নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর
পুত্রের মহা আগ্রহ , সে গো-হাট পরিদর্শন করিবেক । তাহার মাতৃ কতৃক , বৃষদিগের পদাঘাত কিংবা শিঙ্গাঘাত খাইবার ভীতি প্রদর্শনে পুত্র মোটেই বিচলিত হইল না , উপরন্তু হাস্যমুখে এমন ভঙ্গিমা করিল যেন বৃষাঘাত কোন মজার বিষয় হইবেক ।
অদ্য বুধ বার যথা সময়ে দোহে মিলে গোহাটে পদার্পন করিলাম ।সহস্রাধিক পশুর মহাসম্মিলন দর্শন ,পুত্রের জীবনে এই প্রথম । তার হাস্য ক্ষনে ক্ষনে আকর্ণ বিস্তৃতি লাভ করিতেছে ।মৈনাক পর্বত সম নেপালী বৃষ দর্শন করাইলাম , হস্তিবৎ মহিষও বাদ রহিল না ।
তাহার ছাগ দর্শনের আগ্রহ লাঘবে সবে কদম সঞ্চালন করিতেছি তৎসময়ে বিপত্তিটা বাঁধিল ।
এতক্ষনে পুত্র "গরুর হাগু" হইতে নিজের পদযুগল কে সযতনে রক্ষা করিয়াছিল । এইক্ষনে অসতর্কতা বশত তাহার দক্ষিন পদ একদলা গোবিষ্ঠায় নিক্ষিপ্ত হইল ।তাহার ভয়ার্ত চিৎকার শ্রবন করিয়া , কোন দুর্বৃত্ত ষাঁড় কতৃক আঘাতপ্রাপ্ত হইল কিনা ভাবিত হইয়া বিচলিত হইলাম ।
পরক্ষনেই চিৎকারের হেতু অনুধাবন করিয়া তাহাকে আলগাইয়া পূস্কুরিনী ঘাটে ঢন্ডায়মান করাইলাম ।তাৎক্ষনিক সিদ্দ্বান্তে পুত্র অর্ধসহস্র মূল্যমানের পাদুকা জোড়া পুস্কুরিনীতে নিক্ষেপ করিল । এই অনাচার সংযুক্ত পাদুকা সে পদে পুনস্থাপন করিবে না ।
উত্তম রূপে পদদ্বয় ধৌত করাইবার পরবর্তিতেও , সাবানবিহীন এই ধৌত কর্ম তাহার মনপুত হইতেছিল না ।
শুধইলাম , তাহা হইলে এক কর্ম সম্পাদন করি ; তোমার পদদ্বয়ও পাদুকাবত পুস্কুরিনীতে নিক্ষেপ করিয়া দেই ?
দেখিলাম পদের প্রতি পুত্রের বড়ই মায়া , সে পদত্যাগ করিতে মোটেই আগ্রহী নহে ।
ভাবিলাম , আমাদের উজীর নাজীর গন যেইখানে , মনুষ্য বিষ্টাবৎ দুর্নিতীতে পদঙ্খলিত হইয়াও পদত্যাগে রাজী থাকেন না , সেইখানে সামান্য গো-বিষ্টায় পদার্পন করিয়া আমার পুত্রই বা পদত্যাগ করিবে কেন?
( R.P )
৩০ শে জুলাই, ২০২০ রাত ১১:০০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ।
২| ৩০ শে জুলাই, ২০২০ রাত ১১:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার ধারণা পিতা যদি এহেন
অনাচারে পতিত হইতো তা হলে
পিতাকে সে কোন ক্রমেই গৃহে
প্রবেশ করিতে দিতোনা। মাতাকে
কহিতো তোমার জন্য নতুন একটা
পিতা আনিয়া দিবো কিন্তু গো বিষ্ঠায়
নিপতিত পিতার গৃহ প্রবেশ নিষিদ্ধ!!
০১ লা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহাহাহা অনেক মজার মন্তব্য করেছেন নুরু ভাই, ঈদের শুভেচ্ছা নিন।
৩| ৩০ শে জুলাই, ২০২০ রাত ১১:০২
মা.হাসান বলেছেন: পদত্যাগকারিরা নিপাত যাউক।
পদত্যাগের দাবি কারিরা নিপাত যাউক।
পদ আঁকড়াইয়া ধরা পাঁঠাদের জয় হউক।
গোময় মাখা অতি পূণ্যের কাজ। যাহারা আমদের নিয়মিত গোময় মাখাইতেছেন, গো-পিসু পান করাইতেছেন সেই নেতৃবৃন্দের শ্রীচরনে শত কোটি প্রনাম।
০১ লা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যে বুঝা যাচ্ছে, আপনি দেশ প্রেমী, অন্তত জনগনের ভোটে নির্বাচিত সরকারের পক্ষে আছেন।
৪| ৩০ শে জুলাই, ২০২০ রাত ১১:২২
চাঁদগাজী বলেছেন:
আমি যখন চাষবাস করতাম, (স্কুল জীবনে) সোনাগাজীর বয়স্ক একজন মানুষ (আমাদের বাড়ীতে থাকতেন) সবকিছুর দেখাশোনা করতেন; তিনি গরুর গোবর পরিস্কার করতেন না, সেটা আমাকে করতে হতো; এটা কি নোয়াখালীর সমস্যা?
০১ লা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এরকম কোন সমস্যার কথা শুনিনি।
আমাদের কাজের ছেলে ছুটিতে বাড়ী গেলে ও কাজ কদাচ আমাকেও করতে হত।
৫| ৩০ শে জুলাই, ২০২০ রাত ১১:৩১
রাজীব নুর বলেছেন: পোষ্ট পড়ে মজা পেলাম।
০১ লা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন নুর ভাই ।
৬| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১২:১০
ঢুকিচেপা বলেছেন: দারুণ, দারুণ............. অসাধারণ।
০১ লা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ ঢুকিচেপা
৭| ৩১ শে জুলাই, ২০২০ সকাল ১১:১২
আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,
রম্যের মধ্যে দিয়া আসল কম্মটি সারিয়া লইলেন !!!
পূত্র জীবনের প্রথম ও দামি একটি পাঠ অধ্যয়ন করিলো যে, কোনও অবস্থাতেই পদত্যাগ করা যাইবেনা।
অর্ধ সহস্রাধিক টাকার বদলে কোটি টাকার জ্ঞান লাভ হইলো....................
আপনার লাভ কতো হইলো ভাবিয়া দেখুন।
০১ লা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লাভের মধ্যে পুত্রের জুতা আবার কিনতে হল, পুত্রের মায়ের দাবড়ানী-" মানা করলাম তার পরও পোলারে গুরু বাজারে নিলা ক্যান, যদি গুতা টুতাআ খাইত ?
৮| ৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:০২
মোহাম্মদ রিদওয়ান আল হাসান বলেছেন: খুব ভালো লাগিলো।
০১ লা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ মোহাম্মদ রিদওয়ান আল হাসান
৯| ৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৪৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: সময়পযোগী রম্য হইয়াছে। পুত্র দূর ভবিষ্যতেও বৃষ ও গো মাতার হাটমুখী হইবে বলিয়া মনে হয় না। হাট কি জিনিস, কাহাকে বলে, কত প্রকার সেই ব্যাপারে তাহার সম্যক জ্ঞান হইয়া গিয়াছে। কাজটা ভালো হইল না খারাপ হইল সময়ই কেবল বলিতে পারে। পুত্রের মাতার প্রতিক্রিয়া কি হইয়াছিল তাহা জানাইলে প্রীত হইতাম।
০১ লা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: না ভাইজান পোলার উৎসাহে একদম ভাটা পড়েনাই।
প্রতিজ্ঞা করে ফেলেছে প্রতি বছর গরু বাজার যাইবে ।
১০| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৮
রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক !
ভালো থাকুক পৃথিবীর সকল মানুষ ।
০১ লা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনিও ঈদের শুভেচ্ছা নিন রাজীব নুর ভাই।
১১| ০৪ ঠা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৬
তারেক ফাহিম বলেছেন: সংকলন ধরে পড়লাম।
১০ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তারেক ফাহিম, কে সংকলন করেছে ?
১২| ২৪ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৭
জাওয়াত আররাজ বলেছেন: ভালো লাগলো, দারুণ রম্য।
২৮ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন জাওয়াত আররাজ
©somewhere in net ltd.
১| ৩০ শে জুলাই, ২০২০ রাত ১০:৪৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পদের প্রতি পুত্রের মমতা দেখে মুগ্ধ না হয়ে পারলাম নাহ
রম্যটি রসে টইটুম্বুর হইছে গিয়াস ভাই