নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

"বাংলাদেশের কিছু জায়গার রহস্যময় ঘটনা (বিখ্যাত মিথও বলা যেতে পারে)"

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৯





পৃথিবীতে রহস্যময় কত কিছুই না ঘটে । তার কোনটির সহজ ব্যাখা আছে আবার কোনটি ব্যাখার অতীত ।

বাংলাদেশের সেরকম কিছু রহস্য নিয়ে এই পোস্ট ।





১. গানস অফ বরিশালঃ গুগলে লেখে সার্চ দিলেই পাবেন। ব্রিটিশরা বরিশালে আসার সময় নাম ছিল বাকেরগঞ্জ। বাকেরগঞ্জের ততকালীন ব্রিটিশ সিভিল সার্জন প্রথম ঘটনাটা লেখেন। বর্ষা আসার আগে আগে গভীর সাগরের দিক থেকে রহস্য ময় কামান দাগার আওয়াজ আসতো। ব্রিটিশরা সাগরে জলদস্যু ভেবে খোজা খুজি করেও রহস্যভেদ করতে পারে নাই।



২. বগা লেকঃ কেওকারাডং এর আগে রুপসী বগা লেক। বম ভাষায় বগা মানে ড্রাগন। বমদের রুপকথা অনুযায়ী অনেক আগে এই পাহাড়ে এক ড্রাগন বাস করতো। ছোট ছোট বাচ্চাদের ধরে খেয়ে ফেলতো। গ্রামের লোকেরা ড্রাগনকে হত্যা করলে তার মুখ থেকে আগুন আর প্রচন্ড শব্দ হয়ে পাহাড় বিস্ফোরিত হয়। রুপকথার ধরন শুনে মনে হয়, এটা একটা আগ্নেয়গীরির অগ্ন্যুতপাত। উপজেলা পরিষদের লাগানো সাইনবোর্ডে সরকারী ভাবে এই রহস্যের কথা লেখা। এখনো এর গভীরতা কেউ বলতে পারে না। ইকো মিটারে ১৫০+ পাওয়া গেছে। প্রতিবছর রহস্যময় ভাবে বগা লেকের পানির রঙ কয়েকবার পালটে যায়। যদিও কোন ঝর্না নেই তবুও লেকের পানি চেঞ্জ হলে আশপাশেরলেকের পানিও চেঞ্জ হয়। হয়তো আন্ডার গ্রাউন্ড রিভার থাকতে পারে।রহস্য ভেদ হয়নি এখনো।



৩. চিকনকালা (নিফিউ পাড়া): মুরং গ্রামটা বাংলাদেশ-বার্মা নো ম্যানস ল্যান্ডে। কাছের মুরং গ্রাম চিকনকালার লোকেরা বলে প্রতিবছর নাকি (দিনটা নির্দিষ্ট না) হঠাত্‍ কোন জানান না দিয়ে বনের ভিতর রহস্যময় ধুপ ধাপ আওয়াজ আসে। শিকারীরা আওয়াজটা শুনলেই সবাই দৌড়ে বন থেকে পালিয়ে আসে। কিন্তু প্রতিবছরেই কয়েকজন পিছে পড়ে যায়। যারা পিছে পড়ে তারা আর ফিরে আসে না। কয়েকদিন পরে বনে তাদের মৃত দেহ পাওয়া যায়। শরীরে আঘাতের চিহ্ন নেই। শুধু চেহারায় ভয়ঙ্কর আতঙ্কের ছাপ।



৪. সোয়াচ অফ নো গ্রাউন্ড: মেঘনা নদী যেখানে সাগরে মিশেছে যায়গা টাকে বলে সোয়ার্জ অফ নো গ্রাউন্ড বা অতল স্পর্ষী। গাঙ্গেয় ব-দ্বীপ গঠনের পর থেকেই দ্বি মুখী স্রোতের ঠেলায় তলার মাটি সরে যাচ্ছে। এখানের গভীরতা পরিমাপ করা এখনো সম্ভব হয়নি ।



লিখার বিষয় বস্তু

বাংলাদেশ | Facebook

http://www.facebook.com/bangladeshmamati থেকে নেয়া ।







মন্তব্য ৫৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৯

মনিরা সুলতানা বলেছেন: কত অজানারে ...
পোস্ট এ পিলাচ ...

বগা লেক এর টা নিজে দেখতে চাই ...

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পিলাচের জন্য ধন্যবাদ ।
আপনি খুব চমৎকার ভ্রমন বৃত্তান্ত লিখেন , বগা লেক দেখেও অবশ্যই লিখবেন ।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৯

হায়দার সুমন বলেছেন: ভালো লাগলো ...............................

নতুন কিছু জানলাম

+++++++++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ হায়দার সুমন ভাই ।

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯

ইয়েন বলেছেন: সুন্দর পোস্ট অনেক কিছু জানলাম .......

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নতুন অতিথি মিঃ ইয়েনের জন্য শুভ কামনা ।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

দি সুফি বলেছেন: গানস অফ বরিশাল সম্পর্কে জানতাম। বাকিগুলোর জানানোর জন্য ধন্যবাদ।
+++++++++ :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ মিঃ সুফি ।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

পেন্সিল চোর বলেছেন: প্রথমডা কমন পরছে।বাকিগুলার জন্য থেনক্স ভাইয়া

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এত পুরনো পেশা , তার পরও মোটে একটা জোগাড় হল ???
আপনাকেও থেনক্স ।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কোনটা সম্বন্ধেই জানতাম না........

পোস্টে +++++++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটু ঘষে মেজে শেয়ার করা ছাড়া এই পোস্টে আমার কোন কৃতিত্ব নাই ।
প্লাসের জন্য ধন্যবাদ মি, বর্ষণ ।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০২

নাইট রিডার বলেছেন: একটার কথাও জানতাম না।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাদের জানানোই শেয়ারের উদ্দেশ্য । ধন্যবাদ মিঃ নাইট রিডার ।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১২

আহলান বলেছেন: ভয় পাওয়ার মতো বিষয়!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ আহলান ।

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৩

তারছেড়া লিমন বলেছেন: একটার কথাও জানতাম না। +++++++++++++++++==

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখন তো জানলেন লিমন ভাই ।

১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ৩ নাম্বারে বর্ণিত ঘটনাটি সত্যিই বিশ্বাস-অবিশ্বাসকে নাড়িয়ে দেয়।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঘটনা আসলেই রহস্যময় ।

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৮

মেংগো পিপোল বলেছেন: +++++++++

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ ।

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

একজন আরমান বলেছেন:
অনেক কিছু জানতে পারলাম।

বর্তমানে বাকেরগঞ্জ বরিশাল জেলার একটি উপজেলা।
আর বরিশাল নামকরণের পেছনেও কিছু ইতিহাস জানা যায়, তবে বহু সমর্থিত মত হল, ইংরেজ ও পর্তুগীজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে 'বরিসল্ট' বলতো। অর্থাৎ বরি (বড়) + সল্ট (লবণ) = বরিসল্ট। আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো বড় বড় ছিল বলে 'বরিসল্ট' বলা হতো। পরবর্তিতে এ শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামের উৎপত্তি হয়েছে। বরিশালকে চন্দ্রদ্বীপ ও বলা হয়ে থাকে।

অফ টপিকঃ লিটন ভাইয়ের বাড়ি কি বরিশাল ?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর তথ্যের জন্য ধন্যবাদ আরমান ভাই ।
না, হোম ডিস্তিক ফেনী ।

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: সোয়াচ অফ নো গ্রাউন্ড বিশ্বের অন্যতম গভীরখাত। এটির উপস্থিতির কারণে নদী বাহিত পলি গুলো ঢাল বেয়ে নেমে যায় অনেক দূরে।ওটি না থাকলে প্রতি দশ বছরে নেপালের সমান স্থলভাগ যোগ হতো বাংলাদেশে! কতটা বিস্ময়কর।ওর জন্য তা হচ্ছে না।তবে সমুদ্র সীমা দাবী বৃদ্ধিতে ওটির ব্যাপক ভূমিকা থাকবে। যে দেশের পলি যত দূর যাবে ততটুকু সমুদ্র তাদের।সেই ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে ভাল একটা অবস্থান নিবে এই গভীর খাত।

চমৎকার পোস্ট লিটন ভাই। ধন্যবাদ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আশা জাগানিয়া চমৎকার তথ্য , ধন্যবাদ সেলিম ভাই।

১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

নিজাম বলেছেন: সুন্দর লেখা। ভাল লাগল। ধন্যবাদ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্য বাদ নতুন বন্ধু ।

১৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

আম্মানসুরা বলেছেন: জগত রহস্যময়!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তার কিছু আছে বাংলাদেশে । ধন্যবাদ আম্মানসুরা ।

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

লাবনী আক্তার বলেছেন: ভালো লাগল ভাইজান। রহস্যময় কিছু তথ্য জানলাম।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জানাতে পেরে আমারও ভাল লাগছে । সিস এর জন্য শুভ কামনা ।

১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮

প্রত্যাবর্তন@ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ ।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাঠে কৃতজ্ঞ ।

১৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০১

ভিয়েনাস বলেছেন: অজানা কত কিছু.........

জানা ছিলোনা এতো কিছু।

সুন্দর

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এজন্যই রবি বাবু বলেছেন , দেখা হয় নাই চক্ষু মেলিয়া ----

ধন্যবাদ ।

১৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১২

এহসান সাবির বলেছেন: সুন্দর পোস্ট, সুন্দর তথ্য জানলাম।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই ।

২০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৬

আমিনুর রহমান বলেছেন:



পোষ্টে পিলাচ :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই ।

২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮

প্রিন্স হেক্টর বলেছেন: :|| :|| :||

পুষ্টখান আপনের মতই সিরাম হৈছে :)

+ (বাটনে চাপছি, এহনও ঘোরতেই আছে.. ঘোরতেই আছে)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কমেন্ট পইড়া আমার মাথাও ঘোরতেই আছে.. ঘোরতেই আছে:)

২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

চিকন আলি বলেছেন: সোয়াচ অফ নো গ্রাউন্ড এর ব্যাপারে আপনার দেয়া তথ্য ভুল আচে.।


উইকিপিডি্যাটে স্পষ্ট করে বলা আচে Swatch of No Ground is a 14 km-wide deep sea canyon of the Bay of Bengal. The deepest recorded area of this valley is about 1340 m

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সঠিক তথ্যের জন্য ধন্যবাদ মিঃ আলি ।

২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

ড. জেকিল বলেছেন: আমিও প্রথমটা আগেই শুনেছিলাম, যতোসম্ভব এই ব্লগেরই কোন এক পোস্টে। সুন্দর পোস্ট।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মিঃ ডঃ ।

২৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০২

প্রোফেসর শঙ্কু বলেছেন: শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকেও ধন্যবাদ মিঃ প্রফেসর ।

২৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:


অনেক অজানা জানা হলো

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ কাণ্ডারি ।

২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

আরজু পনি বলেছেন:

ভ্রমন পিপাসুদের কাছে এই তথ্যগুলো দারুণ কাজে লাগবে ।

প্রিয়তে রাখলাম, ওই জায়গাগুলোতে যাওয়ার আগ্রহ প্রবল হলো ।

শেয়ারের জন্যে অনেক ধন্যবাদ জানাই লিটন ।।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরজুপনির প্রিয়তে আমার নাম দেখে সন্মানিত বোধ করছি , লজ্জিতও ।

২৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার পোস্ট ||

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মুন ।

২৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

ক্যাচালবাজ বলেছেন: একটার কথাও জানতাম না।

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখন তো জানলেন !

২৯| ১১ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: প্রিয়তে নিলাম।

৩০| ১২ ই মে, ২০১৭ দুপুর ১:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নেক ধন্যবাদ সত্যপথিক শাইয়্যান।

৩১| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন: চমৎকার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.