নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চেষ্টা করব এই ব্লগের মাধ্যমে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের সাধারন জ্ঞানের তথ্য, প্রশ্ন এবং উত্তর সবার মাঝে তুলে ধরতে।

সাধারন জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক)

সাধারন জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক) › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু প্রশ্নের সমাধান................. (২)

১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:২২


বাংলাদেশ প্রজাতন্ত্র ঘোষণা হয়েছিল কোন তারিখে?
১৭ এপ্রিল, ১৯৭১।

কার নির্দেশে, কে দেশকে ১১টি সেক্টরে ভাগ করেছিলেন?
তাজউদ্দিন আহমদের নির্দেশে এম,এ,জি ওসমানী দেশকে ১১টি সেক্টরে ভাগ করেন।

মুজিবনগর পূর্বে কোন জেলার অধীনে ছিল?
কুষ্টিয়া।

কোন সেক্টরটি ব্যতিক্রমধর্মী সেক্টর ছিল?
১০ নং সেক্টর।

বাংলাদেশে একমাত্র নেৌ সেক্টর কোনটি?
১০ নং সেক্টর।

কোন সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না?
১০ নং সেক্টরে।

মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ রাষ্ট্রীয় পুরষ্কার দেয় কতটি?
৪টি (বীরশ্রেষ্ঠ, বীর উত্ত, বীর বিক্রম , বীর প্রতীক)

স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীরশ্রেষ্ঠ’ উপাধি লাভ করেন কতজন?
৭ জন।

স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীর উত্তম’ উপাধি রলাভ করেন কতজন?
৬৯ জন।

স্বধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীর বিক্রম’ উপাধি রাভ করেন কতজন?
১৭৫ জন।

স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীর প্রতীক’ উপাধি রাভ করেন কতজন?
৪২৬ জন।

স্বধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজনকে রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয়?
৬৭৭ জনকে।

মহিলা মুক্তিযোদ্ধা কারা ছিলেন?
তারামন বিবি, ক্যাপ্টেন সেতারা বেগম ও কাকন বিবি।

স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত মহিলা মুক্তিযোদ্ধা কারা?
তারামন বিবি ও সেতারা বেগম।

তারামন বিবি কত নং সেক্টরে যুদ্ধ করেন?
১১নং সেক্টরে (ময়মনসিংহ ও টাঙ্গাইল)।

তারামন বিবির বাড়ি কোথায়?
কুড়িগ্রাম।

তারামন বিবিকে সরকার কোথায় বাড়ি প্রদান করেন?
কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানা।

সেতারা বেগম কোন সেক্টরে যুদ্ধ করেন?
৪নং সেক্টরে (সিলেট)।

সেতারা বেগমের বাড়ি কোথায়?
কিশোরগঞ্জ (বৃহত্তর ময়মনসিংহ)।

কাকন বিবির বাড়ি কোন জেলায়?
সিলেট।

দেশের একমাত্র আদিবাসী বা উপজাতি খেবাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কে?
ইউ সে চীং (বীর বিক্রম)।

বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কবর কোথায়?
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নেৌবাহিনীর জাহাজ বিএনএস পদ্শায় কর্মরত অবস্থায় জাজের ইঞ্জিনে আগুন লেগে পুড়ে মারা যান। প্রথম অবস্থায় তাঁর মৃতদেহ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেয়া হয়েছিল। পরবর্তীতে তাকে তুলে খুলনার রূপসা নদীর তীরে কবর দেয়া হয়। বর্তমানে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কবর খুলনার রূপসা নদীর তীরে রয়েছে।

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল?
পাকিস্তানের করাচির মাসরুর বিমান ঘাঁটিতে।




https://www.facebook.com/generalknowledgeclubbd/

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.