নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চেষ্টা করব এই ব্লগের মাধ্যমে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের সাধারন জ্ঞানের তথ্য, প্রশ্ন এবং উত্তর সবার মাঝে তুলে ধরতে।

সাধারন জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক)

সাধারন জ্ঞান(বাংলাদেশ ও আন্তর্জাতিক) › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু প্রশ্নের সমাধান................. (৩)

১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০৩


১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মিত্রবাহিনীর প্রধান কে ছিলেন?
ভারতীয় সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল স্যাম হরমুসজি ফ্রামজি জামশেদজি মানেকশ।

ভারত-বাংলাদেশ যেৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন?
জেনারেল জগজিৎ সিং অরোরা।

পাকিস্তানি পক্ষের নেতৃত্বে কে ছিলেন?
জেনারেল আর্মি আবদুল্লাহ খান নিয়াজী।

মুক্তিযুদ্ধে আত্মসমর্পণের ঐতিহাসিক দলিলে কে কে স্বাক্ষর করেন?
বাংলাদেশের পক্ষে বাংলাদেশ-ভারত যেৌথ কমান্ডের প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরা ও পাকিস্তানের পক্ষে জেনারেল এ. কে.
নিয়াজী।

মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
রেসকোর্স ময়দানে।

কতজন পাকিস্তানি সৈন্য যেৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করে?
৯৩ হাজার।

১৬ ডিসেম্বর, ১৯৭১ আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বা মুক্তিবাহিনীর পক্ষে কে নেতৃত্ব দেন?
তৎকালীন বিমান বাহিনীর প্রধান এয়ার কমোডর এ. কে. খন্দকার।

কোন ফরাসি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের আগ্রহ প্রকাশ করেন?
আদ্রে মায়ারা।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ‘চরমপত্র’ নামক একটি কথিকা প্রচারিত হতো। সেই কথিকার পাঠক কে ছিলেন?
এম.আর. আখতার মুকুল।

মুক্তিযুদ্ধ কালীন কলকাতায় অবস্থিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পরিচালক কে ছিলেন?
শামসুর রহমান চেৌধুরী

মহান মুক্তিযুদ্ধে কতটি সাংগঠনিক শ্রেণী ছিল ও কী কী?
৩টি। যথা: ১. নিয়মিত বাহিনী. ২. সেক্টর বাহিনী ৩. গেরিলা বাহিনী।

অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরূল ইসলামকে ‘গার্ড অব অনার’ দেয়া হয় কার নেতৃত্বে?
ই পি আর এর ৪নং উইংয়ের একটি সুসজ্জিত দল ক্যাপ্টেন মাহবুবুল হাসানের নেতৃত্বে।

ছাত্রলীগের জয় বাংলা বাহিনী প্রদত্ত কুচকাওয়াজে বঙ্গবন্ধুকে দেয়া সালামের নেতৃত্ব দেন কারা?
নূরে আলম সিদ্দিকী, আ.স.ম. আবদুর রব, আবদুর কুদ্দুস মাখ, শাজাহান সিরাজ।

বি.এল. এফ. (বাংলাদেশ রিবারেশন ফোর্স) গঠিত হয়েছিল কাদেরকে নিয়ে?
বাংলাদেশি যুবকদেরকে নিয়ে।

বি.এল. এফ এর প্রধান প্রশিক্ষণে কে ছিলেন?
হাসানুর হক ইনু।

বি.এল. এফ কতটি সেক্টরে বিভক্ত ছিল এবং কারা এর নেতৃত্বে ছিলেন?
চারটি সেক্টরে (১) উত্তরাঞ্চলীয় সেক্টর প্রধান সিরাজুল আরম, উপ-প্রধান মনিরুল ইসলাম (মার্শাল মনি)। (২) দক্ষিনঞ্চলীয় সেক্টর: প্রধান তোফায়েল আহমেদ, উপ-প্রধান নুর আলম জিকু (৩) পূর্বাঞ্চলীয় সেক্টর: প্রধান-খে পজলুর হক মনি, উপ-প্রধান আ.স.ম. আবদুর রব, আবদুল কুদ্দুস। (৪) পশ্চিমাঞ্চলীয় সেক্টর: প্রধান আবদুর রাজ্জাক উপ-প্রধান সৈয়দ আহম্মদ।

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্ট কে প্রতিষ্ঠাকরেন?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কী?
মুক্তিবার্তা (সাপ্তাহিক)

মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয়?
১৪ ডিসেম্বর ১৯৭১।

বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস কোন তারিখে?
১৪ ডিসেম্বর

ডা: সেতারা বেগম সেনাবাহিনীতে কী পদে ছিলেন?
ক্যাপ্টেন।

বাংলাদেশ কবে পাক হানাদার মুক্ত হয়?
১৯৭১ সালের, ১৬ ডিসেম্বর।

২৬ মার্চকে জাতীয় দিবস বা স্বধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় কখন?
১৯৮০ সালে।

মুজিবনগর স্মৃতিসেৌধের স্থপতি কে?
তানভীর কবির।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনেছিল?
২নং সেক্টরে

মুক্তিযুদ্ধের সময় পার্বত্য চট্টগ্রাম, ফেনী প্রভৃতি এলা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
১নং সেক্টর

মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নং সেক্টরে ছিল?
৮নং সেক্টর।

মুক্তিযুদ্ধের জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
সেগুনবাগিচা।

১৯৭১ সালের কত থারিখে বাংলাদেশ হতে বিদেশিদের সরিয়ে নেওয়ার জন্য বিমান হামলা বন্ধরাখা হয়?
১০ ডিসেম্বর।

প্রবাসী সরকারের সচিবালয়ের মুখ্য সচিব কে ছিলেন?
রুহুল কুদ্দুস।

নিহত মুক্তিযোদ্ধাদের সম্মানে জাতীয় শোক দিবস পালিত হয় ১৯৭২ সালের কত তারিখে?
১৪ জানুয়ারি।

অপারেশন ক্লোজডোর কেন পরিচালনা করা হয়?
১৯৭১ সারে মুক্তিযুদ্ধের পর সকল প্রকার অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অপারেশন ক্লোজডোর পরিচালনা করা হয়।

বাংলাদেশে পড়া পাকিস্তানি সৈন্য কত ছিল?
২ লাখ ৩৮ হাজার।



https://www.facebook.com/generalknowledgeclubbd/

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩২

প্রামানিক বলেছেন: গুরুত্বপূর্ণ পোষ্ট। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.