![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভূমিকা-
নয়মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ইতিহাস বাঙ্গালীর গেৌরবের মাধ্যমে এর সূচনা হলেও এর পথ পরিক্রমা শুরু হয় ৭০ এ নির্বাচন থেকে। ৭১ সালের ২ মার্চ প্রথম পতাকা উত্তোলন। ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবরের ঐতিহাসিক ভাষন থেকে ২৫ মার্চের অপারেশন সার্চ লাইট বা বাংগালীর জন্য কালো রাত্রির মধ্য দিয়ে শুরু এই যুদ্ধ ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে পাকিস্থানী সেনা বাহিনীর আত্ম সমর্পনের মাধ্যমে শেষ হয়।
ঘটনাবলি :
১. বাংলাদেশের পতাকা ১ম বার কোথায় কত তারিখে কে উত্তোলন করেন-
১৯৭১ সালে ২ মার্চ যাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাবেশে তখনকার ডাকাসু ভিপি আ.স.ম. আব্দুর রব উত্তোলন করেন।
২. বঙ্গবন্ধু শেখ মুজিবর কোথায় কত তারিখে ঐতিহাসিক ভাষন দেন-
৭ মার্চ ১৯৭১. রেসকোর্স ময়দান।
৩. জাতীয় ফুল শাপলা কখন কোথায় কার দ্বারা নির্ধারিত হয়-
১৯৭১ সালের ১২ মার্চ, পটুয়া কামরুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে শাপলাকে জাতীয় ফুল নির্ধারিত করেন।
৪. কোথায় প্রথম সশস্ত্র প্রতিরোধ করা হয়-
১৯ মার্চ ১৯৭১. জয়দেবপুরে।
৫. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে বন্দী করে করাচি নিয়ে যাওয়া হয় কত তারিখে-
২৫ মার্চ
৬. স্বধীনতার ঘোষনা প্রথম প্রচার করা হয় কখন-
২৬ মার্চ দুপুর দুইটায় চট্টগ্রাম বেতার কেন্দ্র হতে বঙ্গবন্ধুর বরাত দিয়ে আব্দুল মান্নান।
৭. মেজর জিয়া কবে স্বধীনতার ঘোষনা দেন-
২৭ মার্চ ১৯৭১ মেজর জিয়া কালূর ঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে শেখ মুজিবর রহমানের পক্ষে স্বাধীনতার ঘেষনা দেন।
https://www.facebook.com/generalknowledgeclubbd/
২| ০৩ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৭
সাধারন জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক) বলেছেন: আপনাকে ধন্যবাদ আপনার মন্তব্য জানানোর জন্য। আমি চেষ্টা করব আরো ভালো ভালো তথ্য সবার মাঝে তুলে ধরতে।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৫
জাহিদ রুবেল বলেছেন: আপনার পোষ্টটা অনেক ভালো লাগলো,ইতিহাসের অনেক সুন্দর ও সত্য উপস্থাপন করেছন,