নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চেষ্টা করব এই ব্লগের মাধ্যমে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের সাধারন জ্ঞানের তথ্য, প্রশ্ন এবং উত্তর সবার মাঝে তুলে ধরতে।

সাধারন জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক)

সাধারন জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক) › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে ভৌগোলিক

২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৩

* বাংলাদেশে ভৌগোলিক ভাবে ক্রান্তীয় জলবায়ূ অঞ্জলের অন্তর্গত
* বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য মৌসুমী বায়ু
* বাংলাদেরশের বর্তমানে ভূকম্পন পর্যবেক্ষন কেন্দ্র রয়েছে ৪ টি
* ভূ পর্যবেক্ষন কেন্দ্র গুলো অবস্থিত চট্টগ্রাম। ঢাকা, রংপুর ও সিলেট।
* বাংলাদেশে কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র ১২ টি
* বাংলাদেশে বর্তমানে রাডার স্টেশন রয়েছে ৫টি, এদের মধ্যে ৩টি ডপলার রাডার স্টেশন।
* বাংলাদেশের রাডার স্টেশন গুলো হল: ঢাকা, রংপুর, কক্সবাজার, খেপুপাড়া(পটুয়াখালী) ও মৌলভিবাজার
* বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র-২টি
* বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্রের নাম Storm warning center(SWC) ঢাকা, Meteo rological and geophysical centre (MGC) চট্টগ্রাম।
* বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীনে, ঢাকার আগারগায়ে অবস্থিত
* বাংলাদেশে আবহাওয়া কেন্দ্র-৪টি, ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার, পটুয়াখালীর খেপুপাড়া।
* বাংলাদেশের একমাত্র ঘুর্নিঝড় ও দুর্যোগের পুর্বাভাস কেন্দ্র হল--- SPARRSO
* SPARRSO প্রতিষ্ঠত হয় ১৯৮০ সালে, এটি ঢাকার আগারগাও এ অবস্থিত।
* বাংলাদেশের স্বতন্ত্র ঋতু বলা হয়- বর্ষাঋতুকে
* ঋতুরাজ বলা হয়- বসন্ত রাজকে।


https://www.facebook.com/generalknowledgeclubbd/

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.