নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন - ৫ । আমেরিকান মহাকাশ গবেষণা নাসার বাংলাদেশী বিজ্ঞানী ড.আতিক উজ জামান

০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৫


আমেরিকান মহাকাশ গবেষণা নাসায় বাংলাদেশী বিজ্ঞানী ড.আতিক উজ জামান


বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে মানুষের জন্য কিছু করার স্বপ্ন দেখেছিলেন আতিক উজ জামান। নানা পথ ঘুরে পাড়ি জমিয়েছিলেন গবেষণার তীর্থভূমি আমেরিকায়। একসময় তিনি সারা দুনিয়ার বিজ্ঞানীদের স্বপ্নের প্রতিষ্ঠান নাসার সঙ্গে যুক্ত হন।

বুয়েটে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেন ১৯৮২-তে,
তারপর বুয়েটের লেকচারার ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, এ সময় কমনওয়েলথ স্কলারশিপে পড়াশোনা করতে যান (মাস্টার্স আর পিএইচডি) ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারে, ইংল্যান্ডে।
ওখান থেকে মাস্টার্স, পিএইচডি করে দেশে ফিরে এসে আবার বুয়েটে যোগ দেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে।

ছয় মাস বুয়েটে পড়ানোর পর শিক্ষকতার চাকরি নিয়ে চলে যান সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটিতে, ওখান থেকে ইমিগ্রেশন নিয়ে চলে যান অস্ট্রেলিয়ায়, ওখানে গিয়ে চাকরি নিলেন মনাশ ইউনিভার্সিটি, মেলবোর্নে ।
ওটাকে বলা যায়, 'টপ এইট' বিশ্ববিদ্যালয়ের একটি।
অস্ট্রেলিয়ায় গবেষণার ক্ষেত্রে সুযোগ সুবিধা যথার্থ মনে না হওয়ায় চলে যান আমেরিকায় ।

প্রথমে চাকরি নেন ইউনিভার্সিটি অব ডেটন, ওহাইয়োতে। ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে।
ওখানে থেকেই নাসার যোগাযোগ তৈরি হয়।

এবং বর্তমানে নাশা'তেই নাসার স্পেস কার কমিউনিকেশন নেটওয়ার্কিং গবেষক হিসেবে কর্মরত ।
ইতোমধ্যে নাশার তিনটি গবেষণা প্রজেক্ট তিনি সফলতার সহিত সম্পন্ন করেছেন । বর্তমানে মহাকাশ যানের ওজন কমানো সংক্রান্ত এক প্রজেক্টে নিয়ে কাজ করছেন ।

বাংলাদেশের নরসিংদীর সন্তান এই গুণী মানুষটির জন্য শুভ কামনা ।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:


ভালো

০৫ ই জুলাই, ২০১৫ রাত ৮:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ।

২| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০২

কাবিল বলেছেন: উনার জন্য শুভ কামনা রইল।

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার জন্যও শুভ কামনা রইল ।

৩| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

প্রোফেসর শঙ্কু বলেছেন: পোস্টের জন্য অনেক ধন্যবাদ!

০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রোফেসর সাহেবকে ধন্যবাদ ।

৪| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ১১:২২

বোকা মানুষ বলতে চায় বলেছেন: যথারীতি চমৎকার, আরেকজন গুণী লোকের সম্পর্কে জানলাম। +++

ভালো থাকুন সবসময়, শুভকামনা।

০৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সাথে থাকার জন্য সুহৃদ বোকা মানুষ বলতে চায়কে ধন্যবাদ ।

৫| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৫

নিশাত সুলতানা বলেছেন: ভালো সিরিজ , সে হিসাবে পাঠক কম ।
শিরোনামটা আকর্ষণীয় করা যায় কিনা দেখুন ।

০৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ , আপনার কোন পরামর্শ থাকলে দিতে পারেন ।

৬| ০৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: অনেক ভাল লাগল ।লেখক কে অনেক ধন্যবাদ এই সব নিভৃত ব্যক্তিদের ভাল কাজ গুলো প্রকাশ করার জন্য ।অনেক শুভ কামনা ।

০৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার কমেন্ট পড়ে ভালো লাগলো , আপনাকে ধন্যবাদ নুরুন নাহার লিলিয়ান ।

৭| ০৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

নুরুল পলাশ বলেছেন: এই মানুষগু‌লোই বাংলা‌দে‌শের প্রান। দে‌শের ভাবমূ‌র্তি এরাই অ‌নেক উপ‌রে তু‌লে ধ‌রে।

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ নুরুল পলাশ ।

৮| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: যথারীতি ভাল লাগা সাথে অবাক হওয়ারও।।

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ সচেতনহ্যাপী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.