নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ছোট ছোট মুখ জানে না ধরার দুখ, হেসে আসে তোমাদের দ্বারে। নবীণ নয়ন তুলি কৌতুকেতে দুলি দুলি চেয়ে চেয়ে দেখে চারিধারে\"_____ রবীন্দ্রনাথ ঠাকুর

গফুর রায়হান

গফুর রায়হান › বিস্তারিত পোস্টঃ

উৎসর্গ

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২১

আমরা অনেক চড়াই উৎড়াই পার হয়ে একটা দিন কাটাই। অনেক কিছুর অভাব, অনেক কিছুর প্রাচূর্যতা মিলেমিশে ভারসাম্য বজায় রেখে চলি। মাঝেমাঝে মনে করি ভালো আছি, মাঝেমাঝে মনে করি, নাহ, ভালো নাই। আরো ভালো থাকা প্রয়োজন। অনেকের সাহায্য অনেকের উপেক্ষায় আলটিমেটলি আমরা মেনেই নেই যে হ্যাঁ, এটাই জীবন। কিন্তু এতকিছুর মধ্যেও একটা ব্যাপার মাঝেমাঝে আমাদের অলক্ষ্যে থেকে যায়। সেটা হচ্ছে কিছু মানুষের উপস্থিতি। আমরা এমন কিছু মানুষদের ঘিরে থাকি বা এমন কিছু মানুষ আমাদের ঘিরে থাকে যারা আমাদের জন্য অনেকটা আশীর্বাদস্বরুপের মত। কোন ভালো কাজের পুরস্কারের মত। আমরা মাঝেমাঝে তাদের চিনি, মাঝেমাঝে চিনিনা।

কমবেশি সবারই একটা কনট্রিবিউশন আছে এই ধরণীর প্রতি। যখন ধরণীবাসীরা এই কন্ট্রিবিউশনের সুবিধাভোগী হয়, তখনই নেমে আসে অসম ভারসাম্য। যেখানে আমরা হাফ ছেড়ে বলে উঠি, "আহ! জীবন সুন্দর।" এই সুন্দর জীবনের ধারা যাদের অবদানে বা সাহায্যে চলামান থাকে তার একটু হলেও অগ্রাধিকার পাওয়ার যোগ্য। দোষটা আমাদের যখন আমরা সেই নূন্যতম অগ্রাধিকারটুকু দেই না বা দেয়ার দরকার মনে করিনা বা দেয়ার কথা মাথায়ই আসেনা।

মানুষ চেনার মেকানিজম থেকে বের হয়ে এসে কাছের মানুষদের একটু পরিচয়ই পারে মাঝখানের গ্যাপকে পূরন করতে। অনেক মানুষ আমাদের ভালো চায়। অন্ততপক্ষে তাদের ক্রেডিটকে স্বীকৃতি দিতে। অনেকগুলো ভালো পরিচিত মুখ থেকে সেই মুখটাকে বেছে নিয়ে ভালো থাকা যে মুখটা আমাদের ভালো চায় বা আমাদের অসুবিধায় পা বাড়িয়ে দেয়। বেচে থাকুক এইরকম নিঃস্বার্থ প্রাণ। মানুষ সত্য তা প্রমান করা নয় বরং সত্যের দায়িত্ব পালন করা মানুষগুলোর জন্য সম্মান বরাদ্দ থাকুক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০২

রাজীব নুর বলেছেন: এই সমাজে কোনো মানুষই ভালো না। সব বদ। বিরাট বদ।

২| ১৬ ই মার্চ, ২০১৯ সকাল ১১:৩৪

গফুর রায়হান বলেছেন: এটা আসলে নির্ভর করে ভালো এবং খারাপ অভিজ্ঞতার উপর। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.