নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

নিজে বাঁচলে দিগম্বর মামার নাম -- ২

২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৪

-- লিটু পেন্ট খোল , তাড়াতাড়ি পেন্ট খোল ।

মিশন ইম্পসিবল থেকে দুই বাড়ী উত্তরে দাদা হামিদার বাপের বাড়ী । সেই বাড়ীর পাশে অবশেষে দুই মাসতুতো ভাইয়ের ( রক্ত সম্পর্কে যাই হইনা কেন , আমরা পেশার প্রতি শ্রদ্ধা শীল ) পুনঃমিলন ঘটলো ।

মামা ( পেশাগত দায়িত্বে ফেল তাই আবারো মামা । ) সিম গাছের ঝোপের আড়ালে গিয়ে হাফাতে লাগলেন । মামার গায়ের রঙ শ্যামলা ( আমার নানুর মতে , আসলে আফ্রিকা )আমি তাজ্জব হয়ে দেখছিলাম , লুঙ্গি পরার সেন্টার পয়েন্ট থেকে হাঁটু পর্যন্ত মামার গায়ের রঙ একেবারে ফর্শা ফকফকা । মামাকে মাঝে মাঝে ছোট খালার ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা মুখে মাখতে দেখতাম ।

আমাদের দেশে বিবেক বেচা কিছু বুদ্ধিজীবী আছেন , যারা খান এদেশে ডেকুর ছাড়েন অন্য দেশে । ফেয়ার অ্যান্ড লাভলি বেটাও মনে হয় বুদ্ধিজীবী , দেহের এই অংশে ঢেকুর তুলেছে ।

গুপ্তধনের উপর তখনো মামার হাত ছিল । জ্যোতিষীরা হাত দেখে অনেক কিছুই বলতে পারে , জ্যোতিষী না হয়েও হাতের অবস্থান দেখে সেখানে কি আছে বুঝতে আমার মোটেও অসুবিধা হয় নি । মামার ধমকে সম্বিৎ ফিরে পেলাম ।

--- জি মামা !

-- তোকে পেন্ট খুলতে বলছিনা ?

-- কেন মামা ? দিগম্বর র‍্যালি হবে নাকি ?

-- ফাজলামি করলে লাথি মেরে দাঁত ভেঙ্গে ফেলবো । শু--- বাচ্চা ।

-- মামা তুমি এখন বিরাট বিপদের মধ্যে আছ , এই কারনে মাথা কিছুটা আউলা । তোমার নিজের ইজ্জত গিয়েছে বলে তুমি লেজ কাটা শিয়ালের মত আচরণ করছো , তাছাড়া তুমি ভাল করেই জান আমার পেন্টের ভিতর তোমার এক ঠেঙও ঢুকবেনা ।

-- তাইলে এখন কি করা যায় ? বলতে বলতে মামা ইজ্জতের যথাসম্ভব হেফাজত কল্পে ঝোপের আড়ালে বসে পড়লেন ।

-- মামা চলো , হামিদার বাপের বাড়ীর ভিতর দিয়ে কর্ডন করে তোমাকে নিয়ে যাই ।

হামিদার বাপের এক নাতী নতুন বিয়ে করেছে , নতুন বউয়ের সাথে মামার খুব ভাব । খোশ গল্পাদি ছাড়াও রীতিমত বরই, কাঁচা তেঁতুল আদান প্রদান হয় । মামা রিস্ক নিতে চাইলেন না ।

--- ঠিক আছে মামা , আমি আগে গিয়ে দেখে আসি শেফালী মামী উঠানে নাকি ঘরে ।

আমার কথায় মামা খুশী হয়ে সায় দিলেন । হামিদার বাপের বাড়ীর দিকে সবে কদম বিশেক বাড়িয়েছি ,দেখি বুড়োটা এদিকেই আসছেন । তিনি চোখে ঝাপসা দেখেন , বউ মারা গেছেন অনেক আগে । ইদার্নিং ভীমরতিতে ধরেছে , বিয়ে করতে চান । কেউ বিয়ের কথা বললে শারীরিক সক্ষমতার প্রমাণ দিতে , সপ্তাহ খানেক লাঠি ছাড়া হাঁটেন । এ সপ্তাহে মনে হয় কেউ বিয়ের কথা বলেনি , তাই হাতে লাঠি । সালাম দিয়ে বললাম , দাদা কই যান ?

বললেন , গরু না কি একটা যেন এদিকে দৌড়ে গেল ? দেখি সিম গাছটা না আবার সাবাড় করে দিচ্ছে ।

বাঁধা দিয়ে কোন লাভ হবেনা ভেবে নারিকেল গাছের গোঁড়ায় দাঁড়িয়ে পড়লাম ।



প্রথম পর্বের জন্য - Click This Link

মন্তব্য ৭২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই ১ম ভালো লাগা......ফাস্টু হইছি!!!

২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটা পোস্ট দেয়ার সময় কিছু শুভাকাঙ্ক্ষীর ছবি চোখে ভাসে ।
আমার এরকম শুভাকাঙ্ক্ষীর তালিকা খুব একটা দীর্ঘ নয় , অল্প কয়েকজনেরই একজন সেলিম আনোয়ার ।

সেলিম আনোয়ার ভাই, আপনাকে প্রথমেই পেয়ে খুব ভাল লাগছে ।

২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

নিয়েল ( হিমু ) বলেছেন: হুম :P
এর পরের অংশে কি থাকবে ?
দিগম্বর মামা কি এইবার পুরাই নাংগু হৈয়া দৌড় ফালাইব ? :P

২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিয়েল ভাই , সেলিম আনোয়ার সাহেব যেভাবে গামছার বদলে চেইন নিয়ে আমাকে খুঁজছেন , তাই ভয়ে এই কয়েক লাইন লিখলাম ।
দেখি মাথায় কি আসে ।
আপনাকে ধন্যবাদ ।

৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৪

অতল গহবর বলেছেন: ভালো লাগল ।

২২ শে মার্চ, ২০১৩ রাত ১:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ অতল ভাই , আগের পর্বও দেখে আসতে পারেন ।

৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:২৩

এরিস বলেছেন: ভাগনে কতক্ষন সহি সালামতে থাকতে পারবে, সেটাই ভাবছি। =p~

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দোয়া রাইখেন ভাই । =p~

৫| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

মামার দিগম্বর হওয়া দেখতে মন চায়। :!>

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাইলে দাদা হামিদার বাপের বাড়ী আইসেন ।

৬| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৯

স্বপনবাজ বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:

মামার দিগম্বর হওয়া দেখতে মন চায়। :`>

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উনি অলরেডি --ম্বর হয়েই আছেন । :P

৭| ২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৪

আশিক মাসুম বলেছেন: জয় দিগম্বর মামার জয় :) জার এমন একটা ভাগিনা আছে তার জীবনে কষ্ট ছাড়া র কিছুই নাই :)

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আশিক মাসুম ভাগিনার প্রতি ইনজাস্টিজ করা হচ্ছে কিন্তু !

৮| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৯

লজিক মানুষ বলেছেন: গল্পটা তো শেষ করলেন না.......?

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আশা করি আগামী পর্বে শেষ হবে , ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন । :)

৯| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৯

যুবায়ের বলেছেন: ৪র্থ ভালোলাগা...
জব্বর হইছে...

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ যুবায়ের ভাই ।

১০| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২০

স্পাইসিস্পাই001 বলেছেন: মামা ভাগ্নে যেখানে বিপদ ফ্রি সেখানে.......

কাহিনী জমে গেছে লিটন ভাই ....পরের পর্বের অপেক্ষায় রইলাম....

ভাল থাকবেন ....ধন্যবাদ... :)

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অপেক্ষার জন্য কৃতজ্ঞ মিঃ স্পাইসিস্পাই001 ।
অচিরেই শেষ করবো ।

১১| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

সোনালী ডানার চিল বলেছেন:
অনেক সুন্দর হচ্ছে, পরের অংশের অপেক্ষায়..............

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ মিঃ চিল , কৃতজ্ঞও ।

১২| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

ঘুড্ডির পাইলট বলেছেন: কেউ বিয়ের কথা বললে শারীরিক সক্ষমতার প্রমাণ দিতে , সপ্তাহ খানেক লাঠি ছাড়া হাঁটেন । এ সপ্তাহে মনে হয় কেউ বিয়ের কথা বলেনি , তাই হাতে লাঠি ।


=p~ =p~ =p~ =p~ =p~

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তিক্ষ রসবোধ সম্পন্ন মানুষ নাহলে এই সুক্ষরস ধরতে পারার কথা নয় , ধন্যবাদ মিঃ ( গুরুর নাম মুখে নেয়া বারন ) । =p~ =p~ =p~

১৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১২:২১

মেহেদী হাসান মানিক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
পোস্ট কিন্তু পড়ি নাই পরে আইসা পড়ুম

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার পাঠের অপেক্ষায় রইলাম ।

১৪| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:০০

মনিরা সুলতানা বলেছেন: আমাদের দেশে বিবেক বেচা কিছু বুদ্ধিজীবী আছেন , যারা খান এদেশে ডেকুর ছাড়েন অন্য দেশে । ফেয়ার অ্যান্ড লাভলি বেটাও মনে হয় বুদ্ধিজীবী , দেহের এই অংশে ঢেকুর তুলেছে ।

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মনযোগী পাঠক কে , খোঁচাটা ধরতে পারার জন্য ধন্যবাদ ।

১৫| ২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১০

মাক্স বলেছেন: দুইটা পর্বই যথেষ্ট ফানি হৈসে! ভালো লাগলো:P:P:P

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লাই দিয়ে দিয়ে তো ভাই মাথায় তুলেছেন , অগা বগা লিখেও পোস্ট করে দেই । :P

১৬| ২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৪

কাজী মামুনহোসেন বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:

মামার দিগম্বর হওয়া দেখতে মন চায়। :`>

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মামা এখন সুফি মানুষ । :P:P

১৭| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৯

নেক্সাস বলেছেন: বাল হইছে রে

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সিডিটা কোন দোকান থেকে কিনছেন ?:P

১৮| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই একটা গল্প লিখেছি যদি পড়তেন?

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পড়ে ভাল লাগা জানিয়ে এসেছি ।

১৯| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:১২

ইখতামিন বলেছেন:
বেশি না.
কেবল মাঝের এক লাইন
আর শেষের এক লাইন পড়েই হাসতে হাসতে আমি শেষ =p~ =p~ :P

ভালো থাকুন.
:)

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমাদের সাথেই থাকুন ।

২০| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৯

অদ্বিতীয়া আমি বলেছেন: B:-) B:-) :-B :P

মামা ভাগ্নে মিলে যে কাণ্ড করছে

=p~ =p~ =p~ =p~ :P

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাগ্নেতো শুধু সাক্ষী গোপাল ! :-B

২১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩২

ভিয়েনাস বলেছেন: দু পর্ব একসাথে পড়া হইলো.....

ভালো লাগলো :)

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে ধন্যবাদ মিঃ ভিয়েনাস ।

২২| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই শিংমাছ কাটা দিয়েছে আমি আহত...এটা এত ভয়ানক মাছ যে কাটা খায় নাই সে তা অনুধাবন করতে পারবে না...আমার সারাদিন মাটি...অঙুল ফুলে কলাগাছের মতন অবস্থা।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমিও একবার খাইসিলাম শিং মাছের কাঁটা :(
'' কি যাতনা বিষে
বুঝিবে সে কিসে ?
কবু আশীবিষে
দংশেনি যারে । ''
:(( :(( :((

২৩| ২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩

রহস্যময়ী কন্যা বলেছেন: মজা পেলাম পড়ে :)

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রহস্য করে বলছেন না তো ?

২৪| ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৪

সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই শুভ সকাল......একটু চা খেয়ে যান আমার ব্লগে..সিলেটের ভালো চা :P

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আসছি , সাথে একটু টা ও রেডি করেন । :P

২৫| ২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

রোকেয়া ইসলাম বলেছেন: স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ............

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেম টু ইউ সিস ।

২৬| ২৬ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: :P :P :P

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্য করার জন্য ধন্যবাদ । :P

২৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩১

আমি বাঁধনহারা বলেছেন:


ভালো লাগল:+++++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: স্বাধীনতার কবিকে সালাম ।

২৮| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৫

দি সুফি বলেছেন: ভাই একটু শরম করেন, ব্লগে মেয়ে-ছেলে আছে তো! #:-S =p~ =p~

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শরমের কি আছে , ছদ্মনামে আছেন , কেউ আপনাকে চিনবেনা মামা ।=p~ =p~

২৯| ২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫১

ফারজানা শিরিন বলেছেন: এখানে দেখি ভাগিনা থাকলেই মামার বিপদ । ঃপ

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাগিনার পরে একটা ''না'' যোগ হবে সিস । =p~ =p~

৩০| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: এমন হরতাল মুখর দিনে
খুজি তোমায় আনমনে
---------------------
হরতালমুখর দিনের ভাংচুরমার্কা শুভেচ্ছা লিটন ভাই....

৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাংচুরমার্কা শুভেচ্ছা ?=p~ =p~

৩১| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩২

নীলপথিক বলেছেন: আতংকিত। দাদাজানকে আবার চাইল্ড মোলাস্ট হিসেবে দোষী সাব্যস্ত করা হবে না তো?

০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সে কিছু হবার সম্ভাবনা কম ।

৩২| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:০৬

এম হুসাইন বলেছেন: একাদশ তম ভালোলাগা।

চমৎকার।

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এম হুসাইন ভাইকে অসংখ্য ধন্যবাদ ।

৩৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৬

জাহাঙ্গীর জান বলেছেন: ভালো লাগলো এবং মজা পেলাম , সুন্দর পোস্ট ।

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগছে । ধন্যবাদ মিঃ জাহাঙ্গীর ।

৩৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: চৈত্রের দাবদাহে সুন্দর একটা হরতালমুখর দিন..ভাললাগলো।

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিরা ধ্বংসস্তূপের মাঝেও সৌন্দর্য খুঁজে পায় , তাইতো কবির কাছে হরতালমুখর দিনও সুন্দর !

৩৫| ১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪২

শ্রাবণ জল বলেছেন: :)

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :):):)

৩৬| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২২

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: B-) B-)

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুন অতিথির জন্য শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.