নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাহাজ মিস্ত্রী

জাহাজ মিস্ত্রী › বিস্তারিত পোস্টঃ

ফিলিপাইনের ডায়েরী = পর্ব - ১

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০

জার্মান ক্লাসিফিকেশন সোসাইটি জার্মানীসার লয়েডের সার্ভেয়ার হবার সুবাদে ১ বছরের জন্য ফিলিপাইনে বদলী। বদলীটা পারিবারিক কারনে সমস্যা হলেও নতুন দেশ দেখার ইচ্ছে এবং আরো বৃহত্তর পরিসরে কাজ করার ইচ্ছার কারনে রাজি হতে হল। তাই অগত্যা ছুটতে হল ফিলিপাইনের ঢাকাস্থ দুতাবাস এ। দুতাবাস এর ঠিকানা ও ভিসার জন্য দরকারি কাগজ পত্র জানতে এখানে ক্লিকান Philippines Embassy in Dhaka যেহেতু বিসনেস ভিসা, তাই কাগজ পত্র সবই অফিসিয়াল এবং ভিসা ও পেয়ে গেলাম তাড়াতাড়ি। ২০১৩ সালের ২৩ অক্টোবর রাত ১১ টা ৩৫ মিনিটে মালয়েশিয়ান এয়ার এ যাত্রা করলাম ম্যানিলা র উদ্দেশ্যে।



ঢাকা এয়ার পোর্ট এর ইমিগ্রেশন পুলিশ এর সাথে আমার গভীর সম্পর্ক। আমি এ পর্যন্ত যতবার বিদেশে গিয়েছি প্রায় প্রতি বার ই উনাদের মনে হয়েছে আমার ভিসা জাল। সেই ২০০৮ সালে দক্ষিন কোরিয়া যাওয়া থেকে শুরু। যাই হোক রুটিন মাফিক আমার সকল কাগজ পত্র (আমন্ত্রন পত্র, আসা যাওয়া কনফার্ম টিকেট, হোটেল বুকিং ইত্যাদি) দেখাতে হল। কিন্তু তাতে উনার মন ভরে না। এবার শুরু হল প্রশ্ন আপনি কেন যাচ্ছেন? আপনার অফিস থেকে শুধু আপনি ই কেন? আপনার অফিস যে আপনাকে ছুটি দিল তার কাগজ দেখান ইত্যাদি। আমি বুঝি উনি কিছু চান। (কিন্তু উনারা জানে না যে আমার বউ ই আমাকে কিপ্টা বলে।) তাই অগত্যা উনার হুংকার, চলেন আমাদের বসের কাছে, উনিই যা করার করবে। আমাকে ও বলতে হয় চলেন যাই। যাই হোক উনাদের বস আমার সকল কাগজ পত্র দেখে ছেড়ে দিতে বল্লেন। এ হল আমাদের এয়ার পোর্ট এর ইমিগ্রেশন।



বাংলাদেশ থেকে ফিলিপাইনে সরাসরি ফ্লাইট নেই তাই মালয়েশিয়ার কু্যালালামপুর এ চার ঘন্টার যাত্রা বিরতি এবং প্লেন ও পরিবর্তন করতে হ্য়। কিন্তু কু্যালালামপুর থেকে ম্যানিলা পর্যন্ত ভ্রমনটি খারাপ আবহাওয়ার জন্য খুব বাম্পিং এর কারনে মোটেই সুখকর ছিল না। তার উপর ম্যানিলা এয়ার পোর্ট এ অনেক ক্ষন প্লেন হোল্ডিং এ ছিল। ঢাকা এয়ার পোর্ট এর ইমিগ্রেশন পুলিশের দাদাগিরী, খারাপ আবহাওয়ার জন্য প্লেনের খুব বাম্পিং তার উপর পুরো ভ্রমনটিতে ঘুমাতে না পারার (আমি কোন ভ্রমনে ঘুমাতে পারি না) কারনে শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। অবশেষে পরদিন ২৪ অক্টোবর দুপুর ১২ টায় ম্যানিলা পৌছাই।



ম্যানিলা এয়ার পোর্ট এর ইমিগ্রেশন পুলিশ শুধু এবার ই প্রথম ফিলিপাইনে ভ্রমন কিনা প্রশ্ন করেই ভিসায় সিল মেরে দিলেন। আর ঢাকা এয়ার পোর্ট এর ইমিগ্রেশন পুলিশ অনেক কসরত করেও ভিসা নিয়ে সন্দেহ কাটাতে পারলেন না। এটি কি আমাদের সেবা সংস্থা গুলোর অপেশাদারিত্ব নাকি সেবা সংস্থা গুলোতে দূর্ণীতি আর সজনপ্রীতির উদাহারন ? ঘুরে দাড়াবে বাংলাদেশ শুধু মুখেই শুনি কিন্ত কবে ?



চলবে _______

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৬

আরমিন বলেছেন: অভিনন্দন আপনাকে।
ফিলিপাইন আমার কাছে সেকেন্ড হোমের মত, সাড়ে তিন বছরেই অনেক আপন হয়ে গিয়েছিলো দেশটা, ভীষণ মিস করি দেশটাকে!
আপনার সময়টা সুন্দর কাটুক সেই শুভকামনা থাকলো।

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩১

জাহাজ মিস্ত্রী বলেছেন: আপনাকে ধন্যবাদ

২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪২

পথহারা নাবিক বলেছেন: ভালোই হচ্ছে!! একজন জিজ্ঞাসা করলো ফিলিপাইনে ট্যাব পাওয়া যায় কিন? :D :D

০৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৬

জাহাজ মিস্ত্রী বলেছেন: বুঝলাম আপনি নাবিক, কিন্তু আপনার পথ হারালো কেমনে ?আপনাকে ধন্যবাদ

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮

অথৈ সাগর বলেছেন: বদলীটা পারিবারিক কারনে সমস্যা হলেও???
এইটাই প্রধান সমস্যা । :)

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০১

জাহাজ মিস্ত্রী বলেছেন: হা হা হা । ধন্যবাদ

৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৭

আহমেদ আলিফ বলেছেন:
ভালো হয়েছে, চালিয়ে যান!
পারলে আর একটু বড় করে লিখবেন!

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০৫

জাহাজ মিস্ত্রী বলেছেন: আপনাদের কথায় উৎসাহ পাচ্ছি কিন্তু ! ধন্যবাদ

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪

আনোয়ার ভাই বলেছেন: কবে ঘুরে দাড়াবে ভাই তা জানি না......।

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০৩

জাহাজ মিস্ত্রী বলেছেন: ঘূরে দাড়ানোর প্রতীক্ষায় .....

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২১

ভ্রমন কারী বলেছেন: মাত্র শুরু করলাম। সব পর্ব পড়বো।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৪

জাহাজ মিস্ত্রী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.