নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই যখন নীরব, আমি একা চীৎকার করি \n-আমি অন্ধের দেশে চশমা বিক্রি করি।

গিয়াস উদ্দিন লিটন

এত বুড়ো কোনোকালে হব নাকো আমি, হাসি-তামাশারে যবে কব ছ্যাব্‌লামি। - রবীন্দ্রনাথ ঠাকুর

গিয়াস উদ্দিন লিটন › বিস্তারিত পোস্টঃ

আমাদের একটা প্রকাশনী দরকার।

২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৫১




প্রতি বছর বইমেলায় সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের শতাধিক বই বেরোয়। বই প্রকাশ নিয়ে ব্লগারদের রয়েছে নানা তিক্ত অভিজ্ঞতা। অনেকে পড়েছেন বাটপার প্রকাশকের খপ্পরে। এই বাটপাররা নিজেদের খরচে ছাপাবে বলে ঢাক ঢোল পিটিয়ে পান্ডুলিপি সংগ্রহ করে এর পর নানা উছিলায় লেখকের গলায় পাড়া দিয়ে টাকা আদায় করে।

যে সমস্ত ব্লগার নিজের খরচে বই ছাপাবেন বলে বাটপার প্রকাশককে এডভান্স টাকা দিয়ে দেন, কাগজের দাম বেড়ে গেছে,প্রেস সিডিউল দিতে পারছেনা, বাধাই শ্রমিক বেশি মজুরি চাচ্ছে ইত্যাদি বলে এরা লেখকের কাছ থেকে তিনগুন চারগুন টাকা আদায় করে।

আবার সম্পুর্ন টাকা এডভান্স নিয়ে বই না ছাপিয়ে লেখকদের মারধরের হুমকি দেয়ারও নজির রয়েছে।

প্রতিবার বইমেলায় গেলে দেখি একজন ব্লগারের বই এক প্রকাশনী থেকে প্রকাশিত হওয়ায় তারা বিভিন্ন স্টলে অবস্থান নেন অনেকে ইতস্তত ঘুরে বেড়ান, সবাই এক ঠিকানায় মিলিত হয়ে একটু গল্প গুজব করারও সুযোগ নাই।

এহেন বিরক্তিকর পরিস্থিতি থেকে ব্লগারদের রেহাই দানের স্বার্থে আমাদের একটা প্রকাশনী দরকার, যা হতে পারে ব্লগ বা ব্লগার কেন্দ্রিক। এখান থেকে সকল ব্লগারের বই বেরুবে এবং মেলার সময় এই স্টলে আমরা সকল ব্লগার একত্রিত হব।

আগেই বলেছি, প্রতি বই মেলায় সামুর ব্লগারদের শ'খানেক বই বেরোয়। অনেক প্রতিষ্ঠিত প্রকাশনীও এক মেলায় এত বই ছাপেনা। ব্যবসায়ীক দিক চিন্তা করলেও ব্লগ/ব্লগারদের প্রকাশনীটি হবে লাভ জনক।

প্রকাশনীটি হতে পারে সামুর আয়বর্ধক প্রকল্পের অংশ,অথবা কয়েকজন ব্লগারের সম্মিলিত প্রচেস্টা কিংবা ৫০/১০০ জন ব্লগারের শেয়ারের ভিত্তিতে।

উল্লেখ্য বিষয়টির সম্ভাব্যতা,সম্ভাবনা,আদৌ করা যায় কিনা, হলে কেমন হয়,কিভাবে করা যাই ইত্যাকার বিষয়ে বিজ্ঞ ব্লগারগনের মতামত আশা করছি।

বিঃদ্রঃ উপরের লোগোটি কাল্পনিক।

মন্তব্য ১০১ টি রেটিং +১২/-০

মন্তব্য (১০১) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৫৬

রানার ব্লগ বলেছেন: ভালো চিন্তা !!! দেখি অন্যরা কি বলে !!!

২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন রানার ব্লগ।

২| ২৫ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৫৬

সোনাগাজী বলেছেন:



ইহা করা সম্ভব।

২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমারও এই মত।

৩| ২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৩

সাহিনুর বলেছেন: বাহ ! এমন হলে তো ভালোই হয় ।

২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন সাহিনুর।

৪| ২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১০

গেঁয়ো ভূত বলেছেন:


ভালো এবং অত্যন্ত প্রশংসনীয় একটা প্রস্তাবনা, ভালো কিছু হওয়া সম্ভব !!!

২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা।

৫| ২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এটা ভালো এবং প্রশংসনীয় প্রস্তাব দিয়েছেন। এটা কিন্তু সম্ভব। পোষ্টে নজর রাখবো। অনেক ধন্যবাদ আপনাকে।

২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন থেকে এরকম একটা কিছুর প্রয়োজন বোধ করছি। সেই তাড়না থেকে এই পোস্ট।
আপনিও ধন্যবাদ নিন।

৬| ২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২২

সোনাগাজী বলেছেন:



গত বছরগুলোতে ব্লগারদের লেখা বইয়ের চাহিদা কেমন ছিলো? কোন কোন ব্লগার ভালো করেছেন?

২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্লগারদের লেখা সম্পর্কে সহব্লগারগন অবগত তাই স্বভাবত ব্লগারদের বই সহব্লগারগনই বেশী কিনে থাকেন।
মনিরা সুলতানা, নুরুন্নাহার লিলিয়ান,হাসান মাহবুব, সানাউল্লাহ সাগর,জুলিয়ান সিদ্দিকী, কামরুন নাহার বীথি,ব্লগার নীল আকাশ এরা ভাল লিখছেন।
নুরুন্নাহার লিলিয়ান ও জুলিয়ান সিদ্দিকী এদের বই ব্লগারদের বাইরেও সর্ব মহলে প্রসংসিত হচ্ছে।

আপনি নিজেরও লেখার হাত ভাল। লিখলে ভাল করবেন। আমি আশা রাখছি উপরের উদ্যোগ যদি সফলতার মুখ দেখে তাহলে প্রথম প্রকাশিত বইটি হবে আপনার লেখা।

৭| ২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৫

জুল ভার্ন বলেছেন: সামু ব্লগের পুরনো ব্লগার বন্ধু অনুজ প্রতিম আবু বকর সিদ্দিক রাজু একটা প্রকাশনা প্রতিষ্ঠান (স্বর এ অ) গড়ে তুলেছে। গত চার বছরে অনেকগুলো ভালো বই প্রকাশ করে সুনাম অর্জন করেছে। পান্ডুলিপি ভালো হলে লেখকের কোনো ইনভেস্টমেন্ট লাগবেনা, প্রকাশক নিজের উদ্দ্যগে বানিজ্যিক চুক্তিতে বই প্রকাশ করবেন।

২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উনার ব্লগের সাথে আমার সমসাময়িক ব্লগারগন সম্ভবত পরিচিত নন।কার্যকলাপ স্বচ্ছ হলে উনি সফল হবেন। উনার জন্য শুভকামনা।

৮| ২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৬

জুল ভার্ন বলেছেন:

২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চাইলে কেউ উনার সাথে যোগাযোগ করতে পারেন।

৯| ২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৬

আহমেদ জী এস বলেছেন: গিয়াস উদ্দিন লিটন,




সুন্দর প্রস্তাব।
ব্যবসায়ীক দিক চিন্তা করলেও ব্লগ/ব্লগারদের প্রকাশনীটি লাভ জনক হতেই পারে আর পাশাপাশি প্রকাশনীটি হতে পারে সামুর আয়বর্ধক প্রকল্পের অংশ।
আসলেই ব্লগাররা ভেবে দেখতে পারেন।

২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামুর সর্ব জন গ্রহনযোগ্য ব্যাক্তি জাদিদ ভাই। সামু অথরিটির সাথে আলাপ করে অথবা ব্যক্তিগত ভাবে উনি উদ্দৌগ নিলে কাজটা অনেক সহজ হয়ে যায় বলেই আমার ধারণা। আশা করছি জাদিদ ভাই বিষয়টি সম্পর্কে কিছু বলবেন।

১০| ২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

ভুয়া মফিজ বলেছেন: এই বিষয়ে এবং এই জাতীয় বিষয়ে (অর্থাৎ সামু'কে আর্থিকভাবে স্বাবলম্বী করা) অতীতে অনেক কথা হয়েছে। বিভিন্ন আলোচনায় আগে আমিও এই প্রস্তাব করেছিলাম। তবে শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয় না। হুদাই সময় নষ্ট।

দেখা যাক, আপনার প্রস্তাবনায় কোন কিছুর সূত্রপাত হয় কিনা! ফিঙ্গারস ক্রসড!!!

২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আলোচনা, প্রস্তাবনা চলতেই পারে। কোন ফল না এলে ধরে নিবেন এটাও 'হুদা' প্রকল্পের অংশ

১১| ২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫০

মোগল সম্রাট বলেছেন: ভালো প্রস্তাব। তবে সামু কতৃপক্ষ উদ্যোগ নিলে সহজ হবে। ব্লগারদের উদ্যোগে করলে সমন্বয় করাটা কঠিন হবে।

২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্লগের পক্ষ থেকে অথবা জাদিদ ভাই ব্যক্তি গত ভাবে উদ্দোগ নিলে সকলের সহযোগিতা থাকবে বলে আমার ধারণা।

১২| ২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সময়ের দাবী!
বিড়ালের গলায় কে
বাঁধবে তাই ভাবি!

২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কেউ একজন এগিয়ে আসবেন বলেই আশা রাখছি।

১৩| ২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৮

জটিল ভাই বলেছেন:
সেইসাথে সহব্লগারকেন্দ্রীক লিখাগুলোও ব্লগের মতো করে একস্থানে থাকবে, ফলে পাঠকেরও পড়ে বুঝা সহজ হবে।

২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জটিল ভাই-এর মন্তব্যটি কিছুটা জটিল হল বৈকি

১৪| ২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

কামাল৮০ বলেছেন: লেখকরা চিন্তা করে দেখতে পারে।বইয়ের ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না, নোট বইয়ের ব্যবসা ভালো।

২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্লগারদের বই ছাপালে লসের কিছু দেখিনা।

১৫| ২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

সোনাগাজী বলেছেন:


আপনার নিজে কি (চাকুরী, ব্যবসা ) করেন?

২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি ছোট খাটো একটা ব্যাবসা করি।

১৬| ২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রস্তাবতো নিঃসন্দেহে উত্তম।

কিন্তু বাস্তবতা মিয়া ভাই, নূরু ভাই সহ কিছু কিছু মন্তব্যে ফুটে উঠেছে।
আপনার মনে থাকার কথা বেশ ক বছর আগে এ নিয়ে বেশ জোরালো ফোনালাপও হয়েছিল।
কিন্তু পরে আর সেভাবে এগোয় নি।

এখন সামু যদি অফিসিয়ালি সিদ্ধান্ত নিতে পারে তাহলে মনে হয় সত্যি দারুন কিছু একটা হবে।
আমরা ভাল কিছুর অপেক্ষায়....

২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেই সময়েও আমি আপনাদের সাথে ছিলাম।। আগামীতেও এ ধরনের প্রস্তাবনার সাথে থাকবো।চাহিদা থাকলেই যোগান আসে, সকলের চাহিদার ভিত্তিতে আশা করছি একদিন এই প্রস্তাবনা আলোর মুখ দেখবে।
অনেক ধন্যবাদ জানবেন ভৃগু দা।

১৭| ২৫ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
তখন আমিও দুই একটা বই লেখার চেষ্টা করবো। :-B

২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:০৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অবশ্যই লিখবেন। যদি সেটা মরুভূমির জলদস্যুর আত্ম জীবনী হয় তাহলে ফাটাফাটি কিছুই হবে

১৮| ২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:১৪

শাহ আজিজ বলেছেন: চালিয়ে যান । আমি প্রথম প্রকাশে বড় রকম ধরা খেয়েছি । সামু যদি নিজের উদ্যোগে প্রকাশনার দায়িত্ব নেয় তো আমি নিশ্চিত সামুকে দিয়েই ছাপাব । লিখিত চুক্তি ছাড়া কোন বই প্রকাশ হবে না ।

২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উপরে যে সব তিক্ত অভিজ্ঞতার কথা লিখেছি তা বিভিন্ন পাব্লিশড ব্লগারের কাছ থেকে শোনা। আপনি তিক্ত অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছেন জেনে দুখ প্রকাশ করছি। এরকম একটি প্রকাশনা ব্লগারদের সময়ের দাবি।

১৯| ২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ২৫ নং মন্তব্যের সাথে একমত আছি।

আমার নিজেররো ছাপানোর ইচ্ছা হয়। নিশ্চয়ই অন্যরকম অনুভূতির ব্যাপার হবে। নিজের একটা বই নিজের পারিবারিক পাঠাগারের বুক শেলফে ঠাঁই পাবে। ভাবতেই ভালো লাগছে।

২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:২৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: : ২৫নং মন্তব্য আগাম জানলেন ক্যাম্নে?

২০| ২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:২৩

মনিরা সুলতানা বলেছেন: আলোচনার অগ্রগতি আশা করছি ভাই!
সাথে পাবেন।

২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন মনিরা'বু।

২১| ২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৫

মামুনুর রহমান খাঁন বলেছেন: উত্তম প্রস্তাব। এগিয়ে যান, সঙ্গে আছি।

২৫ শে জুলাই, ২০২২ রাত ৯:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন খান সাহেব।

২২| ২৫ শে জুলাই, ২০২২ রাত ৮:৫৪

জুন বলেছেন: আমাদের সামু ব্লগ এমন একটা উদ্যোগ নিলে খুবই ভালো হয় গিয়াস লিটন । আমার মত যারা আইলসা ব্লগার তারা হয়তো তখন নিদেন পক্ষে একটা বই অন্তত আলোর মুখ দেখাতে পারবে ।

২৫ শে জুলাই, ২০২২ রাত ৯:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ভ্রমণ ব্লগ গুলো অসাধারণ। যা মলাটবন্ধি হবার দাবী রাখে।

২৩| ২৫ শে জুলাই, ২০২২ রাত ৯:০৪

শায়মা বলেছেন: বাহ বাহ ভেরী গুড! :)

খুব ভালো হবে তাহলে। :)

২৫ শে জুলাই, ২০২২ রাত ৯:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক ধন্যবাদ জেনো শায়মা।

২৪| ২৫ শে জুলাই, ২০২২ রাত ৯:১৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ওহ দুঃখিত। ৬ নং প্রতিউত্তর।

২৫ শে জুলাই, ২০২২ রাত ৯:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ নিন স্বপ্নবাজ।

২৫| ২৫ শে জুলাই, ২০২২ রাত ৯:২৯

লেখার খাতা বলেছেন: লস বিজনেস। কে নিবে ঝুঁকি?

২৫ শে জুলাই, ২০২২ রাত ৯:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ঝুঁকি আমরা সবাই নেব।

২৬| ২৫ শে জুলাই, ২০২২ রাত ৯:৩৬

সাসুম বলেছেন: না , লস প্রজেক্ট।

বছর দুয়েক আগে পুরানো ব্লগার ও প্রকাশক নীল সাধু দা, বাপ দাদাদের প্রিন্টিং এবং প্রকাশনী বিজনেস থাকার অভিজ্ঞতায় আমি সহ আমরা ভেটো দিয়েছিলাম এই ধরনের প্রজেক্টে। জাদিদ ভাই ফেসবুক গ্রুপে এ ধরনের প্রস্তাব রেখেছিলেন।

এটা ফিসিবল বিজনেস নয়, অন্তত কোন গ্রুপ কেন্দ্রিক।

২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:২১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এটা লস প্রজেক্ট হওয়ার কোন কারন নাই। বেশির ভাগ লেখক বই ছাপাচ্ছেন নিজের টাকায়।তারা চাচ্ছেন শুধু একটা নির্ভরযোগ্য প্রকাশনা। আপনার মতে লসের ক্ষেত্র কি?

২৭| ২৫ শে জুলাই, ২০২২ রাত ৯:৪১

ইসিয়াক বলেছেন: চমৎকার প্রস্তাব।

২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন ইসিয়াক

২৮| ২৫ শে জুলাই, ২০২২ রাত ৯:৪৭

নয়ন বিন বাহার বলেছেন: গত বই মেলায় আমার কবিতার বই প্রকাশ হয়েছে। বিভিন্ন প্রকাশকের সাথে যোগাযোগ করায় ৩০০ কপি বই তারা কেউ আটাশ হাজার, কেউ ত্রিশ হাজার, কেউ পঁয়তাল্লিশ হাজার টাকাও চেয়েছে।
পরে নিজেই উদ্যোগ নিলাম। বাইশ হাজার টাকার মধ্যে ৩৫০ কপি ছাপালাম ফকিরাপুল থেকে।
সম্পাদনা করিয়েছি কবি আখতারুজ্জামান আজাদকে দিয়ে।

২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার ব্যাপক অভিজ্ঞতা হয়েছে দেখছি।
কয়েকটি মন্ত্যব্যে প্রকাশনা কে লস প্রজেক্ট বলা হচ্ছে, অভিজ্ঞতা থেকে আপনার মন্ত্যব্য আশা করছি।

২৯| ২৫ শে জুলাই, ২০২২ রাত ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। আমরা গোটা ত্রিশ ব্লগার মিলে এক খানি প্রকাশনি করতে পারি। প্রতিবছর আমরা আমাদের লেখা বই বের করতে পারি। সবাই সামান্য অর্থ কন্ট্রিবিউট করে অনায়াসে তা করা যায়।

২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অন্তত সেলিম ভাইকে পাওয়া গেল যিনি আমার পোস্টের মর্ম উপলব্ধি করতে পেরেছেন।

৩০| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ২৬ নং মন্তব্যে সহমত। করোনা পরবর্তী এ ব্যাবসার চরম মন্দা যাচ্ছে। সামু নিজ উদ্যোগে এটা করবেনা ফর শিউর। করোনা পরবর্তী অনেক নাম করা প্রকাশনা অফ হয়ে গেসে। আনুমানিক ৫০ জন ব্লগারের বই ছাপানোর জন্য একটি প্রকাশনী পোষাবে ? বাজারে চরম প্রতিযোগিতা।

২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:৩১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: প্রতিবার কি কম পক্ষে ৫০জন ব্লগারের বই প্রকাশ হয়না। একটা প্রতিসঠিত প্রকাশনী কি বছরে ৫০ টা বই ছাপায়?
লসের ক্ষেত্র গুলো কি কি বলে আপনি মনে করেন।

৩১| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৬

সোনাগাজী বলেছেন:



আপনি ব্যবসায়ী হওয়াতে ভালোই হলো, মার্কেটে ইহার ফিজিবিলিটি দেখুন।

২৬ শে জুলাই, ২০২২ সকাল ১০:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এ লাইনে আমার অভিজ্ঞতা নাই।
আমি প্রয়োজনীয়তা আর সম্ভাবনার কথা বলেছি।

৩২| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


ঘরের মানুষের জন্য নিজের ঘরের ব্যবস্থা।

২৬ শে জুলাই, ২০২২ দুপুর ১:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ধন্যবাদ জানবেন

৩৩| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: খুবই ভালো প্রস্তাব।++
শুরুতে হয়তো নানান বাঁধা আসতে পারে কিন্তু লেগে থাকলে সাফল্য আসবে বলে আমার মনে হয়।

২৬ শে জুলাই, ২০২২ সকাল ১০:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উদ্দমের সাথে উদ্যোগ নিলে সাফল্য আসবেই।

৩৪| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১১:১৬

শোভন শামস বলেছেন: ব্লগাররা নিজেদের টাকায় ছাপতে চাইলে সৎ প্রকাশক আছে যারা চাপ দিয়ে বেশী টাকা নিবেন না এবং আলোচনার মাধ্যমে টাকার অঙ্ক ঠিক হলে বই প্রকাশ করে দিবেন।

২৬ শে জুলাই, ২০২২ সকাল ১০:২৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এভাবে না হয় বই ছাপানোর ব্যবস্থা হল, কিন্তু আমরা ব্লগারদের একটা মিলন ক্ষেত্রের কি ব্যবস্থা হবে।

৩৫| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১১:৫১

অপু তানভীর বলেছেন: আসলে প্রস্তাবটা শুনতে চমৎকার লাগবেও বাস্তবে এটা ঘটা আসলে এতো সহজ একটা ব্যাপার না ! আরও ভাল করে বললে যদি ব্লগ কর্তৃপক্ষ নিজ পকেট থেকে টাকা খরচ করে ব্লগারদের বই প্রকাশ করতে ইচ্ছুক থাকে তাহলে এটা সম্ভব । তবে এখানে একটা ব্যাপার অবশ্যই মনে রাখতে হবে যে প্রায় সব বইয়ের ক্ষেত্রেই যে পরিমান টাকা খরচ হবে সেটা সম্পর্ণ রূপে উঠে আসার সম্ভবনা প্রায় শূন্য । অর্থ্যাৎ এটা পুরো হবে লস প্রজেক্ট ! একটা বই প্রকাশ করতে যেপরিমা খচর হয়, সেই বই মোটামুটি ৪০০ কপি বিক্রি হয়ে সেই খচরটা উঠে আসে । আপনার কি মনে এমন টা সম্ভব ?
সামু ব্লগ কর্তপক্ষ এমনিতেও নিজের টাকা খচর করে আমাদের এই ব্লগিং সুবিধা দিচ্ছেন । তাদের উপরে আর বোঝা না চাপাই । বই বের করার ক্ষেত্রে স্ব স্ব লেখকগন নিজ উদ্ব্যোগে প্রকাশক খুজে নেওয়াই শ্রেয় মনে করি !

আপনার কথা মত যদি ব্লগাররা নিজের টাকা দিয়ে বই প্রকাশ করতে চান এবং এবং সেই টাকার মাধ্যমে ব্লগ কর্তৃপক্ষ বই ছাপিয়ে দিবে তাহলে এমন কিছু ঘটানো হয়তো সম্ভব । তবে সেটাও কেন জানি সামুর বৈশিষ্ট্যের সাথে যায় না । যখনই কেবল টাকা দিয়ে বই ছাপানোর প্রশ্ন আসে তখন সেখানে মানের ব্যাপারটা একেবারে গৌন্য হয়ে যায় ।

আবার বললেন যে কয়েকজন ব্লগার উদ্দ্যোগ নিয়ে এই কাজটা করা যায়। এই ঘরের খেয়ে বনের মেষ কে তাড়াবে ? সবাই বাহবা দিবে কিন্তু এগিয়ে আসবে না কেউ ! হয়তো এক দুইবার আগ্রহ দেখাবে তারপর আর না ! আলটিমেটলি সেই একই অবস্থা !

২৬ শে জুলাই, ২০২২ সকাল ১০:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যা সচরাচর হয়ে থাকে, খরচ দিচ্ছে লেখক এখানে লসের ক্ষেত্র কোথায়?
একটা কন্ডিশন কল্পনা করুন, ২০০ কপি বই ছাপা হবে। মেলায় বিক্রিত বইয়ের টাকা প্রকাশকের, অবিক্রীত বইয়ের ৭০ ভাগ বই লেখক নিয়ে যাবে,৩০ ভাগ প্রকাশনী রেখে দিবে। ছাপানো সব বইয়ের ৭০ পারসেন্ট বিক্রি হলে লেখক কিছু সন্মানি পাবে।
অপু তানভীর ভাই,আপনি অভিজ্ঞ মানুষ। আমাদের একটি প্রকাশনা ও মেলায় ঠিকানার দরকার আছে কিনা বলুন। যদি মনে হয় দরকার আছে তাহলে কিভাবে এরুপ একটা প্রতিষ্ঠান করা যায় সে সম্পর্কে বলুন।

৩৬| ২৬ শে জুলাই, ২০২২ রাত ১২:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রস্তাবনা আপাত দৃষ্টিতে ভালো,
এই সঙ্গে আরও কিছু কথা উঠে আসে ................

....................................................................................................
সামু এই বিষয়টি পর্যালোচনা করে দেখতে পারে তবে,
১) সব বই কি বাজার পাবে ? যদি লস হয় এর দায়ভার কে নেবে ?
২) লাভ হলে কিভাবে বিতরন হবে ?
৩) প্রাথমিকভাবে মনে করি ১০০ বই ছাপার জন্য ২৫ লক্ষ টাকার দরকার হবে ।
এর যোগান কে দিবে ?
৪) বই ছাপার সময় নানাহ সমস্যার কারনে ১০/১২টি বই মেলায় গেল না, তখন
অপ্রীতিকর অবস্হায় কে দ্বায়ভার নেবে ???
৫) সামুর কি নিজস্ব ছাপাখানা আছে ? না থাকলে অন্যর ভরসায় কখোনই ছাপার মান রক্ষা ও
সময় মতো সরবরাহ করতে পারবে না । ( আমার ছাপাখানার অভিজ্ঞতা আছে )

ইত্যাদি আরও ছোট খাটো সমস্য থাকবে , এসব সমাধান করে আমরা সামনে যেতে পারলে তখন
আশার আলো দেখতে পাবো ..........

২৬ শে জুলাই, ২০২২ সকাল ১১:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উপরের রিপ্লাই এ কিছু বলেছি। সেই হিসেবে
১। লসের কোন সম্ভাবনা নাই।
২।সেটা আলোচনা হতে পারে।
৩।লেখক।
৪।সাধ্যমতো চেস্টার পর এমন হলে সেটা হবে দুর্ঘটনা। দুর্ঘটনায় কারো কিছু করার থাকে না।
৫। মেলার ৮০ ভাগ প্রকাশকের নিজস্ব ছাপা খানা নাই।

সবিশেষ অপু তানভীর ভাইকে যা বলেছি-আমাদের একটি প্রকাশনা ও মেলায় ঠিকানার দরকার আছে কিনা বলুন। যদি মনে হয় দরকার আছে তাহলে কিভাবে এরুপ একটা প্রতিষ্ঠান করা যায় সে পরামর্শ দিন।

৩৭| ২৬ শে জুলাই, ২০২২ রাত ১২:৪৬

সোনাগাজী বলেছেন:



৩৫ নং মন্তব্যটা যেকোন ব্লগারকে হতাশ কার জন্য যথেষ্ট; তবে, এই মন্তব্যের ধারণা সঠিক নয়।

২৬ শে জুলাই, ২০২২ সকাল ১১:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: উনি উনার মত ব্যাক্ত করেছেন।
উনি যদি বিষয়টিকে পজেটিভলি নেন তাহলে উনি ভালো সুপারিশ, পরামর্শ দিতে পারবেন।

৩৮| ২৬ শে জুলাই, ২০২২ রাত ৩:২০

ঈশ্বরকণা বলেছেন: আমার ভাবনা অপু তানভীরের মতামতের কাছাকাছি । আসলে পাব্লিকেশনটা ব্লগারদের সমস্যা না । যে সব ব্লগারের নিজেদের লেখার ওপর আস্থা আছে তারা নিজস্ব উদ্যোগেই নিজের খরচে বা প্রকাশকের খরচে বই পাবলিশ করতে পারবেন। সেটা কখনোই সমস্যা ছিল না । সমস্যাটা হলো বইয়ের মার্কেটিংয়ের । ব্লগে প্রতিবছর বই মেলা শুরু হবার বেশ আগে থেকেই ব্লগারদের বই নিয়ে একটা পোস্ট পিন করা থাকে আর নিয়মিত আপডেটও হয় । ব্লগারদের বইয়ের প্রচারের জন্য এটা খুবই চমৎকার একটা উদ্যোগ ব্লগ কর্তৃপক্ষের থেকে । কিন্তু তারপরেও মার্কেটিংয়ের সমস্যাটা থেকেই যাচ্ছে । ব্লগাররা ব্লগের খুচরো পোস্টে মন্তব্য করতে যতটা পারদর্শী সেভাবে বই কেনা আর পড়াতে সে রকম পারদর্শিতা অর্জন করেছেন বলে মনে হয় না। হলে ব্লগারদের বইগুলোর তিনশত কপির বেশির ভাগই বিক্রি হয়ে যাবার কথা । কিন্তু সেটা কখনো হয়নি মনে হয়। ব্লগাররা অন্য ব্লগারদের বই কিনে থাকলে তার রিভিউ হবার কথা ব্লগে । কেনার কথা ব্লগাররা ব্লগে দুই একটা ফটো পোস্ট করে বলবেন সেটাই স্বাভাবিক । কিন্তু ব্লগারদের খুব বেশি বইয়ের রিভিউ কখনোই ব্লগে হয় না।সেটা থেকেই আমি ব্লগারদের বই না পড়া আর না কেনার অভ্যেসের ব্যাপারে নিশ্চিত (অল্প দু একজন ব্লগারই এই হাইপোথিসিসের বাইরে পড়বেন)। এই লেখাতেই ব্লগার শাহ আজিজ সে রকমই কিছু মনে হয় বলতে চেয়েছেন। উনার প্রথম বই পাবলিকেশনের পর উনি ব্লগে জানিয়ে ছিলেন শুধু কুরিয়ার চার্জ দিয়েই প্রকাশনা থেকে বইটা ব্লগাররা নিতে পারবেন। আমার খুব জানতে ইচ্ছে করে সেই কথা জানবার পরেও ব্লগার শাহ আজিজের বইয়ের কতগুলো কপি বিক্রি হয়েছে। ব্লগার খায়রুল আহসান প্রকাশকের থেকে সব বই এনে নিজের কাছে রেখেছেন বলে কোনো পোস্টে মনে হয় জানিয়েছিলেন। গতবারের বইমেলায় প্রকাশিত সোহানীর বইটাও খুব বেশি ব্লগার কিনেছেনবলে ব্লগে দেখিনি।আজকেও মনে হয় এই পোস্টের দু একটা পোস্ট আগেই নয়ন বিন বাহার তার ২০২২ সালের বই মেলায় প্রকাশিত বই কুরিয়ার চার্জ দিয়েই কেনা যাবে বলে জানিয়েছেন। এবারও কুরিয়ার চার্জ দিয়ে দশ বারোটা বইয়ের বেশি ব্লগাররা কিনবেন সেটা আমার মনে হয় না। বই বিক্রির ব্যবস্থা না করতে পারলে বই প্রকাশের কোনো মানে নেই। ব্লগারদের দিয়ে এই বিক্রির ব্যাপারে খুব বেশি সহায়তা হবে বলে আমি মনে করি না। তাছাড়া সামুর ব্লগারদের কাছের একটা প্রকাশনীর কাজে আপনার নিজের অভিজ্ঞতা খুব তিক্ত। আরো কিছু ব্লগারও একই প্রকাশনীর থেকে প্রকাশিত তাদের বইয়ের পাতা, বাধাই এগুলোর নিম্ন মান নিয়ে অসুন্তুষ্টির কথা জানিয়েছেন । ব্লগারদের সংকলন 'ঋদ্ধ' নিয়েও ব্লগার বৃতির অসুন্তুষ্টির কথাও ব্লগেই এসেছিলো । ব্লগারদের শেষ সংকলনটাও খুব বেশি মানোত্তীর্ণ হতে পারেনি । এ'ধরণের আরো সমস্যার কথাও ভাবতে হবে প্রকাশনী প্রতিষ্ঠার ব্যাপারে যদিও সেই প্রশ্ন আসবে অনেক পরে । তাই ব্লগাররা নিজস্ব উদ্যোগেই বই প্রকাশ করুন কোনো অসুবিধে নেই কিন্তু সেটা মার্কেটিংয়ের ব্যবস্থা করা যায় নাকি সেটা ভাবাই বেশি জরুরি এখন । সেটা না করে শুধু প্রকাশনী প্রতিষ্ঠা করে খুব বেশি হেল্পফুল কিছু হবে না ।

২৬ শে জুলাই, ২০২২ দুপুর ১২:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি সামুর একজন মনোযোগী পাঠক। সময় নিয়ে আপনি দীর্ঘ, চমৎকার মন্তব্য করেছেন। আপনার মন্ত্যব্যে অনেক কথা উঠে এসেছে।
উপরে কিছু কথা বলেছি তাই রিপিট করছিনা। আমি লেখায় একটা শব্দ ব্যবহার করেছি 'বাটপার'। এদের কাছে যারাই বই ছাপিয়েছে তারাই ধরা খেয়েছে। আপনি আমার তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ রেখেছেন। আমি ভুক্তভোগী বিধায় বাটপারের হাতে ধরা খাওয়া অনেকেই আমার সাথে বাটপারের বাটপারির কথা শেয়ার করেছেন।
এই পোড় খাওয়া ব্লগারদের তিক্ত অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে আমাদের একটা প্রকাশনী খুব খুব দরকার যা হবে বিশ্বস্ত, নির্ভরযোগ্য। মুলত সেই কারনেই এই পোস্ট।
ব্লগারদের বই লেখকের ব্যাক্তিগত সার্কেল আর ব্লগাররাই কিনে বেশি, এ নিয়ে ব্লগে রিভিউ না আসার বড় কারন হচ্ছে পুর্বেই পর্বাকারে ব্লগে প্রকাশিত হওয়ায় প্রকাশিত বইটির বিষয়বস্তু ব্লগাররা আগ থেকেই জানে। সেখনেই পাঠক মতামত ব্যাক্ত করেন।

৩৯| ২৬ শে জুলাই, ২০২২ সকাল ৮:২০

কালো যাদুকর বলেছেন: বছরের সেরা লিখা নিয়ে সামু বই প্রকাশ করতে পারে। আমার মনে হয় সেটা একক প্রকাশের থেকেও অনেক আকর্ষণীয় হবে।

২৬ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্লগারদের লেখা নিয়ে অনিয়মিত ভাবে ব্লগার সংকলন বের হয়। সামুর জন্য এটা খরচান্ত ব্যাপার হবে।

৪০| ২৬ শে জুলাই, ২০২২ সকাল ৮:৪৫

নূর আলম হিরণ বলেছেন: ব্লগাররা বই লিখে শুধু বইমেলা কেন্দ্র করে, বছরে একবার বই প্রকাশ করে কি কোনো প্রকাশনী টিকে থাকতে পারবে? এমন হতে পারে? বইমেলাকে কেন্দ্র করে হয়তো সামু কোনো ভালো প্রকাশনীর সাথে চুক্তি করতে পারে যাতে ব্লগাররা ঝুট ঝামেলা ছাড়া বই প্রকাশ করতে পারে এবং এই চুক্তিতে সামু চাইলে কমিশন ভিত্তিক করতে পারে। ব্লগাররাও নিশ্চিন্তে থাকলো টাকা ও পাণ্ডুলিপি জমা দিয়ে আর ব্লগ টিম এগুলো তদারকির বিনিময়ে একটা কমিশন নিলো।

২৬ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সারা বছর বই ছাপায় এরকম প্রকাশনী হাতে গোনা। বেশির ভাগের প্রকাশনা মেলা কেন্দ্রীক।
আপনার পরের কথাগুলো মন্দের ভালো।

৪১| ২৬ শে জুলাই, ২০২২ সকাল ১১:১৭

অপু তানভীর বলেছেন: কেবল মাত্র টাকা দিয়ে ছাপানোর জন্য সামহোয়্যারইন ব্লগ প্রকাশনায় নামবে, এটাতে সত্যিই আমার আপত্তি আছে ! আমার কাছে এমন একটা কাজ না করাই ভাল । আবার সামু যদি প্রকাশনায় মান সম্মত বই নিজ উদ্দ্যোগে প্রকাশ করে তাতে সামুর লস হবে ! মানে বই বিক্রি করে অর্থ আয় বর্তমান সময়ে একটা প্রায় অসম্ভব একটা ঘটনা ! সামুর কাধে আরও অর্ধের বোঝা চাপবে । সেটাও মনে হয় অনুচিত হবে ।

বর্তমানে বাঘা বাঘা প্রকাশনি গুলোও বই প্রকাশ নিয়ে সংশয় প্রকাশ করে । সেখানে নতুন প্রকাশনী হয়ে টিকে থাকা দুস্কর একটা ব্যাপার ।

তবে আপনার যে প্রস্তাব যে যে ব্লগাররা নিজ অর্থে বই প্রকাশ করতে চায় তাদের বেলাতে ব্লগ কর্তৃপক্ষ একটা কাজ করতে পারে । যেটা নুর আলম সাহেব বলেছেন । সামু ব্লগ কোন প্রকাশনির সাথে একটা চুক্তিতে আসতে পারে । ব্লগাররা ব্লগের রেফারেন্সে কিংবা ব্লগের মাধ্যমে সেই প্রকাশনি থেকে বই প্রকাশ করবে । আলাদা ভাবে প্রকাশনি স্থাপন করার দরকার আছে বলে মনে হয় না !

২৬ শে জুলাই, ২০২২ দুপুর ১:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তানভীর ভাই,আপনার যাতে আপত্তি, ৯০ ভাগ ব্লগার কিন্তু ওই আপত্তিকর পন্থায়ই বই ছাপায়।
অন্যদের জন্য অলাভজনক হলেও সামুর এমন হবার কথা নয়। কারন সামুর রয়েছে রেডিমেড মার্কেট। সামুর ব্লগাররাই হবেন এর বড় ক্রেতা। এই মার্কেট কিন্তু অন্য প্রকাশনীর নেই।

৪২| ২৬ শে জুলাই, ২০২২ সকাল ১১:২১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: প্রকাশনা শুরু করলেই তো লেখকদের হাড্ডি চিবানো শুরু করবে । "উনিশ প্রকাশন" নামে আমার নিজের একটি প্রকাশনা আছে । আমি জানি একটি ৬ ফর্মার বই করতে কতো খরচ ।হয় । সবার কাছে অন্যকে ঠকিয়ে ব্যবসা করাটাই এখন মুখ্য হয়ে উঠেছে । এই ব্লগে এমন অনেক মৌসুমি ব্লগার আছে যারা নিজেরা ফাঁদ পেতে নতুন লেখক ধরে বই ছাপাবার জন্য ব্লগিং করে । সাধারণ লেখকদের শুধু মেধা নয় এরা রক্তটুকুও শুষে খায় ।

২৬ শে জুলাই, ২০২২ দুপুর ১:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি সামুর একজন ব্লগার, আপনার রয়েছে নিজস্ব প্রকাশনা, অথচ মুরগা ধরার জন্য আপনি সামুতে কখনো পোস্ট দেন নি, আশ্চর্য হলাম।
দেখি আপনাকে নিয়ে এগুতে পারি কিনা। ফেসবুকে আমি এই নামেই আছি,একটু নক করবেন

৪৩| ২৬ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৩৭

নতুন বলেছেন: ব্যবসা হিসেবে প্রকাশনা শুরু করা আমার ভালো আইডিয়া মনে হয় না।

ব্লগার হিসেবে ব্লগেই প্রকাশন ব্লগারের সাহাজ্য পেতে পারে লেখকরা।

আমার মতে ই-কমার্স ব্যবসা সুরু করা সামুর জন্য সবচেয়ে ভালো হবে। যদি পন্যের মান আর কাস্টমার সেবা দেওয়া যায়, ২-৩ বছরের মধ্যে ই-কমার্স ব্যবসায় লাভে যাওয়া সম্ভব হবে বলে আমার মনে হয়।

২৭ শে জুলাই, ২০২২ দুপুর ১২:১৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার প্রস্তাব সামু ভেবে দেখুক।

৪৪| ২৬ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৯

অপু তানভীর বলেছেন: উহু লিটন ভাই, আমি ব্লগারদের ব্যাপারে আপত্তি করি নি । করেছি সামু ব্লগের নামের বেলাতে । একবার ভাবুন যদি এমন একটা রেপুটেশন তৈরি হয় যে ''সামহোয়্যারইন প্রকাশনী টাকা দিয়ে বই ছাপায়'' এটা শুনতে আপনার কেমন লাগবে? আমার ব্যক্তিগত ভাবে মত যে এটা সামু ব্লগের নামের সাথে যায় না । এই জন্য আমি এটার সাথে একমত নই । তবে কর্তৃপক্ষ আমার থেকে বেসি বুঝবেন এবং জানবেন । তারাই আসলে বেশি ভাল বুঝবেন ! আমি কেবল আমার মতামত জানালাম !

২৬ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৩৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খ্যাতিমান প্রকাশনী গুলো টাকা নিয়ে বই ছাপায় না, যারা ছাপায় তারাও সেটা ঢাকঢোল পিটিয়ে প্রচার করেনা। এখানে প্রতিষ্ঠানের প্রফিট বোঝানোর জন্য প্রসংগটি সামনে এসেছে।
আলোচনা ও মতামত প্রকাশের জন্য এই পোস্ট, শুরু থেকে আপনার মতামত আমার ভালো লেগেছে। ধন্যবাদ নিন অপু তানভীর।

৪৫| ২৬ শে জুলাই, ২০২২ বিকাল ৩:২৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার ধারনা বা বক্তব্যটি ব্লগার ঈশ্বরকণা ভাইয়ের মন্তব্যে পরিষ্কার ফুটে উঠেছে। কখনও প্রকাশনী হলে মন্দ হত না। কিন্তু বর্তমান বাজারে বই কিনে পড়ার মত মানসিকতা খুব অল্প লেখকেরই থাকে।

আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু ব্লগারের বই পড়ে যেমন হতাশ হয়েছি। তারা কেন বই ছাপালেন- তার সঠিক ব্যাখ্যা খুঁজে পাই নি, তেমনি আবার অনেকের বই বা লেখার বিষয়বস্তু ভালো লেগেছে। যেমন -ব্লগার খন্দকার নাইমুল ইসলামের আলৌকিক কোরান এবং বিস্ময়কর হাদিস। আমি হয়ত সব বিষয়ে একমত নই বা সব বিষয়কে একভাবে দেখছি না - কিন্তু একটি বই লিখতে তাঁর প্রচেষ্টা এবং আগ্রহ সত্যি দারুন।

প্রকাশনা প্রতিষ্ঠানের ব্যবসা শুধু মাত্র একটি নির্দিষ্ট সময়ের জন্য। তাছাড়া নতুন প্রতিষ্ঠান হিসাবে বই মেলায় স্টল পাবার একটি সুনির্দিষ্ট নিয়ম আছে। ফলে প্রকাশনী থাকলেই সেখানে আমরা যুক্ত হতে পারছি না।

ভিন্ন কোন পন্থা বলুন যেটা কাজে আসে। যেমন ধরুন কপিরাইটিং, কন্টেন্ট রাইটিং। এত এত ব্লগার, সৃজনশীল লেখক আমাদের ব্লগে লিখে গেছে, এখনও লিখছে তাদের ব্যবহার করে এজেন্সি হিসাবে কপি রাইট বা কন্টেন্ট রাইটিং এর একটি চিন্তাভাবনা আছে।

২৬ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বই মেলায় সামুর ব্লগারদের একটা ঠিকানা দরকার, সেই বোধ থেকেই এই পোস্ট। আমি বলেছি- সামু অথবা কেউ ব্যক্তিগত ভাবে অথবা সম্মিলিত ভাবে এরকম কিছু একটা করা যায় কিনা। পরবর্তী আলোচনায় দেখা যা দুটো উৎস উহ্য রেখে এটা এককভাবে সামুর ঘাড়ে উঠে গেছে।
আপনার বক্তব্য পেয়ে ক্লিয়ার হলাম। অনেক ধন্যবাদ জানবেন কাল্পনিক ভালোবাসা ভাই।

৪৬| ২৬ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যে কোনো কাজে নামার আগে তার উপর অভিজ্ঞতা থাকা দরকার। নইলে সাকসেসের পরিবর্তে সর্বনাশ হওয়ার চান্সই বেশি থাকে। আমার নিজের প্রকাশনী নাই (যদিও অনেকে এখনো আমাকে প্রকাশক মনে করে মেইল করেন :) ), কিন্তু একজন প্রকাশকের চাইতে অভিজ্ঞতার ঝুলি কম সমৃদ্ধ নয়। দেখুন এখানে - কীভাবে বই বের করবেন

কমেন্টগুলো পড়লাম। সবচাইতে প্র্যাকটিক্যাল কথাগুলো বলেছেন অপু তানভীর ও ঈশ্বরকণা। বই প্রকাশ, মাছ, চাল-ডাল বিক্রির মতো কোনো বিষয় না। আপনি আজ ৩০০ বই ছেপেছেন। সাধারণ মানের এই ৩০০ বইয়ের বিক্রি শেষ হতে ৩ বছর থেকে ১০ বছর লাগতে পারে; বিক্রি শেষ হওয়ার আগেই তেলাপোকায় খেয়ে শেষ করতে পারে। গিয়াস উদ্দিন লিটনের মতো কোনো লেখকের বই কোনো স্কুল বা কলেজে পাঠ্যভুক্ত হলে তিনি হবেন বিরল ভাগ্যবানদের একজন। সবার ভাগ্য একরকম না, সবার লেখার মানও একরকম না।

আজ আবেগে সবাই ঝাঁপিয়ে পড়ে বলবেন, সামহোয়্যারইন প্রকাশনী থেকে সকল ব্লগার নিজের টাকায় বই প্রকাশ করবেন। বইমেলার সময় এদের ক্ষুদ্র একটা অংশ সামহোয়্যারইন প্রকাশনী থেকে বই প্রকাশ করবেন, বাকিরা নিজ নিজ সুযোগ মতো অন্য প্রকাশনীতে চলে যাবেন। ব্লগাররা নিজের টাকায় বই বের করলে প্রকাশনীর লস নাই, কিন্তু ব্লগারের টাকা উঠে আসবে না (কিছু ব্যতিক্রম ছাড়া), এটা লিখে রাখেন। সেই ব্লগার যদি টাকা ফেরত না চান, তাহলে সমস্যা নাই। টাকা চাইলে সে টাকা কে দিবে? আর যদি বই বিক্রির টাকা ব্লগাররা নিয়ে নেন, তাহলে প্রকাশনীর প্রফিট কীভাবে হবে? এটা বোঝার জন্য বইমেলার সময় স্টলে বসে বই বেচাকেনা করতে হবে, বেচাকেনা দেখতে হবে, লাভ-ক্ষতির অংক ভালোমতো বুঝতে হবে - যে অভিজ্ঞতা আমার আছে। এমন অভিজ্ঞতা আর কতজনের আছে, নিম্নে নাম উল্লেখ করে যেতে পারেন, একটা আইডিয়া পাওয়ার জন্য।

আমি হলাম সেই অভাগা, যে স্ত্রীকে সাধের গহনা কিনে দিতে বড়ই কৃপণ, কিন্তু বই আর ম্যাগাজিন ছাপিয়ে ফতুর হয়ে যায়। এই কথাটা বললাম কিছু আশার বাণী সম্বলিত সুপারিশ দেয়ার জন্য। নীচে দেখুন :)

ক। আমি ২ লাখ টাকা (সম্ভব হলে আরো বেশি) চিরতরে দিয়া দিমু, তার রিটার্ন চাই না। এমন ৫ থেকে ১০ জন দানবীরের দরকার। যাদের সম্মিলিত লগ্নিতে ১৫-২৫ লাখ টাকা মূলধন আসবে।

খ। শুধুমাত্র নির্বাচিত বইগুলোই প্রকাশ করা হবে। বই নির্বাচনের জন্য একটা প্যানেল বা বোর্ড থাকবে ব্লগারদের মধ্য থেকেই।

গ। বই প্রকাশের টাকাও ব্লগারগণই দিবেন। বইমেলা শেষে ব্লগারের বিক্রিত বইয়ের প্রকাশমূল্যটা (প্রকাশের জন্য যে খরচ) লেখককে রিটার্ন দেয়া হবে। উপরি টাকা প্রকাশনীর লাভ।

ঘ। প্রকাশনীর রেজিস্ট্রেশন ও অন্যান্য সরকারি অনুমোদন সামহোয়্যারইন ব্লগ কর্তৃক এই ব্লগের নামেই গ্রহণ করতে হবে। প্রকাশনীর চেয়ারম্যান থাকবেন ব্লগের মালিক। প্রকাশনীর একটা বোর্ড অব ডাইরেক্টর্স থাকবে (পরিচালনা পর্ষদ), যারা মেইনলি লগ্নিকারকদের মধ্য থেকেই হবেন। একজন এমডিও থাকবেন, যিনি হতে পারেন ব্লগের একজন অ্যাডমিন।

ঙ। এটাকে কোনো লাভজনক প্রতিষ্ঠান হিসাবে না ধরে স্রেফ একটা আর্ট ইনস্টিটিউট হিসাবে গণ্য করতে হবে। তবে, ৫-৭ বছরের মাথায় এর প্রচার ও প্রসার বাড়বে, তখন লাভের মুখ হয়ত দেখা যাবে।

টাকা লগ্নির জন্য কারা উৎসাহী, হাত তুলতে পারেন, এখানেও একটু আইডিয়া নেয়ার জন্য।

চিন্তা করার জন্য পয়েন্টগুলো দিলাম। (ফ্রুট ফর থটস আর কী)।

২৬ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লিংক দেয়া আপনার পোস্টটি আমি বহুবার পড়েছি। কেউ বই প্রকাশ সম্পর্কে গুগল সার্চ দিলেই প্রথমে আপনার পোস্টটি সামনে আসে।এটা নিসন্দেহে একটা যুগান্তকারী ও দরকারী পোস্ট।
আমি পোস্টটি করার সময় যে ধরনের আলোচনা হবে বলে ধরে নিয়েছিলাম, আপনার মন্ত্যব্যে সে ধরনের আলোচনাই হয়েছে।
বই মেলায় আমরা ব্লগারদের একটা

২৬ শে জুলাই, ২০২২ রাত ৮:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওফ্ফ! রিপ্লাইটি দীর্ঘ ছিল,পোস্ট করার পরে দেখি বাকি অংশ মিসিং। সময় করে আবার রিপ্লাই দেয়ার আশা রাখছি।
যাক,কার্যকরী, দীর্ঘ মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানবেন সোনাবীজ ভাই।

৪৭| ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ১:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি আপনার সাথে সহমত। ব্লগারদের একটা ঠিকানা থাকা দরকার অত্যন্ত বই মেলায়।

কোন প্রকাশনীর সাথে চুক্তি করা যায়না তারা ব্লগারদের বই ছাপাবে পান্ডুলিপি ভাল মানের হলে। সাথে আছি।

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৯:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিজস্ব প্রকাশনা না হলে অন্তত অন্য প্রকাশনীর সাথে চুক্তি করে হলেও মেলায় ব্লগারদের একটা ঠিকানা দরকার।
দেরিতে রিপ্লাই ত্রুটি মার্জনা করবেন।

৪৮| ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ১:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সামু মনে হচ্ছে এতে জড়াবেনা। যা করার ব্লগারদেরই করতে হবে।

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৯:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যদ্দুর জানি ব্লগার নুরুন্নাহার লিলিয়ান কোন একটা প্রকাশনীর সাথে জড়িত আছেন। বিষয়টি নিয়ে উনার সাথে আলাপ করার ইচ্ছে আছে।

৪৯| ২২ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৪১

খায়রুল আহসান বলেছেন: অতি উত্তম প্রস্তাব, বিবেচনার দাবী রাখে!
মেলায় ব্লগারদের একটা বসার জায়গা থাকা দরকার। তাহলে আর ভবঘুরের মত এ স্টলে সে স্টলে ঘুরে ঘুরে ব্লগারদের সাথে পরিচিত হতে/মত বিনিময় করতে হয় না।

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৯:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'ভবঘুরের মত' চমতকার শব্দ চয়ন।
এই অবস্থা থেকে ব্লগারদের রেহাই দানের স্বার্থে আমি একটি ঠিকানার প্রস্তাবই করেছিলাম।

৫০| ২২ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৪৬

খায়রুল আহসান বলেছেন: অত্যন্ত সুচিন্তিত, সুবিবেচিত এবং সুবিশ্লেষিত ৩৮ নং মন্তব্যটির জন্য ব্লগার ঈশ্বরকণাকে ধন্যবাদ। অল্প কথায় তিনি সার কথাটি বলে দিয়েছেন। বই এর বিপণন পন্থা ও কৌশল নির্ধারণ করাই হওয়া উচিত মূল বিবেচ্য। লেখকদের মনে রাখা উচিত যে পাণ্ডুলিপি চূড়ান্ত করা পর্যন্ত বই প্রকাশনার ব্যাপারটি লেখকদের মেধাস্বত্বের বিষয়। ততক্ষণ এটা একটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি। কিন্তু যেই মুহূর্তে এটা ছাপা, বাঁধাই, ইত্যাদি কার্যক্রম শেষে বুকস্টলে এলো, সেই মুহূর্ত থেকেই এটা চাল ডাল নুন তেল বা মাছ এর মত একটি পণ্য। এটির বিক্রয় নির্ভর করবে মূলতঃ চাহিদার উপর, তারপর বিপণন পন্থা ও কৌশলের উপর।
নিজস্ব অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে করা সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর মন্তব্যটাও চমৎকার। কিন্তু তার প্রস্তাবের উপর তো কোন "আওয়াজ" পাওয়া গেল না!

৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৯:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বেশির ভাগ লেখক যেখানে নিজের টাকায় বই ছাপায় সেখানে বিপনন নিয়ে প্রকাশনির চিন্তা করার সুযোগ কোথায়?
অনেক ধন্যবাদ জানবেন জনাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.