নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাহাজ মিস্ত্রী

জাহাজ মিস্ত্রী › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন আপনার জাহাজী বন্ধুটি কোন বন্দরে আছে ?

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৬

আমাদের অনেকের ভাই বা বন্ধুটি জাহাজে থাকে । কিন্ত তারা জাহাজ থেকে বা বন্দরে নেমে ফোন না করা পর্যন্ত আমরা জানি না তারা কোন বন্দরে আছে। কিন্ত আপনি এখন তা সহজে করতে পারেন। আপনার ভাই বা বন্ধুটির কাছ থেকে জাহাজের নাম অথবা আই এম ও (IMO) নাম্বার টি জেনে নিন। তারপর নিচের তালিকার সাইট গুলোতে গিয়ে জাহাজের নাম অথবা আই এম ও (IMO) নাম্বার টি লিখে সার্চ দেন।এমনকি গুগল মামাকে ও জাহাজের নাম অথবা আই এম ও (IMO) নাম্বার টি লিখে সাথে VESSEL কথাটি লিখে সার্চ দেন। জাহাজের শুধু অবস্হান নয়, আরো জানা যাবে জাহাজের গতি, সামনের বন্দর ও ছেড়ে আসা বন্দরের নাম ও তারিখ।



http://www.marinetraffic.com

http://www.vesseltracker.com



আই এম ও (IMO) নাম্বার = প্রতিটি সমুদ্রগামী জাহাজের জন্য নির্ধারিত নাম্বার যা জাহাজটি তৈরীর সময় LR Fairplay কর্তৃক নির্ধারিত হয় এবং জাহাজটি ভাঙ্গা পর্যন্ত এই নাম্বার পরিবর্তন করা যায় না।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.