নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারুণ্যের বজ্ব্র কণ্ঠ

দ্বীপ্তশিখা

মানব মনের কারাগারে আমি যাবজ্জীবন বন্দি হইতে রাজি হইলেও কারও মনের দাসত্ব করিবার স্বাদ আমার নাই।

দ্বীপ্তশিখা › বিস্তারিত পোস্টঃ

শান্তময় ঘুমের ঘোরে অচেতন হৃদয়ভারঃ

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৮

আশেপাশেই তাকিয়ে দেখুন। এমন অজস্র পথশিশু আপনার উচ্চমাত্রার মানবতাবোধের নিচে চাপা পড়ে আছে। কিন্তু তবুও আপনার-আমার মানবতার চেতনাবোধ ‘চির উন্নত মম শির’। আমরা তাদের নিয়ে গবেষণা করি, জরিপ করি, স্বল্প-দীর্ঘ মেয়াদী পরিকল্পনাও করছি। কিন্তু তবুও তাদের অনাগত সুনির্মল ভবিষ্যত পিচঢালা পথের বিছানাকে অতিক্রম করতে পারবে কিনা তার কোন সুনির্দিষ্ট যৌক্তিক ‘হ্যাঁ’ বাচক ব্যাখ্যা আমার কাছে নেই।
কীভাবে আধুনিক থেকে অত্যাধুনিক জীবনের রূপ ধারণ করতে পারে- সেটা নিয়ে সবাই গভীর ধ্যানে নিমজ্জিত। কিন্তু বড় বড় অট্টালিকা আর নামী-দামী গাড়ির শহরে যে উচ্চভিলাসী মনের মানুষগুলোর বসবাস, তাদের বড় বড় অট্টহাসির ভীরে হারিয়ে যায় এমন সহস্রাদি আর্তনাদ।
একটি বার নিজেকেই তাদের জায়গাতে রাখুন। ভেবে দেখুন তো- আল্লাহ্ না করুক আপনি বা আমিও তো আজকে এভাবে রাস্তায় নেতিয়ে পড়তে পারি। আমাদের অনুভূতি কেমন হবে তখন???
আফসোস!!! যাদের সামর্থ্য আছে, তাদের কোন ভাবনা নেই। আর যাদের আমার মতো সামর্থ্য নেই, তাদের হৃদয়ঃক্ষরণে হয়তো সামান্য অশ্রু আঘাত হেনেই থেমে যায়। তবুও পথই এদের আগলে রাখে। পথই এদের নিবাস…।।।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩

কিরিটি রায় বলেছেন: আফসোস!!! যাদের সামর্থ্য আছে, তাদের কোন ভাবনা নেই। আর যাদের আমার মতো সামর্থ্য নেই, তাদের হৃদয়ঃক্ষরণে হয়তো সামান্য অশ্রু আঘাত হেনেই থেমে যায়। তবুও পথই এদের আগলে রাখে। পথই এদের নিবাস…।।।

++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.