন: খোদ পৃথিবীর অধীশ্বর মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পেরে ওঠেনি নেটিজেনদের সঙ্গে। মূর্খ আমলা ও মোল্লা অধ্যূষিত এই গরিব গ্রহে কেন এটা এতো সহজে মেনে নেবেন?

১১৬| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

ইমুব্লগ বলেছেন: ব্লগে বিআরটিসি'কে হস্তক্ষেপে বাধ্য করেছে কারা? অবশ্যই অবশ্যই এবং অবশ্যই সামহোয়্যারইন কর্তিপক্ষের আশ্রয়ে প্রশ্রয়ে থাকা গুটিকতক ব্লগার। দ্বিতীয়ত দায়ী মডারেশন টিম- যারা পক্ষপাত দুষ্ট আচরণ করেছেন। যে স্বাধীনতা পক্ষপাত ভাবে প্রয়োগ করে অন্যায়ের প্রতিবাদের পথ রুদ্ধ করে সেই স্বাধীনতাকে ঘৃনা করি।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৪২

ফিউশন ফাইভ বলেছেন: বিটিআরসিকে বাধ্য করেছে মোল্লারা। মোল্লাদের শান্ত করতে সরকার 'নাস্তিক দমন অভিযান' নিয়ে একধরনের খেলা খেলছে। এটা বাহানা মাত্র। তাদের মূল যে পরিকল্পনা, সেটি সুদূরপ্রসারী। একবার যদি সেটি বাস্তবায়িত হয়, তাহলে অনলাইনে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা হবে একেবারেই ডালভাত। এমনও হতে পারে, আজ যে আপনি সরকারের অপতৎপরতাকে স্বাগত জানাচ্ছেন, 'নাস্তিক দমন অভিযান' শেষে সেই আপনিই এর প্রথম শিকারে পরিণত হতে পারেন। কোনো কিছুই অস্বাভাবিক না।

১১৭| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

ওঙ্কার বলেছেন: ঢং কারে বলে এবং কতো প্রকার, তাহা ফিফা'র এই ব্লগ পড়ে জানা গেলো।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৩

ফিউশন ফাইভ বলেছেন: ব্লগে সরকারি হস্তক্ষেপের প্রতিবাদ করাকে 'ঢঙ' বলা হয়, তাহা ওঙ্কারের এই মন্তব্য পড়িয়া জানা গেল।

১১৮| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

সুমাইয়া আক্তার+ বলেছেন: মডারেশন বিহীন ব্লগ এর জন্য শুভ কামনা রইল...

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৩

ফিউশন ফাইভ বলেছেন: সঙ্গে থাকুন। সোচ্চার থাকুন প্লিজ।

১১৯| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

ফিরেদেখা বলেছেন: সামুর মডারেশনে যদি স্বচ্ছতা এবং নিরপেক্ষতা থাকতো-তাহলে আজ অন্তত সামুর বিরুদ্ধে চোখ তুলে কেউ তাকাতে পারতোনা। মাত্র ৫/৬ জন বিতর্কিত ব্লগারদের প্রমোট করতেই আজ সকল ব্লগারদের ব্লগিং হুমকীর মুখে!

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৪

ফিউশন ফাইভ বলেছেন: অন্য ব্লগগুলোর সঙ্গে তুলনা করলে শত্রুরাও বলতে বাধ্য হবেন, সামহোয়্যারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নাতীত। আর এটা তো কিছুতেই আমার মাথায় আসে না যে, বিতর্কিত কোনো ব্লগারকে প্রমোট করে সামহোয়্যারের মতো একটি নামি প্রতিষ্ঠান নিজে থেকে বিতর্কিত হতে চাইবে? একজন সাধারণ ব্লগার হিসেবে এই অভিযোগটি আমার কাছে খুবই হাস্যকর মনে হয়।

১২০| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

মারুফ ফািহম বলেছেন: অন্যগুলোর কথা জানি না, সা. ইন সবসময়ই নাস্তিকদের তোষণ করে এসেছে। নাস্তিকরা হাজার হাজার ব্লগারের ধর্মানুভূতিতে আঘাত করেছে বার বার, তার জন্য তাদের কিছুই হয়নি, বরং প্রতিবাদকারীরাই ব্যান হয়েছে বার বার। তার জন্য হাজার হাজার ব্লগার এই ব্লগ ছেড়েও গেছে

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৪

ফিউশন ফাইভ বলেছেন: আমি দেখছি, অনেকের মনেই এই ভুল ধারণা জন্মেছে যে, সামহোয়্যারইন নাস্তিকদের তোষণ করে। অথচ সামহোয়্যারে যদি ব্যানবিষয়ক রেকর্ডপত্র থাকে, তাতে নিশ্চিতভাবেই দেখা যাবে, তথাকথিত 'নাস্তিক'রাই এই ব্লগে সবচেয়ে কঠোর শাস্তিগুলো পেয়েছে। আমি জানি না, কর্তৃপক্ষ এই ধরনের রেকর্ডপত্র সংরক্ষণ করে কিনা। থাকলে ভালোই হতো।

১২১| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

কাজী মামুনহোসেন বলেছেন: সহমত...

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৪

ফিউশন ফাইভ বলেছেন: ধন্যবাদ মামুন। আমরা আমাদের বাক-স্বাধীনতা রক্ষার জন্য লড়েই যাবো।

১২২| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

বহুভুজ বলেছেন: ফিউশন ফাইভের মাধ্যমে আরো একটি "ফরমায়েশী" পোস্ট-যা সাধারন পাঠক অগ্রাহ্য করলো। নাইবা করলাম ব্লগিং কিন্তু ব্লগিং এর নামে সামহোয়্যারইন ব্লগের পৃষ্ঠপোশকতায় কারো ধর্মানুভূতিতে আঁঘাত করা মেনে নিতে পারছিনা।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৫

ফিউশন ফাইভ বলেছেন: এটা পুরোপুরি ভুল ধারণা যে, সামহোয়্যারইন নাস্তিকদের তোষণ করে। ধর্মাবমাননার অভিযোগে এই ব্লগে সবচেয়ে কঠোর শাস্তিগুলো পেয়েছে তথাকথিত 'নাস্তিক'রাই।

১২৩| ২৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

রামারাও সিদ্ধা বলেছেন: Click This Link

বাংলামেইলে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে আমারব্লগডটকম কর্তৃপক্ষ। ২৪ মার্চ সন্ধ্যায় ‘বিটিআরসির নির্দেশে আপত্তিকর পোস্ট মুছে দিচ্ছে আমারব্লগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে একই দিন রাতে এ প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক সুশান্ত দাস গুপ্ত।

প্রতিবাদলিপিতে দাবি করা হয়, বাংলামেইলে প্রকাশিত সংবাদ মিথ্যা ও বানোয়াট। এমনকি সংবাদের সঙ্গে সংযুক্ত ছবি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে আমারব্লগ অ্যাডমিন সুশান্ত দাস গুপ্তের ইমেইল বার্তার বিকৃত এবং আংশিক স্ক্রিন শট। একই স্ক্রিন শটের ছবি বাংলামেইলের স্টাফ করেসপন্ডেন্ট চৌধুরী আকবর হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে প্রকাশ করেছেন বলেও জানানো হয়েছে।

কোনো প্রতিষ্ঠানের সঙ্গে অন্য কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তার দাপ্তরিক ইমেইল উভয় পক্ষের অনুমতি ব্যতীত প্রকাশ, সেটিকে গণমাধ্যমে প্রকাশ করা, বাংলামেইলের নীতিমালা সরকারের গণমাধ্যম নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক এবং গণমাধ্যম নীতিমালার পরিপন্থী বলে প্রতিবাদলিপিতে দাবি করা হয়েছে।

প্রতিবাদলিপিতে এ সংবাদ প্রকাশের ফলে আমারব্লগের সুনামহানীর অভিযোগে বাংলামেইলকে অভিযুক্ত করা হয়। বাংলামেইলে প্রকাশিত সংবাদটি মুছে দেয়ার দাবিও করা হয়।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৬

ফিউশন ফাইভ বলেছেন:
প্রতিবাদ লিপির পরিপ্রেক্ষিতে প্রতিবেদকের বক্তব্য
----------------------------------------------------------------------------

আমারব্লগ কর্তৃপক্ষ প্রতিবাদলিপিতে দাবি করলেও উল্লেখ করেনি বাংলামেইলে প্রকাশিত সংবাদ কেন মিথ্যা ও বানোয়াট। প্রতিবাদে সংবাদের ছবি বিটিআরসির সঙ্গে আমারব্লগ এডমিন সুশান্ত দাস গুপ্তের ইমেইল বার্তার বিকৃত এবং আংশিক স্ক্রিন শট বলা হলেও কোন অংশ বিকৃত তাও উল্লেখ করা হয়নি। এছাড়া বাংলামেইলে প্রকাশিত ছবিকে সংবাদের কোথাও পূর্ণাঙ্গও বলা হয়নি। তবে বিটিআরসির একজন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে প্রকাশিত ইমেইলের সত্যতা নিশ্চিত করছেন।
তিনি আরও জানান, সব ব্লগারের সব পোস্ট নয়, শুধু ‘রাষ্ট্র ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে’ এমন পোস্ট মুছে দিতে বলা হয়েছে। এমনকি প্রতিবাদলিপিতে সেই ইমেইলে ৩ জন ব্লগারের বিটিআরসির দাবি করা আপত্তিকর পোস্ট মুছে দেয়ার কথা এবং পোস্টের আর্কাইভের কপি দেয়ার কথা উল্লেখ থাকলেও সে প্রসঙ্গে কোনো ব্যাখ্যা দেননি আমার ব্লগ অ্যাডমিন। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বিটিআরসিকে দেয়া ইমেইলে amarblog.com/blogger/bnp ব্লগের সব পোস্ট ও amarblog.com/blogger/dinosaur ব্লগের কিছু কিছু পোস্ট দেখা যায়নি।

এদিকে ২৪ মার্চ বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারনেটের মাধ্যমে অপপ্রচার বাংলাদেশ দণ্ডবিধি ২৯৫/২৯৫(ক)/২৯৮ ধারা ও আইসিটি অ্যাক্ট ২০০৬ এর ৫৭ ধারার পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। তারা জানিয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে টেলিযোগাযোগ লাইসেন্সধারী, ইন্টারনটে ব্যবহারকারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার এখতিয়ার তাদের রয়েছে।

অন্যদিকে ২২ মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জালে বাংলায় বাকস্বাধীনতা রক্ষায় শুরু থেকেই দায়বদ্ধ আমারব্লগ বলে জানানো হয়। আরও বলা হয়, আর তা যে কোনো মূল্যে অক্ষুণ্ন রাখতে আমারব্লগ দৃঢ়প্রতিজ্ঞ ছিল, আছে এবং থাকবে! সেই দায়বদ্ধতা থেকে আমারব্লগ বিটিআরসি নির্দেশ প্রত্যাখান করছে। আমারব্লগ কোনো ব্লগারের ব্লগ বাতিল করবে না- আন্তর্জাতিক প্রাইভেসি আইন অনুযায়ী কোনো ব্লগারের আইপি অ্যাড্রেস, লোকেশন, ইমেইল, মোবাইল নম্বর এবং ব্যাক্তিগত নাম প্রকাশ করবে না।

অন্যদিকে সেই আমারব্লগই বাংলামেইলে প্রকাশিত সংবাদ মুছে ফেলার দাবি করেছে, যা দাবি অনুযায়ী তাদের নীতির পরিপন্থী এবং স্বাধীন সাংবাদিকতার ওপরও হুমকি।

বাংলামেইলে স্টাফ করেসপন্ডেন্ট চৌধুরী আকবর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হয় স্ক্রিন শটের ছবি ব্যক্তিগত ফেসবুকে প্রকাশ প্রসঙ্গে। তিনি জানান, সত্যতা নিশ্চিত হয়ে এ ছবি প্রকাশ করলেও আমারব্লগ অ্যাডমিন সুশান্ত দাস গুপ্তের অনুরোধে তা ফেসবুক থেকে মুছে দিয়েছেন। টেকনিক্যাল সমস্যার কারণে কিছু কিছু ব্লগের পোস্ট দেখা যাচ্ছে না বলেও ফেসবুক বার্তায় জানান সুশান্ত দাস। শিগগিরই সবার পোস্ট দেখা যাবে বলেও জানান তিনি।

ফেসবুকও ব্লগের মতো বিকল্প গণমাধ্যম হিসেবে পরিচিত। বর্তমানে ফেসবুকে সক্রিয়দের অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবেও চিহ্নিত করা হয়। আমারব্লগ কর্তৃপক্ষ ব্লগারদের বাংলায় বাকস্বাধীনতা রক্ষায় দায়বদ্ধতার কথা বলে একজন অনলাইন অ্যাক্টিভিস্টের পোস্ট নিয়ে আপত্তি এবং সেই পোস্টের সঠিক ব্যাখ্যা প্রদান ছাড়াই তা মুছে দেয়ার অনুরোধ প্রশ্নবিদ্ধ।

২০১২ সালের ২৫ জানুয়ারি সাইবার ক্রাইম প্রতিরোধে গঠিত বিটিআরসির ‘বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম (বিডি-সিএসআইআরটি)’ সাইবার ক্রাইম সনাক্তে কাজ শুরু করে। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ১২টি ব্লগ ও ফেইসবুক পেইজ বন্ধ করে তারা।

আমারব্লগ কর্তৃপক্ষের প্রতিবাদলিপি প্রকাশ এবং প্রকাশিত সংবাদের ব্যাখ্যা প্রদানের মাধ্যমে প্রমাণ করা হচ্ছে, গণমাধ্যম নীতিমালা মেনে বাংলামেইল সংবাদ প্রকাশ করে।

১২৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৫

বিডি আইডল বলেছেন: সুশান্ত প্রকাশ্য হোক আর গোপনে হোক বিটিআরসিকে সহযোগিতা করায় ক্ষোভ ঝাড়লেন...সামু ব্লগ কি করলো? তারা কি গোপনেই বিটিআরসিকে সহযোগিতা করে পোষ্ট প্রকাশ এবং আইপি সহ সব তথ্য তাদেরকি দিয়ে দেয় নি?

কিছুদিন আগে জানাপা এক কমেন্টে আমার উদ্দ্যেশে বলছিলেন আমি কথায় কথায় সরকারী চাপের কথা কেন বলি। বিটিআরসির এই ঘটনার আগে সরকারের বিরুদ্ধে লেখায় সামু ব্লগ যে নগ্নভাবে মডারেশন করছিলো তার একাধিক প্রমাণ আছে আমার কাছে....সেগুলো প্রকাশ করলে আরো অনেক "রাজাকারের" পরিচয় ফাসঁ হয়ে যাবে

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৬

ফিউশন ফাইভ বলেছেন: এই ব্যাপারে অন্তত এখন পর্যন্ত সন্দেহ থাকার কোনো কারণ নেই যে, ব্লগারদের ব্যক্তিগত তথ্য ও আর্কাইভ চেয়ে বিটিআরসির নির্দেশ সামহোয়্যারইন কর্তৃপক্ষ দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেছে। এমনকি সামহোয়্যারের ট্রান্সপারেন্সি রিপোর্টেও আপনি দেখবেন, খোদ সরকারি দলের পক্ষ থেকে রাজনৈতিক প্রতিপক্ষ ব্লগারের অনেক পোস্ট মোছার অনুরোধ সামহোয়্যারইন অগ্রাহ্য করেছে, কারণ ওইসব পোস্ট সামহোয়্যারইনের নীতিমালা লঙ্ঘন করেনি। এই সৎসাহস যারা রাখতে পারে, তার কেন বিটিআরসির মতো একটি সংস্থাকে প্রকাশ্যে কিংবা গোপনে অন্যায় সহযোগিতা দেবে? কিসের স্বার্থে? জানার কি আওয়ামী লীগের এমপি হওয়ার শখ আছে, নাকি যুবলীগ নেত্রী হবেন তিনি? তবে জানার একাধিক মন্তব্যে দেখেছি, সরকার হোক কিংবা বিরোধী দলের বিরুদ্ধে হোক - কোনো লেখা যখনই সামহোয়্যারের নীতিমালা লঙ্ঘন করেছে, সেটি মডারেশনের আওতায় পড়েছে। এ নিয়ে কর্তৃপক্ষকেও আমরা রাখঢাক করতে দেখি না।

১২৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৫

আমি বীরবল বলেছেন: দূর্ভাগ্য জনক হলেও সত্য হচ্ছে-আজ দেশের সকল ব্লগ সাইট ও ব্লগারদের প্রশ্নের মুখোমুখি দাড় করিয়েছে, বিপদে ফেলেছে সামহোয়্যারইন ব্লগের ধর্ম বিদ্বেসী ব্লগারদের পৃষ্ঠপোষকতা দিয়ে।

সামহোয়্যারইন কর্তিপক্ষ সব সময়ই বৃহত্তর জনমতের, আশা আকংখার বিরুদ্ধে এবং নাস্তিক ব্লগারদের পোষোণকারী। ধর্ম বিদ্বেসী কতিপয় ব্লগারদের সকল প্রকার সাপোর্ট দিয়েই আজ লক্ষ লক্ষ নির্দোষ ব্লগারদের ব্লগিং জীবন তথা স্বাভাবিক জীবন যাপনের জন্যও হুমকী হয়ে দাড়িয়েছে।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৮

ফিউশন ফাইভ বলেছেন: অনেকের মনেই এই ভুল ধারণা জন্মেছে যে, সামহোয়্যারইন নাস্তিকদের তোষণ করে, পৃষ্ঠপোষকতা দেয়। অথচ সামহোয়্যারে যদি ব্যানবিষয়ক রেকর্ডপত্র থাকে, তাতে নিশ্চিতভাবেই দেখা যাবে, তথাকথিত 'নাস্তিক'রাই এই ব্লগে সবচেয়ে কঠোর শাস্তিগুলো পেয়েছে। আমি জানি না, কর্তৃপক্ষ এই ধরনের রেকর্ডপত্র সংরক্ষণ করে কিনা। থাকলে ভালোই হতো।

১২৬| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:২১

নেক্সাস বলেছেন: ফিফা বরাবরই গঠনমূলক ও বিশ্লেষনধর্মী লিখার জন্য প্রিয় ব্লগার।
বাক স্বাধীনতা নিয়ে ফিফা লিখেছেন বলে ভাল লাগছে।

যাই হোক বাক স্বাধীনতা কোন আপেক্ষিক বিষয় নয়। বাক স্বাধীনতা নির্লিপ্ত ধ্রুব (পরম) কনসেপ্ট। বাক স্বাধীনতার দাবি যখন স্থান কাল পাত্র মত বিচার না করে নির্মোহ ভাবে উচ্চারীত হয় এবং চর্চিত হয় তখন সেটাই সত্যিকারের বাক স্বাধীনতা।
২০১৩ সালের এই মুহুর্তে আমরা বাস করছি উদ্ভট এক গনতন্ত্রের দেশে যেখানে বাক স্বাধীনতার নামে চর্চিত হচ্ছে একিসাথে হাস্যকর,লজ্জাস্কর এবং ভয়ংঙ্কর এক রীতি।

এখানে অনেকে আজকে কমেন্ট করেছেন বাক স্বাধীনতার পক্ষে। দেখে ভাল লাগছে। ইনফ্যাক্ট এটাই হওয়া উচিৎ। কিন্তু বিষয়টা বিতর্কিত হয়ে যায় তখন যখন একটু পিছনে ফিরে তাকাই। কিছুদিন আগে যখন একটা ব্লগ সাইট বন্ধ করে দেওয়া হল তখন অনেকে জয়ধ্বোনি দিয়েছিলেন। আনন্দে হাততালি দিয়েছিলেন। এই ব্লগে সেসব আনন্দময় লিখা ছাপা হয়ে ছিল অনেক অনন্দিত ব্লগার সেখানে কমেন্ট করেছেন। কিন্তু তারা একবারো ভাবেননি দলীয় প্রভাব মুক্ত বাক-স্বাধীনতার সংগায় ঐ ব্লগটি বন্ধ করে দেওয়াও কিন্তু বাক-স্বাধীনতার হরণ। কিন্তু আজ তারা নিজেরাই যখন আক্রান্ত তখন বাক স্বাধীনতার জন্য কান্না করছেন; যাকে আমি স্রেফ স্বার্থপর মায়াকান্না ছাড়া কিছুই বলবোনা।

একটা মত বা একটা জায়গা বা একটা গোষ্টি আপনার ভাল না লাগতে পারে। এটা স্বাভাবিক। সেখানে আপনার কাজ হবে সে মত, সে জায়গা বা সে গোষ্টি থেকে নিজেকে দুরে রাখা বা সে মতে বা সে জায়গায় বা সে গোষ্টিতে কোন অসংলগ্ন কিছু ঘটলে সেটার প্রচলিত আইনে প্রতিকার দাবি করা। কিন্তু সেটা না করে আপনি যখন সে মত, সে জায়গা, সে গোষ্টিকে চিরতরে স্তব্ধ করে দিতে চান,তখন আপনি নিজেই কি বাক স্বাধীনতার হন্তারক নন?

যে ব্লগে আজকে বাক স্বাধীনতা নিয়ে পোষ্ট ষ্টিকি সেখানেও কি বাক স্বাধীনতার আদৌ সুষম চর্চা হয়েছে? এই ব্লগের শত শত ব্লগার কে এই প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাবে তার?

এই ব্লগ বরাবারই একটা নির্দিষ্ট মতের ব্লগারদের প্রাধান্য দিয়ে এসেছে। এবং সেসব ব্লগারেরা অন্য কোন ব্লগারের ব্লগিং একটিভিটি তাদের মতের বিরুদ্ধে গেলে তাকে গালিগালাজ করেছে, ইতরবাচক শব্দে ট্যাগিং করেছে। এমনি কি ভিন্নমতের নারী ব্লগারদের বেলায়ও ইতরবাচক ট্যাগিংয়ের স্ত্রী বাচক শব্দ ব্যাবহার করেছে। এসবের প্রতিবাদ করে কোন ফল পাওয়া যায়নি। উল্টো যারা প্রতিবাদ করেছে তাদের উপরে নেমে এসেছে দমনের ভার্চুয়াল খড়গ। ঠিক সেই কায়দায় আজকে রাজপথে বিরোধীদল কে দমন করছে সরকার। এই ব্লগে সেসব একটা মতের প্রভাবশালী ব্লগারেরা বাক স্বাধীনতার আবেগ বা বাস্তবতা কে বৃদ্ধাংগুলি দেখিয়ে অন্য মতের ব্লগারদের কে কোন না কোন অজুহাত তুলে ব্যান করার দাবি তুলেছে এবং সেসব দাবি সম্বলিত পোষ্টে সহমত জানিয়ে অনেক নাম করা ব্লগার মন্তব্য করেছেন তারাই আবার আজকে বাক স্বাধীনতার জন্য চিৎকার করছেন।

কিন্তু সবার জানা উচিৎ একচোখা বা দলীয় লেজুড়বৃত্তির চিন্তাভাবনা নিয়ে দলীয় বলয়ে বক্তৃতার জন্য বায়বীয় বাক স্বাধীনতা কায়েক করা যায় কিন্তু সার্বজনীন বাকস্বাধীনতা কায়েক করা যায়না। বরং এতে করে বাক স্বাধীনতা হরণকারীরা প্রশ্রয় পায় এবং একদিন সর্বগ্রাসী রূপ নেয়। খাল কেটে কুমির আনলে একদিন কুমিরের শিকার হতেই হয়।

এখানে আজকে প্রশ্ন এসেছে নাস্তিক কিংবা আস্তিক। কেউ আস্তিক যেমন হতে পারেন তেমনি নাস্তিকও হতে পারেন।সেটা মানুষের জন্মগত অধীকার আর সে কোম মাধ্যমে নিজের বিশ্বাসের মহাত্ন্য বা দর্শন প্রচার করার অধীকার সবার আছে। কিন্তু স্বাধীনতা সবার জন্য। তবে এই বাক স্বাধীনতার সুযোগ নিয়ে কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়া কি ঠিক? আপনি, আমি কিম্বা অন্য কেউ যদি ধর্ম না মানি তবে আমাকে/ আপনাকে তো কেউ জোর করে ধর্ম মানতে বলছেনা। নাস্তকীতার মানে হল বিজ্ঞানের দাসত্ব। কিন্তু বিগত দিনে আসিফ গং নাস্তীকতার নামে যেসব পোষ্ট দিয়েছে সেগুলোর কোথাও কি বিজ্ঞানের বন্দনা বা চমকপ্রদ কোন তথ্য ও গবেষনার খবর ছিল? ছিল কি কোন বৈজ্ঞানীক দর্শনের চুল চেরা বিশ্লেষন?
না এসব কিছুই ছিলনা। ছিল শুধু এদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষের অনুসৃত ধর্ম ইসলাম কে নিয়ে অনভিপ্রেত খিস্তি খেউড়। আর সেগুলো ভাবলেশহীন ভাবে প্রকাশ করেছে সামু। কিন্তু কেউ যখন সেটার প্রতিবাদ করেছে তার উপর নেমে এসেছে লাল-কমলার শাস্তি। শুধু শুধু কেন একটা ধর্মকে নিয়ে নোংরা অশ্লীল কথা বলার সুযোগ করে দিচ্ছেন? ৪/৫ জন ব্লগার ধর্মের বিরুদ্ধে কুতসা করবেন-সেটা আপনাদের কাছে “বাক স্বাধীনতা” কিন্তু যার বা যাদের ধর্মানুভুতিতে আঁঘাত করা হচ্ছে তারা প্রতিবাদ করলেই শাস্তির খড়গ নেমে আসবে-এ কেমন নীতিমালা!

যাইহোক আসিফের এসব কর্মকান্ডে কেউ কেউ অতিষ্ঠ হয়ে আসিফের ব্যান দাবি করে পোষ্ট দিয়েছেন এবং সেখানে অনেকে সহমত জানিয়ে কমেন্ট দিয়েছেন। এটাও নিন্দনীয়। একজন ব্লগার কে ব্যান করার দাবি ২০১৩ সালের এগিয়ে যাওয়া পৃথিবীর ভাষা নয়। বরং সামুর বিদ্যামান রেগুলটরি আইনে সেসব অযৌক্তিক পোষ্টের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে যারা ডাবি করেছিলেন তাদের দাবি ছিল যৌক্তিক। কিন্তু আসিফের সৌভাগ্য যে সামু কতৃপক্ষ যৌক্তিক অযৌক্তিক কোন দাবিই আমলে নেয়নি।

সে যাই হোক বল্লে অনেক কথা।
ফিফা কে আবারো ধন্যবাদ বাক স্বাধীনতার জন্য কলম ধরায়।
বাক স্বাধীনতা হরণের সকল পদক্ষেপ সে যেই নিক না না কেন তার বিরুদ্ধে আমাদের অবস্থান সোচ্চার। সার্বিক এবং সার্বজনীন বাক স্বাধীনতার সুফল ভোগ করুক সকলে।


০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৯

ফিউশন ফাইভ বলেছেন: বেশ অনেকগুলো পয়েন্টে আমি আপনার সঙ্গে একমত। সত্যি বলতে কী, এটা কারোরই অস্বীকার করার উপায় নেই যে, সামহোয়্যারে অবাধ বাক-স্বাধীনতার অপব্যবহার হয়েছে অনেক ক্ষেত্রে। হাতেগোণা কয়েকজন ব্লগার সংখ্যাগরিষ্ঠের অনুভূতিতে আঘাত দিয়ে গেছে অনেকবারই - এটাও ঠিক। লোকবলসহ নানা কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে সামহোয়্যার কর্তৃপক্ষও অনেক সময় ব্যর্থতার পরিচয় দিয়েছে। আবার এটাও নিশ্চয়ই আপনার জানা আছে, এই কর্তৃপক্ষই কোনো লাভালাভের কথা না ভেবে বছরের পর বছর বড়ো অংকের ভর্তুকি দিয়ে এই প্লাটফর্মটিকে সযত্নে আগলে রেখেছে। মাত্র দুদিন আগেও আমরা কেউই কি জানতাম, খোদ সরকারি দলের রক্তচক্ষু উপেক্ষা করে এই সামহোয়্যারইন কর্তৃপক্ষ আপনার-আমার বাক-স্বাধীনতা রক্ষার জন্য বছরের পর বছর ধরে লড়াই করে যাচ্ছিল আড়ালে? আজ যখন পুরো ব্লগমণ্ডলের ঘাড়ে চড়ে বসতে চাইছে মোল্লা ও সরকার, বাক-স্বাধীনতা যখন ভূলুণ্ঠিত হওয়ার জোগাড়, সেই সুযোগে অনেকে সামহোয়্যারইনকে এক হাত দেখে নিতে চাইছেন। নানান কুৎসা রটনার চেষ্টা করছেন। যদিও আমি নিশ্চিত এই যুদ্ধে ব্লগাররাই জিতবে, সামহোয়্যারইন তো বটেই।
আপনার এই সাহসী উচ্চারণটুকু ভালো লাগলো বেশ - 'একজন ব্লগারকে ব্যান করার দাবি ২০১৩ সালের এগিয়ে যাওয়া পৃথিবীর ভাষা নয়।'
ধন্যবাদ নেক্সাস।

১২৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৩

মুনতাশীর বলেছেন: কাউকে দোষারোপ করে লাভ নেই। আজ ব্লগ ও ব্লগারদের উপর যে দূর্যোগ নেমে এসেছে-তার দ্বায় দায়িত্ব সামু এড়াতে পারেনা।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫০

ফিউশন ফাইভ বলেছেন: সামহোয়্যারে যদি ব্যানবিষয়ক রেকর্ডপত্র থাকে, তাতে নিশ্চিতভাবেই দেখা যাবে, তথাকথিত 'নাস্তিক'রাই এই ব্লগে সবচেয়ে কঠোর শাস্তিগুলো পেয়েছে। তবু অনেকের মনেই এই ভুল ধারণা জন্মেছে যে, সামহোয়্যারইন নাস্তিকদের তোষণ করে। এটা আমার মনে হয় উদ্দেশ্যমূলক।

১২৮| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৩

সাইবার অভিযত্রী বলেছেন: বস, পোষ্ট -টা মিত্র পক্ষের গুলি হয়ে গেল না ? শরৎবাবুর পোষ্টের মত ??

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫১

ফিউশন ফাইভ বলেছেন: যে কোনো কারণেই হোক, বিষয়টা আমার অ্যান্টেনায় ঠিকভাবে ধরা পড়লো না। আরো একটু খোলাসা করলে ভালো হয়।

১২৯| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৩

মরমি বলেছেন: ব্লগে সরকার ও আমলাদের নগ্ন হস্তক্ষেপ বন্ধ কর।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫২

ফিউশন ফাইভ বলেছেন: ব্লগে সরকারের নগ্ন হস্তক্ষেপ বন্ধ হোক এখনই

১৩০| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫২

মুক্তির মিছিল বলেছেন: অনেক গুরুত্ব পূর্ণ একটা পোস্ট, ব্লগারদের অস্তিত্ব হুমকীর সম্মুখীন তারপরেও নাইন্টি পার্সেন্ট ব্লগারদের মন্তব্যই নেগেটিভ। কারন, সামু কর্তিপক্ষের নাস্তিক প্রীতি,গালিবাজ ব্লগারদের লালন পোষোণ নীতি।

সাধারন ব্লগারদের বিরক্তির আরো একটি কারন- সামুতে অন্যমনস্ক শরত, আসিফ মহিউদ্দীন, সবাক, রাজসোহান, দুর্যোধন, কৌশিক, রেজোওয়ানাদের সমার্থক আরো একটি নাম ব্লগার ফিউশন ফাইভ!

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৩

ফিউশন ফাইভ বলেছেন: কাউকে অভিযুক্ত করা আপনার স্বাধীনতা। আপনার এই বাক-স্বাধীনতা অটুট রাখার জন্য আমরা লড়ছি।

১৩১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৬

মুক্তির মিছিল বলেছেন: এই মন্তবটাই সম্ভবত আমার আখেরী মন্তব্য। কারন, সামু কর্তিপক্ষ সত্য মেনে নেয়ায় অভ্যস্ত নয়। আমার প্রথম মন্তব্যে সামুর "শনি চক্র"র নাম উল্লেখ করেছি-এটা সামু মেনে নিতে পারবেনা।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৫

ফিউশন ফাইভ বলেছেন: আমার ধারণা ঠিক নয়। শত্রুও স্বীকার করবেন, সহনশীলতার দিক থেকে সামহোয়্যারইন কর্তৃপক্ষের কোনো তুলনা অন্তত এই ব্লগমণ্ডলে নেই। উদাহরণ দেখতে চান? দেখুন কেবল এই দুটি লিংক-

Click This Link
Click This Link

১৩২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:১০

ক্ষমতা বলেছেন: ক্রমাগত অপপ্রচারে সাধারণ মানুষের কাছে ব্লগার মানেই যেন নাস্তিকের আড্ডাখানা


সহমত।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৬

ফিউশন ফাইভ বলেছেন: আর এর সুযোগ নিতে চাইছে সরকার।

১৩৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৬

উড়োজাহাজ বলেছেন: স্বাধীন মত প্রকাশ মানে এই নয় যে আমি যাকে যা খুশি তাই বলতে পারবো, যা খুশি তাই লিখতে পারবো। অথচ ব্লগাররা এই কথাটি মনে রাখেন না। অতএব তাদের পর যদি নিয়ন্ত্রণ নেমে আসে তাহলে অবাক হওয়ার কিছু নাই। নিজেরা নিজেদের নিয়ন্ত্রণ না করতে পারলে অন্যের হাতে বন্দি হতে হয়, এটাই নিয়ম।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭

ফিউশন ফাইভ বলেছেন: ঠিক বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়।

১৩৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৯

আয়মানভষ্কি বলেছেন: সোনাব্লগ বন্ধ করার দিন কারা কারা বগল বাজাইসিলা, হাত তোলো । হিপোক্রেটের দল।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

ফিউশন ফাইভ বলেছেন: আপনি জানেন হয়তো, ইউরোপে এই এখনো নাৎসী প্রচারণা পুরোপুরি নিষিদ্ধ। এই সেদিন গ্রিসে শ্রেফ নাজী স্যালুট দেওয়ায় এক ফুটবলার আজীবন নিষিদ্ধ হয়েছেন। বাংলাদেশেও স্বাধীনতাবিরোধী শক্তির বাক-স্বাধীনতা থাকা উচিত নয়। কারণ এরা কেবল বাংলাদেশের শত্রুই নয়, মানবতারও শত্রু। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সোনারবাংলাদেশ ব্লগের মতো জামায়াতি প্রপাগাণ্ডা ব্লগ, যেখান থেকে ব্লগার খুনের দিকনির্দেশনা দেওয়া হয়, তার স্থান কোনো সভ্য সমাজে হতে পারে না।
Click This Link

১৩৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:
আমার মনে হয় একটি বৃহত্তর স্বার্থে (ফাঁসি দেয়ার) সরকারের অনিচ্ছাকৃত সিদ্ধান্ত।

আর তিন-চার মাস, তারপর আবার সবকিছু নর্মালি চলবে।
ভিন্নমতাবলম্বিরা থাকবেই। ধর্মিয় স্বাধীনতা, বাক স্বাধীনতা, গনমাধ্যম স্বাধীনতা থাকবেই। আর সব সভ্যদেশ যেভাবে চলছে বাংলাদেশও সেভাবে চলবে।

বাংলাদেশই একমাত্র মুসলিম দেশ যেখানে সর্বপ্রকার গনমাধ্যম ব্যাপক স্বাধীনতা ভোগ করছে (অন্যান্ন মুসলিম দেশের চেয়ে)। ব্লগ স্বাধীনতা তো ছিলই। থাকতেই হবে।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

ফিউশন ফাইভ বলেছেন: ঠিক অনিচ্ছাকৃতও নয়। কারণ সামহোয়্যারের ট্রান্সপারেন্সি রিপোর্টটিতেই লক্ষ্য করবেন, সরকার এর আগে একাধিকবার ব্লগারদের নানা লেখায় হস্তক্ষেপ করার চেষ্টা করেছে। এখন 'নাস্তিক দমন অভিযান' তাদের সামনে বিশাল মওকা নিয়ে এসেছে। এমনকি সরকারি কমিটি মোল্লাদের মন রক্ষা করতে গিয়ে নাস্তিক ব্লগারদের তওবা পড়ানোর প্রস্তাবেও রীতিমতো সায় দিয়েছে। ফলে আশঙ্কার আসলে অনেক কিছুই আছে। তবু আপনার মতোই আমিও আশা নিয়ে বসে আছি - ধর্মীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা, গনমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ন থাকুক সবসময়ই।

১৩৬| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৫

আসফি আজাদ বলেছেন: "প্রায় প্রতিটি কমিউনিটি ব্লগের নীতিমালাতেই আপত্তিকর লেখা কিংবা মন্তব্যের জন্য সুনির্দিষ্ট বিধি আছে। এই নীতিমালা জোরদার করলেই যথেষ্ট। এর মধ্যে বিটিআরসি কিংবা সরকারের নাক গলানোর কিছুই নেই" - বেশ মজার কথা, ফ্রেশ পাপর ভাজার মতই মচমচে!

আইন এবং আইনের প্রয়োগ দুটি ভিন্ন বিষয়, বোধকরি এটা আপনাদের অজানা নেই। আর যদি আজানা থাকে তাহলে একটু চোখ মেলে দেখে নিন, যদি দেখার ইচ্ছে থাকে।

কিছু জ্ঞানহীন পামরের সীমাহীন অশ্লীলতা এবং তাতে ব্লগ কর্তৃপক্ষের দায়িত্বহীন প্রত্যক্ষ এবং পরোক্ষ পৃষ্ঠপোষকতার ফলাফল আজ সরকারের এই জাতীয় কার্যক্রম। আইনের প্রয়োগ যথাযথ হলে এই পরিস্থিতি তৈরী হত না। ব্লগ কর্তৃপক্ষের দায় কতটুকু? পুরো ষোল আনা! একটুকু কম নয়।

আর হ্যাঁ, স্বেচ্ছাচারীর জন্য স্বাধীনতা নয়।

ধন্যবাদ।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০

ফিউশন ফাইভ বলেছেন: ব্লগ কর্তৃপক্ষের নানা ব্যর্থতা থাকতে পারে - এটা আমিও মানি। কিন্তু সুস্থ ব্লগিংয়ের পরিবেশ তৈরির জন্য তাদের প্রচেষ্টা ও পরিশ্রমের কথা যদি কেউ অস্বীকার করেন - সেটি হবে শ্রেফ অবিচার। পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে, এই ব্লগে ধর্মাবমাননার দায়ে যতো ব্লগার নিষিদ্ধ হয়েছেন, অন্য অনেক ব্লগে হয়তো ততো ব্লগারই নেই।
গৃহে বিবাদ থাকবেই, তার জন্য পুলিশ ডেকে আনা আত্মঘাতীই বটে। ধন্যবাদ।

১৩৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৪

হরিসূধন বলেছেন: সামুতে তো কম দিন হলো না! সামু কে বহু রুপে দেখেছি! সামু কিছু ব্লগার কে মাথায় তুলে রাখে বা রেখেছে তারা এরশাদ কাগুর মতো সইরাচার। বিনা কারনে কারো পোষট গায়েব আবার কারো পোষ্ট দিন কে দিন ঝুলাইয়া রাখছে কারন আবালের পোষ্ট তাই! দেশটা এখন আবালের রাজত্বে চলছে। হয় আবালী চেত্না মাইনা নিবা নয় পাকিস্তানে যাইবা! ভারত থেকে কেন যে এত আবাল আমাদানী হিলো!


অফটপিক ঃ...
ফিফা ভাই আপ্নি নাকি প্রথম আলু তে কাম করেন? প্রথম আলু তো আগামি ২/১ বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে! "হলুদ আলো এখন তার মার্কেট হারাইছে। বলেন ভন্ডামী করে কত দিন টেকা যায়?

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১

ফিউশন ফাইভ বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনা যদি আপনার কাছে "আবালী চেত্না" হয়, তাহলে বাংলাব্লগ তো নয়ই, বাংলাদেশেই কি আপনার থাকা উচিত? আর প্রথম আলোর প্রচারসংখ্যা যা, সেটি দ্বিতীয় অবস্থানে থাকা সংবাদপত্রটির চেয়ে কমপক্ষে ১০ গুণ বেশি। তাহলে বলুন, কিভাবে মার্কেটটা হারালো?
ধন্যবাদ।

১৩৮| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৮

হাছন রাধা করিম বলেছেন: @ফিফা: দি ফিউরিয়াস ওয়ান তো মনে হয় দালাল এ হিন্দ, পাছায়ে চুলকানি ওন্কার ওরফে ছাগারিফুর ওরফে নিতাই ভট্যাচার্যের নিক। লজ্জা শরমের মাথা খেয়ে এইখানে আসছে আমার ব্লগের মালিক এবং ভারতের পা চাটা সাম্প্রদায়িক কীট সুশান্তের হয়ে ফতোয়া দিতে! নিমকহারাম কোথাকার!

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১

ফিউশন ফাইভ বলেছেন: অবাধ তথ্যপ্রবাহের এই স্বর্ণযুগে কারো জ্বলজ্যান্ত মিথ্যাচারকে জায়েজ করা সম্ভব নয় কোনোভাবেই।

১৩৯| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫২

শামীম আরা সনি বলেছেন: Click This Link

বাংলামেইল হ্যাজ পাবলিসড ফটোশপড এন্ড পারসিয়াল ইমেইল।


ফিফা উড ইউ প্লিজ এক্সপ্লেইন হোয়াই আসিফ মহিউদ্দিন'স ব্লগ ইজ ডিলিটেড ফ্রম সামু?

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩

ফিউশন ফাইভ বলেছেন: খোদ বিটিআরসিরই দায়িত্বশীল কর্মকর্তা বাংলামেইলের কাছে স্বীকার করেছেন, ওই মেইলটি আমারব্লগের অ্যাডমিন সুশান্ত দাশ গুপ্তেরই। সেখানে "বাংলামেইল হ্যাজ পাবলিসড ফটোশপড এন্ড পারসিয়াল ইমেইল" বলাটা পুরোপুরি মিথ্যাচার ও শঠতাপূর্ণ দাবি।

এই পোস্টে দেওয়া জানার একটি মন্তব্য (#৬৭) এখানে তুলে দিচ্ছি। তাতে বোধহয় আসিফের বিষয়টা বুঝতে সুবিধা হবে আপনার। জানা বলছেন - "আসিফের একাউন্টটি এবারই কিন্তু প্রথমবারের মত বন্ধ হয়নি। বহুবার তার একাউন্ট মডারেটেড হয়েছে ব্লগের নীতিমালার আওতায়। এমন কি ২০১০ এর সম্ভবত জুলাই আগস্টের দিকে তার ব্লগ একাউন্টটি একবার সম্পূর্নভাবে স্থগিত করা হয়। পরে তার একাউন্টটি আমরা আবারও খুলে দিই তার ব্লগিং এর আরেকটি বিশেষ দিক বিবেচনায় এনে, তা হলো নানান সামাজিক ও জাতিয় স্বার্থে সচেতনতামূক তার লেখালিখি এবং সক্রিয় অংশগ্রহণ।
বৃহষ্পতিবার রাতে বি টি আর সি'র মেইলে ৪টি ব্লগ একাউন্ট বন্ধ করে দেবার অনুরোধ ছিল। তার মধ্যে একটি একাউন্ট গত বছর সেপ্টেম্বর থেকেই স্থায়ীভাবে আমরা বন্ধ রেখেছি ধর্ম বিকৃতি ও অশ্লীলতার কারণে। বি টি আর সি'র মেইলটি পাওয়ার পর আসিফ এর একাউন্টটি সহ আরও দুটি ব্লগ একাউন্ট আমরা বন্ধ করেছি, যা কোন 'চাপে' নয়; বরং সাম্প্রতিক সময়ের অস্থিরতা, সহিংসতা ও নানান অপপ্রচার এর ফলে সৃষ্ট অনভিপ্রেত পরিস্থিতি মোকাবেলার লক্ষে এবং তা নীতিমালার আওতায়ই। প্রশ্ন হতে পারে তাহলে কেন বি টি আর সি'র মেইলটি পাওয়ার পর এই পদক্ষেপ? আমাদের এই পদক্ষেপ নতুন নয়, সামহোয়্যার ইন ব্লগ নন মডারেটেড ব্লগ নয়। গত সাত বছরের কিছু বেশী সময়ের মধ্যে নীতিমালা আওতায় অসংখ্য ব্লগ আমরা বাতিল করেছি এবং একইভাবে তা অব্যহত রয়েছে।
স্বাভাবিকভাবেই যে নীতিমালার আওতায় ব্লগ পোস্ট বা ব্লগ একাউন্ট আমরা মডারেট করে থাকি, এটাও অনেকটা তারই অংশ বৈ নয়। তবে, এখানে 'অনেকটা' বলছি এই কারণে যে, আসিফের একাউন্টটি বাদে বাকীগুলোর বিরুদ্ধে আমরা আরও আগেই ব্যবস্থা নিয়েছি, যাদের ব্লগিং ছিল ধর্ম বিষয়ের বিরুদ্ধে চুড়ান্ত অশ্লীল ও বিকৃত। সেই পুরনো ধারায় মধ্যরাতের যেকোন সময়ে (অবশ্যই উদ্দেশ্য প্রনোদিত) আপত্তিকর পোস্ট দেয়ার স্বল্প সময়ের মধ্যেই আবার ড্রাফট করে নেয়ার চর্চা ছিল এদের। পার্থক্য এতটুকুই, এখন কেবল সম্পূর্ণভাবে একাউন্টগুলি বাতিল করা হয়েছে মাত্র।
একই ব্লগিং আচরণের কারণে আসিফের একাউন্টটিও অভিযুক্ত হওয়ায় আমরা তা বন্ধ করেছি। তবে ইমেইলে আমাদের কাছে চাওয়া হলেও কোন ব্লগারেরই কোন কন্টেন্ট বা অন্য যে কোন তথ্য দিতে আমরা অস্বীকৃতি জানিয়েছি।"

১৪০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩১

jotejoy বলেছেন: ব্লগে সরকারের নগ্ন হস্তক্ষেপ চাই না।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪

ফিউশন ফাইভ বলেছেন: কোনোভাবেই না। কখনোই না।

১৪১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৬

ধমাধম বলেছেন: এই পোস্টটা অনেকটা সেই আগা কেটে গোড়ায় পানি ঢালার মত অবস্থা। তারপর আমার সামু এইটারে স্টিকি কইরা নাটক করতেছে।

সরকারের কথায় ব্যান ঠিকই করছে। আর ব্যান কইরা এখন কান্দাকাটি করতেছে যে সরকার যে ব্যান করতে না বলে। কী হাস্যকর ব্যাপার-স্যাপার।

মালিক পক্ষ থেকে বলেছে চারটা একাউন্ট ব্যানের ব্যাপারে। এই চারটা একাউন্ট কী কী, কেউ জানলে একটু বলেন তো, দেখি কার কার কপাল পুড়ছে।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৫

ফিউশন ফাইভ বলেছেন: বিটিআরসির নির্দেশে অ্যাকাউন্ট ব্যান বিষয়ে বিস্তারিত পাবেন সামহোয়্যারইন... ব্লগ ট্রান্সপারেন্সি রিপোর্টে

১৪২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫০

হইচই বলেছেন: ফিফা

@

সুশান্তের একটু আগের ফেবু স্টাটাস হলো,

ইদানিং আমার সুশান্ত নামের শেষে বাবু শব্দটি লাগিয়ে ''সুশান্ত বাবু'' বলে কেউ কেউ আমাকে চোখ এ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে , দেখ তোকে মালুয়ান না বলে ও সুশিলভাবে দেখিয়ে দিলাম তুই মালুয়ান।

যে বা যারা এসব সাম্প্রদায়িক বিষবাষ্প হোস্ট করছেন, তাদেরকে ঘৃনা জানাইলাম। চরম ঘৃনা

বাই দ্য ওয়ে রাজাকার কেন? রাজাকার কি জিনিস?

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬

ফিউশন ফাইভ বলেছেন: রাজাকার শব্দটির বহুল প্রচলন যদিও হয়েছিল সেই একাত্তরে, কিন্তু এই অপশব্দটি এখন আরো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। বিশেষ করে স্বজাতি কিংবা স্বগোত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা যারা করেন, তাদেরকেও রাজাকার বলার একটি রীতি চালু আছে বর্তমানে। সুশান্ত এই ধারার রাজাকার, বলা ভালো ব্লগ-রাজাকার। তার মালিকানাধীন ব্লগ আমারব্লগের ব্লগারদের সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন সরকারের সঙ্গে গোপন সমঝোতা করে। মূল লক্ষ্য রাজনৈতিক প্রতিপক্ষ ব্লগারদের হয়রানি করা।
এখন দেখছি, সুশান্ত তার পুরনো স্বভাব অনুযায়ী বিষয়টিতে একটি সাম্প্রদায়িক রঙ লাগানোর চেষ্টা করছেন। কিন্তু তিনি জানেন না, বার্জার এখন অন্য কাজে বিজি! রঙের সংকট আছে আপাতত।

১৪৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫২

হইচই বলেছেন: ধমাধম বলেছেন: এই পোস্টটা অনেকটা সেই আগা কেটে গোড়ায় পানি ঢালার মত অবস্থা। তারপর আমার সামু এইটারে স্টিকি কইরা নাটক করতেছে।

সরকারের কথায় ব্যান ঠিকই করছে। আর ব্যান কইরা এখন কান্দাকাটি করতেছে যে সরকার যে ব্যান করতে না বলে। কী হাস্যকর ব্যাপার-স্যাপার।

:P :P :P

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭

ফিউশন ফাইভ বলেছেন: সামহোয়্যার নাটক করছে। তার প্রতিবাদে আপনি একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র করে দেখান। তাতে আর কিছু না হোক, নিশ্চয়ই সমৃদ্ধ হবে শিল্পকলা!

১৪৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৮

কৌশিক বলেছেন: এই দু:সময় সব ব্লগকেই একসাথে প্রতিবাদ করতে হবে। এটা সবার উপরেই আঘাত।

যে অনুরোধে সামহোয়ারইন কারো কারো ব্লগ বাতিল করেছে, অন্য কোনো ব্লগও সে অনুরোধে তেমন করতে পারে।

দাঁড়াতে হবে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে। অন্য কোনো ব্লগের দৃষ্টান্ত - উদাহারণ না দিয়ে যদি সামহোয়ারইন সবাইকে নিয়েই প্রতিবাদ করে হয়তো আমরা একটা রেজাল্ট পাবো।

একা আমরা অনিরাপদ, ঐক্যবদ্ধভাবে আমরা সবাই শক্তিশালী।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪

ফিউশন ফাইভ বলেছেন: এটা সবার উপরেই আঘাত। সুতরাং দাঁড়াতে হবে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে। একা আমরা অনিরাপদ, ঐক্যবদ্ধভাবে আমরা সবাই শক্তিশালী।

১৪৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:০৬

ধমাধম বলেছেন: কিছু মনে করবেন না। একটা উত্তর পেয়েছি।


জানা বলেছেন:

চারটি একাউন্ট:

১. আসিফ মহিউদ্দিন (তার একাউন্টটি একবার স্থায়ীভাবে আমরা বন্ধ করেছিলাম একই অভিযোগে। তবে পরে জাতিয় স্বার্থ ও নানান সামাজিক আন্দোলনে তার সক্রিয় অংশ গ্রহণ এবং বিশেষ ভূমিকা বিবেচনায় আবারও খুলে দেয়া হয়।)

২. আইনস্টাইন ( এটি বেশ কিছুদিন আগেই আমরা লগিন ব্যন করেছি ধর্ম বিকৃতি ও অশ্লীলতার অভিযোগে)

৩. দাড়িপাল্লা (গতবছর সেপ্টেম্বর থেকে আমরা এই একাউন্টটি স্থায়ীভাবে বন্ধ রেখেছি এই অভিযোগে)

৪. চিকন কালা (সম্প্রতি মধ্যরাতে একটি ঐরকম লেখা পোস্ট করে অল্প সময়ের মধ্যেই তা ড্রাফট করে নেয় এবং অতীতেও সে একই কাজ করেছে যার ফলে সে সবার নজরে তেমন আসেনি)।

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭

ফিউশন ফাইভ বলেছেন: মনে করার কিছু নেই। বরং যে সমাজে প্রশ্ন নেই, সেই সমাজ অন্ধকার।

১৪৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:১১

ধমাধম বলেছেন: @কৌশিক/ ব্যাপারটা কিন্তু সরকারের সিদ্ধান্ত না। তাই বিরুদ্ধে দাঁড়িয়ে লাভ নাই। কারণ দেখতে গেলে মোটামুটি সবাই-ই আপনার বিরুদ্ধে থাকবে। দাঁড়াতে হবে নিজেদের। শক্ত ভাবে দাঁড়াতে হবে যাতে যে কেউ কিছু বললেই আমরা ভেঙে না পড়ি।

ব্লগের যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর হলে শুধু দেশ আর স্বাধীনতার বিপক্ষের কিছু বলা যায় না দেশের প্রচলিত আইনের কারণে। এর বাইরে ব্যক্তিগত গালাগালি বাদ দিয়ে যা কিছু বলার অধিকার সবার আছে। কারণ অন্যরকম কোন আইন দেশে নাই। তাই সেগুলা অপরাধ বলে বিবেচিত নয়।

১৪৭| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৩১

দ্রুতগামী উল্কা বলেছেন: উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হবো
এরকম দুঃসময়ে যদি মিছিলে না যাই..

ভালো বলেছেন । তাই আজকে কয়েকজন ভিন্য রাজনৈতিক মতের ব্লগারকে ব্যান করা হলো ।

সেলুকাস !

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

ফিউশন ফাইভ বলেছেন: উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হবো
এরকম দুঃসময়ে যদি মিছিলে না যাই..

১৪৮| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৩

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন: ব্লগে সরকারের নগ্ন হস্তক্ষেপ বন্ধ হোক এখনই।
সহমত।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৮

ফিউশন ফাইভ বলেছেন: কোনো ধরনের হস্তক্ষেপ আমরা মেনে নেবো না।

১৪৯| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৭

সরকার৮৪ বলেছেন: ব্লগারদের চাপে, ব্লগারদের অভিযোগে যদি আসিফের ব্লগ ব্যান করা হতো, বলার কিছুই ছিল না।

ব্লগাররা কি কম চাপ দিছে? তখন তো আসিফের বিরুদ্ধে বললে উল্টা ব্যান খাইছে।

মনে আছে সামুর শুভাকাঙ্খী ও সামুর ব্লগার কর্ণেল সামুরাইরে আপনে কেমন লম্বা হাত পা দেখাই ছিলেন?

বাক স্বাধীনতার যে গীত গাইতাছেন সেই একই গীত বিএনপি গাইলে কম মুখ বন্ধ করাইছেন? বাকশালে চান্দ কি এখন আসমানে দেখতাছেন?

আসিফের কিচ্ছু হইলে সেইটা সমস্ত ব্লগারের উপর আঘাত হয়ে যায়। তাইলে আসিফের জন্য ব্লগারদের নাস্তিক কইলে খারাপ লাগে কেন?


০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯

ফিউশন ফাইভ বলেছেন: ধর্মাবমাননাকারীদের আমরা কেউই নমনীয় চোখে দেখছি না, সামহোয়্যারইন কর্তৃপক্ষ তো নয়ই। আমি এই এখনো দৃঢ়তার সঙ্গে বলবো, সরকারি চাপে আসিফের ব্লগ বাতিল সবার জন্যই একটি অশনি সংকেত। এটা যদি ব্লগারদের চাপে হতো, তাহলে বলার কিছুই ছিল না। আর এতে কোনো সন্দেহ নেই যে, ব্লগাররা যখনই আসিফের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগ দিয়েছে, তখনই তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে ব্লগ স্থগিত করা ছাড়াও নানা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

১৫০| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৫

বৈরাম খাঁ বলেছেন: ব্লগারদের অভিযোগের ভিত্তিতেও নিশ্চয়ই অনেক পোস্ট মোছা হয়েছে। বিভিন্ন সময়ে ব্লগ কর্তৃপক্ষের জবানিতে জেনেছি, অভিযোগের ভিত্তি থাকলে মাত্র এক অভিযোগেই সংশ্লিষ্ট পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। আবার ভিত্তি না থাকলে ১০০ অভিযোগেও কর্ণপাত করা হয় না।
আমরা সবাই জানি, প্রেসিডেন্ট জিয়া, খালেদা জিয়ার অপমানে হাজার অভিযোগ করলেও সামু কোন ভিত্তি খুজে পায় না।

কিন্তু গালিবাজদের দমনে সামু নিজে কতোটা আন্তরিক। নিজেদের লোকের নিক বিপদে পড়লে তো সামু কোন ব্যবস্থা নেয় না।
এই পোস্টের অসংখ্য গালিবাজের বিরুদ্ধে রিপোর্ট করলেও সামু কর্তৃপক্ষ তাদের নিজেদের নিক বেশী ছিল বিধায় কোন ব্যবস্থা নেয়নি।
ট্রান্সপারেন্সি রিপোর্ট দেখিয়ে নিরপেক্ষতার ভাব নিলেও, সামু নিজেই আওয়ামীলীগের দালালী করে, এটা সবাই জানে। দয়া করে এখন বিডি নিউজের রিপোর্টের কথা বলে শাক দিয়ে মাছ ঢাকতে আসবেন না










০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০

ফিউশন ফাইভ বলেছেন: একজন সাধারণ ব্লগার হিসেবে আমার কখনোই মনে হয়নি যে, ব্লগারদের মধ্যে সামহোয়্যার কর্তৃপক্ষের কোনো 'নিজের লোক' আছে।

১৫১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৮

আকাশ চুরি বলেছেন: ফিউশন ফাইভ, আপনি বা আপনারা লেখার মধ্যে সত্যতা হারিয়ে মনে হয় যেন ফরমায়েসি লেখা লিখছেন। বাংলা ব্লগের দুর্দিন না বলে একটি নির্দিষ্ট শ্রণীর গুটিকয়েক ব্লগারের দুর্দিন বলাটাই বেশী যুক্তিসংগত। সারা বিশ্বে অনেক নাস্তিক আছে কিন্তু সারাবিশ্বেতো বটেই একটি ধর্মপরায়ন দেশে আমাদের নবীকে নিয়ে যেভাবে অশ্লীল ভাষায় আরিফুর, আসিফরা দিনের পর দিন লিখে গিয়েছে এবং এই ব্লগ সেসব ব্লগারকে যেভাবে প্রমোট করেছে এর জন্য এই ব্লগের মালিককে একদিন জবাবদিহী করতে হবে। যাবতীয় 'কার্যকলাপের জন্য শুধু সংশ্লিষ্ট প্রকাশকারীর' বলে দায় এড়ানো যাবে না। এখানে মুজিবকে গালি দিয়ে একটা পোস্ট দিলে সেটা অবশ্যই সরিয়ে দেয়া হতো কিন্তু নবীজিকে গালি দিয়ে শত পোস্ট আছে, খালেদা জিয়াকে নিয়ে অশ্লীল শত শত পোস্ট আছে। এগুলো বার বার রিপোর্ট করার পরেও ব্যবস্হা নেয়া হয়নি। আপনি বাংলা ব্লগের দুর্দিন না বলে নাস্তিকদের দুর্দিন বলতে পারেন এবং আপনার শিরোনামটাও পরিবর্তন করলে বেশী সমিচচিন হয়।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১

ফিউশন ফাইভ বলেছেন: যে কোনো পরিস্থিতিতে সাহস করে সত্য বলতে আমি কখনোই দ্বিধা বোধ করিনি। আপনিই বলুন, ঠিক কী লোভে কোন্ বিশেষ সুবিধার জন্য ফিউশন ফাইভের মতো একটি সাদামাটা ভার্চুয়াল নিক কারো পক্ষে বা বিপক্ষে ফরমায়েশি লেখা লিখতে যাবে? যদি বলেন স্বার্থ আছে। আমিও বলবো, হ্যাঁ স্বার্থ আছে এবং সেটি অবশ্যই ব্লগারদের স্বার্থ। তাদের স্বার্থ রক্ষার জন্যই আমি লড়ছি। আর এটিও নিশ্চিত থাকুন, আজ যে বিপদে রয়েছে বাংলাব্লগ, সেটি নাস্তিকদের নয়, প্রতিটি ব্লগারেরই বিপদ। কিছুটা আগে কিংবা কিছুটা পরে সবাই হাড়ে হাড়ে টের পাবে।

১৫২| ৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৫

Rain_in_Sydney বলেছেন: Completly agree with Akaschuri...

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১

ফিউশন ফাইভ বলেছেন: ধন্যবাদ।

১৫৩| ৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৩

হাছন রাধা করিম বলেছেন: ওহ আরেকটা কথা, এই যে ব্লগমাতা বলেছেন দাড়িপাল্লার ব্লগ মুছে দেয়া হয়েছে, তা কিন্তু সঠিক নয়। মোবাইল থেকে এখনো দাড়িপাল্লার করা সব কমেন্ট এবং পোষ্টগুলো পড়া যা্য় যদিও অন্যসব ব্যান করা ব্লগ নিক সার্চ করলে এরর মেসেজ দেখায় অথবা দেখায় যে "Sorry the post you are looking for have been deleted".

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২

ফিউশন ফাইভ বলেছেন: এগুলো গুগলক্যাশেও পাবেন। এখন দয়া করে গুগলের বিরুদ্ধে আন্দোলন শুরু করুন।

১৫৪| ৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৪৯

রবি_জল বলেছেন:

আমি বুঝিনা ফিফা , সামুর কোন আপত্তিকর পোস্ট বা কমেন্ট নিয়ে যখন সামুর সাধারণ ব্লগার'রা আপত্তি বা রিপোর্ট করে তখন সামুর মডারেশন কি করে? এই ট্রান্সপারেন্সি রিপোর্ট নিয়ে আপনি পোস্ট দিলেন যাতে কেবল আওয়ামীলীগ আর তাদের সমমনা দলীয় একটি ব্লগের আপত্তির গুরুত্ব নিয়ে ( অথবা ভীত হয়ে) কিন্তু আমরা সাধারণ সামু বাসিরা এতদিন এতো এতো রিপোর্ট করেও কোথাও কোথাও কিন্তু মোটেও ট্রান্সপারেন্ট মডারেশন পায়নি। কেন পাইনি?? আমরা আওয়ামীলীগ করিনা বা আমরা আওয়ামীলীগের কেউ নয় বলে???

নাকি আমরা "আমার ব্লগের" ব্লগার নয় বলে???

এসব নিয়ে আপনাকেও নীরব দেখি কেন? ট্রানপারেন্সি রিপোর্টে সাধারণ ব্লগারদের অভিযোগের গুরুত্ব আওয়ামীলীগ দল থেকে কম কেন? নাকি সামুও আওয়ামীলীগের চাদরেই মোড়া ?? !! নিরপেক্ষতা কি তাদের খুশিতেই হয়??

আমাদের অভিযোগের বিচার করাতো দুরের কথা অভিযোগ কারীকেই নির্মূল করা হয়েছে বহু বার।

আর ব্লগে খালেদা বা জিয়াকে নিয়ে করা অনেক আপত্তিকর পোস্ট বা মন্তেব্যের বিরূদ্ধে শত রিপোর্ট করেও কাজ হয়না কেন? তখন ফিফা'রাই বা কোথায় ঘুমায়??

ঐ সব আজে বাজে পোস্টের ছবিগুলো এখানে আর দিলাম না দেখার জন্য লিংকটা দিলাম আপনাকে এই পোস্টের ২০৯ নং কমেন্টে দেখেন।



তাই বলি যে,


সামুর মডারেশন ভুয়া ।

ভুয়ার পরে একটা "না" যোগ কোরার মত লোক সামুতেই ৫ জন পাবেন না ।


কারা আছেন আওয়াজ দেন ;)



একটা কথা খুব পরিষ্কার যে, দিনে দিনে সামু তার বন্ধু হারাচ্ছে- যারা আসলে সামুতেই ব্লগিং করতো।

তাই ব্লগার তৈরিতে সামুর যেমন অবদান ছিল এখন ব্লগার নির্মূলেও সামুর সম অবদান দেখতে পাচ্ছি।
X(

তবে এখন জাতীয়তাবাদী ব্লগার নির্মূলে সামুর অবদান জাতি কোনদিনও ভুল্বেনা । দেশে হাম্বার ফলন বৃদ্ধির যে প্রকল্প সামু হাতে নিয়েছে তাতে সামু এবার বাকশাল ক্যাটাগরিতে ( নতুন) নোবেল পাবেই পাবে। /:)


সবাই সামুর জন্য প্রার্থনা করি বলেন আমিন !



০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩

ফিউশন ফাইভ বলেছেন: আপনার বোঝায় ভুল আছে। যে দল এখনো ক্ষমতায়, তাদের গোপন আদেশ-নির্দেশ প্রকাশ্যে তুলে দেওয়াটা যদি 'ভীত হওয়া' হয়, তাহলে আপনার বোঝায় বড়ো রকমের গলদ আছে। আর সামহোয়্যারইন কর্তৃপক্ষ যদি আওয়ামী লীগারদের প্রতি পক্ষপাত দেখাতো, তাহলে কি খোদ আওয়ামী লীগের পক্ষ থেকেই অফিসিয়ালি এতোগুলো পোস্ট মুছে দেওয়ার অনুরোধ আসতো?

গুগলের ট্রান্সপারেন্সি রিপোর্টটি দেখলে বুঝবেন এর মূল লক্ষ্য হচ্ছে, বিভিন্ন দেশের সরকার ও সংস্থা থেকে গুগলের কাছে স্পর্শকাতর ও আপত্তিকর যেসব অনুরোধ-আদেশ-নির্দেশ আসে, তার একটি বিবরণী পাঠকের সামনে তুলে ধরা। সামহোয়্যারও ঠিক সেটিই অনুসরণ করেছে।

সাধারণ ব্লগারদের অভিযোগকে সামহোয়্যার তো কখনো স্পর্শকাতর কিংবা আপত্তিকর হিসেবে গণ্য করে না। তাদের অভিযোগনামা ট্রান্সপারেন্সি রিপোর্টে থাকা মানে তো ব্লগারেরই অপমান। মানুক কিংবা না মানুক ব্লগারদের প্রতিটি অভিযোগকেই কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে দেখে বলে আমার মনে হয়েছে বরাবরই। অবশ্য বাইরে থেকে আমার বোঝায় ঘাটতিও থাকতে পারে।

২০৯ নম্বর কমেন্টের স্ক্রিনশটটি দেখলাম। এগুলো হলো চূড়ান্ত নোংরামি। ওই পোস্টটি কিন্তু মোছা হয়েছে। হয়তো ওই পোস্টদাতাকে স্থায়ী ব্যানও করা হয়ে থাকতে পারে। আপত্তিকর পোস্ট বা মন্তব্যের বিরুদ্ধে রিপোর্ট করে যে আসলেই কাজ হয়, এটি কি তার একেবারে সাম্প্রতিক উদাহরণ নয়?

১৫৫| ৩০ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫৩

এম হুসাইন বলেছেন: দেশ, ধর্ম ও ব্যক্তি আক্রমণ- এসব দেখার দায়িত্ব ব্লগ মোডারেশনের, সরকারের নয়। মুক্ত চিন্তার নামে যারা এই সব করে নিঃসন্দেহে তারা ঘৃণ্যজন।



ব্লগে সরকারের নগ্ন হস্তক্ষেপ বন্ধ হোক, এখনই।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩

ফিউশন ফাইভ বলেছেন: প্রতিটি লাইনের সঙ্গে একমত।

১৫৬| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:১১

সাদা মনের মানুষ বলেছেন: এই সরকারের মন্ত্রী আমলারা ব্লগ বা নেট সম্পর্কে কতটুকু বুঝে আমি তাতে সন্দিহান, বিরোধীদের বেলায়ও আমার অভিমত তাই । আর এজন্যই আমাদের দেশে ইউটিউব বন্ধ থাকে । এখন ব্লগ আর ব্লগারদের উপরও সরকারের খাড়া নেমে আসতে পারে যে কোন সময় । তাই আমরা সংকিত ।

ব্লগ আর ব্লগারদের নিয়ন্ত্রণের সরকারের যে কোন উদ্দেশ্যমূলক উদ্যোগের তীব্র বিরোধীতা করছি ।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

ফিউশন ফাইভ বলেছেন: ব্লগার দমনে প্রধানমন্ত্রীর নির্দেশে যে তদন্ত কমিটি গঠিত হয়েছে, তার কোনো সদস্য যদি দ্বিতীয় কারো সাহায্য ছাড়া জিমেইল বা ইয়াহুতে মেইল চেক করতে সক্ষম হন, আমি খুবই বিস্মিত হবো। এই লোকগুলো ব্লগের ওপর ছড়ি ঘোরাবে - এটা আমরা কখনোই মানবো না।

১৫৭| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৩

আলাদীন বলেছেন: বৈরাম খাঁ বলেছেন: ব্লগারদের অভিযোগের ভিত্তিতেও নিশ্চয়ই অনেক পোস্ট মোছা হয়েছে। বিভিন্ন সময়ে ব্লগ কর্তৃপক্ষের জবানিতে জেনেছি, অভিযোগের ভিত্তি থাকলে মাত্র এক অভিযোগেই সংশ্লিষ্ট পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। আবার ভিত্তি না থাকলে ১০০ অভিযোগেও কর্ণপাত করা হয় না।
আমরা সবাই জানি, প্রেসিডেন্ট জিয়া, খালেদা জিয়ার অপমানে হাজার অভিযোগ করলেও সামু কোন ভিত্তি খুজে পায় না।

কিন্তু গালিবাজদের দমনে সামু নিজে কতোটা আন্তরিক। নিজেদের লোকের নিক বিপদে পড়লে তো সামু কোন ব্যবস্থা নেয় না।
এই পোস্টের অসংখ্য গালিবাজের বিরুদ্ধে রিপোর্ট করলেও সামু কর্তৃপক্ষ তাদের নিজেদের নিক বেশী ছিল বিধায় কোন ব্যবস্থা নেয়নি।
ট্রান্সপারেন্সি রিপোর্ট দেখিয়ে নিরপেক্ষতার ভাব নিলেও, সামু নিজেই আওয়ামীলীগের দালালী করে, এটা সবাই জানে। দয়া করে এখন বিডি নিউজের রিপোর্টের কথা বলে শাক দিয়ে মাছ ঢাকতে আসবেন না

100% Agree

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

ফিউশন ফাইভ বলেছেন: আপনার অভিযোগ সত্য নয়। অতীতে না যাই, একেবারেই সাম্প্রতিক একটি উদাহরণ আপনাকে দেই।

কিছুদিন আগে সূর্যবাসী নামের এক ব্লগার খালেদা জিয়াকে নিয়ে একটি গুরুতর অশালীন পোস্ট দিয়েছিলেন। ঠিক এই লিংকে গিয়ে আপনি দেখে আসুন তার কী অবস্থা!
Click This Link

১৫৮| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৪

মুক্ত মণ বলেছেন: গত মাসখানেক যাবৎ সামু ও প্রথম আলোর কমেন্ট দেখে মনে হয় দেশের শতভাগ লোক ছাত্রলীগে যোগ দিয়েছে। এটা বুঝতে রকেট সাইন্স লাগে না যে প্রথম আলো ও সামুতে আওয়ামী প্রেতাত্মা ভর করেছে। এই নির্লজ্জ দলীয় দালালীর জন্য অন্যকে দোষ দিয়ে লাভ নেই । ব্লগ কতর্ৃপক্ষ-ই দায়ী।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

ফিউশন ফাইভ বলেছেন: প্রতিটি প্রগতিশীল লোককেই প্রথম আলোর 'দালালি' করতেই হবে, প্রথম আলো পড়তেই হবে। অফলাইনে এই এখনো জনতার কন্ঠস্বর ওই একটিই - প্রথম আলো। আর সামহোয়্যারের ট্রান্সপারেন্সি রিপোর্ট দেখলে সহজেই বোঝা যায়, সামহোয়্যারইন কর্তৃপক্ষকে সরকারি দল তো নয়ই, কেউই প্রভাবিত করতে পারেনি।

১৫৯| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১১

সাইবার অভিযত্রী বলেছেন: রবি_জল বলেছেন:

আমি বুঝিনা ফিফা , সামুর কোন আপত্তিকর পোস্ট বা কমেন্ট নিয়ে যখন সামুর সাধারণ ব্লগার'রা আপত্তি বা রিপোর্ট করে তখন সামুর মডারেশন কি করে?

আরে বেটা বেক্কেল , সামুর বরপুত্রের সমালোচনা করলে , রিপোর্টকারী-ই ব্যান! কোন গালাগালি ছাড়া সামু আর আসিফের সমালোচনার জন্য রাতুলবিডি , রাতুলবিডি২ , রাতুলবিডি৩ , রাতুলবিডি৪ ব্যান - বোতল বন্দী !

A post of ratulbd on this :

সামুর ট্রান্সপারেন্সী না কন্সপারেসী ?

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৫

ফিউশন ফাইভ বলেছেন: কোনো ব্লগারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে কর্তৃপক্ষ একটি মেইলের মাধ্যমে সুনির্দিষ্টভাবে অভিযোগটি জানিয়ে থাকে। রাতুলবিডির নিকগুলোর ক্ষেত্রেও নিশ্চয়ই জানানো হয়েছে বলে আমার অনুমান।

১৬০| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫০

এস.কে.ফয়সাল আলম বলেছেন: এমন একটা পোষ্ট খুবই দরকার ছিল এই মূহুর্তে।
....................................

তবে একটা বিষয় আমার কাছে খারাপ লাগে তা হচ্ছে সাধারণ ব্লগারদের অনেক অভিযোগ সামু কতৃপক্ষ ঠিকভাবে আমলে নেন না। যদি নিতেন তো আসিফ মহিউদ্দিন সামু থেকে অনেক আগেই ব্যান হয়ে যেত।

এখন থেকে এদিকে সজাগ থাকা দরকার বলে আমি মনে করি।
.....................................

সামুর সাথেই আছি, সব সময়।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৫

ফিউশন ফাইভ বলেছেন: আমিও মনে করি, সামহোয়্যারের মডারেশনে আরো গতিশীলতা আনা দরকার। যা-ই ঘটুক না কেন আমাদের মধ্যে, সেটি হল গৃহবিবাদ। কিন্তু ঘরের বিবাদের জন্য পুলিশ ডেকে আনা নিজের পায়ে নিজে কুড়োল মারার মতোই সমান আত্মঘাতী - এই সত্য অনেকে বুঝেও বুঝতে চাইছে না।
ধন্যবাদ ফয়সাল। সোচ্চার থাকুন।

১৬১| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৬

জালিমের দুশমন বলেছেন: গনমাধ্যমের উপর সরকারী নিয়ন্ত্রন কখনোই কাম্য নয়।

কিন্তু রাস্ট্রে/সমাজে শৃংখলা বজায় রাখতে (যখন সমাজপতিরা ব্যর্থ হয়) কর্তৃত্ব সরকার নিতে চায় বা নেয়।

আসিফের কথাই ধরি, শত শত ব্লগারের রিপোর্টেও তাকে ব্যান করা হয় নাই। উলটো ব্যান দাবীকারীদের শাস্তি দেয়া হয়েছে। কিন্তু সরকারের সামান্য চাপেই তাকে ব্যান করতে বাধ্য হয়েছে। সামু কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে দেখাতে- "আমাদের এখানে ধর্মবিদ্বেষীদের ঠাঁই নাই"

রাস্ট্র তার প্রয়োজনে যেকারো সম্পর্কে তথ্য জানতে চাইতে পারে। কিন্তু এই ক্ষমতার অপব্যবহার হলে সেটা হবে খুব খারাপ।

আমার মতে ব্লগ সাইট নয়, ব্লগের কর্তৃপক্ষকে সরকারী নিয়ন্ত্রনে রাখা উচিত। ব্লগারদের নিয়ন্ত্রন করে মডারেটর/এডমিনরা। কিন্তু তাদেরও নিয়ন্ত্রন দরকার। নইলে তাদের ভিতরেও স্বৈরাচারী মনোভাব দেখা দেয়।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৫

ফিউশন ফাইভ বলেছেন: আসিফের বিরুদ্ধে বহুবার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি একবার ব্লগও স্থগিত করা হয়েছিল। ফলে শত শত ব্লগারের রিপোর্টেও তাকে শাস্তি দেওয়া হয়নি - এটা কোনোভাবেই সত্য নয়।

১৬২| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২১

ক্ষুধিত পাষাণ বলেছেন: আজ আসিফ মহিউদ্দীনকে বিটিআরসি ব্যান করতে বলায় তাকে ব্যান করা হয়েছে-সেই দুঃখেই সামু কর্তিপক্ষ বিটিআরসি'র সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারন ব্লগারদের অনূভুতিকে কাজে লাগিয়ে আবারও আসিফ মহিউদ্দীনদের ফিরিয়ে আনার জন্য এই পোস্ট স্টিকি করেছে। যদি বিটিআরসি থেকে একজন ধীবর, একজন জুলভার্ন কিম্বা বাংলাদেশ জিন্দাবাদ অথবা দাসত্বকে ব্যান করার জন্য বলতো-তাহলে সামু কোনো অবস্থাতেই এই পোস্ট দিতনা।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৫

ফিউশন ফাইভ বলেছেন: এই পোস্ট আসিফ মহিউদ্দিনের জন্য নয়, ব্লগারদের জন্য। ব্লগে শৃঙ্খলা রক্ষার নামে প্রতিপক্ষের কন্ঠ রোধ করার কোনো আয়োজনেই আমাদের সায় নেই। যতো অপপ্রচারই হোক না কেন।
ব্লগারদের স্বার্থেই, তাদের বাক-স্বাধীনতা রক্ষার জন্যই সামহোয়্যারইন কর্তৃপক্ষের উদ্বেগ যতো। নইলে এই ব্লগ চালিয়ে তাদের তো ক্ষতি ছাড়া, একপয়সাও লাভ নেই। বাঙালির স্বভাবই এমন। যে উপকার করে, যাওয়ার সময় তাকে দুটো লাথি দিয়ে যায়।

১৬৩| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩১

জালিমের দুশমন বলেছেন: আর সুশান্তের ব্যাপারে আপনার দেয়া লিংক দেখে রাজাকারির তেমন কিছু তো পেলামনা। সরকারকে সর্বাত্মক সহযোগীতা করতে চাওয়া নিশ্চই "রাজাকারী" নয়? প্রতিটা সচেতন নাগরিকেরই এটা কর্তব্য।

আর বার বার যুবলীগ যুবলীগ করে আপনি একজনের জন্য একটি সংগঠনকে বিনা কারনে দোষারোপ করছেন। আপনাদের এধরনের কুটনামী কথাবার্তার জন্যই সরকার এধরনের নিয়ন্ত্রন আরোপ করার সুযোগ পায়।

সম্পূর্ণ পোস্টে আপনি সম্পূর্ণ অপ্রাসঙ্গীকভাবে "যুবলীগ"কে টেনে এনে কুতসা গাইছেন। এতেও সরকারের ক্ষিপ্ত হওয়ার কারন আছে। আমিতো আপনার এই প্রচেষ্টাকেই বলবো-"রাজাকারী"।

আমরা ব্লগিং করছি- দেশ বিরোধী কিছু করছি না। জুজুর ভয় দেখিয়ে লাভ নেই।

চুপিচুপি নিয়ন্ত্রন করার চেয়ে ঘোষনা দিয়ে তথ্য চাওয়া অনেক ভাল। কারন সরকার যেকোন সময় রাস্ট্রের স্বার্থে যে কোন ব্লগারের ব্যাপারে তথ্য চাইলে কর্তৃপক্ষ তা দিতে বাধ্য থাকবে। কিন্তু এখন তা না করে বলা হচ্ছে- যারা রাস্ট্র বিরোধী আর ধর্মবিরোধী লেখা লিখে-তাদের বিষয়ে তথ্য দাও/ব্যাবস্থা নাও।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৫

ফিউশন ফাইভ বলেছেন: আপনি রাজাকারিতা পাননি, সেটা নিশ্চিতভাবেই আপনার অ্যান্টেনার সমস্যা। আচ্ছা বলুন তো, সরকারকে সুশান্তের সর্বাত্মক সহযোগিতা দেওয়া যদি "রাজাকারী" না হয়, তাহলে একাত্তরে পাকি সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে জামায়াতিরা তো মনে হয় কোনো রাজাকারী করেনি! তাই না?

আপনি কি জানেন, সুশান্ত যুবলীগের গতো কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হয়েছিলেন? না জানলে বলবেন, তার পোস্টারের ছবি দেবো। আশা করি ইতিমধ্যে বুঝতে পেরেছেন আপনার ধারণা ঠিক নয়।

১৬৪| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪২

ShusthoChinta বলেছেন: বিটিআরসির ঐ চার ব্লগারের মধ্যে আরিফুর রহমান ওরফে ওঙ্কারের নাম না দেখে প্রচন্ড অবাক হয়েছি! আসিফ তো তাও অন্যান্য বিষয় নিয়েও লেখালেখি করে মাঝেমধ্যে,কিন্তু এই আরিফুর বর্তমানে ওঙ্কারের শুধু একটামাত্র কাজই,শুধুই ইসলামের বিপক্ষে ঘৃণা ছড়ানো! সেই লোক কিনা বাদ পড়ে গেল বিটিআরসির লিস্ট থেকে!!! এই লোক বা লোকগুলোর খুঁটির জোরটা আসলে কোথায়????

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬

ফিউশন ফাইভ বলেছেন: বিটিআরসিই এ ব্যাপারে ভালো বলতে পারবে।

১৬৫| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৩

লেখোয়াড় বলেছেন:
অসাধারণ!!
পর্যবেক্ষণে রাখলাম।
অনেক কিছু জানতে পারবো।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬

ফিউশন ফাইভ বলেছেন: ধন্যবাদ। যে কোনো ধরনের নিয়ন্ত্রণের বিরুদ্ধে সোচ্চার থাকুন।

১৬৬| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৬

রাহী আবদুল্লাহ বলেছেন: আমার মনে হয়-যদি আসিফ মহিউদ্দীনকে ব্লগ না ছাড়ার বিনিময়ে জাতিয়তাবাদী ঘারানার সকল ব্লগারদের ধরে বেঁধে ছাত্র লীগের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিত-তাহলে সামু কর্তি পক্ষ তাই করতো।

এই পোসটের মূল উদ্দেশ্য মোটেই ব্লগারদের বাক স্বাধীনতা নয়-আসল উদ্দেশ্য আসিফ মহিউদ্দীনদের জন্য সামু ব্লগ উন্মুক্ত করা।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬

ফিউশন ফাইভ বলেছেন: এগুলো সামহোয়্যারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার। আসিফের বিরুদ্ধে বহুবার শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এমনকি একবার ব্লগও স্থগিত করা হয়েছিল। ফলে আসিফ মহিউদ্দিনের পক্ষপাতের অভিযোগ একজন সাধারণ ব্লগার হিসেবে আমি মনে করি সম্পূর্ণ মিথ্যাচার।

১৬৭| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৯

সফদার ডাকটার বলেছেন: ১৮৯ নাম্বার কমেন্টে শামীম আরা সনি বলেছেন: Click This Link

বাংলামেইল হ্যাজ পাবলিসড ফটোশপড এন্ড পারসিয়াল ইমেইল।


আপু, লিংকসূত্র সহ প্রমান নিয়ে এসেছেন বাংলামেইল 'আমার ব্লগের' বিরুদ্ধে ভূয়া খবর আর ফটোশপড মেইল প্রকাশ করেছে ;)

আমার ব্লগে যখন আরিফ জেবতিক 'জানা' আপা আর সামুকে নিয়ে কুৎসামূলক পোস্ট দেয় (যে পোস্ট ওরা স্টিকি করেছিল) সেই পোস্টে কিন্তু আপনি সামু বা জানা আপার পক্ষে কোন কথা বলেন নি । বরং চমৎকার পোস্ট-পিলাচ ইত্যাদি সহকারে প্রশংসায় ভাসিয়ে দিয়েছিলেন :| :P


দিকভ্রান্ত-পথিকের পোস্টে একজন ব্লগার যখন আপনার দিকে আঙুল তুলল, আপনি 'আমার ব্লগে' সামুর বদনাম করেন, । আপনি তখন কি বলেছিলেন আপু মনে আছে ?

ঐ ব্লগারের দিকে তেড়ে ফুড়ে এসে তার চৌদ্দগুষ্টির শাপশাপান্ত করেছিলেন । আপনি বলেছিলেন, আপনার বাবা যা ইনকাম করে তাতে ঐ ব্লগারের মতো দুইটা কুকুরকে কিনতে পারে :| :-&

আরো বলেছিলেন, আপনি সামুতে হীট পোস্ট প্রসব করেন, এর জন্য সামু থেকে কোন টাকা-পয়সা নেন না :| :P

ঠিক আছে, আপনি সামু থেকে কোন টাকা-পয়সা নেন না, তাই সামুর পক্ষে কোন দালালীও করেন না । তবে কি সুশান্ত বাবুর টাকা-পয়সা খেয়ে তার দালালী করেন ? আফটার অল টাকার চেয়ে পাউন্ড/স্টারলিংয়ের দাম তো অনেক বেশি ।

উপরে এমনি একটা লিংক দিলেন যেখানে প্রতিবেদক নিজেই আমার ব্লগের যুক্তি খন্ডন করে দিয়েছেন । তারপরও সেই লিংকটাই দিতে হলো, হাজার হোক পাউন্ডের ঝাঁঝ বলে কথা ।

ও হ্যা আপু, তেড়েফুড়ে আসবেন ভালো কথা । সাথে আরও কিছু নির্মম সত্যেরও মুখোমুখি হওয়া লাগতে পারে :P :P

সবাই সামু'র রাজাকার কে চিনে রাখুন ;) B-))

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬

ফিউশন ফাইভ বলেছেন: এটা তার বোঝার ঘাটতি। কারণ ওই একই রিপোর্টেই বিটিআরসি সূত্রের উদ্ধৃতিসহ বাংলামেইল প্রতিবেদকের বিস্তারিত বক্তব্য আছে। সেখানে স্পষ্টভাবে এটা প্রমাণিত যে, বিটিআরসিকে পাঠানো সুশান্তের মেইলের স্ক্রিনশটটি অবিকৃত।

১৬৮| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬

ইলুসন বলেছেন: "মাগো ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়!"


ব্লগারদের এই বিপদের দিনে আমি সবাইকে এক হবার আহবান করছি। আপনি আস্তিক না নাস্তিক সেটা ব্যাপার না। এতদিন ধরে কোন নাস্তিকের শাস্তি হয় নি বাজে পোস্ট দেয়ার জন্য, আজ হটাত করে কেন তাদের সবার ব্লগ স্থগিত করে দেয়া হল? তারা তো শুধু বাজে পোস্ট দিয়েছে এমনটা নয়। বাজে পোস্টগুলোর বাইরে অনেক ভাল পোস্ট ছিল। সেগুলো তো থাকতে পারত ব্লগে। আজকে নাস্তিকদের ব্যান করে দেয়া হল, কালকে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলে আপনাকে আমাকে ব্যান করে দিবে না সেই নিশ্চয়তা কে দিবে? টিভি নিউজ আর সংবাদপত্রের উপর থেকে অনেক আগেই মানুষ আস্থা হারিয়েছে। এখন ব্লগ ফেসবুকের মাধ্যমে আমরা নিজেদের স্বাধীন মত প্রকাশ করতে পারি। আমাদের মত প্রকাশের স্বাধীনতা বন্ধ হয়ে যাবে এটা কোনভাবেই মেনে নিতে পারব না।


জয় বাংলা।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬

ফিউশন ফাইভ বলেছেন: গুরুত্বপূর্ণ কথাগুলোই বলেছেন। আজকে নাস্তিকদের ব্যান করে দেয়া হল, কালকে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলে আপনাকে আমাকে ব্যান করে দিবে না সেই নিশ্চয়তা কে দেবে? কিংবা এই আওয়ামী লীগই যদি আগামীকাল বিএনপি সমর্থক ব্লগারের কন্ঠ চেপে ধরে? ব্লগের ওপর সরকার একবার চেপে বসতে পারলে কেউই রেহাই পাবে না সেই থাবা থেকে।

১৬৯| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫২

গিড়ীবাজ বলেছেন: আমার মনে হয়-সামু কর্তিপক্ষকে যদি বলা হতো সামু ব্লগে আওয়ামী বিরোধী ব্লগার যারা আছে তাদের নাম জানানো হোক-তাহলে সামুর বর্তমান মডারেটর এবং সামু মালিক কর্তিপক্ষের চাইতেও ৯৯ ধাপ বেশী এগিয়ে মডারেশন প্যানেল গোষ্ঠী সকল আওয়ামী বিরোধী ব্লগারদের পাকড়াও করে স্বরাস্ট্র মন্ত্রী ও ছাত্র লীগের হাতেই তুলে দিতো। সমস্যা হয়েছে আসিফ মহিউদ্দীনকে নিয়ে! আসিফ মহিউদ্দীনকে ব্যান নাকরলে আজ আপনি এই পোস্ট দিতেননা।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭

ফিউশন ফাইভ বলেছেন: এই পোস্ট আসিফ মহিউদ্দিনের জন্য নয়, ব্লগারদের জন্য। ব্লগে শৃঙ্খলা রক্ষার নামে প্রতিপক্ষের কন্ঠ রোধ করার কোনো আয়োজনেই আমাদের সায় নেই। যতো অপপ্রচারই হোক না কেন।

১৭০| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০১

সানজানা আহমেদ সানা বলেছেন: ৯ নাম্বার মন্তব্যের জবাবে লেখক বলেছেনঃ কতিপয় নাস্তিকের ব্যানে আবার আনন্দিত হওয়ারও কারণ নেই। কারণ এই একই পরিণতি সময়ের ব্যবধানে আপনার ওপরও নেমে আসতে পারে ভিন্ন রূপে।

সম্মানীত ফিফা আমরা ৯০ % ধর্মপ্রান মুসলমানের কাছে আপনার এই কথাটা ভিত্তিহীন । কারন আমাদের কাছে ধর্ম অনেক বড় । রাজাকারদের ব্লগ বন্ধ হওয়ায় আমারা যেমন খুশি তেমনি আল্লাহ ও রাসুল সঃ কে নোংরা কথা বলার সুযোগ করে দেওয়া ব্লগ থেকে ইসলাম বিদ্ধেষীদের ব্যন করে তাদের লেখা মুছে দিলেও খুশি । যদি অন্যকোন ব্লগার বা তাদের লেখার উপর সরকার হস্তক্ষেপ করত তবে আমরা ( ধরমপ্রান মুসলমান ) তথা আওয়ামিলীগ বিএন পি সবাই প্রতিবাদ করত । কয়েকজন নাস্তিকের জন্য আমরা আমাদের প্রিয় সামু হারাতে চাইনা ।আওয়ামিলীগ যেমন ছাগু ব্লগ বন্ধ করছে তেমনি বি এন পি আসলে শুধু মাত্র একয়েকজনের জন্য সামু বন্ধ করার দুঃসাহস দেখাবে । তাই ওদেরকে এখন ব্যান করলে ভবিষ্যতে আর এই সসস্যায় সামুকে পড়তে হবেনা ।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭

ফিউশন ফাইভ বলেছেন: ব্লগারদের স্বার্থেই, তাদের বাক-স্বাধীনতা রক্ষার জন্যই সামহোয়্যারইন কর্তৃপক্ষের উদ্বেগ যতো। নইলে এই ব্লগ চালিয়ে তাদের তো ক্ষতি ছাড়া, একপয়সাও লাভ নেই। বাঙালির স্বভাবই এমন। যে উপকার করে, যাওয়ার সময় তাকে দুটো লাথি দিয়ে যায়।

১৭১| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৯

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ক্ষুধিত পাষাণ বলেছেন: আজ আসিফ মহিউদ্দীনকে বিটিআরসি ব্যান করতে বলায় তাকে ব্যান করা হয়েছে-সেই দুঃখেই সামু কর্তিপক্ষ বিটিআরসি'র সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারন ব্লগারদের অনূভুতিকে কাজে লাগিয়ে আবারও আসিফ মহিউদ্দীনদের ফিরিয়ে আনার জন্য এই পোস্ট স্টিকি করেছে। যদি বিটিআরসি থেকে একজন ধীবর, একজন জুলভার্ন কিম্বা বাংলাদেশ জিন্দাবাদ অথবা দাসত্বকে ব্যান করার জন্য বলতো-তাহলে সামু কোনো অবস্থাতেই এই পোস্ট দিতনা।

কঠিন ভাবে সহমত


সামুর বর্তমান অবস্থা খুবিই হাস্যকর, যেমন মডু তেমন ব্লগার (আওয়ামীপন্থী)

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৭

ফিউশন ফাইভ বলেছেন: আজকে নাস্তিকদের ব্যান করে দেয়া হল, কালকে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলে আপনাকে আমাকে ব্যান করে দেবে না সেই নিশ্চয়তা কে দেবে? কিংবা এই আওয়ামী লীগই যদি আগামীকাল বিএনপি সমর্থক ব্লগারের কন্ঠ চেপে ধরে? ব্লগের ওপর সরকার একবার চেপে বসতে পারলে কেউই রেহাই পাবে না সেই থাবা থেকে - এই কঠিন সত্যটা বুঝতেই হবে।

১৭২| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

ক্লান্ত কালবৈশাখি বলেছেন: সমর্থন করা যায় না কোন ভাবেই। ব্লগের ওপর এই নগ্ন হস্তক্ষেপ বন্ধ হওয়া উচিত।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮

ফিউশন ফাইভ বলেছেন: ব্লগের ওপর এই নগ্ন হস্তক্ষেপ বন্ধ হোক এখনই।

১৭৩| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১০

মনুআউয়াল বলেছেন: এই দু:সময় সব ব্লগকেই একসাথে প্রতিবাদ করতে হবে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই হবে একমাত্র লক্ষ্য

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮

ফিউশন ফাইভ বলেছেন: যার যার অবস্থান থেকে এই প্রতিবাদে শামিল হোন। স্বাধীনতা হারানোর আগেই সেটি রক্ষা করুন।

১৭৪| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৬

মারুফ ফািহম বলেছেন: আসলে ব্লগে মত প্রকাশের নামে ইসলাম বিরোধীদেরকে প্রমোট করা হয় এবং ইসলামের পক্ষে মত প্রকাশ করলে যেটা ইসলাম বিরোধীদের গায়ে লাগে সেটাকে গোলা টিপে ধরা হয়। হায়রে মত প্রকাশের স্বসধীনতা!!

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮

ফিউশন ফাইভ বলেছেন: এটা পুরোপুরি অপপ্রচার, যার বিন্দুমাত্র ভিত্তিও নেই। বরং ধর্মাবমাননার অভিযোগে এই ব্লগে এ যাবত যতো ব্লগার নানাভাবে শাস্তি পেয়েছে, ওই পরিমাণ ব্লগার অন্য অনেক ব্লগেও নেই বোধহয়।

১৭৫| ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯

s r jony বলেছেন:
অনেক ট্যাকনিকাল অনেক বড় মাপের কথা বার্তা যার অনেক কিছুই আমার মত খুদ্র মানুষের মাথায় ঢুকল না।

তবে আমি ফানি মানুষ হিসেবে মনে করি, ব্লগার হিসেবে আমাদেরও কিছু নিয়ম নিতি মেনে চলা উচিত।
"বাক স্বাধীনতা ও বাক দায়িত্বশীলতা" বলে যে একটা শব্দ আছে সেটা আমাদের সব সময় মনে রাখা উচিত।

আর সরকার??? হা হা হা!!!
ওদের আমলা সচিব'দের অনেকেই তো কম্পিউটার চালাতেই পারে না, সেখানে ওরা "অন লাইন এক্টিভ্যাটিস" বা ব্লগে/ফেবুতে কি করা হয়, কি ভাবে করে সেটাই তো জানে না।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯

ফিউশন ফাইভ বলেছেন: সহজ ভাষায় আমরা কেবল এটিই বলতে চাই যে, ব্লগে কোনো ধরনের সরকারি হস্তক্ষেপ আমরা মানবো না। সরকারের উচিত, ব্লগ ও ব্লগারদের হয়রানি এখনই বন্ধ করা। আপনার সঙ্গে আমিও একমত যে, বাক-স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা করা কারোরই উচিত নয়।

ব্লগার দমনে প্রধানমন্ত্রীর নির্দেশে যে তদন্ত কমিটি গঠিত হয়েছে, তার কোনো সদস্য যদি দ্বিতীয় কারো সাহায্য ছাড়া জিমেইল বা ইয়াহুতে মেইল চেক করতে সক্ষম হন, আমি খুবই অবাক হবো।

১৭৬| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৩

s r jony বলেছেন: বৃষ্টি ভেজা সকাল ১১ ও ক্ষুধিত পাষাণ > আমনারা এটাকে "আওয়ামীপন্থী" মডারেশন বলছেন, আবার গতকাল শাহাবাগে একজন আমাকে কইল সামু নাকি "জামাত শিবিরের" ব্লগ, আমি সামুর ব্লগার হয়ে কি ভাবে রুমি স্কোয়াডের সাথে যুক্ত হলাম???
গত এক সপ্তাহের পোস্ট/ক্যাচাল পড়ে আমার এক "বস" আমারে কইল "বিএনপি'কে প্রমোট করে সামু ব্লগ, এই ব্লগের ভবিষ্যত ভাল না। আমি যেন অন্য কোথায় লেখা লেখা চালিয়ে যাই।

এখন আমার প্রশ্ন হলঃ আপনাদের মত বড় মাপের মানুষেরা যদি এক একজন এক এক রকম কথা বলেন তাহলে আমার মত "সস্তা ও নিরপেক্ষ" ব্লগার'রা কোথায় যাব?

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯

ফিউশন ফাইভ বলেছেন: আর এই হলো আমাদের সামহোয়্যারইন... ব্লগ। এই ব্লগের জন্য আমার গর্বই লাগে।

তবে কথা হচ্ছে, এসআর জনি কি তার প্রশ্নের জবাব কখনো কি পাবেন?

১৭৭| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬

াংলার জনতা০০৭ বলেছেন: আসিফের ব্লগ অনেক আগেই ব্যান করার দরকার ছিলো।আসিফ কে সাপোর্ট দিয়ে কি সামু ব্লগ নাস্তিকতা অথবা ইসলাম বিরোধীদের কি সাপোর্ট দিচ্ছেন না?আজ যদি আমাদের মতো সাধারন ব্লগার কে ব্যান করা হতো তাহলে কি সেই পোস্ট কে স্টিকি করে মায়া কান্না করত সামু করতি পক্ষ?

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯

ফিউশন ফাইভ বলেছেন: আসিফ মহিউদ্দিনকে সাপোর্ট দিয়ে, তাকে রক্ষা করে কার কী লাভ? আসিফ মহিউদ্দিনের তো ডেইলি ট্যাক্সি ভাড়া করার পয়সাও আছে বলে মনে হয় না আমার। প্রভাবের কথা যদি বলেন, সেটিও তো তার নেই। তাহলে? নাকি খ্রিস্টধর্ম প্রচারের জন্য ভ্যাটিকানের পোপ আমাদের সবাইকে আসিফ মহিউদ্দিনের পক্ষাবলম্বনের নির্দেশ দিয়েছেন?

বলুন ভাই, খোলাসা করে বলুন।

১৭৮| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯

ববিজী বলেছেন: ব্লগে সরকারের নগ্ন হস্তক্ষেপ বন্ধ হোক, এখনই।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯

ফিউশন ফাইভ বলেছেন: ব্লগ চলবে নিজস্ব মডারেশন ব্যবস্থার ওপর ভিত্তি করে, সরকারের একচুল হস্তক্ষেপও চাই না।

১৭৯| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

জাহাঙ্গীর জান বলেছেন: আমাদের অপরাধ কোথায় । গঠন মূলক সমালোচনা যেই কেউই কারো সাথে করতে পারে । আমাদের রাজনীতি একটু ভিন্ন মাইট ইজ রাইট । হয় খালেদাঃ আর না হয় হাসিনাঃ ।এটাই বাংলা দেশ এক কথায় সব সম্ভব এর দেশ ।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০

ফিউশন ফাইভ বলেছেন: ঠিকই বলেছেন, এই বাংলাদেশ আসলেই সব সম্ভবের দেশ।

১৮০| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২

তেলাপোকা বলেছেন: :)

১৮১| ৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

তেলাপোকা বলেছেন: ২৬ শে জানুয়ারি, ২০০৭ এর কথা মনে পইড়্যা গেল।

Click This Link

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০

ফিউশন ফাইভ বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখলাম। অনেক আগের সেই পোস্টও দেখলাম। ভালো আছেন তো?

১৮২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৩

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: যতদিন সামুতে আছেন, তাতেই বুঝে উঠা উচিত যে সামুর বর্তমান মডারেশন কোন পর্যায়ের। বাইরে অমি শিয়াল বাহিনি অপপ্রচার চালায় সামুতে জামাত ভর্তি, এমন নিলজ্জ কথা কেবল শিয়ালদের পক্ষেই সম্ভব।

আর বাইরের কে কি বলছে তাতে কান দিয়ে সামুতেই ঘটে যাওয়া বিষয়গুলোকে বিবেচনা করেন মন দিয়ে, তাহলেই বুঝতে পারবেন সামুর বর্তমান অবস্থা বাকশালীয় নাকি অন্য কিছু। @ s r jony

জামাতের গুস্টি কিলাই, কিন্তু বিএনপি পন্থী ব্লগারদের যে কোন অবস্থায় রাখা হয়েছে সামুতে তা আপনার নজরে না আসলে মনে করবে আপনি অনেক কিছুই জানেন না। বা জেনেও এড়িয়ে যাচ্ছেন।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০

ফিউশন ফাইভ বলেছেন: এক পক্ষ দাবি করে, সামহোয়্যার জামায়াতিদের প্রশ্রয় দেয়, অন্য পক্ষ দাবি করে সামহোয়্যার নাস্তিকদের অভয়ারণ্য। আওয়ামী লীগাররা দাবি করে, ওটা বিএনপি-জামায়াতের ব্লগ। আবার বিএনপি দাবি করে, এটা বাকশালী ব্লগ।
এতেই বোঝা কঠিন নয়, সামহোয়্যারইন চলছে তার আপন গতিতে, প্রশ্নাতীত নিরপেক্ষতা নিয়ে।

১৮৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৮

আদিত শরীফুল বলেছেন: তীব্র নিন্দা জানাচ্ছি।
গণমাধ্যম ভিত্তিক বাংলায় প্রথম পোর্টাল http://www.pressbarta.com

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

ফিউশন ফাইভ বলেছেন: ধন্যবাদ। পোর্টালটি ভালো হয়েছে।

১৮৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০১

আ.হ.ম. সবুজ বলেছেন: সম্মানীত ফিফা আমরা ৯০ % ধর্মপ্রান মুসলমানের কাছে আপনার এই কথাটা ভিত্তিহীন । কারন আমাদের কাছে ধর্ম অনেক বড় । রাজাকারদের ব্লগ বন্ধ হওয়ায় আমারা যেমন খুশি তেমনি আল্লাহ ও রাসুল সঃ কে নোংরা কথা বলার সুযোগ করে দেওয়া ব্লগ থেকে ইসলাম বিদ্ধেষীদের ব্যন করে তাদের লেখা মুছে দিলেও খুশি । যদি অন্যকোন ব্লগার বা তাদের লেখার উপর সরকার হস্তক্ষেপ করত তবে আমরা ( ধরমপ্রান মুসলমান ) তথা আওয়ামিলীগ বিএন পি সবাই প্রতিবাদ করত । কয়েকজন নাস্তিকের জন্য আমরা আমাদের প্রিয় সামু হারাতে চাইনা ।আওয়ামিলীগ যেমন ছাগু ব্লগ বন্ধ করছে তেমনি বি এন পি আসলে শুধু মাত্র একয়েকজনের জন্য সামু বন্ধ করার দুঃসাহস দেখাবে । তাই ওদেরকে এখন ব্যান করলে ভবিষ্যতে আর এই সসস্যায় সামুকে পড়তে হবেনা

সহমত ।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

ফিউশন ফাইভ বলেছেন: আজকে নাস্তিকদের ব্যান করে দেয়া হল, কালকে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলে আপনাকে আমাকে ব্যান করে দেবে না সেই নিশ্চয়তা কে দেবে? কিংবা এই আওয়ামী লীগই যদি আগামীকাল বিএনপি সমর্থক ব্লগারের কন্ঠ চেপে ধরে? ব্লগের ওপর সরকার একবার চেপে বসতে পারলে কেউই রেহাই পাবে না সেই থাবা থেকে - এই কঠিন সত্যটা বুঝতেই হবে।

১৮৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫০

হইচই বলেছেন: ২২৮. ৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৯
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: ক্ষুধিত পাষাণ বলেছেন: আজ আসিফ মহিউদ্দীনকে বিটিআরসি ব্যান করতে বলায় তাকে ব্যান করা হয়েছে-সেই দুঃখেই সামু কর্তিপক্ষ বিটিআরসি'র সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারন ব্লগারদের অনূভুতিকে কাজে লাগিয়ে আবারও আসিফ মহিউদ্দীনদের ফিরিয়ে আনার জন্য এই পোস্ট স্টিকি করেছে। যদি বিটিআরসি থেকে একজন ধীবর, একজন জুলভার্ন কিম্বা বাংলাদেশ জিন্দাবাদ অথবা দাসত্বকে ব্যান করার জন্য বলতো-তাহলে সামু কোনো অবস্থাতেই এই পোস্ট দিতনা।

কঠিন ভাবে সহমত


সামুর বর্তমান অবস্থা খুবিই হাস্যকর, যেমন মডু তেমন ব্লগার (আওয়ামীপন্থী)


কিরে রেইনি ছাগু, জুলভার্ন জুলভার্ন করে বড় কাঁদছিস দেখি!!!

সামু যে তোর মত ছাগুকেও ব্যান করে না সর্দারকেও ব্যান করে না সেটা কইলি না?

সারাদিন ইন্ডিয়ান শাড়ী পড়ে ওয়ানা বি মাই ছাম্মাক ছাল্লো নাচ নেচে দিনশেষে বিহারিদরদ আর আই লভ *কিস্হান পোস্ট দিস? সেটা নিয়ে নাচতে বলিস লজ্জা করে না?

সামু আস্তিক নাস্তিক কারো না বুঝলি? আম্বা ঝাম্বা তোর ** তে দিব!
সামুর হিট বিজনেসের জন্য যতদিন যাকে নিয়ে দরকার নাচে দিনশেষে দরকার শেষ হলে তাকে ব্যান করে দেয়। এটাই সামুর নিয়ম :)

তোরা আছিস সামনে ইলেকশন তো তোরা না থাকলে তো মজা জমবে না ;) তাই আছিস :P =p~

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০২

ফিউশন ফাইভ বলেছেন: এক পক্ষ দাবি করে, সামহোয়্যার জামায়াতিদের প্রশ্রয় দেয়, অন্য পক্ষ দাবি করে সামহোয়্যার নাস্তিকদের অভয়ারণ্য। আওয়ামী লীগাররা দাবি করে, ওটা বিএনপি-জামায়াতের ব্লগ। আবার বিএনপি দাবি করে, এটা বাকশালী ব্লগ।
এতেই বোঝা কঠিন নয়, সামহোয়্যারইন চলছে তার আপন গতিতে, প্রশ্নাতীত নিরপেক্ষতা নিয়ে।

১৮৬| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪১

সায়লা মাহিন বলেছেন: 'বিটিআরসির নির্দেশে আপত্তিকর পোস্ট মুছে দিচ্ছে আমারব্লগ' শিরোনামের সেই প্রতিবেদন থেকে আমরা জানতে পারলাম,


আমি বুঝতে পারলাম না, বিটিআরসি কিভাবে জানবে কোন ব্লগে সরকার বিরোধী লেখা কখন পোষ্ট হচ্ছে যদি মীর জাফর টাইপের কেউ না থাকে । আসলে সামু নিজেই এখন মীর জাফরের কাজ করছে আর আমাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে ।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩

ফিউশন ফাইভ বলেছেন: কিছু মনে করবেন না, আপনার যুক্তি শুনে হাসিই পেল।

১৮৭| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:০৮

অ্যানোনিমাস বলেছেন: অবশ্যই বন্ধ হোক সরকারের হস্তক্ষেপ। সেই সাথে বন্ধ হোক মডারেশনের নগ্ন থাবার আচড়। যে আচড়ে ইশতিয়াক আহমেদ চয়ন কে ব্যন করা হয় কিন্তু আসিফ আইনত দন্ডনীয় কাজ করে টিকে থাকে বছরের পর বছর। যে থাবার আচড়ে ব্লগ থেকে মেধাবী ব্লগাররা চলে যায় আর পরে থাকে পাচাটা তেলবাজ চাটুকারের দল। আফসোস আমি কারও পা চাটতে পারলাম না। আফসোস!!

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৩

ফিউশন ফাইভ বলেছেন: এক পক্ষ দাবি করে, সামহোয়্যার জামায়াতিদের প্রশ্রয় দেয়, অন্য পক্ষ দাবি করে সামহোয়্যার নাস্তিকদের অভয়ারণ্য। আওয়ামী লীগাররা দাবি করে, ওটা বিএনপি-জামায়াতের ব্লগ। আবার বিএনপি দাবি করে, এটা বাকশালী ব্লগ।
এতেই বোঝা কঠিন নয়, সামহোয়্যারইন চলছে তার আপন গতিতে, প্রশ্নাতীত নিরপেক্ষতা নিয়ে। আর এটা বলুন তো, আসিফ মহিউদ্দিনকে সাপোর্ট দিয়ে, তাকে রক্ষা করে সামহোয়্যার কর্তৃপক্ষের লাভটা কোথায়?

১৮৮| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৬

সানড্যান্স বলেছেন: ধুরু ভাই
আসিফের একাউন্ট বন্ধ হইলে কি আসে যায়?
আসিফের একাউন্ট বন্ধ হইলেই সেইটা সবার উপর টানেন ক্যান?

আসিফ সবার প্রতিনিধিত্ব করে না, নাস্তিকরা কখনোই কারো প্রতিনিধিত্ব করেনা, তাদের নিজের ছাড়া।

আর শুনেন, এই মডুরাই সরকার পাল্টাইলে আসিফ সহ যারা ব্যান হইছে তাদের নতুন উদ্যমে হাজির করবে- এরা হিট, ব্লগের পেট আছে,হুদা মডারেশনে পেট চলেনা, সব বুঝেও কেন অবুঝের মত কথা বলেন?

ভাই, আরেকটা কথা কই, আপনারা হিট মানুষ, পোস্ট দিলেই স্টিকি হয়,কিছুদিন আগেও পোস্ট দিছেন, সবার কমেন্টের উত্তর দেন নাই।
এরকম পোস্ট দিয়া কি ব্লগারদের ট্যাগিং এর জন্য যাচাইবাছাই করেন?
পোস্ট যখন দিছেন-উত্তর দিয়েন।

ধন্যবাদ!

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪

ফিউশন ফাইভ বলেছেন: সামহোয়্যারের বিরুদ্ধে এটাও অন্যতম অপপ্রচার। যে উদারনীতি নিয়ে সামহোয়্যারইন চলে, সেখানে মানুষ আসবেই, তার হিট হবেই। হিটের জন্য সামহোয়্যার মরিয়া - এটি পুরোপুরি অপপ্রচার। আপনি নিজেই দেখুন, নাস্তিক ব্লগারদের চেয়ে বহুগুণ বেশি হিটওয়ালা ব্লগার এই ব্লগে অসংখ্য আছে। উল্টো নাস্তিক ব্লগারদের হিটই তুলনামূলক কম। তাদের যেটুকু জনপ্রিয়তা, সেটা কাঠ মোল্লাদের কারণেই। কাঠমোল্লারাই তাদের হিট বাড়িয়েছে।

আপনি নিজেও জানেন, আমি নিশ্চিতভাবেই এক সাধারণ ব্লগার, যে কিনা নীতিমালা লঙ্ঘন করলে আজই হয়তো ব্যান হয়ে যেতে পারি। ব্লগারের মন্তব্যের উত্তর না দেওয়াটা আমার কাছে চূড়ান্ত অভদ্রতার সমতূল্য। এটা জেনেও অনেক সময় এটা পারি না মূলত অস্বাভাবিক কর্মব্যস্ততার কারণে। এই অপরাগতায় আমার মনটাই ছোট হয়ে থাকে। এই এখনো ব্লগের জন্য টানা দু ঘন্টা সময় দেওয়াও কঠিন হয়ে যাচ্ছে। তবু চেষ্টা করছি এই বিপদে যেন ব্লগারদের পাশে দাঁড়াতে পারি।

ধন্যবাদ আপনাকে।

১৮৯| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:৪২

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
নগ্ন হইলে নগ্নতা বন্ধ করতে হয় -

সেটা ছড়াতে দিতে নাই - সেটা মডু করতে পারে - আরে মডুর কেউ কেউ তো আবার ধর্ম বিদ্ধেষী তাইলে কেম্বায় কি -

নগ্নতা বন্ধ করুন - হস্তক্ষেপ কেন ভুরুক্ষেপ ও কেউ করবে না -

( মত প্রকাশের স্বাধীনতা থাকা ভালো কিন্তু বিকৃত মত না -- এক জন সিরিয়াল কিলারের স্বাধীনতা যেমন দেওয়া উচিত নয় তেমন ... )

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪

ফিউশন ফাইভ বলেছেন: বাক-স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা করা কারোরই উচিত নয়। আবার এটিও এটিই বলতে চাই যে, ব্লগে কোনো ধরনের সরকারি হস্তক্ষেপ আমরা মানবো না। সব সরকারই এই সুযোগকে কাজে লাগাবে ভিন্নমতাবলম্বী ব্লগারের কন্ঠ রোধে।

১৯০| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৮

প্রযুক্তি বলেছেন: সামহোয়্যারইনে জানা নিজেও সাম্প্রতিক কিছু ব্যানের ব্যাপারে রাখঢাক করেননি। এক পোস্টে নিজে সেটি স্পষ্ট করেই বলেছেন কাকে কী কারণে ব্যান করা হয়েছে।---হাসলুম

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৫

ফিউশন ফাইভ বলেছেন: কেবল হাসলেই চলবে না। সুন্দর হাসির জন্য কিছূ করণীয়ও আছে। বিস্তারিত দেখুন এখানে

১৯১| ৩১ শে মার্চ, ২০১৩ ভোর ৬:০৪

বাক স্বাধীনতা বলেছেন: স্রেফ দালালী করার জন্য এই পোস্ট লেখা হয়েছে। ব্লগারদেরকে কি আপনারা মূর্খ মনে করেন যে যা তা বুঝিয়ে ভেড়ার পালের মত চরিয়ে বেড়াবেন?

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬

ফিউশন ফাইভ বলেছেন: কিছু কিছু ব্লগারকে অবশ্যই মূর্খ মনে করি। প্রকৃতপক্ষে এরা ব্লগারও নয়, ইয়াহু চ্যাটরুম বন্ধ হওয়াতে এরা পথ ভুলে ব্লগে চলে এসেছে। তবে আপনার একটি কথা ঠিকই আছে। এই পোস্ট অবশ্যই দালালি করার জন্য লেখা - ব্লগারদের দালালি।

১৯২| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০০

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: সবার আগে প্রয়োজন পরিমিত বোধের.....সবার সীমারেখার ভেতরে থাকা উচিত........কারণে - অকারণে সীমা লংঘন কারীরকে কেউই পছন্দ করে না.....

আমাদের বাকস্বাধীনতা
আমাদের রাজনৈতিক আদর্শ
আমাদের ধর্মীয় বিশ্বাস
আমাদের সবকিছুই হওয়া প্রয়োজন যথোপযুক্ত আকারে..বাড়াবাড়ি অথবা অতিরিক্ত কোনো কিছুই ভাল নয়।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬

ফিউশন ফাইভ বলেছেন: বাক-স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা করা কারোরই উচিত নয়। আবার এটিও এটিই বলতে চাই যে, ব্লগে কোনো ধরনের সরকারি হস্তক্ষেপ আমরা মানবো না। সব সরকারই এই সুযোগকে কাজে লাগাবে ভিন্নমতাবলম্বী ব্লগারের কন্ঠ রোধে।

১৯৩| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭

রেজভী শরীফুল ইসলাম বলেছেন: আমরা সব ব্লগারদের উচিত সোচ্চার হওয়া, তাই এ কাজে সরকারের কোন হস্তক্ষেপ চলবেনা। আমরা স্বাধীন মনের মানুষ । তাই আমরা চাই না আমাদের কথায় কারো মনে কষ্ট হক।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭

ফিউশন ফাইভ বলেছেন: বাংলা ব্লগের ওপর এই বিপদ আসলে প্রতিটি ব্লগারেরই বিপদ। কিছুটা আগে কিংবা কিছুটা পরে সবাই হাড়ে হাড়ে টের পাবে। সব সরকারই এই সুযোগকে কাজে লাগাবে ভিন্নমতাবলম্বী ব্লগারের কন্ঠ রোধে। তার আগেই সবার উচিত সোচ্চার হওয়া।

১৯৪| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯

ডানাহীন বলেছেন: আরজুপনি বলেছেন:

প্রতিটি শব্দ যদি এতো ভেবে চিন্তে বলতে হয়, তবে আর মুক্ত হস্তে লেখার দরকার কি?

মুখে স্কচটেপ আটা ইমো চাই ..

তবে যারা অন্যের মুখে টেপ লাগাতে চান তারা যদি নিজেদের মুখের দিকেও একটু নজর দিতেন ..

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৭

ফিউশন ফাইভ বলেছেন: হায়, যারা অন্যের মুখে টেপ লাগাতে চান তারা যদি নিজেদের মুখের দিকেও একটু নজর দিতেন!

১৯৫| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪

দিদিমা বলেছেন: সোনাব্লগ যখন বন্ধ হয়েছিল তখন কেউ প্রতিবাদ করেনি। বরং অনেকে দাঁত খেলিয়ে হেসেছিল। এখন সবার ঘরেই আগুন লাগছে। সোচ্চার না হওয়ার কারণেই এসব হচ্ছে। ধন্যবাদ ভাল একটি লেখার জন্য।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৮

ফিউশন ফাইভ বলেছেন: ইউরোপে এই এখনো নাৎসী প্রচারণা পুরোপুরি নিষিদ্ধ। এই সেদিন গ্রিসে শ্রেফ নাজী স্যালুট দেওয়ায় এক ফুটবলার আজীবন নিষিদ্ধ হয়েছেন। বাংলাদেশেও স্বাধীনতাবিরোধী শক্তির বাক-স্বাধীনতা থাকা উচিত নয়। কারণ এরা কেবল বাংলাদেশের শত্রুই নয়, মানবতারও শত্রু। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সোনারবাংলাদেশ ব্লগের মতো জামায়াতি প্রপাগাণ্ডা ব্লগ, যেখান থেকে ব্লগার খুনের দিকনির্দেশনা দেওয়া হয়, তার স্থান কোনো সভ্য সমাজে হতে পারে না।

১৯৬| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮

দন্ডিত বলেছেন: লোকালটক, দেখেন অবস্থা। আহমাদ মোস্তফা কামাল, মণ্জুরুল হক, প্রণব আচার্য্য এর মত লোকেরাও নাকি ইসলাম বিদ্বেষী। তাদের কল্লা চাই।

Click This Link

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৮

ফিউশন ফাইভ বলেছেন: আহমাদ মোস্তফা কামাল হচ্ছেন আপাদমস্তক একজন ভদ্রলোক, নিরীহ তো বটেই। ধর্মের বিপক্ষে তাকে কখনো একটি লাইনও লিখতে দেখলাম না। এতেই বোঝা যায়, আল-ইহসান পত্রিকা প্রণীত ওই তালিকা কতোটা হাস্যকর। আর সরকার যেখানে ব্লগারের কল্লা চায়, তাদের তওবা পড়ানোর প্রস্তাবে সম্মতি দেয়, সেখানে মোল্লাদের দোষ কী!

১৯৭| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৮

খিয়ারি বলেছেন: ভোট। মশাই ভোট। দাড়ি ও টুপিতে দেশদ্রোহীতা জায়েজ।

আর ঠক, বেঈমান, ধর্মব্যবসায়ী দাড়ি টুপি লেবাসধারী মোল্লাদের সমালোচনা করার মানে যদি আল্লাহ, রাসুলকে অবমাননা করা হয়, তার মানে যদি নাস্তিকতা হয় তাহলে বুঝুন আমাদের আগামী বাংলাদেশ। নারায়ে তাকবীর। আমরা সবাই তালেবান। বাংলা হবে আফগান।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯

ফিউশন ফাইভ বলেছেন: মোল্লারা তো শয়নে-স্বপনে ওইটাই দেখে আসছে- বাংলা হবে তালেবান। বাংলা হবে আফগান। বাংলা হবে পাকিস্তান। আওয়ামী লীগ সরকারও তো ওই মোল্লাদের সুরেই গান গেয়ে যাচ্ছে সমানে। ঠিকই ধরেছেন - ভোট!

১৯৮| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩২

জুল ভার্ন বলেছেন: ধর্ম অবমাননাকারী ব্লগার, ব্লগ ও যেসব পত্রিকায় উল্লেখিত বিষয় প্রচার করে জনমনে উস্কানী দিয়েছে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য আজ স্বরাস্ট্র মন্ত্রনালয়ে যে বৈঠক হয়েছে-সেখানে সুফিবাদে বিশ্বাসী মোহাম্মদীয়া জামেয়া শরীফ’র উপদেষ্টা ইসলামী চিন্তাবিদ আল্লামা মোহাম্মদ মাহবুব আলম আরিফ সভায় অনেক কথা বলেছেন।আমি তার একটি ফালতু কথার প্রতিবাদ করছি-তিনি বলেছেন-[/si]“ সামহোয়ারইন একজন না¯নাস্তিকের ব্লগ নরওয়ে থেকে খৃষ্টান চালাচ্ছেন। বাংলাদেশে পরিচালনা করছেন তার স্ত্রী ফেরদৌস”! আমি এই বক্তব্যের কঠোর নিন্দা জানাই।

আমাদের একটা ট্রেন্ড হচ্ছে সব কিছুতেই দৃশ্ব্যমান ব্যাক্তিকে দোষারোপ করা। তেমন পরিস্থিতির শিকার হচ্ছেন জনাব আরিল। উনি একজন বিদেশী নাগরিক বলেই সুযোগ পেলেই উনাকে যেযারমত করে দোষারোপ করতে উঠেপরে লাগি। অথচ, সচেতণ ব্লগারগন জানেন, লক্ষ করেছেন জনাব আরিল সামহ্যোয়ারইন ব্লগ বিষয়ে কোনো ডিসিশন নেন/দেননা। জনাব আরিল বাংলাকে ভালবেসে, আমাদের একজন বাংলাদেশী বাংগালী বোনকে ভালবেসে, যিনি নিজের পরিশ্রমলব্ধ টাকায় বছরের পর বছর আর্থীক ক্ষতির সম্মুখীন হয়েও আজ সামহ্যোয়ারইন ব্লগের মাধ্যমে বাংলা ভাষাকে দুনিয়া ব্যাপী ছড়িয়ে দিয়েছেন-দুনিয়া জুড়ে ছরিয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষীদের এক সুতায় বেঁধেছেন-সেই সত্যকে আমরা ভুলেগিয়ে একজন বাংলাভাষা প্রেমী মেহমানকে শুধু অপদস্থ্য করার অপপ্রয়াশ চালাচ্ছি! প্রসংগত বলতে চাই-সামুর প্রতিষ্ঠাতা জানা-আরিল কখনওই ইসলাম বিদ্বেসী গালিবাজ ব্লগার আরিফুর/পিয়ালদের/সবাকদের প্রশ্রয় দেয়নি। শুধু মাত্র আরিফুর, সবাকদের ধর্ম বিদ্বেসী গালাগালীর কারনেই ওদের একাধিক নিক ব্যান করা হয়েছে। পিয়াল, স্বপ্নকথক, আরিফ, রাজসোহানরা জানাকে ব্যাক্তি আক্রমন করে অনেক অশ্লীলতা করেছে, অনেক গালাগাল করেছো, যা সুস্পস্ট ভাবেই পর্ণ আইন-অপরাধের পর্যায়, ফৌযদারী অপরাধের দায়ে অপরাধী -তারপরেও ব্যাক্তিগত ভাবে জানা কোনো ফৌজদারী আইনী ব্যাবস্থাতো দুরের কথা ব্লগ আইনেরও নুন্যতম প্রতিশোধ মুলক ব্যাবস্থাও গ্রহন করেননি শুধু মাত্র সাধারন ব্লগারগন যাতে মনে নাকরেন-তিনি তার ক্ষমতার দাপট দেখিয়েছেন ভেবে। কুকুরের কাজ কুকুর করেছে তাই একজন সুশিক্ষত জানা বিচারের ভার আমাদেরমত সাধারন ব্লগার/পাঠকদের উপরেই ছেড়ে দিয়েছিলেন- এটা মিজ জানার ব্যার্থতা নয়-ভন্ডদের শিক্ষাদিতে শ্রেফ করুনা!

আমরা সবাই জানি-শাহাবাগে তরুন প্রজন্মের আন্দোলন শুরু হয়েছিল সামহোয়্যারইন ব্লগারদের মাধ্যমেই। কিন্তু সামহোয়্যারইন ব্লগ অথা জানাকে অপদস্থ্য করতেই শাহাবাগ আন্দোলনের কৃতিত্ব সামহোয়্যারইন ব্লগারদের হাত থেকে ছিনতাই করতেই কিছু মুখ চেনা তথাকথিত ব্লগার বিভিন্ন মাধ্যমে জানাকে ভয়ভীতি প্রদর্শন করে, রাজাকার ট্যাগিং করে বিব্রত করতেও পিছপা হয়নি-সে বিষয়ে জানা আইনের আশ্রয় চেয়ে থানায় জিডি করেছেন কিন্তু শত্রুদের চিনে-জেনেও কোনো প্রকার ব্যক্তিগত আক্রমন করে ওদেরমত নোংরামী করেনি-সেটাও জানার উদারতা।

আমরা অনেকেই আরিলকে একজন বিদেশী বলেই সমালোচনা করে ক্ষান্ত নই-আরিলকে খৃষ্টান/ইহুদী উল্লেখ করেও অপদস্থ্য করছি অহরহ এবং জানাকেও ইসলাম ধর্ম বিদ্বেসী বলে ব্লগে ধর্ম বিদ্বেসীদের সহযোগী বলে জানার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছি! প্রসংগত জানা-আরিলের অনুমতি ব্যতিরেকেই জানা-আরিলের একটি ব্যক্তিগত বিষয় আজ পাঠকদের সাথে শেয়ার করছি। জানা এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান-যিনি সম্পূর্ণ ইমান আকিদায় নিজ ধর্ম পালনে অভ্যস্থ। তিনি ধর্মান্ধ নন কিন্তু ধর্ম ভীরু। তিনি একজন ধর্ম ভীরু মুসলিম নারী বলেই একজন খৃষ্টান ধর্মাবলম্বী আরিলকে বিয়ে করার আগে আরিল স্বেচ্ছায় স্বজ্ঞানে ইসলাম ধর্মে দিক্ষীত হয়ে জানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ইসলাম ধর্মকে সম্মানীত করেছেন, একজন বাংগালী, বাংলাদেশী মুসলিম নারীকে সম্মানীত করেছেন।

অতএব, সকলের কাছে অনুরোধ থাকবে ব্লগের বিষয় নিয়ে ব্যক্তি জানা-আরিলকে জেনো আমরা অসম্মান নাকরি।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১০

ফিউশন ফাইভ বলেছেন: আপনি আরিল এবং জানা দুজনকেই নানা সময়ে কাছ থেকে দেখেছেন। অন্য অনেকের চেয়ে এদের সম্পর্কে আপনার ভালো জানার কথা। সামহোয়্যারের একজন নগণ্য ব্লগার হিসেবে আপনাকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে আরিলকে নিয়ে স্বার্থান্বেষী মহলের কুৎসিত প্রচারণার বিরুদ্ধে অসাধারণ একটি জবাব এই মন্তব্যটি। এই আরিল বাংলাকে ভালোবেসে, বছরের পর বছর ধরে নিজের বড়ো অংকের আর্থিক ক্ষতি মেনে নিয়ে মুক্তভাবে মতপ্রকাশের এই ক্ষেত্রটি তৈরি করে দিয়েছিলেন কেবলই আমাদের জন্য, বাংলা ভাষাভাষীদের জন্য। তথ্যপ্রযুক্তিতে অবদানের জন্য কতো অগা-মগার নাম এই বাংলাদেশে হরহামেশা উচ্চারিত হয়। অথচ ডিজিটাল ডিজিটাল বলে গলা ফাটানো এই রাষ্ট্রের উচিত ছিল, শুরুতেই এই ভদ্রলোকটিকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা। তথ্যপ্রযুক্তিতে অসামান্য অবদানের জন্য আরিল-জানা দুজনেরই একুশে পদক পাওয়া উচিত। অথচ সেই মানুষগুলো সম্পর্কে মিথ্যাচার করে যাচ্ছে স্বার্থান্বেষী মহল। এই মহলটি সক্রিয় ছিল গণজাগরণ মঞ্চের আশেপাশেও।

বাঙালি আসলে সবসময়ই আত্মঘাতী - নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করায় সে বিমল আনন্দ পায়। ছিদ্রান্বেষণে সে স্বর্গীয় সুখ পায়। এবং এই জন্যই দেখবেন বাঙালির অর্জন খুব বেশি কিছু নয়।

১৯৯| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৯

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
ফিরেদেখা বলেছেন:


সামুর মডারেশনে যদি স্বচ্ছতা এবং নিরপেক্ষতা থাকতো-তাহলে আজ অন্তত সামুর বিরুদ্ধে চোখ তুলে কেউ তাকাতে পারতোনা। মাত্র ৫/৬ জন বিতর্কিত ব্লগারদের প্রমোট করতেই আজ সকল ব্লগারদের ব্লগিং হুমকীর মুখে!






০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১০

ফিউশন ফাইভ বলেছেন: এক পক্ষ দাবি করে, সামহোয়্যার জামায়াতিদের প্রশ্রয় দেয়, অন্য পক্ষ দাবি করে সামহোয়্যার নাস্তিকদের অভয়ারণ্য। আওয়ামী লীগাররা দাবি করে, ওটা বিএনপি-জামায়াতের ব্লগ। আবার বিএনপি দাবি করে, এটা বাকশালী ব্লগ।
এতেই বোঝা কঠিন নয়, সামহোয়্যারইন চলছে তার আপন গতিতে, প্রশ্নাতীত নিরপেক্ষতা নিয়ে। তবে হ্যাঁ, সামহোয়্যারের মডারেশন ব্যবস্থাকে আরো গতিশীল করে তোলা উচিত সময়ের প্রয়োজনেই।

২০০| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: ব্লগের উপর একটি সুস্পষ্ট নীতিমালার ভিত্তিতে সরকারের নজরদারি অবশ্যই কাম্য. অনিয়ন্ত্রিত কোন কিছুরই ফলাফল শুভ নয়. ব্লগ কোন প্রচলিত ডায়েরি না, এখানে নিজের মতামত দেয়া হয়, তার প্রচারণা হয়, অন্যের মতামতকে সাপোর্ট বা অফেন্ড করা হয়. ইন্টারনেটের প্রসারের সাথে এর জনসম্পৃক্ততা ব্যপক বাড়ছে, এর মাধ্যমে জনমত গঠিত হয়, ক্যাচাল সৃষ্টি হয় এবং সেটা সামাজিক অস্থিরতাও সৃষ্টি করে. আর করে বলেই বর্তমান পরিস্থিতির উদ্ভব হয়েছে. অতএব একে ভগবানের ষাড়ের মত ছেড়ে দেয়া যায় না.

আমার পোস্ট, কমেন্টের উপর মডারেটরের মর্জিমত ছড়ি ঘুরাতে পারলে এমনকি আমার নিকটি ব্লগ কর্তৃপক্ষের খামখেয়ালিতে যখন তখন সুলেমানি ব্যান খেতে পারলে ব্লগের উপর সরকারের কর্তৃত্ব থাকবে না - এটা কোন যুক্তিতে? ব্লগার হয়ে আমিতো মডারেশনের ইচ্ছার কাছে পদে পদে বলি হই, তবে ব্লগ নিজে কেন একা ভগবানের ষাড় হতে চাইবে?

আর হ্যাঁ, এমন একটা ফরমায়েশি স্টিকি পোস্টের জন্য আপনিই সেরা!

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১

ফিউশন ফাইভ বলেছেন: সামহোয়্যারইনের কথাই যদি ধরি। এখানে ব্লগারদের সুনির্দিষ্ট অভিযোগ না থাকলে, বিদ্যমান নীতিমালা লঙ্ঘন না হলে কেবল মডারেটরের মেজাজ মর্জিমাফিক কোনো ব্লগারের ওপর ছড়ি ঘোরানোর সুযোগ নেই। কিন্তু সরকারের বেলায় বিষয়টি ভিন্ন। ধরুন, সরকারের ইচ্ছায় আজ নাস্তিকদের ব্যান করে দেয়া হল, কালকে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলে আপনাকে আমাকে ব্যান করে দেবে না সেই নিশ্চয়তা কে দেবে? কিংবা এই আওয়ামী লীগই যদি আগামীকাল বিএনপি সমর্থক ব্লগারের কন্ঠ চেপে ধরে? ব্লগের ওপর সরকার একবার চেপে বসতে পারলে কেউই রেহাই পাবে না সেই থাবা থেকে - এই কঠিন সত্যটা বুঝতেই হবে।

২০১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪২

বোকা ইনদুর বলেছেন: একজন আম ব্লগার (পাঠক) হিসেবে সবসময় বইলা আসছি "জয় সামু, জয় নাস্তিক"
দুধ-কলা দিয়া সাপ(নাস্তিক) পুইসা এখন ঠেলায় পড়সে সবাই।
সর্বপরি সামুর পক্ষে আছি।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১২

ফিউশন ফাইভ বলেছেন: এক পক্ষ দাবি করে, সামহোয়্যার জামায়াতিদের প্রশ্রয় দেয়, অন্য পক্ষ দাবি করে সামহোয়্যার নাস্তিকদের অভয়ারণ্য। আওয়ামী লীগাররা দাবি করে, ওটা বিএনপি-জামায়াতের ব্লগ। আবার বিএনপি দাবি করে, এটা বাকশালী ব্লগ।
এতেই বোঝা কঠিন নয়, সামহোয়্যারইন চলছে তার আপন গতিতে, প্রশ্নাতীত নিরপেক্ষতা নিয়ে। গৃহবিবাদে পুলিশ ডাকাটাই আত্মঘাতী।

২০২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১১:১১

কর্ণেল সামুরাই বলেছেন: আপনার কান্নাকাটি দেখতে ভাল লাগতেছে না। আসিফ মহিউদ্দীন ব্যান হইছে সেইটা ব্লগের জন্য অশুনি সংকেত? এর মানে ব্লগার মাত্রই আসিফ মহিউদ্দীন হইতে হইবে??

বিটিআরসি তো আপনারে ব্যান করেনাই। ভাল সুশীল ব্লগারদের ব্যান করেনাই, উষ্কানী দাতার ব্লগ করছে এতে সমস্যা কি?

আসিফ মহিউদ্দীনের চামচামী মার্কা যেকোন পোষ্টেই ঘৃণাসহকারে মাইনাস।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১২

ফিউশন ফাইভ বলেছেন: আপনার ভালো না লাগলেও ব্লগারদের বাক-স্বাধীনতা রক্ষার দাবি এবং সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে আমি কান্নাকাটি করেই যাবো। এই যে ঘৃণাসহকারে মাইনাস দিলেন, আপনার এই স্বাধীনতাটুকু রক্ষার জন্য আমরা লড়ছি।

২০৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৮

সোহাগ সকাল বলেছেন: আসিফ মহিউদ্দীনের ব্লগ সরকারের চাপে সামু কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। এতে কি বোঝা গেলনা যে, সামু সরকারের কাছে হার মেনেছে?
সামুর মাথা নত করার কিছু নেই। একদিকে আসিফের ব্লগ বাতিল করে উল্টো আমারব্লগের মতো বুলি কপচানোর পক্ষপাতি আমি নই। আসিফের ব্লগ কী কারনে বাতিল করা হলো, সেই বিষয়ে সামু কর্তৃপক্ষের কি একটা খোলামেলা বিবৃতি দেয়া দরকার ছিলনা?
আসিফের ব্লগ সরকারের চাপে নাকি সামু কর্তৃপক্ষের বিবেচনায় বাতিল করা হয়েছে, সেই প্রশ্নের উত্তর খোলামেলা ভাবে এখনো জানতে পারিনি।
সামুর বিবেচনায় বাতিল করা হলে সাধুবাদ। আর সরকারের চাপে হলে অবশ্যই এর প্রতিবাদ করবো। আমার মন্তব্যটি "জানা" আপুর নজরে পড়লে আশা করছি উত্তর দিতে চেষ্টা করবেন।


সামুর জয় হোক।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৩

ফিউশন ফাইভ বলেছেন: এই একই কথা কিন্তু আমারও। সামুর বিবেচনায় যদি আসিফ বা অন্য যে কারো ব্লগ বাতিল করা হয়, তাহলে সাধুবাদ। আর সরকারের চাপে হলে অবশ্যই এর প্রতিবাদ জানাই।

২০৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

আমি তুমি আমরা বলেছেন: নিজের লড়াই এখানে নিজেকেই করতে হবে। আসুন ব্লগে সরকারের নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াই।

সম্পূর্ন একমত আপনার সাথে। মত প্রকাশের এই প্লাটফর্মটুকু হারাতে দেয়া যাবে না কিছুতেই।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪

ফিউশন ফাইভ বলেছেন: মত প্রকাশের এই প্লাটফর্মটুকু হারাতে দেয়া যাবে না কিছুতেই। আসুন ব্লগে সরকারের নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াই।

২০৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯

আলোকন বলেছেন: মুখ ঠিক করে কথা বল আবাল কোথাকার!
আলেমদের নাম সম্মানের সাথে ঠিকমত নে।
এই পরিস্থিতি সামু & তোর মত জারজগুলোর জন্যে হইসে।

এখন আবার প্রধানমন্ত্রীকে নিয়ে টানাটানি করতেসোস।

আসিফ মহিউদ্দীন ব্যান হইছে সেইটা ব্লগের জন্য অশুনি সংকেত? এর মানে ব্লগার মাত্রই আসিফ মহিউদ্দীনের মতো উষ্কানীদাতা হইতে হইবে??

বিটিআরসি তো তোরে ব্যান করেনাই। ভাল সুশীল ব্লগারদের ব্যান করেনাই, উষ্কানী দাতার ব্লগ করছে এতে সমস্যা কি?

আসিফ মহিউদ্দীনের চামচামী মার্কা যেকোন পোষ্টেই ঘৃণাসহকারে মাইনাস।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪

ফিউশন ফাইভ বলেছেন: ইসলাম সম্পর্কে যারা মূর্খ, ধর্ম যাদের ব্যবসা - একমাত্র তাদেরই আলেম-ওলামা পুজা বা পোষার দরকার হয়। যাদের দৌড় আমপারা-ছিপারা পর্যন্ত, ধর্মরক্ষার নাম দিয়ে যারা জামায়াতি রাজাকারদের স্বার্থোদ্ধার করার অপচেষ্টা করে, তারা আলেম কিংবা ওলামা হোক কিংবা আল্লামা হোক - সম্মান তো দূরের, শ্রেফ ঘেন্না করি।

২০৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:২৭

সাইলেন্ট কিলার বলেছেন: এত চিন্তার কিছু নাই। সামহোয়্যারইন ব্লগ যেভাবে আওয়ামীলিগের পা চাটে, সেভাবেই চেটে যাক। অন্য অনেক মতাদর্শের ব্লগারদের তো গনহারে ব্যান করে দেয়া হয়েছে। সুতরাং সরকার এই সাইট ব্লক করলে সরকারেরই লস।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪

ফিউশন ফাইভ বলেছেন: এক পক্ষ দাবি করে, সামহোয়্যার জামায়াতিদের প্রশ্রয় দেয়, অন্য পক্ষ দাবি করে সামহোয়্যার নাস্তিকদের অভয়ারণ্য। আওয়ামী লীগাররা দাবি করে, ওটা বিএনপি-জামায়াতের ব্লগ। আবার বিএনপি দাবি করে, এটা বাকশালী ব্লগ।
এতেই বোঝা কঠিন নয়, সামহোয়্যারইন চলছে তার আপন গতিতে, প্রশ্নাতীত নিরপেক্ষতা নিয়ে।

২০৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:১৪

আমিতো সত্যবাদী বলেছেন: ওই বেয়াদব পুলাফাইন তরা আলেমদের নাম সম্মানের সাথে ঠিকমত নে।
আসিফ মহিউদ্দীন ব্যান হইছে সেইটা ব্লগের জন্য অশুনি সংকেত? এর মানে ব্লগার মাত্রই আসিফ মহিউদ্দীনের মতো উষ্কানীদাতা হইতে হইবে??

বিটিআরসি তো তোরে ব্যান করেনাই। ভাল সুশীল ব্লগারদের ব্যান করেনাই, উষ্কানী দাতার ব্লগ করছে এতে সমস্যা কি?

আসিফ মহিউদ্দীনের চামচামী মার্কা যেকোন পোষ্টেই ঘৃণাসহকারে মাইনাস।

সাবাশ-আলোকন
এক্কারে ধইন্যাপাতা

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫

ফিউশন ফাইভ বলেছেন: ইসলাম সম্পর্কে যারা মূর্খ, ধর্ম যাদের ব্যবসা - একমাত্র তাদেরই আলেম-ওলামা পুজা বা পোষার দরকার হয়। যাদের দৌড় আমপারা-ছিপারা পর্যন্ত, ধর্মরক্ষার নাম দিয়ে যারা জামায়াতি রাজাকারদের স্বার্থোদ্ধার করার অপচেষ্টা করে, তারা আলেম কিংবা ওলামা হোক কিংবা আল্লামা হোক - সম্মান তো দূরের, শ্রেফ ঘেন্না করি।

২০৮| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩০

শিপন মোল্লা বলেছেন: উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হবো
এরকম দুঃসময়ে যদি মিছিলে না যাই...

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫

ফিউশন ফাইভ বলেছেন: ব্লগের ওপর সরকার একবার চেপে বসতে পারলে কেউই রেহাই পাবে না সেই থাবা থেকে। রুখে দাঁড়ানোর এখনই সময়।

২০৯| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৯

বাগসবানি বলেছেন: সরকারের মাথা কত মোটা হইতে পারে এর প্রমাণ আবারও পাইলাম । ইউটিউব, ফেসবুক বন্ধ বা ব্লগে হস্তক্ষেপ এইধরণের কার্যক্রম কিন্তু হ্যাকিংকে উৎসাহিত করার জন্যে যথেষ্ট । এমনিতে আমাদের তরুণ - প্রবীণরা একটু পাগলাটে টাইপের, নিজেদের মনবলের সঠিক পরিচালনার তেমন একটা জ্ঞান নাই । কখন কি করে বসে ঠিক ঠিকানা নাই । এখন ব্লগিং হিরোইমেজ করা বা দেখানোর জন্যে খুবই মোক্ষম উপায় ।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫

ফিউশন ফাইভ বলেছেন: যেসব মাথামোটা সরকারে বসে আছেন, তাদের এইটুকু ধারণা নেই যে, ইন্টারনেট এমনই এক জিনিস, যেখানে কখনোই কারো মুখ বন্ধ করা যায় না। কারো মতামত পছন্দ না হলে তাকে বড়জোর বর্জন করা যেতে পারে, কিন্তু গায়ের জোর খাটিয়ে কারো মুখ বন্ধ করা সত্যিই অসম্ভব।

২১০| ০১ লা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৭

পক্ষপাতদুষ্ট বলেছেন: কথাগুলো খুব ভালো লাগলো, যে কোন ব্লগার কে এ আবেদন স্পর্শ করবে কোন সন্দেহ নেই। কিন্তু আমার প্রশ্ন, ব্লগার এন্ড অনলাইন এক্টিভিস্ট ফোরাম থেকে যখন দাবী উঠলো সোনার বাংলা ব্লগ নিষিদ্ধ করার এবং সরকার রাতারাতি সোনারবাংলা ব্লগ বন্ধ করলো- তার এডমিনকে জেলে পুরলো তখন কি আমরা এরকম প্রতিবাদ করেছি?
ফিউশন ফাইভ- কি তখন কোন প্রতিবাদী আহবান জানিয়েছিলেন ? হয়তো করেছেন বা জানিয়েছেন- তা আমি জানিনা।
দূ:খ এখানেই, অপরের বিপদে আমরা সবাই মজা পাই। নিজের উপর বিপদ আসলে তখন প্রতিবাদের আহবান জানাই।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫

ফিউশন ফাইভ বলেছেন: ইউরোপে এই এখনো নাৎসী প্রচারণা পুরোপুরি নিষিদ্ধ। এই সেদিন গ্রিসে শ্রেফ নাজী স্যালুট দেওয়ায় এক ফুটবলার আজীবন নিষিদ্ধ হয়েছেন। বাংলাদেশেও স্বাধীনতাবিরোধী শক্তির বাক-স্বাধীনতা থাকা উচিত নয়। কারণ এরা কেবল বাংলাদেশের শত্রুই নয়, মানবতারও শত্রু। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সোনারবাংলাদেশ ব্লগের মতো জামায়াতি প্রপাগাণ্ডা ব্লগ, যেখান থেকে ব্লগার খুনের দিকনির্দেশনা দেওয়া হয়, তার স্থান কোনো সভ্য সমাজে হতে পারে না।

২১১| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫২

ধীবর বলেছেন: পঞ্চপান্ডবদের একজন অনেক দিন পর আবার মঞ্চে আবির্ভুত হলেন। স্বাগতম। স্টিকি পোস্ট বলে অনেকের দৃস্টি আকর্ষিত হয়েছে। অবাক হলাম সরকার পন্থিরা এই পোস্টে এসে সহমত জানিয়েই দ্বায়িত্ব শেষ করছে দেখি।

আমি আজকে থেকে অনেকদিন আগেই বলেছি যে, ঘরে কাল সাপ পুষলে ছোবল খেতে হবেই। আর সরকার পন্থি অজস্র প্রকাশনার বিপরীতে সরকার বিরোধী মা্ত্র একটি পত্রিকার দুই একটি রিপোর্টের কারণেই সরকার হঠাত ইসলাম বিদ্বেষিদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, এ কথা মুর্খ ও অবার্চিন ছাড়া আর কেউ বিশ্বাস করবে না।

মোদ্দা কথা হলো, বাকস্বাধীনতা গেলো গেলো করে আরেকটি নাটকের জন্ম দেয়া। যাতে তওবার নাটক করে সামাল দেয়া যায়। (প্র আলোর মতি মিয়া স্মরণযোগ্য) এর পর দেখানো হবে, "নাস্তিক"রা তোবা যখন পড়েছেই, তাহলে ওরা ক্ষমা পেয়ে গেলো। কিন্তু এই সব ঘরের কথা পরকে জানানোর জন্য হাতে পায়ে ডান্ডা বেড়ি পড়িয়ে সেই পত্রিকাটির ১২টা বাজানোর জন্যই এই সব নাটক করা হচ্ছে।

আর বিটি আর সি চিঠি দিয়ে কি সব জানি জানতে পেয়েছে। এতো রীতিমত অখাদ্য টাইপ নাটক। যাদের নাম লিস্টিতে আছে, ওদের অন্তত কয়েকটাকে যে সরকার নিজের নিরাপত্তা বলয়ে সযতনে রেখেছে, সেটা কি আমরা জানি না?

দুঃখিত, আওয়ামি লিগের ক্ষমতাকে দীর্ঘস্থায়ি করার ষড়যন্ত্রকে মেনে যেমন মেনে নেয়া যায় না, তেমনি নাস্তিকতার আড়ালে মুক্তমনার সামু চ্যালা চামুন্ডাদেরও আর বাকস্বাধীনতার নামে ইসলাম বিদ্বেষ চালিয়ে নেবার সুযোগ দেয়া যায় না।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫

ফিউশন ফাইভ বলেছেন: বাকস্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। ধর্মাবমাননাকারীদের আমরা কেউই নমনীয় চোখে দেখছি না, সামহোয়্যারইন কর্তৃপক্ষ তো নয়ই।

আসিফ মহিউদ্দিন বা বিশেষ কোনো নাস্তিককে সাপোর্ট দিয়ে, তাকে রক্ষা করে সামহোয়্যারের লাভটা কোথায় বলতে পারেন? আসিফ মহিউদ্দিনের তো ডেইলি ট্যাক্সি ভাড়া করার পয়সাও আছে বলে মনে হয় না আমার। প্রভাবের কথা যদি বলেন, সেটিও তো তার নেই। তাহলে? নাকি খ্রিস্টধর্ম প্রচারের জন্য ভ্যাটিকানের পোপ আমাদের সবাইকে আসিফ মহিউদ্দিনের পক্ষাবলম্বনের নির্দেশ দিয়েছেন?

২১২| ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৩

রওনক বলেছেন: আমি কাপুরূষ তাই শহীদ রুমি স্কোয়াডের অনশনে যোগ দিতে পারি নাই।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭

ফিউশন ফাইভ বলেছেন:
"এই পোস্টটি লেখক নিজে সরিয়ে ফেলেছেন, বিস্তারিত জানতে পোস্টটির লেখকের সাথে যোগাযোগ করুন..."

২১৩| ০১ লা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

সাইবার অভিযত্রী বলেছেন: একটা গল্প বলি :

নানা অনিয়ম অনাচারের মাঝেও দেশে একটি সুসীল সভ্য দল ছিল । তারা ভাল কথা বলে, দুই দলের মুখস্ত কথার বাইরেও কোন কথা থাকতে পারে, তারা এটা বিশ্বাস করত, চর্চা করত। ইতিবাচক উদ্দোগ নিয়ে রাজপথে নামত । এদের সংখাও অনেক হয়ে গেল, প্রায় ২ লাখ। এরা সমাজে প্রতিষ্ঠত হয় ইতিবাচক চিন্তা, চেতনা এবং শুভ উদ্দোগের সোচ্চার কন্ঠ হিসেবে।
শয়তানের তা ভাল লাগল না!

এদের দলে ভীরে মিশে হাতেগনা কিছু বিকৃত মস্তিষ্কের শয়তানের অনুগত লোক । কিছু অপআত্মা । এরা সবার সাথে মিশে দেশের সংবিধান ও চেতনাকে অবমাননা শুরু করে । ভীরের মাঝে জাতীয় পতাকা পুড়ানোর ধৃষ্টতাও দেখায় । দেশের প্রধান মন্ত্রীর নামে নোংরা কার্টুন ছাপে ।

জনগন খেপে যায় । সরকার বিষয়টির গুরুত্ব বিবেচনা করে কয়েকজন দুষ্কৃতিকারীকে চিন্হিত করে। ৪ জন । প্রশাসণ জানায় এই চার জন কে সুশীল সংগঠন থেকে বহিষ্কার করতে হবে । আর সংগঠনের বেশীর ভাগ আম জনতাই এতে খুশী । যাক অপআত্মাগুলোর হাত থেকে আমাদের প্রিয় সংগঠন টা পবিত্র হবে । দেশের ইতিবাচক কাজ গুলোতে সবাই আরো মনোজোগ দিটে পারবে ।

আচ্ছা বলেন, এই চার জনকে বহিষ্কারের সরকারী আদেশ কি, এই সংগঠণকে বন্ধ করে দেবার অপচেষ্টা ? মহামতি ফিফা, দয়া করে উত্তর দেবার মত উদারতাটুকু দেখাবেন আশা করি ।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৬

ফিউশন ফাইভ বলেছেন: সরকারের উদ্দেশ্য যদি চার ব্লগারকে নিষিদ্ধ করার মধ্যেই সীমিত থাকতো, তাহলে বৃহত্তর স্বার্থে আমরাও সেটি মেনে নিতাম। কিন্তু আমরা বরাবরই সন্দেহ করে আসছিলাম, ব্লগ নিয়ে সরকারের উদ্দেশ্য ভালো নয়। গত কয়েকদিনে তিন ব্লগারকে চোর-ডাকাতের মতো গ্রেপ্তার ছাড়াও অন্যান্য কাজেকর্মে সরকার স্পষ্টই এই বার্তা পৌঁছে দিয়েছে যে, সরকার স্পষ্টভাবেই ব্লগ নিয়ন্ত্রণের পথে হাঁটছে। সব সরকারই নিশ্চিতভাবে এর অপব্যবহার করবে।

২১৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৬

শহুরে আগন্তুক বলেছেন: যে বিকৃত মানসিকতার নাস্তিকদের ( ইসলামবিদ্বেষী ) জন্য ব্লগে সমস্যা তাদের ঘাড় ধরে বের করে দেয়া হোক ।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৬

ফিউশন ফাইভ বলেছেন: ইন্টারনেট এমনই এক জিনিস, যেখানে কখনোই কারো মুখ বন্ধ করা যায় না। আপনি কাউকে ঘাড় ধরে এই ব্লগ থেকে বের করে দিতে পারবেন ঠিক, কিন্তু তার মুখ আপনি বন্ধ করতে পারবেন না। কারো মতামত পছন্দ না হলে তাকে বড়জোর বর্জন করা যেতে পারে, কিন্তু গায়ের জোর খাটিয়ে কারো মুখ বন্ধ করা সত্যিই অসম্ভব। তবে আমাদের সবারই মনে রাখা উচিত, বাক-স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়।

২১৫| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫

সফিক এহসান বলেছেন: অনেক কিছু বলার ছিল। কিন্তু ৩৫৬টা মন্তব্যের পর ৩৫৭তম মন্তব্যের গুরুত্ব কতটুকু?- এটা ভেবে আর কিছু লিখতে ইচ্ছা করছে না।

কিছুক্ষণ আগে দেখলাম- "আমার ব্লগ" ব্লক করে দেয়া হয়েছে! বিস্তারিত জানি না তবে কয়েকবার চেষ্টা করেও সাইট টাতে ঢুকতে পারলাম না...



পলিটিক্স বুঝি না তাই সারা জীবন এর থেকে দূরে থাকার চেষ্টা করেছি...
কিন্তু জলে বাস করবো আর গা ভেজাবো না- তাই কি হয় কখনও???

সৃষ্টিকর্তাই ভাল জানেন- কিসে কল্যাণ নিহিত!
আমরা চাতকের মত সেই কল্যাণের প্রতিক্ষায় রইলাম...
:(

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৬

ফিউশন ফাইভ বলেছেন: কেউ পক্ষে বলতে পারেন, কেউ বিপক্ষে - কিন্তু ব্লগারদের প্রতিটি মন্তব্যেরই কিছু না কিছু গুরুত্ব আছে। ব্লগে সরকারের হস্তক্ষেপ বন্ধ হোক এখনই।

২১৬| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:২৬

মোঃ আব্দুল হালিম বলেছেন: নাস্তিকদের ব্যান করছে বাংলার মুসলিমরা। সরকার শুক্রবারের গণজাগরণ দেখে ভয় পেয়ে বাধ্য হয়েছে কঠিন সিদ্ধান্ত নিতে। একেই বলে ঠেলার নাম বাবাজি। :D :D

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭

ফিউশন ফাইভ বলেছেন: মুসলিমরা নয়, বলুন ধর্মব্যবসায়ী মোল্লারা। প্রকৃতই যারা মুসলিম, তারা কখনোই চিপাচুপায় নাস্তিক খুঁজতে যাবে না। নাস্তিক খোঁজা কিংবা তাদের দমনের জন্য ইসলামে কোনো নির্দেশনা আছে বলেও আমার জানা নেই। এই ধর্মব্যবসায়ীদের ভয়ে পিছু হটা সরকারেরই দুর্বলতা।

২১৭| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৫৬

ফিউশন ফাইভ বলেছেন:
আপডেট ১ : আমারব্লগ কি বাংলাদেশে ব্লকড?

আজ ২ এপ্রিল রাত ১২টার পর থেকে বাংলাদেশের বেশ কিছু ইন্টারনেট নেটওয়ার্ক থেকে আমারব্লগ ডট কম দেখা যাচ্ছে না। যদিও প্রক্সি সাইটগুলো থেকে ব্লগটি ঠিকই দেখা যাচ্ছে। এ থেকে ধারণা করা হচ্ছে, সরকার ওই ব্লগটি ব্লক করে দিয়েছে, যে কারণে বাংলাদেশ থেকে ব্লগটি আর খোলা যাচ্ছে না। আমারব্লগের এডমিন সুশান্ত দাশগুপ্ত তার ফেসবুক টাইমলাইনে জানিয়েছেন, তারা এখনও বিটিআরসি কিংবা তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় কিংবা স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে কোনো অফিসিয়াল চিঠি পাননি। তিনি বলেন, "আদৌ বাংলাদেশ সরকার আমারব্লগ ব্লক করেছে কিনা অথবা করলেও ঠিক কী কারণে করা হয়েছে সেটিও আমাদের জানা নেই।"

২১৮| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫১

ফিউশন ফাইভ বলেছেন:
আপডেট ২ : ব্লগার ধরে নিয়ে গেছে ডিবি, অন্যজন নিখোঁজ

আজ ২ এপ্রিল রাত ১১টার দিকে সামহোয়্যারইনের ব্লগার রাসেল পারভেজকে নিজ বাসা থেকে ধরে নিয়ে গেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম। একাধিক মাধ্যমে তার স্ত্রী এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। প্রায় একই সময় থেকে আরেকজন ব্লগার সুব্রত শুভকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ছাত্র শুভকে তার হলের সামনে থেকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে গেছেন ৫-৬ জন অপরিচিত ব্যাক্তি।

২১৯| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৮

সাহাদাত উদরাজী বলেছেন: দুঃখজনক ব্যাপার।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭

ফিউশন ফাইভ বলেছেন: দুঃখজনকই নয় কেবল, প্রতিটি ব্লগারই এখন বিপদের মুখে।

২২০| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৬:১২

বিডি আইডল বলেছেন: যে লিংক দিলেন সেখানে মশিউর রহমান বিপ্লব নামে আর একজন ব্লগার নিখোজ বলে দেখলাম। ধারণা করছি এই বিপ্লব ব্লগার শয়তান।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮

ফিউশন ফাইভ বলেছেন: ঠিক ধরেছেন।

২২১| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৬

মুঘল সম্রাট বলেছেন: ব্লগ সাইট বন্ধ হয়ে যাওয়ার ভয় করছি না। ভয় করছি সরকারী হস্তক্ষেপের। ব্লগ কর্তৃপক্ষের সামান্য ভুলের জন্য আজ সাধারন ব্লগারদের স্বার্থ ক্ষুন্য হতে যাচ্ছে। কর্তৃপক্ষ সাধারন ব্লগারদের অনুরোধ শুনলে আজ এই ভয়াল পরিস্থিতির তৈরী হতো না।

সামু কর্তৃপক্ষের উচিত অনতিবিলম্বে ধর্মবিদ্বেষী ব্লগারদের ব্যান করা এবং দেশ পরিচালনায় সরকারকে সার্বিক সহযোগিতা করা।

আল্লাহ সর্বশক্তিমান।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮

ফিউশন ফাইভ বলেছেন: আজ যে বিপদে রয়েছে বাংলাব্লগ, সেটি নাস্তিকদের নয়, প্রতিটি ব্লগারেরই বিপদ। কিছুটা আগে কিংবা কিছুটা পরে সবাই হাড়ে হাড়ে টের পাবে। ব্লগে সরকারের যে কোনো ধরনের হস্তক্ষেপ বন্ধ হোক এখনই।

২২২| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫

বিডি আইডল বলেছেন: অতি তড়ি-ঘড়ি করে এই পোষ্টটি নন-স্টিকি করে চোখের আড়ালে পাঠিয়ে দেয়া হলো কেন??

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮

ফিউশন ফাইভ বলেছেন: সামহোয়্যারইন কর্তৃপক্ষই সেটি ভালো বলতে পারবে। কারণ স্টিকি করে তারা, আবার নন-স্টিকিও করে তারাই।

২২৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:১২

স্বপ্নরাজ বলেছেন:
এ প্রসঙ্গে জানার সাম্প্রতিক একটি মন্তব্য এখানে উদ্ধৃত করছি - 'বৃহষ্পতিবার রাতে বি টি আর সি'র মেইলে ৪টি ব্লগ একাউন্ট বন্ধ করে দেবার অনুরোধ ছিল। তার মধ্যে একটি একাউন্ট গত বছর সেপ্টেম্বর থেকেই স্থায়ীভাবে আমরা বন্ধ রেখেছি ধর্ম বিকৃতি ও অশ্লীলতার কারণে। বি টি আর সি'র মেইলটি পাওয়ার পর আসিফ এর একাউন্টটি সহ আরও দুটি ব্লগ একাউন্ট আমরা বন্ধ করেছি, যা কোন 'চাপে' নয়; বরং সাম্প্রতিক সময়ের অস্থিরতা, সহিংসতা ও নানান অপপ্রচার এর ফলে সৃষ্ট অনভিপ্রেত পরিস্থিতি মোকাবেলার লক্ষে এবং তা নীতিমালার আওতায়ই। প্রশ্ন হতে পারে তাহলে কেন বি টি আর সি'র মেইলটি পাওয়ার পর এই পদক্ষেপ? আমাদের এই পদক্ষেপ নতুন নয়, সামহোয়্যার ইন ব্লগ নন মডারেটেড ব্লগ নয়। গত সাত বছরের কিছু বেশী সময়ের মধ্যে নীতিমালা আওতায় অসংখ্য ব্লগ আমরা বাতিল করেছি এবং একইভাবে তা অব্যহত রয়েছে।'



--- কি জবাব দিলেন এইটা? কি বলতে চান? বিটিআরসির মেইল না পেলেও ঐ ব্লগারদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতেন?

আপনাদের আচরন একদম রাজনৈতিক নেতাদের মতো। এই পোস্টের এবং বর্তমান স্টিকি পোস্টের সংখ্যাধিক্য বিরুদ্ধ মন্তব্যের পরও আপনারা সেই ভাংগে রেকর্ডের মতো সাফাই গেয়ে চলছেন নির্লজ্বের মতো।
বাংলাদেশের রাজনিতীবিদরা জনগনকে অশিক্ষিতভেবে ভাংগা রেকর্ড বাজায়.. আপনারাও সম্ভবত আমাদের তাই=ই ভাবেন, নাহলে সংখ্যাগরিস্ঠ মতবাদকে জোর করে উপেক্ষা করার নির্লজ্জ প্রয়াস বারবার দেখাতেন না।

ধন্যবাদ।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮

ফিউশন ফাইভ বলেছেন: আমি নিজে আপনার মতোই এক সাধারণ ব্লগার। তবে আমার নিজস্ব পর্যবেক্ষণ এবং জানার মন্তব্যেই স্পষ্ট যে, বিটিআরসি যে চার ব্লগারকে ব্যান করার নির্দেশ দিয়েছিল, তাদের মধ্যে তিনজনকে অনেক আগেই স্থায়ীভাবে ব্যান করা হয়েছে। বিভিন্ন সময়ে আসিফের বিরুদ্ধে ব্লগ স্থগিত করা ছাড়াও বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সামহোয়্যারইন নিশ্চয়ই জামায়াতি বাঁশের কেল্লা নয় যে, একজনে ১০০টি নিক ভাড়া করে ১০০ মুখে ১০০ রকম প্রপাগাণ্ডা ছড়াবে। সবই এখানে ঘটে ব্লগারদের সামনে।

প্রতিটি ব্লগারেরই ব্লক অ্যাকটিভিটি এখানে প্রকাশ্যেই থাকে। আপনি একটু মনোযোগ দিয়ে দেখুন তো, কথিত 'রিরূপ' মন্তব্য করছেন যেসব কথিত 'ব্লগার', এদের বেশিরভাগই ভূঁইফোড় নিক, অনেকে সারাজীবনে হয়তো পোস্টই লিখেছে একটি মাত্র। একজন প্রকৃত ব্লগার কখনোই কোনো অবস্থাতেই বাক-স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিতে পারে না। যদি কেউ নেয়, তাহলে বুঝতে হবে তার মধ্যে ভেজাল আছে।

২২৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৯

সাইবার অভিযত্রী বলেছেন: সাম্প্রদায়িক বিদ্বেষী কারা ?


একজন মুসলমান যদি হিন্দু ধর্মের দেব-দেবীকে গালি দেয়, তবে ইসলামের দৃষ্টিতেই সেটা একটা অপরাধ । কোরাণ শরীফে এর স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে ।

আর রাষ্ট্রীয়-সামাজিক-মানবিকতার দৃষ্টিতে একটি ধর্ম বিশ্বাসের লোক অন্য বিশ্বাসের লোকদের নিয়ে কটাক্ষ করলে সেটা সাম্প্রদায়িক বিদ্বেষ, হানাহানির উষ্কানী ।

তাই নাস্তিকতায় বিদ্বেষীরা যখন ইসলামকে বিদ্রুপ করে সেটা পরিষ্কার সাম্পরদায়িক উষ্কানী । মানবতা বিরোধী সাম্প্রদায়িক বিদ্বেষী আচরণ ।

এর প্রতিবাদ তথাকথিত উদারমনারা করে না, সামুও করে না, বরং প্রশ্রয় দেয় ।

Click This Link

২২৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪

আবু সালেহ বলেছেন: ধীরে ধীরে সরকার সবার মূখ বন্ধ করবে.......সংবাদপত্র ...মিডিয়া....এবার ব্লগগুলোর পালা.....

নব্য বাকশাল মনে হয় শুরু হলো.....

২২৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:০১

জাহাঙ্গীর আকবর শাকিল বলেছেন: আসুন, ব্লগে সরকারের নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.