নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন যাহা কয়......

মু.আ. গাফ্‌ফার

জানার জগতে এখনও আমি শিশু তাই জানতে ও শিখতেই আমার এই পথ চলা..............

মু.আ. গাফ্‌ফার › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টিভঙ্গীর পরিবর্তনই অপ্রাপ্তির খোলস ভাঙ্গানোর মোক্ষম হাতিয়ার

১৩ ই জুন, ২০১৫ বিকাল ৫:০২

দৃষ্টিভঙ্গীর পরিবর্তনই অপ্রাপ্তির খোলস ভাঙ্গানোর মোক্ষম হাতিয়ার
ঢাকার এই পিচঢালা পথে সময়ের তাড়নায় বাসের দরজায় ঝুলতে ঝুলতে ৩০ সিটের বাসে গাদাগাদি করে ৭০ জনের একজন হয়ে অনেক চলেছি……

নানা বাক্যবানে, ক্যাচালের মহরায় হেলপার, কন্ট্রাক্টরদের চোখ রাঙিয়ে স্টুডেন্ট ভাড়ায় নিজে সন্তুষ্ট হয়েছি……….

তবুও বাসের দরজায় ঝুলতে থাকা এই আমাকে চাকার তলায় হতে, সময় ও জীবনের পরাজয় থেকে রক্ষায় হেলপারের হাতই সর্বদা এগিয়ে…….

যখন পাশে কেউ নাই…. তখন কেন জানি ঐ হাতটিই বার বার দেখি………….

জ্যামের এই নগরে রিক্সাওয়ালার হাড়ভাঙ্গা ঘামের শ্রমে রিক্সায় আমার আরামে অনেক চলেছি…….

৫, ১০ টাকার কাছে বাহু ও কথাবলে নিজে জিতে রিক্সাওয়ালাকে অনেক হারিয়েছি……….

তবুও অস্থিরতা ও হানাহানির এই দেশে রক্তঝরা পথে অনেকেরই বাঁচার দূত হয়ে এই রিক্সাওয়ালার উৎসুক চোঁখ আমি দেখেছি……..

যখন হতাশ হই, স্বপ্নকে করি ফেলি চুরমার তখন আমি কেন জানি সেই চোঁখটিই বার বার দেখি……..

ডারউইনের কথাই বার বার ভাবছি……“যোগ্যতমরাই টিকে থাকে” আসলে দুনিয়ার সবাই ইউনিক, যোগ্যতম হওয়ার জন্য বারাক ওবামা হওয়ার স্বপ্নের প্রয়োজন নেই……..

প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন তাহলেই কেবল অপ্রাপ্তির খোলস ভেঙ্গে ফেলতে পারবো আমরা……..

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৫ বিকাল ৫:০৩

মু.আ. গাফ্‌ফার বলেছেন: প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন তাহলেই কেবল অপ্রাপ্তির খোলস ভেঙ্গে ফেলতে পারবো

২| ১৩ ই জুন, ২০১৫ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:

শিক্ষাই দৃস্টিভংগিকে বড় করে; অন্যভাবে বদলানো সম্ভব নয়, এটা চুলকাটার মতো কিছু নয়।

১৩ ই জুন, ২০১৫ বিকাল ৫:১৬

মু.আ. গাফ্‌ফার বলেছেন: দৃষ্টিভঙ্গী পরিবর্তনের জন্য শিক্ষা ও বিবেকের সমন্ময়ের প্রয়োজন.....

৩| ১৩ ই জুন, ২০১৫ বিকাল ৫:১৩

মু.আ. গাফ্‌ফার বলেছেন: শিক্ষাটা কোন শিক্ষা এটারও মাপকাঠির মানদন্ড নির্নয় জরুরী, যেটা একমাত্র বিবেকই পারে.. আমাদের সমাজে আজ শিক্ষিত বিবেকের বড়ই অভাব........

৪| ১৩ ই জুন, ২০১৫ বিকাল ৫:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলে দুনিয়ার সবাই ইউনিক, যোগ্যতম হওয়ার জন্য বারাক ওবামা হওয়ার স্বপ্নের প্রয়োজন নেই…….
++++++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.