![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের (মৃতদেহ) কবে বাংলাদেশে নিয়ে আসা হয়?
২৪ জুন, ২০০৬ সালে।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল?
ভারতের আমবাসা এলাকায়।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের(মৃতদেহ) কবে বাংলাদেশে নিয়ে আসা হয়?
১০ ডিসেম্বর, ২০০৭ সালে।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে যথাযথ মর্যাদায় কবে, কোথায় সমাহিত করা হয়?
১১ ডিসেম্বর, ২০০৭ সালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে।
৭ জন বীরশ্রেষ্টের মধ্যে কতজন কোন বাহিনীর ছিলেন?
৩ জন সেনাবাহিনী, ২ জন ই পি আর, ১ জন নেৌবাহিনী ও ১ জন বিমানবাহিনী
জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন?
১৮ এপ্রিল, ১৯৭১ সালে।
বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধা কে ছিলেন?
ক্রাপ্টেন এ,কে খন্দকার।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ব্রিগেড আকারে কয়টি ফোর্স গঠিত হয়েছিল এবং কী কী?
৩টি, যথা- ১) জেড ফোর্স মেজর জিয়াউর রহমান (২) এস ফোর্স-মেজর মফিউল্লাহ (৩) কে ফোর্স-মেজর খালেদ মোশাররফ।
একমাত্র বিদেশি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কে?
বীর প্রতীক খেবার প্রাপ্ত মুক্তিযোদ্ধা হচ্ছেন হোয়াইল হেমার ওয়াডাল্যান্ড।
হোয়াইল হেমার ওয়াডারল্যান্ড কোন দেশের নাগরিক?
অস্ট্রেলিয়ার (জন্ম নেদারল্যান্ড)
হোয়াইল হেমার ওয়াডারল্যান্ড কবে মৃত্যু বরণ করেন?
১৮ মে, ২০০১ সালে।
মুক্তিযুদ্ধ চলাকালীন যে বিদেশি নাগরিক মারা যান তার নাম কী?
মাদার মারিও ভেরেনজি।
মাদার মারিও ভেরেনজি কবে মৃত্যুবরণ করেন এবং কোন দেশে?
৪ এপ্রিল, ১৯৭১ সালে। ইটালির নাগরিক।
স্বাধীনতা যুদ্ধে অর্থ সংগ্রহের জন্য যারা কবিতা পাঠের আয়োজন করেন তারা কোন দেশের এবং কে কে?
ইয়েভগেনি ইয়েভ তুসোস্কোর (রাশিয়া), অ্যালেন গিনেসবার্গ (আমেরিকা)
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যে দুইজন শিল্পী বাংলাদেশের সাহায্যের জন্য ‘Concert for Bangladesh.’ আয়োজন
করেন তারা কে এবং কোন দেশের অধিবাসী?
জর্জ হ্যারিসন (যুক্তরাজ্য)ও পন্ডিত রবি শংকর(ভারত)
‘September on Jessore Road বইটি কে রচনা করেন?
মার্কিন কবি অ্যালেন গিনেসবার্গ।
২৯ নভেম্বর ২০০১ প্রয়াত ‘Concert for Bangladesh.’ এর আয়োজক জর্জ হ্যারিসন কোন দেশি?
ব্রিটেন।
জর্জ হ্যারিসনের ব্যান্ডদলের নাম কী?
বিটলস(১৯৬০ সালে প্রতিষ্ঠিত)।
জর্জ হ্যারিসন বাংলাদেশের মুক্তিযুদ্ধে অর্থসংগ্রহের জন্য ‘Concert for Bangladesh.’ এর আয়োজন করে কোথায়?
নিউইয়র্কে ম্যাডিসন স্কোয়ারে। (যুক্তরাষ্ট্রে ১ আগষ্ট ১৯৭১ সালে)
জর্জ হ্যারিসনকে কোথায় বিসর্জন দেয়া হয়েছে?
গঙ্গানদীতে (ভারতে)
জাতিসংঘের কোন দুটি শক্তিশালী দেশ মুক্তিযুদ্ধের সময় বংলাদেশের বিরোধিতা করে?
সাবেক সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া)।
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশী যুবকদের নিয়ে যে বাহিনী গঠন হয় তার নাম কী?
মুজিব বাহিনী (বি. এল. এফ)।
ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযোদ্ধা যাদুঘরের নাম কী?
বিজয় বেতন
মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি এবং কত তারিখে?
যশোর। ৭ ডিসেম্বর ১৯৭১
মুক্তিযুদ্ধের শেষ রণাঙ্গন কোনটি এবং কবে শত্রু হয়?
ঢাকার মিরপুর, শত্রুমুক্ত হয় ৩১ জানুয়ারি, ১৯৭১
বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কে?
শহীদুল ইসলাম চেৌধুরী।
মুক্তিযুদ্ধ চলাকালীন শহীদুল ইসলামের বয়স কত ছিল?
১২ বছর।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য শহীদুল ইসলামকে কী খেতাব দেয়া হয়?
বীর প্রতীক।
শহীদুল ইসলাম কত নং সেক্টরে যুদ্ধ করেন?
১১ নং সেক্টরে (ময়মনসিংহ ও টাঙ্গাইল)।
“এ দেশের মাটি চাই, মানুষ নয়” এ উক্তিটি কার?
ইয়াহিয়া খানের।
বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরষ্কার কোনটি?
বীর শ্রেষ্ঠ।
ভারত-বাংলাদেশ যেৌথবাহিনী কবে গঠিত হয়?
২১ নাভেম্বর, ১৯৭১।
©somewhere in net ltd.