নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চেষ্টা করব এই ব্লগের মাধ্যমে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের সাধারন জ্ঞানের তথ্য, প্রশ্ন এবং উত্তর সবার মাঝে তুলে ধরতে।

সাধারন জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক)

সাধারন জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক) › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের নদী

২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩৩


* প্রধান নদ নদী- পদ্মা, মেঘনা, যমুনা, ব্রম্মপুত্র, কর্নফুলী, ইত্যাদি
* শাখা প্রশাখা সহ নদনদীর সংখ্যা-২৩০টি
* বাংলাদেশের বেশীর ভাগ নদীয় উৎপত্তি স্থল ভারতের পাহাড় হতে এবং বঙ্গোপসাগরে মিলিত হয়েছে।
* একমাত্র হালদা ও সাঙ্গু নদীয় উৎপত্তি ও সমাপ্তি বাংলাদেশের মধ্যে।
* দীর্ঘতম নদ- ব্রম্মপুত্র
* দীর্ঘতম নদী-সুরমা
* প্রশস্ত নদী- মেঘনা/যমুনা
* চিরযৌবনা নদী-মেঘনা
* ক্ষুদ্রতম নদী- গোবরা পঞ্চগড় ৪কি:মি:
* খরস্রোতা নদী- কর্নফুলী
* অধিক চরবেষ্টিত নদী- যমুনা
* জোয়ার ভাটাহীন নদী- গোমতী
* আন্তর্জাতিক নদী- পদ্মা
* বাংলাদেশ মায়ানমার বিভক্তকারী নদী-নাফ নদী
* নাফ নদীর দৈর্ঘ্য-৫৬কি:মি:
* বাংলাদেশ ভারত পৃথক কারী নদী –সাঙ্গু, হাড়িয়াভাঙ্গা
* বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছে- আত্রাই নদী।
* কর্নফুলী নদীর উপর কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মান হয় ১৯৬২ সালে।
* দক্ষিন তাল পট্টি সাতক্ষীরা জেলার হাড়িয়া ভাঙ্গা নদীতে অবস্থিত।
* বাংলাদেশের অভিন্ন নদী ৫৮ টি
* ভারতের সাথে অভিন্ন নদী-৫৫টি
* মায়ানমারের সাথে অভিন্ন নদী-৩ টি
* বাংলাদেশের প্রধান নদী বন্দর কোথায়? নারায়নগঞ্জ
* নদী গবেষনা ইনস্টিটিউট কোথায় অবস্থিত- ফরিদপুর
* ব্যক্তির নামে যে যে নদীর নাম হয়েছে- রুপসা(রুপলালসাহা) ও টাঙ্গন( টঙ্গনাথের)
* নদীর নামে যে জেলা হয়েছে- ফেনী
* বাংলার সুয়েজ খাল বলা হয়- গাবখান নদীকে
* নদীর বিজ্ঞান সম্মত বিজ্ঞান- Potomology
* একমাত্র মৃত নদী- বাগের হাটের ভোলা নদী
* বাংলাদেশ হতে ভারতে প্রবেশ কারী নদী- ১টি, কুলিখ।


https://www.facebook.com/generalknowledgeclubbd/


মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৮

নাইম আকন বলেছেন: নীলাক্ষী নামে বাঙলাদেশে বা বাঙলায় কোন নদ বা নদী ছিল বা আছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.