নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো হওয়ার দলে চলো চালাই রদ-বদল

গাজী সুবন

গাজী সুবন › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু পরোয়ানা

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২৬

ফরমান আলীর কাছে ফরমান চলে এসেছে ৷ ঢাকা কেন্দ্রীয় কারাগারের দক্ষিন প্রান্তে মৃত্যুদন্ড কার্যকরের জন্য ফাসির মঞ্চ প্রস্তুত করার দায়িত্ব গেলো কালু মিয়া হাফিজ ও রাজুর উপর ৷ তারা ফাসির রশিও প্রস্তুত করে রাখলেন ৷ আগের ফাসির মঞ্চটাকেই ধুয়ে মুছে ফক ফকা করা হলো ৷ টিভি স্ক্রিনে লাইভ দেখানো হলো কয়েকটা দৃশ্য ৷ সিভিল সার্জন আব্দুল মালেক, কারাগারের চিকিৎসক শামসুল আলম বসে রইলেন কখন তাদের হাতে লাশ আসবে কখন পরখ করবেন ৷ কেরামত আলী ঝুকে কাদের মোল্লার কানের কাছে আস্তে করে বললেন - আর কোন ইচ্ছা থাকলে বলি ফালান ৷ শিং মাছের ঝোল খাবেন নাকি উস্তাভাজি তরমুজ খাইতে চাইলেও বলতে পারেন ব্যাবস্থা করা হবে,বলি ফালান ৷ কাদের মোল্লা নির্বাক ৷ সামনে মৃত্যু বিধায় হয়তো তিনি চোখে ঝাপসা দেখছেন, কানে কম শুনছেন অথবা এমনিতেই নির্বাক ৷ মৃত্যুর আগ মুহুর্তে এমনটা হওয়া অস্বাভাবিক নয় ৷ নেলসন ম্যান্ডেলার স্মরনসভায় মানসিক চাপে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়েছিলেন ইশারা ভাষা উপস্থাপক "থামাসাংকা জ্যান্টজি, তাই তার সকল ইশারাই অবাস্তব চিহ্ন বা সংকেত হয়ে দারিয়েছিল ৷ তিনি পরে দাবি করেন যে অবাস্তব আওয়াজ আর অলীক দর্শনের জন্যই তার এই অবস্থা হয়েছিল ৷ অবাস্তব আওয়াজ বা দর্শন যে কাদের মোল্লার.সামনেও হাজির হয় নি তা বলা মুশকিল ৷ হয়তো তিনি দেখছেন কবি মেহেরুন্নেসা বসে আছেন পাশে ৷ অথবা একটা ২ বছরের শিশু অনবরত কাদছে,এতে করে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হওয়াটা স্বাভাবিকই বটে ৷ আর এদিকে ইমন ও আনোয়ার চিন্তা করছে আকিকা দিয়ে নামটা বদলে নেবে ,আমি নামটা দিয়ে দেব বলেছি,আবুল খায়ের নামটা একটু গম্ভিরই ওরাও রাজি ৷ জল্লাদ শাহজাহান ভুইয়া ,ইমন ও আনোয়ারকে নিয়ে মোচে তা দিতে দিতে এগিয়ে গেলেন, আর কয়েকবার নিজের হাতের দিকে তাকালেন,এই হাত খানির কথা মনে রাখবেন বাঙ্গালি চিরকাল...

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮

েফরারী এই মনটা আমার বলেছেন: কসাই কাদের মোল্লা কতটুকু ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী ছিলো ?
Click This Link

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩

গাজী সুবন বলেছেন: আমি তো সেরকম কিছু লিখি নাই

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

েফরারী এই মনটা আমার বলেছেন: তাতে কি এমন মহাভারত শুদ্ধ হয়ে গেলো ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.