নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারুণ্যের বজ্ব্র কণ্ঠ

দ্বীপ্তশিখা

মানব মনের কারাগারে আমি যাবজ্জীবন বন্দি হইতে রাজি হইলেও কারও মনের দাসত্ব করিবার স্বাদ আমার নাই।

দ্বীপ্তশিখা › বিস্তারিত পোস্টঃ

…তো যা বলছিলাম!

৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭

Human Conscience- জিনিসটা এখন Human Meanness- এ পরিণত হচ্ছেঃ
বাজারে যেমন আলু-পটল দরকষাকষি করে অর্থের মানে দণ্ডিত হয়, তেমনি প্রেয়সীর উচ্চ পর্যায়ের মানবীয় ভালোবাসাও জানালা দিয়ে অর্থের অভাবেই পলায়ন করতেও দ্বিধা বোধ করেনা। স্যার টমাস ব্রাউন যথার্তই বলেছিলেন, অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ। আসলে যে ভালোবাসায় অর্থই মূল হয়ে দাঁড়ায়, সেখানে সামান্য ভুলও প্রেয়সীর স্বার্থে বজ্রপাতের ন্যায় আঘাত করবে। ভালোবাসার কথা এজন্য বলছি কারণ, এটি সার্বজনীন যা সকলের উপরই প্রয়োগ করা যায়। অপ্রিয় হলেও সত্য যে- বর্তমান সময়ে ভালোবাসা মানে যাঁরা নারীদেহকে ভোগ করাকে বুঝায়, এরাই সময়ের প্রয়োজনে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। আর মূর্খ-নালায়েক তো কিছু থাকেই যাঁরা শুধুই আবেগের কথা বলে- এরা অনেকটা বটবৃক্ষে আগাছার মতোই সমাজে সূক্ষ্ম জীবন-যাপন করে। আসলে সবই দেনা-পাওনার হিসাব যা ভালোবাসার নামকরণে মোড়ানো হয়েছে। আর যা-ই হউক স্বার্থ যেখানে মূখ্য, বিবেক সেখানে রুদ্ধ- সেকথা আমি নির্দ্বিধায় বলতে পারি।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.