নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

জাতিসংঘের আন্ডারসেক্রেটারি জেনারেল আমিরা হক ।

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৯





প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন -১০



এদেশের অনেক প্রবাসী গুণীজন ,স্বীয় কর্মযোগে বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন । তাঁদের একজন আমিরা হক ।
আমিরা হক প্রথম এবং একমাত্র বাংলাদেশি, যিনি অর্জন করেছেন জাতিসংঘের দ্বিতীয় সর্বোচ্চ ''জাতিসংঘের আন্ডারসেক্রেটারি জেনারেল'' পদে আসীন হওয়ার সম্মান।

তিনি জাতিসংঘেরমাঠ-সহায়তা বিভাগের ও প্রধান ।

আমিরা হক ১৯৭৬ সাল থেকে পুরো ৩৭ বছরজাতিসংঘের বিভিন্ন পদে কর্মরত থেকেছেন । জাতিসংঘের জুনিয়র প্রফেশনাল অফিসার হিসেবে ইন্দোনেশিয়ার জাকার্তায় কর্মজীবনের শুরু । ১৯৭৮ সালে পদন্নোতি পেয়ে সহকারী আবাসিক প্রতিনিধি হিসেবে আফগানিস্তানে বদলি হন ।১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ইউএনডিপি সদর দপ্তরের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ।



নানা সময়ে জাতিসংঘ মহাসচিবের উপ-বিশেষ প্রতিনিধি, সুদানে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও মানবিক সহায়তা কার্যক্রমের সমন্বয়ক, আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের উপ-বিশেষ প্রতিনিধি এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও মানবিক সহায়তা কার্যক্রমের সমন্বয়কের দায়িত্ব পালন করেন আমিরা হক।এ ছাড়াও নিউ ইয়র্কের জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সদর দপ্তরে 'দুর্যোগ প্রতিরোধ এবং পুনর্বাসন' বিভাগের উপপরিচালক এবং উপসহকারী প্রশাসক হিসেবেও কাজ করেছেন আমিরা হক।
২০১২ সালের ২৫ এপ্রিল আমিরা হককে জাতিসংঘের আন্ডারসেক্রেটারি জেনারেলের পদে নিয়োগ দেয়া হয় ।



আমিরা হকের জন্ম ১৯৫০ সালে ঢাকায়। পিতা বাংলাদেশের প্রথম মরণোত্তর চক্ষুদানকারী প্রকৌশলী ইনামুল হক এবং মা নাজিরা বেগম।পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়।

আমিরা হকের লেখাপড়া শুরু ১৯৫৬ সালে ভারতের শিলংয়ের লরেটো কনভেন্ট স্কুলে ।১৯৬২ সালে ভর্তি হন ঢাকার ভিকারুননিসা নূন স্কুলে।এরপর ১৯৬৮ সালে ঢাকার হলিক্রস মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন।

এরপর যুক্তরাষ্ট্রের ওহিয়োর অঙ্ফোর্ডের ওয়েস্টার্ন কলেজ ফর উইম্যান থেকে স্নাতক পাস করেন।দুটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।একটি কমিউনিটি অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিংএ ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক থেকে।অন্যটি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ওপর ইউনিভার্সিটি অব কলাম্বিয়া থেকে ।

আমিরা হক জাতিসংঘে প্রায় চার দশকের চ্যালেঞ্জিং ও কর্মমুখর পেশাজীবনের অবসান ঘটিয়ে ২০১৪ সালে ''জাতিসংঘ আন্ডারসেক্রেটারি জেনারেল'' এর পদ থেকে অবসর নেন ।


এ দেশের জন্য গৌরব বয়ে আনা ও বিশ্বের বুকে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা আমিরা হকের জন্য শুভ কামনা ।।

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫৭

ঢাকাবাসী বলেছেন: জেনে ভাল লাগল্ ।

২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সব সময়ের সুহৃদ ঢাকাবাসীর জন্য শুভ কামনা ।

২| ২৮ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪৬

মশিকুর বলেছেন:

বাংলাদেশের নারীরা আরও এগিয়ে যাক...

২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শুভ কামনার জন্য ধন্যবাদ মশিকুর ।

৩| ২৮ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
অভিন্দন আমিরা হককে।

২৮ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনাকে ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়

৪| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৮:০৪

প্রামানিক বলেছেন: আপনার এই ধরনের পোষ্টগুলো আমার কাছে খুব ভাল লাগে। এসব অনেক খবর আমরা জানি না অথচ এইসব গুণী লোকজন বহির্বিশ্বে আমাদের মুখ উজ্জ্বল করেছে। ধন্যবাদ ভাই গিয়াস লিটন।

২৮ শে জুলাই, ২০১৫ রাত ৮:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ভালো লাগে জেনে আমি আনন্দিত ও অনুপ্রাণিত । শুভকামনা জানবেন ।

৫| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৮:৪৪

শতদ্রু একটি নদী... বলেছেন: সিরিজটা পড়তে ভালোলাগে।

উনার চেহারা মায়ামায়া, কিউট টাইপ। দেইখাই মনে হয় খুব বিনয়ী, মাটির কাছাকাছি মানুষ

২৮ শে জুলাই, ২০১৫ রাত ৮:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ভাল লাগায় আমি কৃতার্থ , মন্তব্যে অনুপ্রাণিত । আপনার জন্যও শুভ কামনা ।

৬| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: উনার কথা জেনে অনেক ভালো লাগলো। বিশেষ করে এই দেশে বড় হয়ে, এইচএসসি সমমানের শিক্ষাজীবন এই দেশে শেষ করে এতদূর এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই উনি বাহবা পাওয়ার যোগ্য। স্যালুট।

আপনাকে ধন্যবাদ এই চমৎকার সিরিজটা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য।

২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেশের শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দলবাজি, দুর্নীতির ছড়াছড়ি ছাড়াও বাংলাদেশে অনিশ্চিত অবস্থায় জীবনের নিরাপত্তাহীনতা, অপরিকল্পিত ও বিশৃঙ্খল শিক্ষা ব্যবস্থার কারনে অনেক মেধাবী দেশ ত্যাগ করেন । পর্যাপ্ত সুযোগ সুবিদা পেলে এঁরা যে, কঠিন বাঁধা অতিক্রম করে সাফল্যের শীর্ষে পৌঁছুতে পারেন তার প্রমান আমিরা হকরা ।
আপনাদের উৎসাহ পেয়ে সিরিজ টা কনটিনিউ করার আশা রাখছি ।
মন্তব্যের জন্য ধন্যবাদ বোকা মানুষ বলতে চায় ।

৭| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১২:২৪

জেন রসি বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

আশা করি উনি দেশের জন্য কিছু করবেন।

২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১০:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শিক্ষা শেষে চাকরির নিশ্চয়তাও নেই। সরকারি ও সম্ভাবনাময় চাকরির ক্ষেত্রে মেধার চেয়ে রাজনৈতিক যোগাযোগ, দলীয় প্রভাব ও দুর্নীতির কার্যকারিতাও এখন স্বাভাবিক হয়ে উঠেছে। তাই উন্নত জীবন আর নিজের জ্ঞ্যান প্রসারিত ,প্রকাশিত করতেই অনেকে বিদেশে পাড়ি জমান ।তবে এঁদের শিকড় এদেশে ।
দেশ এঁদের সার্ভিস নিতে চাইলে এঁরা শিকড়ের টানেই এগিয়ে আসবেন । উনাদের সার্ভিস নিলে দেশও এগিয়ে যেতো ।

সময় করে লিখাটা পড়ায় আপনাকে ধন্যবাদ জেন রসি ।

৮| ২৯ শে জুলাই, ২০১৫ ভোর ৬:১৮

মহান অতন্দ্র বলেছেন: ১৯৬৮ সালে ঢাকার হলিক্রস মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। উনি আমার কলেজের জেনে ভাল লাগলো।

২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৫৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি ''হলিক্রস মহিলা কলেজ''এর স্টুডেন্ট জেনে আমার একটি ''ধারণা'' পাল্টাতে হল ।

কি ধারনা ? সেটা আপনার জন্য কুইজ । =p~ :D :P

আমার ব্লগে আপনার প্রথম ভ্রমনের জন্য অভিনন্দন মহান অতন্দ্র !

৯| ২৯ শে জুলাই, ২০১৫ সকাল ৯:০৪

প্লাবন২০০৩ বলেছেন: আপনার সিরিজটা খুব ভাল লাগে, চালিয়ে যাবার অনুরোধ রইল।
আমিরা হক দের মত আরও বাঙ্গালী জন্ম নিক, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করুক - এই কামনাই করি।

সেইসাথে ধন্যবাদ আপনাকে।

২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর মন্তব্য ও শুভ কামনার জন্য আপনাকে ধন্যবাদ প্লাবন২০০৩

১০| ২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৩

আবু শাকিল বলেছেন: প্রামািনক বলেছেন: আপনার এই ধরনের পোষ্টগুলো আমার কাছে খুব ভাল লাগে। এসব অনেক খবর আমরা জানি না অথচ এইসব গুণী লোকজন বহির্বিশ্বে আমাদের মুখ উজ্জ্বল করেছে। ধন্যবাদ ভাই গিয়াস লিটন।

২৯ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সময় বের করে পড়ায় আপনাকেও ধন্যবাদ আবু শাকিল ।

১১| ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

নিশাত সুলতানা বলেছেন: অনেক বড় একজন মানুষকে আমাদের মাঝে পরিচিত করানোয় আপনাকে ধন্যবাদ ।

৩০ শে জুলাই, ২০১৫ রাত ৮:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মাঝে মাঝে কোথা থেকে এসে হাজিরা দিয়ে যান ? =p~ :D :P
মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ ।

১২| ৩০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

লেখোয়াড়. বলেছেন:
বাংলার গর্বদের নিয়ে আপনার লেখা চলতে থাকুক।

পারলে আমাকে নিওে একটু লিখবেন!!!

৩০ শে জুলাই, ২০১৫ রাত ৯:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লেখোয়াড় ডট ভাই , আপনাকে নিয়ে আমি না লিখলে লিখবে কে ?
আমরা আমরাইতো ! :P:P

১৩| ৩১ শে জুলাই, ২০১৫ রাত ১:০৬

সচেতনহ্যাপী বলেছেন: আমার ফেবু পেজে শেয়ার করলাম।। ভাল থাকুন,সর্বদা।।
যে কেউ বিখ্যাত হয় তার কর্মের ফলশ্রুতিতে।। আপনি আমার কাছে,তাই-ই।।

৩১ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সচেতনহ্যাপী , আপনার কমেন্টে অনুপ্রাণিত , আনন্দিত, লজ্জিতও ।
শেয়ার করার জন্য সব সময়ের সুহৃদকে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.