![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাইসব আসুন এক নজর দেখে নেই জাহাজ নির্মান শিল্পে বাংলাদেশের গৌরব গাথা। বিশ্বের বিভিন্ন বন্দরে Made in Bangladesh ব্রান্ড এর ফেরিওয়ালারা, যাদের প্রতিটি পরতে লুকিয়ে আছে একটিই অহংকার আমরা ও পারি।
১. STELLA MARIS : জাহাজটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে প্রথম রপ্তানিকৃত জাহাজ। ২০০৫ সালের নভেম্বর মাসে রপ্তানী আদেশ পেয়ে কাজ শুরু হয় ২০০৬ সালের ফেব্রয়ারী মাসে।
রর্টাডাম বন্দরে , হল্যান্ড
প্রস্তুতকারক : আনন্দ শিপইয়ার্ড স্লীপওয়েজ লি: নারায়নগন্জ
রপ্তানী তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০০৮
জাহাজটির ক্রেতা : স্টেলা সিপিং, ডেনমার্ক
জাহাজটির আই এম ও নং : 9390381
জাহাজটির নতুন নাম : TILL
বর্তমান চলাচল রুট : ইউরোপের বিভিন্ন বন্দর
আসুন জাহাজটির আরো কিছু ছবি দেখি
কার্টেগেনা বন্দরে , স্পেন
বুরগাছ বন্দরে, বুলগেরিয়া
কেইল কেনেল , জার্মানী
2. STELLA MOON : জাহাজটি STELLA MARIS এর SISTER SHIP (একই ডিজাইন এ তৈরী পরবর্তী জাহাজ)।
হেরোয়া বন্দরে, নরওয়ে
প্রস্তুতকারক : আনন্দ শিপইয়ার্ড স্লীপওয়েজ লি: নারায়নগন্জ
রপ্তানী তারিখ : ১০ মার্চ ২০১০
জাহাজটির ক্রেতা : স্টেলা সিপিং, ডেনমার্ক
জাহাজটির আই এম ও নং : 9390393
জাহাজটির নতুন নাম : BOMAR MOON
বর্তমান চলাচল রুট : ইউরোপের বিভিন্ন বন্দর
আসুন জাহাজটির আরো কিছু ছবি দেখি
গুটেনবার্গ বন্দরে, সুইডেন
গেনিয়া বন্দরে, পোল্যান্ড
নেপোলী বন্দরে, ইটালী
চলবে................
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
জাহাজ মিস্ত্রী বলেছেন: ধন্যবাদ।চেস্টা করব।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
এম, কে, এনামুল করিম বলেছেন: জাহাজ শিল্পে বাংলাদেশ সত্যিই অনেক এগিয়ে কিন্তু এটা নিয়ে কেউ আমরা কথা বলি না...
অনেক ভালো লিখেছেন আপনি ...
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
জাহাজ মিস্ত্রী বলেছেন: ধন্যবাদ।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩
কালা মনের ধলা মানুষ বলেছেন: সুপার লাইক।
+++++++++++++++++++++
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
আশিক মাসুম বলেছেন: চলুক, এই দুর্দিনে এসব খবর মন ভাল করে দেয়। ইনশাল্লাহ খুব সিগ্রি জাহাজ শিল্পে সারা বিশ্বে নাম চ্রিয়ে পরবে বাঙলাদেশের ।