নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চেষ্টা করব এই ব্লগের মাধ্যমে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের সাধারন জ্ঞানের তথ্য, প্রশ্ন এবং উত্তর সবার মাঝে তুলে ধরতে।

সাধারন জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক)

সাধারন জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক) › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের ছিট মহল নিয়ে কিছু আলোচনা এবং কিছু প্রশ্নের সমাধান

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫২



একটি স্বাধীন দেশের অভ্যান্তরে পাশ্ববর্তী বা সীমান্তবর্তী অন্য কোন স্বাধীন দেশের বিচ্ছিন্ন ভাবে থেকে যাওয়া ভূখন্ড হল- ছিট মহল
কোন সীমান্ত এলাকার অর্ধমাইল এলাকা জুড়ে তৈরী করা বিশদ তথ্য সংবলিত মানচিত্রকে স্ট্রিপম্রাপ/ সুক্ষ্ম রেখাভিত্তিক মানচিত্র বলা হয়। এ মানচিত্রের স্কেল ১৬ ইঞ্চিতে এক মাইল।
ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি মুজিব ইন্দিরা নামে পরিচিত। এ চুক্তি অনুযায়ী বাংলাদেশকে তিন বিঘা কড়িডোর ও ভারতকে বেরুবাড়ি হস্তান্তর করা হয়।



প্রশ্ন
* ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহল রয়েছে কয়টি?
৫১টি

* বাংলাদেশের ছিটমহল গুলি ভারতের কোন জেলায় অবস্থিত?
পশ্চিম বঙ্গের কুচবিহার জেলা ৪৭টি এবং জলপাইগুড়িতে ৪১টি।

* বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল কতটি রয়েছে?
১১১টি

* ভারতের ছিট মহল গুলো বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
লালমনির হাটে-৫৯টি
পঞ্চগড়ে-৩৬টি
কুড়িগ্রামে-১২ টি
নীলফামারীতে-৪ টি

* ভারতের ভেতরে বাংলাদেশের ছিট মহলের মোট আয়তন কত?
৭১১০.০২একর/২৮.৭৭৩ বর্গ কি.মি./১১.১০৯ বর্গ মাইল

* বাংলাদেশের ভিতরে ভারতের ছিট মহলের আয়তন কত?
১৭.১৬০.৬৩একর/৬৯৪৪৭ বর্গ কি.মি./২৬৮১৩ বর্গমাইল

* বাংলাদেশ ভারতের সীমান্ত চুক্তি সাক্ষরিত হয় কত সালে?
১৬ মে ১৯৭৪ সালে।

* ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি কে. কোথায় সাক্ষর করেন?
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও ইন্দিরা গান্ধী নয়াদিল্লি, ভারতে

* ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তির বিষয় বস্তু কি ছিল?
এ চুক্তি অনুযায়ী বাংলাদেশকে তিন বিঘা করিডোর এবং ভারতকে বেড়ুবাড়ি হস্তান্তর করা হয়।

* ভারত বাংলাদেশের জন্য তিনবিঘা কড়িডোর খুলে দেয় কত সালে?
২৬ জুন ১৯৯২ সালে

* পুর্নাঙ্গ ভাবে তিন বিঘা করিডোড় ২৪ ঘন্টার জন্য খোলা হয়-
৮ সেপ্টেম্বর ২০১১ সালে

* তিনবিঘা করিডোর কোথায় অবস্থিত?
বাংলাদেশের লালমনির হাটে তিস্তা নদীর তীরে।

* তিনবিঘা করিডোরটি ব্যবহৃত হয়
দহগ্রাম ও আঙ্গরপোতা ছিট মহলের সাথে যোগাযোগের জন্য

* দহগ্রাম ও আঙ্গরপেতা বাংলাদেশের সাথে আনুষ্ঠানিক ভাবে যুক্ত হয় কত সালে?
১৯ অক্টোবর ২০১১ সালে।

* ভারতে অবস্থিত দহগ্রাম ও আঙ্গরপেতা ছিটমহল বাংলাদেশের যে উপজেলায় অন্তর্গত পাট গ্রাম-
লালমনির হাট।

* তিনবিঘা কড়িডোরের মাপ কত?
১৭৮ মিটার গুন ৮৫ মিটার

* বাংলাদেশ ও ভারতের সীমান্ত চিহ্নিত করনের লক্ষ্যে গুঠত কমিটির নাম -----
JBWG(joint Boundary Working Groups)

* দহগ্রাম ও আঙ্গরপোতা ছিট মহলকে দহগ্রাম ইউনিয়ন কত সালে করা হয়-
১৯৮৫ সালে

* দহগ্রাম ইউনিয়নের উদ্ধোধন করা হয় কত সালে
১৯ আগষ্ট ১৯৮৯ সালে

* দহগ্রামের আয়তন কত?
৩৫ বর্গমাইল

* বাংলাদেশের ছিটমহল বেষ্টিত জেলা বলা হয় কাকে?
লালমনির হাট কে।

* বাংলাদেশের অচিহ্নিত সীমান্ত স্থান কোথায় অবস্থিত?
মুহুরীর চর (ফেনী)

* ভারত ও বাংলাদেশের অমীমাংসিত ভূখন্ড মানচরিয়ার চর কোথায় অবস্থিত?
সাতক্ষীরা জেলায়

* বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধ পূর্ন নয়াদ্বীপ ভূ খন্ডটি কোথায় অবস্থিত?
সাতক্ষীরা জেলায়।



https://www.facebook.com/generalknowledgeclubbd/

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.