নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চেষ্টা করব এই ব্লগের মাধ্যমে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের সাধারন জ্ঞানের তথ্য, প্রশ্ন এবং উত্তর সবার মাঝে তুলে ধরতে।

সাধারন জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক)

সাধারন জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক) › বিস্তারিত পোস্টঃ

সীমানাতে আয়তন

২০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৩৩


* বাংলাদেশের উত্তরে-ভারতের পশ্চিম বঙ্গ, মেঘালয়, ও আসারম পূর্বে, আসাম, ত্রিপুরা, মিজেরাম ও মায়ানমার, দক্ষিনে বঙ্গোপসাগর, পশ্চিমে – পশ্চিম বঙ্গ।
* বাংলাদেশের সার্থে ভারতের ৫টি রাজ্যের সীমান্ত রয়েছে-পশ্চিম বঙ্গ, আসাম, মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম।
* ভারতের উত্তর পুর্বাঞ্চলীয় কোন রা্জ্যটি বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয় – মনিপুর।
* বাংলাদেশ ভারতের অমীমাংসিত সীমান্ত ২ কি:মি:
* বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলার সাথে ভারতের কোন সীমান্ত সঙযোগ নেই—বান্দরবন ও কক্সবাজার।
* বাংলাদেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে—২টি দেশের ভারত ও মায়ানমার।
* বাংলাদেশের মোট সীমান্ত জেলা --- ৩২টি
* মায়ানমারের সাথে সীমান্ত সংযোগ রয়েছে—৩টি
* ভারতের সাথে সংযোগ রয়েছে—৩০টি জেলার
* বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ো মায়ানমারের সীমা রয়েরছ- রাঙ্গামাটি।
* বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত সংযোগ নেই—বরিশাল।
* বাংলাদেশের কোন বিভাগের সাথে ায়নমারের সংযোগ রয়েছে—চট্টগ্রাম।
* বাংলাদেশের কতটি জেলার সাথে সরাসরি উপকূল সংযোগ রয়েছে—১২টি- কক্সবাজার। চট্টগ্রাম। নোয়াখালী, লক্ষীপুর। ফেনী, ভোলা, পটুয়াখালি, পিরোজপুর, খুলনা, বাগের হাট, ও সাতক্ষীরা।
* বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের জেলা কতটি ও কি কি---১৫ টি, মুর্শিদাবাদ, নদীয়া, চব্বিশ পরগনা, মালদাহ, বীরভুম, কুচবিহার, জলপাইগুড়ি, বাহারামপুর, কৃষ্ঞনগর ও বারসাত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৫০

শাহরিয়ার কবীর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
শুভ ব্লগিং

২| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪০

সাধারন জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক) বলেছেন: আমি চেষ্টা করব আরো ভালোকিছু শেয়ার করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.