![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"Primitive Simplicity" একটা ব্যাপার থাকে প্রতিটা মানুষের ভিতর। মানে হচ্ছে আদিম অথবা জন্মগত সরলতা। প্রতিটা মানুষ সরলতা নিয়ে জন্মায়। দুনিয়া তাকে বহুত ঘুরানি ঘুরায়। অবশেষে আবার ফিরে যায় সেই আদিম এবং অকৃত্রিম সরলতায়। আমার নানার ভয়ে আমার মামা খালারা বড় হয়েও নাকি প্যান্ট ভিজিয়েছে। কিন্তু এখন তার নাতি-নাতনীরা তাকে লেবুর মত কচলায়। আগের সেই রূডনেস এখন আর তার ভেতর নাই। সে এখন সরলতার প্রতিমা। অর্থাৎ সরলতা তার ভিতর রহমতের মত বর্ষিত হয়েছে।
আমার বাবাও নাকি কথাবার্তা তেমন শুনেনাই ছোটবেলায়। মানে বুঝাই যায় ফাজিল টাইপের ছিলো। আর এখন ৭ বার জিজ্ঞেস করে একটা কথার উত্তর বের করতে হয়। তার আদিম সরলতা নাতি-নাতনী পর্যন্ত অপেক্ষা করে নাই। ছেলে মেয়ের আমলেই এক্সপোজ হইয়া গেসে। আমার মাকে ছোটবেলায় বজ্রপাতের মত ভয় পাইতাম। প্রজন্ম বিবর্তনের ফলে এখন সে আমাকে ভয় পায় (মাঝেমাঝে)। একদিন আমিও আমার বাচ্চাদের ভয় পাবো। এবং এইভাবেই চলতে থাকবে।
কেউ হয়ত প্রথমে সরল থেকে ধীরে ধীরে গড়ল হয়, কিন্তু একটা সময় তার ভিতর প্রি-ইনস্টল করা সেই সরলতা আপনা আপনি ফাংশনিং শুরু করে দেয়। অর্থাৎ একটা স্টেজে এসে আবার সে তার জন্মগত রুপে ফিরে যেতে বাধ্য!!
তবে এই সরলতারও একটা উছিলা আছে। কোন কারন আছে। এমনি এমনি কোন কিছু হয়না। হয়ত সেটা নিজের প্রয়োজনে, অথবা অপরের প্রয়োজনে। যেকোন পরিবর্তন কোন বিশেষ পরিবর্তনকে ফলো করে। মানে পরিবর্তন হইতেও কোন পরিবর্তনের দরকার পরে। তবে যারা সহজে সরলতা বরণ করে, তারাই ধুকে ধুকে মরে। লোকচক্ষুর আড়ালে সবকিছু সবার মনের মত রাখতে গিয়ে মরে। বারে বারে মরাই এদের আমরণ সংগ্রাম। মরার জন্যই তাদের বাঁচা। মরাই তাদের মেডিটেশন।
©somewhere in net ltd.